Veterinary Dr. Zaman

  • Home
  • Veterinary Dr. Zaman

Veterinary Dr. Zaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Veterinary Dr. Zaman, Veterinarian, .

14/06/2023
 #সালমোনেলা   in poultry  পোল্ট্রি শিল্পের আতংকের কারনরোগের উৎসঃ↗️ খাবারের মাধ্যমে সালমোনেলা ছড়াতে পারে। সালমোনেলা আক্রা...
26/10/2022

#সালমোনেলা

in poultry


পোল্ট্রি শিল্পের আতংকের কারন

রোগের উৎসঃ
↗️ খাবারের মাধ্যমে সালমোনেলা ছড়াতে পারে। সালমোনেলা আক্রান্ত ফিডে ২ বছর পর্যন্ত বাচতে পারে। এজন্য ফিডে বিভিন্ন প্রকারের সালমোনেলা কিলার ব্যাবহার করা হয়।
↗️ পানিঃ পোল্ট্রি খামারে পানির মাথা সালমোনেলা ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।
↗️ পোকামাকড় ও ভেক্টরের মাধ্যমে সালমোনেলা ছড়াতে পারে। উকুন, তেলাপোকা, ইদুর, গুবরে পোকা, মাছি, আক্রান্ত ডিম প্রভৃতি সালমোনেলার বায়োলজিকাল ভেক্টর হিসেবে কাজ করে। এর ফলে খামারে সালমোনেলা ছড়ানোর পাশাপাশি ব্যাকটেরিয়ার লোডও বেড়ে যায়।
↗️ অতিথি পাখি, মানুষ সালমোনেলার ক্যারিয়ার হিসেবে কাজ করে।
↗️ ভার্টিকালি ডিমের মাধ্যমে সালমোনেলা ছড়ায়। এক্ষেত্রে বাচ্চাতে রোগ দেখা যায়, ডিমের হ্যাচিং কমে যায়।
↗️ আক্রান্ত মুরগির স্পর্শে, খাবার, পানি এমনকি বাতাসের মাধ্যমেও সালমোনেলা ছড়াতে পারে।

করণীয়ঃ
↗️ খাবার, পানি সালমোনেলা মুক্ত রাখতে হবে। প্রায় সব কোম্পানি খাবারে সালমোনেলা কিলার ব্যাবহার করে। তৈরি খাদ্যে সালমোনেলা কিলার ১.৫-২.৫ কেজি প্রতি টন খাবারে মিশিয়ে দিতে হবে। পানির উৎস বিশুদ্ধ হতে হবে। এছাড়াও বাজারে বিভিন্ন পানি বিশুদ্ধকরন পাওয়া যায়। এগুলো পানিতে সালমোনেলার লোড কমাতে সাহায্যের করে।
↗️ খাবার পাত্র ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। সপ্তাহে একবার কাপড় ধোয়া সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে।
↗️ খাচায় পালিত পোল্ট্রিতে প্রতিদিন লিটার পরিষ্কার করতে হবে। মেঝেতে পালিত পোল্ট্রির ক্ষেত্রে লিটার যেন ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি লিটার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরিবর্তন করতে হবে।
↗️ প্রতিদিনের খাবার প্রতিদিন খাওয়াতে হবে। বাসি খাবারে জীবাণু জন্মার সুযোগ বেশি। একারণে বাসি খাবারের সাথে নতুন খাবার যোগ না করাই উত্তম। প্রয়োজনে কিছু সময় অপেক্ষা করে আগের দিনের খাবার শেষ হবার পরে নতুন খাবার দিতে হবে।
↗️ পেটে উপকারী ব্যাকটেরিয়ার লোড বাড়ানোঃ উপকারও ব্যাকটেরিয়া পোল্ট্রির শরীরকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া রক্ষা করে, খাবার হজমে সহায়তা করে। প্রিবায়োটিকস ও প্রোবায়োটিকসের ব্যাবহার পোল্ট্রির শরীরে উপরাকি ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করে।
↗️ ভ্যাক্সিনেশনঃ Nobillis SG 9R ও 9R Vac বাংলাদেশে পাওয়া যায়। এগুলো ৬ সপ্তাহে এবং ১৮ সপ্তাহে চামড়ার নিচে ০.২ মিলি দিতে হয়।
LRI কর্তৃক Salmonellosis/ Fowl Typhoid Vaccine নামে পাওয়া যায়।
১ম ডোজঃ ৬ সপ্তাহে ০.৫ মিলি/মুরগি চামড়ার নিচে।
২য় ডোজঃ ১ম ডোজ দেয়ার ১ মাস পর
বুস্টার ডোজঃ ৬ মাস পর পর।

যেসব বৈশিষ্ট্য দেখে লেয়ার কিনবেনঃ-১। হিস্ট্রিঃ -পুলেট (ডিম পাড়ার আগের মুরগীকে পুলেট বলা হয়) এর জাত, এর কোন রোগ হয়েছিল কি...
11/08/2022

যেসব বৈশিষ্ট্য দেখে লেয়ার কিনবেনঃ-
১। হিস্ট্রিঃ
-পুলেট (ডিম পাড়ার আগের মুরগীকে পুলেট বলা হয়) এর জাত, এর কোন রোগ হয়েছিল কিনা। কিছু রোগ পোল্ট্রির প্রজননতন্ত্রকে আক্রমণ করে (IB, AI, EDS, ND) । ভালো ডিমের উৎপাদন পেতে হলে পুলেটকে অবশ্যই রোগমুক্ত থাকতে হবে।

২।যথাযথভাবে ভ্যাক্সিনেশনঃ
-ভ্যাক্সিনেশন এর সময় কুল চেইন মানা খুব জরুরি। কোন কোন রোগের ভ্যাক্সিনেশন হয়েছিল জানা থাকলে পরবর্তীতে বুস্টার ডোজ দিতে সুবিধা হয়। এছাড়া একই ভ্যাক্সিনেশন অযথা বারবার না দিয়ে মুরগীর স্ট্রেস কমানো যায়।

৩।ঠোটঃ
-ঠোট বাকা, ছোট বড়, ফাটা ঠোটযুক্ত মুরগী ভালোভাবে খেতে পারে না যা পরবর্তীতে ডিম উৎপাদনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মুরগির ঠোট সময়মতো ছোট করা হলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া ডিম পাড়ার সময় ঠোট কাটলে (২৪ সপ্তাহে) আশানুরূপ প্রোডাকশন পাওয়া যায় না।

৪।ইউনিফর্মিটিঃ
-একজাতীয় মুরগীর শতকরা প্রকাশকে ইউনিফর্মিটি বলে। ইউনিফর্মিটি ৯০% এর উপর থাকা আবশ্যক। একজাতীয় মুরগী ছাড়া ১০০% ডিম উৎপাদন পাওয়া যায় না, ব্যাবস্থাপনায় সমস্যা হয়।

৫।শারীরিক গঠনঃ
-পুলেটের পালক চকচকে, গোছালো মখমলের মতো; ঝুটি বড়, লাল রঙের, পা চকচকে হলদে, ঘাড় সোজা এবং চোখ উজ্জ্বল তীক্ষ্ণ হয়।

৬।মুরগীর স্বভাবঃ
-সুস্থ স্বাভাবিক মুরগী সবসময় সতর্ক থাকে, শব্দে সাড়া দেয়, কৌতূহলি মেজাজ দেখায় অর্থাৎ তার সামনে কিছু রাখা হলে সেটিকে ঠোট দিয়ে নাড়াচাড়া করে দেখে। এছাড়াও এসময় মুরগী করকর শব্দ করে নিজেকে প্রকাশ করে থাকে।

The criteria to look for before buying layer hen:-

1. History :
Type of breed and disease history. Some diseases attack at the reproductive system (IB, AI, EDS, ND) of a bird. In order to get desired production disease free pullet is a must.

2. Proper Vaccination :
Cool chain is very important while performing vaccination. Otherwise vaccination programme results in failure. It becomes very easy to select vaccine for a booster dose by analysing the past vaccination programme. Besides birds can be relieved of stress by avoiding unnecessary repeated vaccination.

3. Beak:
Hen with bend, cracked, uneven beak can not take feed properly which later adversely affects the egg production. By timely beak trimming this problem can be eliminated. Otherwise by performing beak trimming during or onset of lay the desired production can not be expected.

4. Uniformity :
The expression of same category hen in percentage is termed as uniformity. It is compulsory to have uniformity above 90%. Without uniform birds 100% target production can not be achieved, also problems arise in management the flock.

5. Body conformation :
Good quality pullet has glossy organised feather; big red comb, yellow leg, straight neck and bright eyes.

6. Behaviour :
Healthly pullet always remains alert, responds to sound, shows curiosity. Apart from this she expresses herself by vocalisation.

প্রতিটি খামার ছোট কিংবা বড় পরিকল্পনামাফিক হওয়া প্রয়োজন। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোন ব্যাবসা বড় করা সম্ভব হয় না।পরিকল্...
04/08/2022

প্রতিটি খামার ছোট কিংবা বড় পরিকল্পনামাফিক হওয়া প্রয়োজন। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোন ব্যাবসা বড় করা সম্ভব হয় না।
পরিকল্পিত খামার গড়ার লক্ষ্যে একটি ছোট গরু মোটাতাজাকরণ ফার্মের নকশা।

Address


Telephone

+8801731979393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veterinary Dr. Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veterinary Dr. Zaman:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share