15/08/2022
একটি বিড়াল কতদিন বাঁচে?
ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন এর মতে পৃথিবীতে বিড়ালের প্রজাতি রয়েছে ৭১ টি । প্রজাতি অনুযায়ী বিড়ালের আয়ু ভিন্ন হতে পারে।
বন্য ভাবে বাঁচা বিড়ালদের গড়ায়ু২ থেকে ১৬ বৎসর হতে পারে। গৃহপালিত বিড়ালগুলোর ভিতরে প্রজাতি অনুযায়ী আয়ুষ্কাল ভিন্ন হয়। কয়েকটি প্রজাতির আয়ুষ্কাল এখানে উল্লেখ করলাম
পারসিয়ান বিড়াল ( Persian cat )১০-১৭
বেঙ্গল বিড়াল ( Bengal cat)১০-১৫
এরাবিয়ান বিড়াল (Arabian Mau)১২-১৪
রাগদল বিড়াল (Ragdoll Cat ) ৯-১৫
ব্রিটিশ শর্টহেয়ার ( Brittish Shorthair)৯-১৫
বিড়ালদের যদি ভালোভাবে দেখাশুনা করা হয় তাহলে কিছু বিড়াল ২০ বৎসর এর বেশিও বাঁচে।