Vet Solution BD

  • Home
  • Vet Solution BD

Vet Solution BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vet Solution BD, Veterinarian, .

"Giving a better treat for a better future."
✅Online Prescription

✅Consultation

✅Treatment

✅Health Check-up

✅Vaccination

✅ Surgeries

✅Home-Visit Treatment

ফ্লু (Feline Panleukopenia Virus)(FPV)একটা ক্যাটের হলে খুব দ্রুতই তা অন্য ক্যাটগুলোর মধ্যে ছড়িয়ে যায় তাই, অবশ্যই আক্রান্...
04/01/2025

ফ্লু (Feline Panleukopenia Virus)(FPV)
একটা ক্যাটের হলে খুব দ্রুতই তা অন্য ক্যাটগুলোর মধ্যে ছড়িয়ে যায় তাই, অবশ্যই আক্রান্ত ক্যাট থেকে সুস্থ ক্যাটকে আলাদা রাখতে হবে।

তার কয়েকটা ক্যাট এই কারনেই আক্রান্ত হয়ে মারা গিয়েছে। শেষ বাবুটা আমাদের চিকিৎসায় সুস্থ আলহামদুলিল্লাহ। 💕
ভিডিও কমেন্ট দেয়া আছে।

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি থেকে আপনার পোষা প্রাণীকে রক্ষা করার জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে পারেনঃ📍তাদের ঘরের ভিতরে...
31/12/2024

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি থেকে আপনার পোষা প্রাণীকে রক্ষা করার জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে পারেনঃ
📍তাদের ঘরের ভিতরে রাখুন: আতশবাজি শুরু হওয়ার আগে আপনার পোষা প্রাণীকে ঘরের ভিতরে নিয়ে আসুন। তাদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক জায়গা তৈরি করুন, যেখানে তারা ভয় পেলে লুকিয়ে থাকতে পারে।
📍শব্দ কম করুন: জানালা এবং দরজা বন্ধ করে দিন, এবংBackground noise এর জন্য টিভি বা রেডিও চালু করুন। এতে বাইরের আওয়াজ কিছুটা কম আসবে।
📍তাদের শান্ত রাখুন: আপনার পোষা প্রাণীকে আদর করুন এবং তাদের পছন্দের খেলনা বা খাবার দিন। যদি তারা খুব বেশি ভয় পায়, তাহলে ভেটেরিনারি ডাঃ/ভেট এর পরামর্শ নিয়ে হালকা ঘুমের ওষুধ দিতে পারেন।
📍তাদের সাথে থাকুন: আতশবাজির সময় আপনার পোষা প্রাণীর সাথে থাকার চেষ্টা করুন। তাদের উপস্থিতি তাদের মানসিক শান্তি দিবে।
📌আগে থেকে প্রস্তুতি নিন: থার্টি ফার্স্ট নাইটের কয়েকদিন আগে থেকে আপনার পোষা প্রাণীকে ঘরের বাইরের আওয়াজের সাথে অভ্যস্ত করার চেষ্টা করুন। প্রথমে কম ভলিউমে শব্দ বাজান, তারপর ধীরে ধীরে ভলিউম বাড়ান।
🩺ভেটের পরামর্শ নিন: যদি আপনার পোষা প্রাণী আতশবাজির শব্দে খুব বেশি প্রতিক্রিয়া দেখায়, তাহলে ভেটের পরামর্শ নিন।

➡️তাদের জোর করে বের করে আতশবাজি দেখানোর চেষ্টা করবেন না।
➡️তাদের উপর রাগ করবেন না বা তাদের শাস্তি দেবেন না।

#থার্টি_ফার্স্ট_নাইটে_আতশবাজি_থেকে_পোষা_প্রানীকে_রক্ষা_করার_জন্য_করনীয়ঃ

➡️বাচ্চাটার গন্ধযুক্ত পাতলা পায়খানা এবং বমিতে কৃমি দেখা গিয়েছিল এবং অনেক দূর্বল হয়ে পড়েছিল, খাওয়া-দাওয়াও  বন্ধ করে দিয়ে...
30/12/2024

➡️বাচ্চাটার গন্ধযুক্ত পাতলা পায়খানা এবং বমিতে কৃমি দেখা গিয়েছিল এবং অনেক দূর্বল হয়ে পড়েছিল, খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছিল।
✅তবে আমাদের চিকিৎসাসেবা পেয়ে সে এখন সুস্থ আলহামদুলিল্লাহ।
➡️আপনার পোষাপ্রাণীর নিয়মিত ডিওয়ারমিং কমপ্লিট রাখবেন

🐱পোষা প্রাণির কৃমিনাশক ব্যবহারে সচেতনতাঃ🐾পোষা প্রাণি যেমন কুকুর, বিড়াল বা খরগোশ আমাদের পরিবারেরই একটি অংশ। তাদের স্বাস্...
29/12/2024

🐱পোষা প্রাণির কৃমিনাশক ব্যবহারে সচেতনতাঃ

🐾পোষা প্রাণি যেমন কুকুর, বিড়াল বা খরগোশ আমাদের পরিবারেরই একটি অংশ। তাদের স্বাস্থ্য ভালো রাখা আমাদের দায়িত্ব। তবে অনেক সময় তারা কৃমি সংক্রমণের শিকার হতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

📌পোষা প্রাণির শরীরে কৃমির উপস্থিতি হলে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারেঃ

*ক্ষুধামন্দা বা খাবারে অনীহা।
*ওজন কমে যাওয়া।
*বারবার বমি করা।
*মলদ্বারের চারপাশ চুলকানো।
*কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া।

📌কৃমি থেকে ঝুঁকিঃ
কৃমি শুধু আপনার পোষা প্রাণিরই নয়, বরং পরিবারের অন্য সদস্যদের জন্যও বিপজ্জনক হতে পারে। কিছু কৃমি সরাসরি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে।

📌কৃমিনাশকের সঠিক ব্যবহারঃ

১.ভেটেরিনারি ডাঃ(ভেট) এর পরামর্শ নিন।
পোষা প্রাণির বয়স, ওজন এবং প্রজাতির উপর নির্ভর করে কৃমিনাশকের ধরন ও ডোজ নির্ধারণ করতে হবে।

২. নিয়মিত সময় অনুযায়ী ব্যবহার করুন
শিশু পোষা প্রাণিদের ক্ষেত্রে প্রতি ২-৩ মাস অন্তর এবং প্রাপ্তবয়স্ক প্রাণিদের ক্ষেত্রে প্রতি ৩-৬ মাস অন্তর কৃমিনাশক প্রয়োগ করা উচিত।

৩. নিরাপত্তা নিশ্চিত করুন
কৃমিনাশক প্রয়োগের আগে নিশ্চিত করুন এটি প্রাণির জন্য সঠিক এবং মানব শরীরের সংস্পর্শে এলে ক্ষতি করবে না।

📌আপনার পোষা প্রাণির সুস্বাস্থ্য নিশ্চিত করতে কৃমিনাশক ব্যবহারে গুরুত্ব দিন। এটি তাদের রোগমুক্ত রাখবে এবং পরিবারের সবার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।

A soft reminder to all at the end of the year."তাকে ভুলে যেও না, যে খারাপ সময়ে তোমার পাশে ছিল"
28/12/2024

A soft reminder to all at the end of the year.
"তাকে ভুলে যেও না, যে খারাপ সময়ে তোমার পাশে ছিল"

27/12/2024

ওর নাম তুনু।
খুলনা থেকে pet owner মেসেজ দিয়ে বললেন, তুনুর পায়ে অল্প অল্প সেন্স আছে,কিন্তু সে পা সোজা করে রাখতেছে পা ভাজ করতে পারছে না,হাটতেও পারতেছে না। Local ভেট এর prescription অনুযায়ী কিছুদিন মেডিসিন continue করলেও সম্পুর্নভাবে ঠিক হয়নি।
X-ray report সহ অন্য সবকিছু দেখে বিবেচনা করে আমরা কিছু specific medication+exercise দিলাম patient এর জন্য।
Pet Owne নিয়মিতভাবে সকল নির্দেশনা মেনে সব কিছু maintain করায় তুনু এখন সসম্পুর্ন সুস্থ।
পাশে ছিলাম,আছি, থাকবো ইংশা-আল্লাহ আপনাদের জন্যই।
এরকম হাজার তুনুদেরকে সুস্থ করে তোলা ও সুস্থ থাকাতেই আমাদের স্বার্থকতা❤️‍🩹❤️‍🩹

"বিড়ালের ফ্লু"/Feline Panleukepenia Virus(FPV)শীতের সময় বিড়ালের ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এটি বিড়ালের সবচেয়ে মারাত...
26/12/2024

"বিড়ালের ফ্লু"/Feline Panleukepenia Virus(FPV)

শীতের সময় বিড়ালের ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এটি বিড়ালের সবচেয়ে মারাত্মক রোগ। ফ্লু আক্রান্ত বিড়ালের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ৯০%।

ফ্লু সম্পর্কে কিছু কথা জেনে নেয়া যাক।

🚨ফ্লু কিভাবে হয়?

এটি মূলত ভাইরাস দিয়ে হয় এবং বেশ কয়েকটি ভাইরাস এই ফ্লু এর জন্য দায়ী। এদের মধ্যে ফেলাইন পেনলিউকোপেনিয়া, হার্পিস ভাইরাস,ক্যালসি ভাইরাস বিশেষভাবে উল্লেখযোগ্য।
ফ্লু এর জন্য যেসব ভাইরাস দায়ী এদের মধ্যে ফেলাইন পেনলিউকোপেনিয়া সবচেয়ে বেশি মারাত্মক।

🚨ফ্লু হলে কি কি লক্ষণ দেখা দেয়??

-বিড়াল চুপচাপ বসে থাকবে এক জায়গায় বিশেষ করে ঠান্ডা জাগায় আবার অনেক ক্ষেত্রে বাথরুমের মেঝের পানিতে বসে থাকে।
-হঠাৎ করেই বিড়াল খাবার বন্ধ করে দিতে পারে বা একদম অল্প খাবে।
-জ্বর প্রথম দিকে থাকবে পরে নাও থাকতে পারে,এমনকি তাপমাত্রা স্বাভাবিক এর চেয়ে নিচে নেমে যেতে পারে।
- হলুদাভ বমি অথবা রক্ত মিশ্রিত বমি করতে থাকে।
-ডায়রিয়া দেখা দেয়।
-মাঝেমাঝে ডায়রিয়ার সাথে রক্ত আসতে পারে।
- চোখ এবং নাক দিয়ে পানি ঝড়তে পারে আবার অনেক সময় নাক দিয়ে রক্ত আসে।
-ডিহাইড্রেশন দেখা যাবে।
-অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে মারা যেতে পারে।

🚨 মনে রাখতে হবে!!

-সকল লক্ষণ সব বিড়ালে নাও থাকতে পারে।
-প্রথম লক্ষণ হিসেবে খাবার খাওয়া বন্ধ করে দিবে।
-যে সব বিড়াল বাইরে যায় তাদের ক্ষেত্রে ফ্লু এর ঝুঁকি অনেক।
-ভ্যাকসিনহীন বিড়ালের ক্ষেত্রে সব চেয়ে বেশি ঝুঁকি থাকে।

🚨ফ্লু কিভাবে ছড়ায়??

-এটি মূলত লালা,নাকের পানি বা কফ,পায়খানার মাধ্যমে ছড়ায়।
-খাবার পাত্র / পানির পাত্রের মাধ্যমে ছড়াতে পারে।অসুস্থ এবং সুস্থ বিড়াল একই পাত্রে খাবার খেলে সেখান থেকে ছড়াতে পারে।
-কেউ যদি অসুস্থ বিড়াল হেন্ডেল করে এবং এরপর সুস্থ বিড়ালের সংস্পর্শে যায়।
-আমাদের পরিধেয় পোশাকের মাধ্যমে এটি ছড়াতে পারে।

🚨ফ্লু থেকে বাচার উপায়??

ফ্লু থেকে বাঁচার এক মাত্র উপায় হচ্ছে ২-৩ মাস বয়স হলে বিড়ালকে Flue Combined Vaccine এর ভ্যাকসিন করিয়ে নেওয়া। যদি কোনো বিড়ালের ফ্লু এর লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই রেজিষ্টার্ট ভেটের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করুন।

Vet Solution BD
01910-070853 (whatsapp)

(তথ্যটি বেশি করে শেয়ার দিতে পারেন।)

26/12/2024

Big shout out to my newest top fans! Musarrat Parvin, Sababa Bintay Aziz Maria

শীত-মৌসুম ঠিক ভাবে আসার পূর্বেই রেকর্ড সংখ্যক ক্যাট Feline Panleukepenia Virus(FPV) ফ্লু তে আক্রান্ত হচ্ছে।তাই আপনার ক্য...
05/12/2024

শীত-মৌসুম ঠিক ভাবে আসার পূর্বেই রেকর্ড সংখ্যক ক্যাট Feline Panleukepenia Virus(FPV) ফ্লু তে আক্রান্ত হচ্ছে।
তাই আপনার ক্যাটকে ভেক্সিন করা না থাকলে দ্রুত ভেক্সিনেশনের আওয়তায় নিয়ে এসে,আপনার পোষা প্রানীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।
বাসায় গিয়েও আমাদের ভেক্সিনেশব সুবিধা রয়েছে।
এজন্যও যোগাযোগ করতে পারেন!

ফ্লু এর কোনো লক্ষন দেখা দিলে দ্রুত ভেট এর সাথে যোগাযোগ করুন।






অসুস্থ হয়ে যাওয়া বাচ্চাগুলোর সুস্থ হওয়ার সংবাদটা অনেক স্বস্তির হয়ে থাকে....❤️🥰
27/11/2024

অসুস্থ হয়ে যাওয়া বাচ্চাগুলোর সুস্থ হওয়ার সংবাদটা অনেক স্বস্তির হয়ে থাকে....❤️🥰

ক্যাটটা ২ মাস ৫ দিনের প্রেগন্যান্ট ছিল,৪-৫ ঘন্টা যাবৎ পুশ  করতেছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না। তখন জরুরীভাবে Pet Owner আমাদ...
23/11/2024

ক্যাটটা ২ মাস ৫ দিনের প্রেগন্যান্ট ছিল,৪-৫ ঘন্টা যাবৎ পুশ করতেছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না। তখন জরুরীভাবে Pet Owner আমাদের সাথে যোগাযোগ করে।নির্দিষ্ট কিছু মেডিকেশন এবং নির্দেশনা অনুসরনের পরেই দ্রুত ডেলিভারি হয়ে যায়। ১ টি বাবু মারা গিয়েছে🙁 কিন্তু ২ টি বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ।
প্রেগনেন্সিজনিত যেকোনো জটিলতার জন্য,সময়ক্ষেপন না করে দ্রুত ভেটের সাথে যোগাযোগ করবেন।

Owner এর Complain ছিল,তার ক্যাট ঘন ঘন প্রসাব করতে যাচ্ছে এবং ফোটায় ফোটায় প্রসাব হচ্ছে।প্রসাব করতেও অনেক কষ্ট হচ্ছে।বাচ্চ...
21/11/2024

Owner এর Complain ছিল,তার ক্যাট ঘন ঘন প্রসাব করতে যাচ্ছে এবং ফোটায় ফোটায় প্রসাব হচ্ছে।প্রসাব করতেও অনেক কষ্ট হচ্ছে।
বাচ্চাটার ureterostenosis (মূত্রনালীতে ছোট পাথরের মত Calculi formation হয়েছিল।)
কয়েকদিনের চিকিৎসা+ নির্দেশনা অনুযায়ী সব maintain করার পরে সে এখন সুস্থ,আলহামদুলিল্লাহ।

18/11/2024

Rickets হওয়ার পরে, যত early Stage এ Diagnosis করা যাবে, Healing (সুস্থতা) তত দ্রুত হবে।
"ফিও" এখন সুস্থ আলহামদুলিল্লাহ।❤️‍🩹

বেশকিছুদিনের ট্রিটমেন্টে তার চোখ এখন অনেকটাই ভালোর দিকে,আলহামদুলিল্লাহ।                      🐾
15/11/2024

বেশকিছুদিনের ট্রিটমেন্টে তার চোখ এখন অনেকটাই ভালোর দিকে,আলহামদুলিল্লাহ।

🐾

বিড়ালের  Rickets:→আপনি কতটুকু সচেতন?Part-1ঃRickets এর লক্ষন সমূহঃ⭕বিড়ালছানার(Kitten) বৃদ্ধির হার খুবই কম হয়।⭕মেরুদণ্ড,পা...
02/11/2024

বিড়ালের Rickets:
→আপনি কতটুকু সচেতন?
Part-1ঃ
Rickets এর লক্ষন সমূহঃ
⭕বিড়ালছানার(Kitten) বৃদ্ধির হার খুবই কম হয়।
⭕মেরুদণ্ড,পা-সহ সম্পুর্ন শরীরেই ক্রমান্বয়ে ব্যথা অনুভূত হয়।
⭕চোখের অক্ষিকোটর তুলনামূলকভাবে বড় হয়ে যায়।
⭕অসুস্থতার মাত্রা(Severity) তীব্র হলে শরীরে স্পর্শ করলেই ব্যাথা পায় এবং চিৎকার করে।
⭕পেশীর(Muscle) দুর্বলতা দেখা দেয়
⭕ রিকেটের ফলে Kitten এর একটি হাড়ের প্রান্তে (গ্রোথ প্লেট) ক্রমবর্ধমান কলার অঞ্চলগুলি নরম হয়ে যায়।(Spongy Structure in cartilage area)
অস্থিসন্ধি(Joint of bone) দুর্বল হয়ে যায়।
⭕পায়ের হাড়গুলি ধনুকের মত বেঁকে যায়, মেরুদণ্ডের শেষের দিকের হাড় বেকে যায়।
⭕ঠিক ভাবে হাঁটাচলা করতে পারে না এমনকি পায়ে ভর দিয়ে দাঁড়াতেও অক্ষম হয়ে পড়ে ক্রমান্বয়ে।

22/10/2024

Herpesvirus Infection in Cats (Feline Viral Rhinotracheitis)
ফেলাইন হার্পিস ভাইরাস সংক্রমণ যা ফেলাইন রাইনোট্রাকিয়াটিস নামেও পরিচিত।
ফেলাইন হার্পিস ভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা বিড়ালের শ্বাসতন্ত্রের সংক্রমণের একটি অন্যতম কারণ।
সকল বয়সের বিড়ালের ক্ষেত্রে এই রোগ হতে পারে।
এটি ক্যাট ফ্লুর অন্যতম প্রধান কারণ।

যেভাবে ছড়ায়ঃ
সরাসরি ভাইরাস দ্বারা বিড়াল আক্রান্ত হতে পারে।
আক্রান্ত বিড়ালের লালা, চোখ ও নাকের পানির মাধ্যমে ছড়াতে পারে।
সুস্থ বিড়াল এই ভাইরাস দ্বারা অসুস্থ বিড়ালের সংস্পর্শে আসলে ছড়াতে পারে।
ভাইরাস দ্বারা দূষিত বস্তুর সংস্পর্শে এলেও আক্রান্ত হতে পারে।

রোগে লক্ষণঃ
আক্রান্ত হওয়ার ২-৫ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পাবে।
হাঁচি,নাক দিয়ে পানি/ ঘন তরল পড়বে,শ্বাসকষ্ট,চোখের প্রদাহ,কর্ণিয়ার প্রদাহ,অবসাদগ্রস্থতা,ক্ষুধামন্দ্যা,জ্বর,
কখনো কখনো তীব্র কাশি হয়

রোগ প্রতিরোধঃ
এই রোগ টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা যায়।
টিকাদানের সময়।
৯ সপ্তাহ বয়সে প্রথম ডোজ।
প্রথম ডোজ দেওয়ার ৩-৪ সপ্তাহ পর ২য় ডোজ।
প্রয়োজনে ১ বছর পর বুস্টার ডোজ।

প্রানীগুলোর সুস্থতা প্রশান্তিদায়ক 💕
19/10/2024

প্রানীগুলোর সুস্থতা প্রশান্তিদায়ক 💕

Address


Telephone

+8801910070853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share