Vet Solution BD

  • Home
  • Vet Solution BD

Vet Solution BD “Never believe that animals suffer less than humans. Pain is the same for them that it is for us.
(22)

Even worse, because they cannot help themselves.”
We are committed to resolving any issues with your pet and providing the best possible care.

01/01/2024

২২-২৩ সালে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যু পাখি দেখা গেছে,শহরে বাসার ভিতর পাখি ঢুকে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে এবং শহরের বিভিন্ন জায়গায় শব্দবাজির ভয়ে অজস্র পাখি ছুটাছুটি করতে দেখা গেছে।

এছাড়াও দেশের প্রায় জায়গায় রাস্তার কুকুর,বিড়াল সহ মানুষের বাসার পোষা প্রাণী গুলোও থার্টি ফার্স্ট ন্সিটের আতসবাজির শব্দে ভয়ে আতংকিত হতে দেখা গেছে।

কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের প্রায় পাঁচ গুণ। মানুষের কাছে যা খুব ফিসফিস করা শব্দ, কুকুরের কাছে তা হাজার ওয়াটের সাউন্ড সিস্টেম। পরিষ্কার বোঝা যাচ্ছে, ৯০ ডেসিবেলের শব্দবাজি কুকুরের কাছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। শব্দবাজির শব্দে বন্ধ্যাত্ব আসছে পাখিদের মধ্যে। পোষা পাখিরাও অন্তত দুটো ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। তারপরেও যদি পাখি ডিম পারে, তার মধ্যে ৮০ শতাংশ ছানার ডিম ফুটে আর বের হওয়ার কোন সম্ভাবনাই থাকে না। একটি চকলেট বোম পাখির পরবর্তী প্রজন্মকে গোড়া, কালা কিংবা অপরিণত করার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৪০ ডেসিবেল শব্দ কুকুরের কানে ২৪০ ডেসিমেল সমান আঘাত হানে। আর ৯০ ডেসিবেলের শব্দবাজি প্রভাবে হূদরোগ পর্যন্ত হতে পারে পোষ্য কুকুরের। কুকুর কিংবা বিড়ালের ক্ষেত্রে সমস্যাটা অধিকাংশ ক্ষেত্রে মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

একটা সময় এইসব উৎসবে আতসবাজি সুধু ঢাকা শহরের ভিতরে সীমাবদ্ধ থাকলেও বিগত বছর সহ এবছর ফুটবল বিশ্বকাপের সময় এবং বিগত ২ বছর ধরে থার্টি ফার্স্ট নাইটে পাহাড় থেকে শুরু করে সমতলের দূর্গম এলাকা সহ দেশের প্রায় প্রতিটা শহরে আতসবাজি ফুটানো হয়েছে।

কয়েক দিন পরেই আবার আসছে সেই কাঙ্খিত রাত যেটা মানুষের জন্য আনন্দদায়ক হলেও,অন্যান্য প্রাণীর জন্য হবে কালো রাত। আমরা মানুষ জাতি সবসময়ই নিজেদের বিনোদনের জন্য অন্য প্রাণীর জীবন হুমকির মুখে ফেলে দেই। আমরা নিজেরাও জানিনা এই অল্প সময়ের সামান্য বিনোদনের জন্য মানুষ সহ পরিবেশ ও জীববৈচিত্র‍্যর কত বড় ক্ষতি আমরা করছি।

বিগত বছরগুলোর তুলনায়,এবছর রেকর্ড সংখ্যক বিড়াল ফ্লু(Feline Panleukopenia Virus) FPV ভাইরাসে আক্রান্ত হয়ে  মারা যাচ্ছে। আপ...
18/12/2023

বিগত বছরগুলোর তুলনায়,এবছর রেকর্ড সংখ্যক বিড়াল ফ্লু(Feline Panleukopenia Virus) FPV ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আপনার বিড়ালের জীবন বাঁচাতে দ্রুত ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করুন।

সামান্য কিছু টাকার জন্য আপনার আদরের বিড়ালকে মৃত্যুর মুখে ঢেলে দিবেন না।
কম্বাইন্ড ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করুন।
📢বাসায় গিয়ে ভ্যাক্সিনেশন এর সুযোগ রয়েছে। 100% Cool chain maintain করে, সরবাহর করা হবে।
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এরিয়াতে সার্ভিস টি পাবেন। লোকেশন অনুযায়ী সার্ভিস চার্জ প্রযোজ্য।
Vet Solution BD
Contact: 01910070853 (WhatsApp)



What happens if a cat has a miscarriage?💔
16/12/2023

What happens if a cat has a miscarriage?💔

বাইরের ক্যাট এর সাথে মারামারি করে, পুঁজ হয়ে গিয়েছিল সাথে Maggot(🪱), Maggot এর পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে, মাথার খুল...
13/12/2023

বাইরের ক্যাট এর সাথে মারামারি করে, পুঁজ হয়ে গিয়েছিল সাথে Maggot(🪱), Maggot এর পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে, মাথার খুলিতে(Skull) ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, এই অবস্থা থেকে
আমাদের Treatment এ আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ।

শীত মৌসুমে ক্যাট ফ্লু,(Feline Panleukopenia Virus), সহ ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে যায়,, আর দুঃখজনক হল...
20/11/2023

শীত মৌসুমে ক্যাট ফ্লু,(Feline Panleukopenia Virus), সহ ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে যায়,, আর দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ ক্যাট ই মারা যায় ফ্লু-তে আক্রান্ত হলে।
রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ভ্যাকসিন দ্বারা রোগটি নিয়ন্ত্রন করতে পারাটাই সবথেকে ভালো।
আপনার ক্যাটকে সুস্থ রাখতে এখুনি ভ্যাকসিন করিয়ে নিন।
কম্বাইন্ড ভ্যাকসিন(ক্যাট ফ্লু)+রেবিস লিমিটেড স্টোক ।
For Appointment:☎️01910070853
বিঃদ্রঃ বাসায় গিয়েও ভেক্সিনেশ এর ব্যবস্থা রয়েছে।

আপনার Cat এর    প্রতিরোধের জন্য অবশ্য ই🔻নিয়মিতভাবে ভাবে গোসল করাবেন।🔻গোসল করানোর পরে সম্পূর্ণ শরীর ভালোভাবে ড্রাই করতে হ...
03/10/2023

আপনার Cat এর প্রতিরোধের জন্য অবশ্য ই
🔻নিয়মিতভাবে ভাবে গোসল করাবেন।
🔻গোসল করানোর পরে সম্পূর্ণ শরীর ভালোভাবে ড্রাই করতে হবে।
🔻পশম বড় থাকলে অবশ্যই প্রতিদিন গ্রুমিং করবেন। 🔻ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।
ফাংগাল ইনফেকশন এর সমস্যা হলে ভেটের পরামর্শ অনুযায়ী চললেই সেটা অতি দ্রুত সেরে যায়। তাই অবশ্যই ভেটের পরামর্শ নিবেন।

বিড়ালটি পায়ে ব্যথা পেয়েছিল। ফলে Pet Owner না বুঝেই,বেশ কয়েকবার ভেঙে ভেঙে নাপা র‍্যাপিড (প্যারাসিটামল ৫০০) খাইয়ে দিয়ে...
29/09/2023

বিড়ালটি পায়ে ব্যথা পেয়েছিল। ফলে Pet Owner না বুঝেই,বেশ কয়েকবার ভেঙে ভেঙে
নাপা র‍্যাপিড (প্যারাসিটামল ৫০০) খাইয়ে দিয়েছিল,
ফলে বিড়ালটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং বিষাক্ততা ব্লাড এ ছড়িয়ে গিয়েছিল।
বেশ কিছুদিন, চিকিৎসা নেওয়ায়ার পরে, আলহামদুলিল্লাহ সে এখন, আশঙ্কা মুক্ত।
.

28/09/2023

পেছনের ২ পা ই, Partial Paralysis হয়ে গিয়েছিল।
আলহামদুলিল্লাহ, কয়েকদিন ট্রিটমেন্ট এর পরে এখন সে অনেকটাই সুস্থ,ভাল খেলাধুলাও করছে।
✅For Consultancy Inbox us

Never give Napa/ Paracetamol(💊) to your cat.It leads him to death.
24/09/2023

Never give Napa/ Paracetamol(💊) to your cat.
It leads him to death.

22/09/2023

Nerve Injury & Paralysis
এখন অনেকটা ই সুস্থ সে, আলহামদুলিল্লাহ।

আসন্ন শীত মৌসুমে ক্যাট ফ্লু,(Feline Panleukopenia Virus), সহ ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে যায়,, আর দুঃখ...
14/09/2023

আসন্ন শীত মৌসুমে ক্যাট ফ্লু,(Feline Panleukopenia Virus), সহ ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে যায়,, আর দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ ক্যাট ই মারা যায় ফ্লু-তে আক্রান্ত হলে।
রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ভ্যাকসিন দ্বারা রোগটি নিয়ন্ত্রন করতে পারাটাই সবথেকে ভালো।
আপনার ক্যাটকে সুস্থ রাখতে এখুনি ভ্যাকসিন করিয়ে নিন।
কম্বাইন্ড ভ্যাকসিন(ক্যাট ফ্লু)+রেবিস লিমিটেড স্টোক ।
For Appointment:☎️01910070853

বিড়ালের নখ কাটাঃ🐈‍⬛ ↘️বিড়ালের বয়স ৬ মাস পর্যন্ত নখ কাটা যাবে না। কারণঃ যেহেতু তারা জানালার গ্রিল কিংবা পর্দা বেয়ে উঠার স...
18/07/2023

বিড়ালের নখ কাটাঃ🐈‍⬛

↘️বিড়ালের বয়স ৬ মাস পর্যন্ত নখ কাটা যাবে না।

কারণঃ যেহেতু তারা জানালার গ্রিল কিংবা পর্দা বেয়ে উঠার সময়, নখ কাটা থাকলে হঠাৎ করে উল্টাপাল্টা পজিশনিং করে পড়ে যায়। এতে ব্যাথা পাওয়ার পর সেটা নিউরোলজিকাল ডিসওর্ডার / নার্ভের সমস্যাতে রূপ নেয়। অনেক সময় Bone marrow তে ও মারাত্মক আঘাত পায়।

বিঃদ্রঃ এই রোগের পার্মানেন্ট কোনো সলিউশন নাই। তাই অবশ্য ই pet Owner রা সবসময় সতর্ক থাকবেন।

26/06/2023

আলহামদুলিল্লাহ!
৭ দিনেই লক্ষনীয় পরির্বতন এসেছে।

17/05/2023

Owner, kitten টা কে রেসকিউ করেছিল। প্রথম দিন চোখের অবস্থা খুবই খারাপ ছিল।
আমাদের কাছে থেকে চিকিৎসা নেওয়ার পরে, সে এখন অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ।

ক্যাট ফ্লু এবং জলাতঙ্ক ভ্যাকসিন (ঢাকার ভিতরে ও ঢাকার কাছাকাছি জায়গায়) বাসায় গিয়ে ভেক্সিনেশন করা যাবে।অ্যাপয়েন্টমেন্টের ...
25/04/2023

ক্যাট ফ্লু এবং জলাতঙ্ক ভ্যাকসিন (ঢাকার ভিতরে ও ঢাকার কাছাকাছি জায়গায়)
বাসায় গিয়ে ভেক্সিনেশন করা যাবে।
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন।
Cat Flu and Rabies vaccine ( Inside Dhaka & Nearby Dhaka )
Home services Available for vaccination.
Contact for appointment.

অত্যাধিক গরমে বিড়ালের জন্য করণীয়ঃ♦একটু খেয়াল করলেই দেখতে পাবেন অসহনীয় গরমে দিনের বেশীরভাগ সময় ই বিড়াগুলো হাপাচ্ছে বা মাট...
14/04/2023

অত্যাধিক গরমে বিড়ালের জন্য করণীয়ঃ
♦একটু খেয়াল করলেই দেখতে পাবেন অসহনীয় গরমে দিনের বেশীরভাগ সময় ই বিড়াগুলো হাপাচ্ছে বা মাটিতে টান হয়ে শুয়ে আছে।এজন্য রুমে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন।

♦ গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরছে বাচ্চা গুলো, এমনি কি হিটস্ট্রোক হয়ে মারাও যাচ্ছে..😔 তাই আমাদের নেওয়া ছোট ছোট কিছু পদক্ষেপ এই ধরনের বড় দুর্ঘটনা এড়াতে কাজে আসতে পারে... ☘

🔹খেয়াল করুন আপনার পোষা প্রানীটি পর্যাপ্ত পানি পান করছে কিনা,
মনে রাখবেন, বিড়াল Running water পছন্দ করে তাই Water fountain দিতে পারেন।
নিজে থেকে পানি পান না করলে আপনি তাকে ড্রপার দিয়ে কয়েক ঘন্টা পর পর পানি খাওয়াবেন।

🔸পানির পাশাপাশি অবশ্যই খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে.. নাহলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে.. পাশাপাশি চিকেন স্টক এর পানি দিন, ড্রাই ক্যাট ফুড না দিয়ে মাছ বা মুরগীর দিতে পারেন..
🔹সপ্তাহে অন্তত ১ দিন বিড়ালকে গোসল দিতে চেষ্টা করুন। বাকি দিন গুলো সুতি কাপড় ভিজিয়ে গা, হাত পা, কান গুলো মুছে দিতে পারেন, এতে ওরা স্বস্তি বোধ করবে..
🔸দেশী বিড়ালের চেয়ে পারসিয়ান বিড়ালের লোম যেহেতু বড় থাকে, তাই গরম আবহাওয়াতে এই বাচ্চা গুলোর ভোগান্তি হয় সবচেয়ে বেশী, যেহেতু মানুষের মত ওদের ঘাম গ্রন্থি নেই তাই শরীরের তাপমাত্রা ওরা ঘামের মাধ্যমে রিলিজ করতে পারেনা.. যার কারনে ওরা হা করে নিঃশ্বাস নেয়,
এক্ষেত্রে ওদের লোম ট্রিম করে দিতে পারেন.. নিজে অভিজ্ঞ না হলে এটি করার দরকার নেই, প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিন, অথবা ভেট এর কাছে নিয়ে যেতে হবে।

🔹গরমে প্রানিজ আমিষ এবং Wet ফুড দিতে হবে এবং এর পাশাপাশি তরমুজ(বীজ ছাড়া) এবং শসা(খোসা ছাড়া অবশ্যই) খাওয়াতে পারেন এতে কিছুটা পানির চাহিদা পুরনো সহায়তা করবে।
🔸ভ্যাকসিন এবং কৃমিনাশক দেওয়া আগে থেকেই সম্পন্ন করে রাখুন।

🔹অধিক গরমে বিড়াল অসুস্থ হয়ে পরলে (বমি বা পটি) দেরী না করে অবশ্যই ভেটের সাথে যোগাযোগ করুন।

Cat ফ্লু এর জন্য সতর্কতামূলক পোস্টঃবিড়াল  (Feline Panleucopenia Virus) ফ্লু তে   আক্রান্ত  হলে রোগীকে মুখে কোনো খাবার ই ...
03/03/2023

Cat ফ্লু এর জন্য সতর্কতামূলক পোস্টঃ
বিড়াল (Feline Panleucopenia Virus) ফ্লু তে আক্রান্ত হলে রোগীকে মুখে কোনো খাবার ই দেওয়া যাবেনা, আক্রান্ত হওয়ার প্রথম ৩-৪দিন পর্যন্ত (কিংবা বমি বন্ধ হওয়ার আগ পর্যন্ত) ।
এমনকি মুখে স্যালাইন কিংবা স্টকও দেওয়া যাবেনা। জোর করে খাওয়াতে গেলে বমি করতে করতে দুর্বল হয়ে যাবে কিংবা শ্বাসনালীর মধ্যে ঔষধ কিংবা খাবার ঢুকে Aspiration Pneumonia হয়েও যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ইঞ্জেক্টেবল মেডিসিনের কোনো বিকল্প নেই।
এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব আপনার বিশ্বস্থ ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা শুরু করবেন।
যদি আশেপাশে ক্লিনিক না থাকে তাহলে অনলাইনে ভেট এর সেবা গ্রহন করে হলেও চিকিৎসা শুরু করবেন।কেননা ফ্লু এর ক্ষেত্রে চিকিৎসা যত দেরীতে শুরু করা হয়, মৃত্যুঝুকিঁ তত বেড়ে যায়।

  টকদই পরিপাকতন্ত্রের (Digestive System) সমস্যায় সহায়ক ভুমিকা পালন করে। (যেমনঃ বদহজম,  গ্যাসের সমস্যা) যেকোনো সার্জারীর ...
11/02/2023


টকদই পরিপাকতন্ত্রের (Digestive System) সমস্যায় সহায়ক ভুমিকা পালন করে। (যেমনঃ বদহজম, গ্যাসের সমস্যা)

যেকোনো সার্জারীর পরবর্তীতে টকদই ক্ষত শুকানোতে (Healing) খুব ভালো কাজ করে।

 #শীতকালে_বিড়ালের_যত্নঃ👉উষ্ণ স্থান এবং আরামদায়ক বাসস্থান:বিড়াল সাধারনত মানুষের কোলে অথবা মানুষের গা ঘেঁষে ঘুমাতে পছন্দ ক...
10/12/2022

#শীতকালে_বিড়ালের_যত্নঃ

👉উষ্ণ স্থান এবং আরামদায়ক বাসস্থান:
বিড়াল সাধারনত মানুষের কোলে অথবা মানুষের গা ঘেঁষে ঘুমাতে পছন্দ করে। এর প্রধান কারণ হচ্ছে, বিড়াল উষ্ণস্থান পছন্দ করে।
উষ্ণতার জন্য বালিশ এবং কম্বল যোগ করুন। দরজা ছোট রাখা উচিত যাতে ঘরের তাপ খুব দ্রুত কমে না যায় এবং স্থানটি সুন্দর এবং আরামদায়ক থাকে।
বিড়ালের জন্য আলাদাভাবে সোয়েটার এবং ক্যাট হাউজ দেয়া যেতে যেতে পারে।

👉খাদ্যঃ
খেয়াল রাখতে হবে বিড়াল ঠিক মত খাওয়া দাওয়া করছে কিনা। বিড়ালকে তার বয়স অনুযায়ী খাবার অথবা এই শীতকালীন সময়ে ক্যাট ফুড খাওয়াতে হবে যাতে সে সঠিক ক্যালোরি পায়, প্রয়োজনে খাবার বাড়াতে হবে।
রেফ্রিজারেটর এর ঠাণ্ডা খাবার গরম করে দিতে হবে, সরাসরি ঠাণ্ডা খাবার দিলে বিড়ালের ঠাণ্ডা লেগে যেতে পারে।

👉গোসলঃ
বিড়াল স্বভাবতই পরিষ্কার প্রাণী এবং তারা পানি পছন্দ করে না। শীতকালে বিড়ালকে গোসল না করানোই ভালো, এতে জ্বর এসে নিউমোনিয়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে হালকা গরম পানিতে গোসল করিয়ে, ভালো ভাবে তোয়ালে দিয়ে মুছে দিতে হবে।

👉ভ্যাকসিন এবং কৃমিনাশকঃ
শীতকাল আসার আগেই বিড়ালকে অবশ্যই রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আবশ্যক।

শীতের শুরুতেই বিড়াল/কুকুরকে কৃমিনাশক করানো অত্যন্ত জরুরি কারণ পরজীবী স্থায়ীভাবে তাদের পুষ্টি থেকে বঞ্চিত করে, এমনকি অপুষ্টির দিকে পরিচালিত করে এবং অল্প বয়স্ক বিড়ালদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। মূলত অপুষ্টি দুর্বল ইমিউন সিস্টেমের অন্যতম কারণ।

অসুস্থ বিড়ালকে দ্রুত আপনার বিশ্বস্ত ভেট এর সাথে যোগাযোগ করুন।

শীতকাল চলে আসছে,,,, এই শীতকালীন সময়ে আপনার আদরের বিড়াল/ কুকুর এর ক্যাট ফ্লু/পার্ভো ভাইরাসের  সংক্রামন সহ অন্যান্য রোগে আ...
11/11/2022

শীতকাল চলে আসছে,,,,

এই শীতকালীন সময়ে আপনার আদরের বিড়াল/ কুকুর এর ক্যাট ফ্লু/পার্ভো ভাইরাসের সংক্রামন সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার আশংকা অনেক বেড়ে যায়।

তাই আপনার আদরের বিড়াল/ কুকুরকে ভ্যাকসিন করার মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্থ রাখার ব্যবস্থা করুন।

সুস্থ থাকুন,সুস্থ রাখুন💝💝

শীতের মৌসুমে  সবচেয়ে বেশী সংখ্যক বিড়াল ক্যাট ফ্লু তে আক্রান্ত হয়। Cat Flu–বিড়ালের একটি মারাত্মক সংক্রামক রোগ।আর দুঃখজন...
14/10/2022

শীতের মৌসুমে সবচেয়ে বেশী সংখ্যক বিড়াল ক্যাট ফ্লু তে আক্রান্ত হয়।
Cat Flu–বিড়ালের একটি মারাত্মক সংক্রামক রোগ।
আর দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ ক্যাট ই মারা যায় ফ্লুতে আক্রান্ত হলে।
রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ভ্যাকসিন দ্বারা রোগটি নিয়ন্ত্রন করতে পারাটাই সবথেকে ভালো।
তাই আপনার বিড়ালকে ফ্লু এর মত প্রানঘাতী রোগ থেকে বাঁচাতে দ্রুত ভেক্সিনেশন করুন।
N.B: Rabies vaccine also Available

ক্ষতটা অনেক বড় ছিল, সময় একটু বেশী লাগলেও প্রায় পূর্বের অবস্থায় ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ।
10/10/2022

ক্ষতটা অনেক বড় ছিল, সময় একটু বেশী লাগলেও প্রায় পূর্বের অবস্থায় ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ।

Fungal Infestation আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে,অনেক দ্রুত সুস্থ হয়ে গিয়েছে।
29/09/2022

Fungal Infestation
আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে,অনেক দ্রুত সুস্থ হয়ে গিয়েছে।

06/09/2022

Cookie (প্যারাপ্লেজিয়া) একধরনের প্যারালাইসিস এ আক্রান্ত ছিল।
আমাদের কাছ থেকে দীর্ঘদিন চিকিৎসা ও সঠিক সেবার কারনে আল্লাহর রহমতে, এখন প্রায় সুস্থ, কুকির Owner বলেছে, Jump ও নাকি দেয় এখন।
সুস্থ ও সুন্দর থাকুক ভালবাসাগুলো, এই প্রত্যাশা ই করছি। 💝

দীর্ঘদিন ধরে আপনার বিড়ালকে শুধু ক্যাট ফুড খাওয়াতে অভ্যস্ত করে ফেলছেন না তো? এই বিড়ালটি দীর্ঘদিন ধরে ক্যাট ফুড খায়াওয়া...
06/09/2022

দীর্ঘদিন ধরে আপনার বিড়ালকে শুধু ক্যাট ফুড খাওয়াতে অভ্যস্ত করে ফেলছেন না তো?

এই বিড়ালটি দীর্ঘদিন ধরে ক্যাট ফুড খায়াওয়ার ফলে মুখের (Oral Sores)এই অবস্থা দেখা দিয়েছে।
তাই খাবার খাওয়ানো সম্পর্কে সাবধানতা অবলম্বন করবেন।
হঠাৎ খাদ্যাভ্যাস পরিবর্তন করার আগে অবশ্যই ভেটের পরামর্শ নিবেন।

বিড়ালের ফ্লুক্যাট ফ্লু একটি Upper Respiratory Tract Disease. প্রাপ্ত বয়স্ক বিড়াল এবং কিটেন উভয়ই ফ্লুতে আক্রান্ত হয়, তব...
01/06/2022

বিড়ালের ফ্লু

ক্যাট ফ্লু একটি Upper Respiratory Tract Disease. প্রাপ্ত বয়স্ক বিড়াল এবং কিটেন উভয়ই ফ্লুতে আক্রান্ত হয়, তবে প্রাপ্ত বয়স্ক বিড়ালের থেকে কিটেন ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। ফ্লু একটি সংক্রামক রোগ তাই এটি অসুস্থ বিড়াল থেকে সুস্থ বিড়ালে ছড়িয়ে পরতে পারে।

সাধারণত শীতকালে বিড়াল ফ্লুতে বেশি আক্রান্ত হয়। শীতকালে বাতাসে আদ্রতা ও তাপমাএা কম থাকার ফলে ফ্লু সৃষ্টিকারী জীবাণু সহজেই বংশবিস্তার করতে পারে এবং রোগ সৃষ্টি করে।


কারন

ফ্লু ভাইরাস দ্বারা হতে পারে যেমন Feline herpes virus, Feline viral rhinotracheitis, Feline calicivirus.

ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে যেমন Bordetella bronchi septica

আবার ক্ল্যামাইডিয়া দ্বারাও হতে পারে যেমন Chlamydophila felis

উপসর্গ

হাঁচি, কাশি
নাক লাল হয়ে যাওয়া
খাবারে অরুচি
চোঁখে ও মুখে আলসার
চোঁখ ফুলে যাওয়া
পেশী ও জয়েন্টে ব্যাথা

চিকিৎসা

ফ্লু হলে অবশ্যই ভেটের পরামর্শে ওষুধ খাওয়াবেন।

প্রতিকার

ফ্লু হলে অসুস্থ বিড়ালকে আলাদা রাখবেন সুস্থ হওয়ার আগ পর্যন্ত।
অবশ্যই vaccine দিবেন ফ্লু হওয়ার আগেই।

বিড়ালের লোম পড়ে গেলে যা করণীয়??বিড়ালের লোম পড়ে যাওয়াকে ইংরেজিতে Shedding বলে। Shedding হচ্ছে বিড়ালের লোম পড়ে যাওয়ার একটি...
23/05/2022

বিড়ালের লোম পড়ে গেলে যা করণীয়??

বিড়ালের লোম পড়ে যাওয়াকে ইংরেজিতে Shedding বলে। Shedding হচ্ছে বিড়ালের লোম পড়ে যাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঋতু অনুযায়ী Shedding কম বেশি হয়। Outdoor বিড়ালের গরমকালে লোম বেশি পড়ে গিয়ে শরীর ঠাণ্ডা থাকে আর শীতকালে কম লোম পড়ে যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। কিন্তু indoor বিড়ালের সারা বছরই Shedding হয়। তবে খুব বেশি লোম পড়ে গেলে তাকে রোগের লক্ষন বলে বুঝতে হবে।অতিরিক্ত লোম পড়ার কারন । অতিরিক্ত লোম পড়ার কিছু কারন হলঃএলার্জি,ব্যকটেরিয়াল ইনফেকশন,
রিংওয়ার্ম, Flea অথবা উকুনের ন্যায় পরজীবী, হরমোনের তারতম্য ও নিম্নমানের খাদ্য গ্রহন,, নিম্নমানের grooming এর পণ্য ব্যাবহার, যেমনঃ শ্যাম্পু, পাউডার ইত্যাদি।

• প্রতিদিন grooming করান। দিনে অন্তত একবার grooming brush দিয়ে পুরো শরীর আঁচড়ে মরা লোমগুলো ফেলে দিন।

• Grooming এর পর পুরো শরীর check করুন , লাল দাগ, কাঁটাছেড়া, fleas, ticks, অন্যান্য পরজীবী ইত্যাদি আছে কিনা ভালভাবে লক্ষ্য করুন। fleas, ticks, অন্যান্য পরজীবী Shedding এর অন্যতম কারন। তাই বিড়ালকে fleas, ticks, অন্যান্য পরজীবী থেকে মুক্ত রাখুন।

• ভালো brand এর বিড়ালের শ্যাম্পু এবং পাউডার ব্যাবহার করুন। নিম্নমানের এবং মানুষের জন্য তৈরি পণ্য বিড়ালের জন্য ক্ষতিকর।

–স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত লোম পড়ে গেলে বিড়ালকে অবশ্যই vet এর সাথে যোগাযোগ করতে হবে।

Address


Telephone

+8801910070853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share