Teknaf Birds Farm

  • Home
  • Teknaf Birds Farm

Teknaf Birds Farm খাঁচার পাখির লালন পালন, ব্রিডিং
(3)

New baby
27/01/2024

New baby

02/10/2023

Breeding time

18/09/2023

ককাটিয়েল

 পাখিদের জন্য ডেলি নেচার গ্রিট হাড় গঠন এবং শক্তিশালী ডিমের খোসার জন্য অপরিহার্য।বিভিন্ন ধরনের প্রাকৃতিক কঙ্কর, খোলস, মি...
14/08/2023


পাখিদের জন্য ডেলি নেচার গ্রিট হাড় গঠন এবং শক্তিশালী ডিমের খোসার জন্য অপরিহার্য।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক কঙ্কর, খোলস, মিনারেলস, সামুদ্রিক প্রবাল ও ঝিনুকের সমন্বয়ে তৈরি এই উন্নতমানের গ্রিট। এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালি করে এবং হজমকে উৎসাহিত করে।
পাখির পাকস্থলীর পেশীর কার্যকারিতা বাড়াতে এই খাবারটি বিশেষভাবে সহায়ক।



মিনারেলস তৈরি হয় বিভিন্ন খনিজ উপাদান দারা। যার মধ্যে ২৫ শতাংশ ক্যালসিয়াম, ফরফরাস ও নেট্রিয়াম বিদ্যমান। এডাল্ট ও বাচ্চা পাখিদের হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ব্রিডিং সিজনে পরিমান টা বেশি প্রয়োজন হয়।

🔵🔵 গ্রিট ও মিনারেল একত্রে ছোট পাত্রে পাখির খাচায় সারা বছর সরবরাহ করুন..
অথবা সফট ফুডের সাথে ব্যবহার করুন।

🔴🔴 ব্যবহারবিধি: ২ চামচ গ্রিট ও ১ চামচ মিনারেল (১০০ গ্রাম সফট ফুডে।)

অঙ্কুরিত বীজ বা স্প্রাউট এর পুষ্টিগুণ:এতে ভিটামিন, মিনারেল তো থাকেই। সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্গ্যানিক কম্পাউন্ডও থাক...
11/08/2023

অঙ্কুরিত বীজ বা স্প্রাউট এর পুষ্টিগুণ:

এতে ভিটামিন, মিনারেল তো থাকেই। সেই সঙ্গে প্রচুর পরিমাণে অর্গ্যানিক কম্পাউন্ডও থাকে। এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন কে, ফোলেট, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, থিয়ামিন, ভিটামিন সি, ভিটামিন এ, রাইবোফ্ল্যাবিন ইত্যাদিও রয়েছে।
এই প্রকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, আইরন এবং ক্যালসিয়ামের মতো খনিজও।

সপ্তাহে অন্তত একদিন আপনার প্রিয় পাখিকে খেতে দিন সফট ফুডের সাথে।

☑️ D Nutrical: সুপার ক্যালসিয়াম নামে পরিচিত এই সাপ্লিমেন্ট টি। সাথে আছে ভিটামিন ও মিনারেলস।পাখিকে প্রতি মাসে কোর্স করালে...
17/02/2023

☑️ D Nutrical: সুপার ক্যালসিয়াম নামে পরিচিত এই সাপ্লিমেন্ট টি। সাথে আছে ভিটামিন ও মিনারেলস।
পাখিকে প্রতি মাসে কোর্স করালে কখনো ক্যালসিয়াম ও মিনারেলস এর ঘাটতি হবেনা।

☑️ Soluvite D: এটি ভিটামিন D3 সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন, যাতে রয়েছে অতি প্রয়োজনীয় ১২ টি ভিটামিন। সলুভেট ডি পাখির সমস্ত ভিটামিনের চাহিদা পুরন করবে।

☑️ Soluvite D Breeder: এটাও সেইম মাল্টিভিটামিন, তবে Soluvite D থেকে ১০ গুন বেশি ক্ষমতাসম্পন্ন। যাদের পাখির সংখ্যা বেশি, তাদের জন্য এর থেকে ভাল অপশন আর হতে পারেনা। কারন এটি আপনার খরচ কমিয়ে দিবে অর্ধেক।

☑️ Breeding Aid: স্বাস্থ্যকর ডিমের ঝিল্লির বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে এবং পাখিদের সর্বাধিক ডিম উৎপাদনে সহায়তা করে ও উর্বর ডিমের সংখ্যা বাড়ায়৷ ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়া রোধ করে৷

মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম এর পাশাপাশি ব্রিডিং এইড ব্যাবহার করলে ভাল রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ।


❤️❤️

চিন্তামুক্ত ভাবে পাখি পালার উপায় 🙂🙂প্রতিমাসে যদি একবার  #প্রোবায়োটিকস ব্যবহার করেন আপনার পাখিকে, তাহলে আপনার পাখির রোগপ্...
23/10/2022

চিন্তামুক্ত ভাবে পাখি পালার উপায় 🙂🙂

প্রতিমাসে যদি একবার #প্রোবায়োটিকস ব্যবহার করেন আপনার পাখিকে, তাহলে আপনার পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা এতোটাই বাড়বে, যে, সহজে পাখি আর অসুস্থ হবেনা (ইনশা-আল্লাহ)। ব্যক্তিগতভাবে এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিষ। কারন, পাখি অসুস্থ হলে এর থেকে বিরক্তিকর আর কিছুই নাই। আর যে পাখিগুলা মাঝে মাঝে অসুস্থ হয়, তার থেকে ভাল ডিম-বাচ্চাও পাওয়া যায় না।

যাই হোক একটু দেখে নেন সিরিয়ালি,
কি কি কাজ করে এই ম্যাজিক্যাল জিনিষটা।

✅ রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে ও উপকারি ব্যাকটেরিয়া বৃদ্ধি করে।
✅ রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।
✅ বাচ্চা ফোটার সাথে সাথে #প্রোবায়োটিকস দিলে বাচ্চা মা*রা যাওয়ার চান্স অনেক কমে যায়।
✅ মুখে এনজাইম তৈরি করে।
✅ হজম ক্ষমতা বাড়ায়।
✅ ক্ষুদামন্দা ভাব দূর করে।

#ব্যবহারের_নিয়মঃ
✅ Synbiotic Avian - (Vetafarm)
➡️১ গ্রাম সিনবায়োটিক ১ লিটার পানিতে (৬ দিন)

✅ Probizyme - (Versalelaga)
➡️ ১ গ্রাম প্রোবিজাইম ১০০ গ্রাম সফট ফুডের সাথে (৫ দিন)
Thanks Romel Ashraf Aviary

☑️ D Nutrical: সুপার ক্যালসিয়াম নামে পরিচিত এই সাপ্লিমেন্ট টি। সাথে আছে ভিটামিন ও মিনারেলস।পাখিকে প্রতি মাসে কোর্স করালে...
31/07/2022

☑️ D Nutrical: সুপার ক্যালসিয়াম নামে পরিচিত এই সাপ্লিমেন্ট টি। সাথে আছে ভিটামিন ও মিনারেলস।
পাখিকে প্রতি মাসে কোর্স করালে কখনো ক্যালসিয়াম ও মিনারেলস এর ঘাটতি হবেনা।

☑️ Soluvite D: এটি ভিটামিন D3 সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন, যাতে রয়েছে অতি প্রয়োজনীয় ১২ টি ভিটামিন। সলুভেট ডি পাখির সমস্ত ভিটামিনের চাহিদা পুরন করবে।

☑️ Synbiotic Avian: ৯টি স্ট্রেন প্রোবায়োটিক মিশ্রণে তৈরি প্রাকৃতিক প্রিবায়োটিক এবং এনজাইম, যা আপনার পাখির হজম শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতি মাসে এটি ব্যবহার করলে পাখি অসুস্থ হয়না বললেই চলে।


❤️❤️

05/06/2022
নীল পরীর গ্যাং
31/05/2022

নীল পরীর গ্যাং

নীল সুন্দরী [হোয়াইট হেড ভায়োলেট অপলাইন]
29/05/2022

নীল সুন্দরী [হোয়াইট হেড ভায়োলেট অপলাইন]

♚ king ♔
28/05/2022

♚ king ♔

নতুন বাচ্চা
15/02/2022

নতুন বাচ্চা

অবসর বিকেল
15/11/2021

অবসর বিকেল

ককাটিয়েল
02/11/2021

ককাটিয়েল

পাখির জন্য এ্যালোভেরা পানি  ও তার উপকার ১। ভিটামিন :এ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি-১২, সি, ই ও বিটা ক্যারোটিন...
20/04/2021

পাখির জন্য এ্যালোভেরা পানি ও তার উপকার

১। ভিটামিন :
এ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি-১২, সি, ই ও বিটা ক্যারোটিন আছে।

২। মিনারেল :
এতে প্রাণীদেহের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যেমন- কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আয়রন ও ম্যাঙ্গানিজ আছে।

৩। এ্যামাইনো এ্যাসিড :
এ্যালোভেরাতে মোট ২০ টি এ্যামাইনো এ্যাসিড আছে যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। জীবদেহের জন্য প্রয়োজনীয় ৮ টি এ্যামাইনো এসিডের মধ্যে ৭ টিই এ্যালোভেরাতে উপস্থিত আছে।

৪। শর্করা : এ্যালোভেরাতে লম্বা শিকল যুক্ত পলিস্যাকারাইড আছে, যা পাখির জীবনিশক্তি বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৫। এনজাইম : এ্যালোভেরাতে উপস্থিত এনজাইম সমূহের মধ্যে প্রধান দুটি হলো লাইপেজ এবং প্রোটিসেজ। এগুলো খাদ্য কণাকে ভেঙ্গে ফেলে এবং পরিপাকে সহায়তা করে।

পাখিকে কেন দিবেন ?
১। পাখির শরীর সতেজ ও ঠান্ডা রাখে।
২। গরমের সময় পাখির হিট স্ট্রোক প্রতিরোধ করে।
৩। পাখির শরীরের দুর্বলতা দূর করার জন্য আমরা যেসব স্যালাইন এবং সাপ্লিমেন্ট ব্যাবহার করি, সেগুলোর চাইতে এ্যালোভেরা বেশি কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
৪। পাখির শরীরের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে।
৫। পাখির পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্র কে সুস্থ সবল রাখে।
৬। অনেক সময় বাবা-মা বাচ্চার শরীরের পালক তুলে ফেলে, যাকে আমরা ফেদার প্লাকিং বলি। এই পরিস্থিতিতে বাচ্চার সারা দেহে এ্যালোভেরা জেল লাগিয়ে দিলে বাবা-মা পালক তুল ফেলা বন্ধ করবে।
৭। পাখির শরীরের কোন অংশে পালক না গজিয়ে থাকলে এ্যালোভেরা জেল লাগাতে হবে, শীঘ্রই সেখানে নতুন পালক উঠবে।
৮। এ্যালোভেরার দ্রবন দিয়ে পাখিকে নিয়মিত গোসল করালে ত্বক বা চামড়ার যেকোন সমস্যা দূর হয়ে যাবে, পালক গুলো চকচকে দেখাবে।
৯। কোন কারণে পাখি আঘাত পেলে এবং রক্তপাত হলে সাথে সাথে এ্যালোভেরার জেল লাগিয়ে দিতে হবে। এতে আঘাতপ্রাপ্ত স্থানের ব্যথা কমে যাবে এবং রক্তপাত বন্ধ হয়ে উক্ত জায়গা টা দ্রুত শুকিয়ে যাবে।
১০। এই ধরণের ক্ষত ভিতর থেকে সারাতে এবং শরীরের ভিতরের অঙ্গসমূহে কোন ক্ষত থেকে থাকলে তা সারাতে এ্যালোভেরা যথেষ্ট কার্যকর।

পাখিকে কিভাবে দিবেন :
১ চামচ ঘৃতকুমারী এর নরম শাস চটকে নিয়ে ১ কাপ / ২৫০ মিলি পানিতে ৬-৭ ফোটা লেবুর রস ও আধা চা চামচ খাটি মধু (শীতকালে ১ চামচ) মিশিয়ে দ্রবণ তৈরী করুন। এই দ্রবণটি পরিষ্কার পানির পাত্রে পাখিকে খেতে দিন। এটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।

পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার ও উপকারিতাঃ১) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর কর...
13/04/2021

পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার ও উপকারিতাঃ
১) তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস।
প্রচণ্ড শীতে ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধে সপ্তাহে একদিন দিতে পারেন। এক লিটার পানির সাথে ৫-১০মিলি পাতার রস।
২) এলভেড়া : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।
সারাবছর নিয়মিত ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন করে। এক লিটার পানির সাথে ১০-১৫মিলি এলভেড়া রস।
৩) পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
৪) থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
৫) নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। বেশি খাওয়ানো যাবেনা।
কৃমি হলে নিমের দ্রবন - প্রতি মাসে টানা ৩ দিন (দিনের বেলায় নিমের দ্রবণ,বিকাল বেলায় সাধারণ খাবারের পানি) ২০/২৫ টি নিম পাতা ভালো করে ধুয়ে ৫০০ মিলি পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ গাঢ় বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন তারপর পাখির পানির পাত্রে দিবেন।
৬) আদা : কফ পরিষ্কার করে, হজমকারক, বায়ুনাশক, বমিভাব দূর করে, দীর্ঘ মেয়াদী ব্যথা দূর করে।
এক লিটার পানিতে এক-দুই চামচ আদা বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন সপ্তাহে একদিন।
৭) রসুন : জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না। বেশি খাওয়ানো যাবেনা।
দুই লিটার পানিতে এক চামচ রসুন বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন মাসে এক-দুই দিন।
৮) হলুদ : বায়ুনাশক, ব্যথা নাশক, রক্ত পড়া বন্ধ করে, ক্ষত নাশক, ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী।
এক লিটার পানিতে এক চামচ হলুদ বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন মাসে এক-দুই দিন।
৯) পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট, পালক গজায়, প্রচুর ভিটামিন সি এর উৎস।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
১০) জাম্বুরা : জ্বর নাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, চর্বি কমায়। বেশি খাওয়ানো যাবেনা।
৫মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
১১) তরমুজ : এন্টি অক্সিডেন্ট, গরমে দুর্বলতা কমায়, আঘাতের ধকল দূর করে, হজমকারক, বায়ুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১০-১৫মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন, প্রচণ্ড গরমে প্রতি সপ্তাহে একদিন করে দিতে পারেন।
১২) সজনে পাতা : বহু রোগের ঔষধ, ক্যালসিয়াম এর প্রাকৃতিক উৎস, পেটে গ্যাস বদহজম এবং পেটে ব্যথা উপশম করে, টিউমার বা আঘাত জনিত ফোলা উপশমে বেটে প্রলেপের মতো ব্যবহার করা যায়।
এক লিটার পানির সাথে ১০-১৫মিলি পাতার রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন।
১৩) লেবুর রস : এন্টি অক্সিডেন্ট, চর্বি কমায়, গরমে দুর্বলতা কমায়, ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেকোন ক্ষত দ্রুত শুকায়, রুচি বর্ধক, হজমকারক, ফুসফুসের সমস্যা দূর করে।
এক লিটার পানির সাথে ১৫-৩০মিলি লেবুর রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন।
১৪) কালোজিরা : কালোজিরার মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বো-হাইড্রেট, ক্যন্সার প্রতিরোধক কেরোটিন, শক্তিশালী হর্মোন ও জীবাণু নাশক বিভিন্ন উপাদান। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা।
এক চামচ কালোজিরা বাটা এক লিটার পানিতে মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন খাবার পানি হিসাবে প্রতি মাসে এক-দুই দিন।
এই খাবারগুলা নিয়মিত দিলে অনেক রোগের হাত থেকে মুক্ত থাকা যায়।
পাখির পানির পাত্রে পাতা বা ফল গুলোর রস বেটে দেয়া যেতে পারে তবে কিছু কিছু পাতা পাখি নিজ থেকেই খেতে পছন্দ করে।

নতুন সংসার শুরুর অপেক্ষায়... ❣️❤️❤️
26/03/2021

নতুন সংসার শুরুর অপেক্ষায়... ❣️❤️❤️

26/03/2021

জেব্রা ফিন্স এর গোসল....

শীতের সকালে রোঁদ পোহানো।।
04/12/2020

শীতের সকালে রোঁদ পোহানো।।

Lovebirds
19/10/2020

Lovebirds

জেব্রা ফিন্স
19/10/2020

জেব্রা ফিন্স

15/10/2020

নাঈম ভাইয়ের ভালবাসা।।

Address


Telephone

+8801610797950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf Birds Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share