নতুন বছরের শুভেচ্ছাটা না হয় এভাবেই জানাই।
উড়তে পারার জন্য তার ক্ষুদ্র প্রয়াস😅
এমন যদি হতো,
.
.
.
#cat #catlover #foryouシ #foryoupagシ゚ #animals #funny #animalfunnyvideo #catsofinstagram #cat
Vet Solution BD
নতুন বছরের শুভেচ্ছাটা না হয় এভাবেই জানাই।
উড়তে পারার জন্য তার ক্ষুদ্র প্রয়াস😅
এমন যদি হতো,
.
.
.
#cat #catlover #foryouシ #foryoupagシ゚ #viralreelsfacebook #highlight #fypviralシ #animals #funny #animalfunnyvideo #catsofinstagram #cat Vet Solution BD
ওর নাম তুনু।
খুলনা থেকে pet owner মেসেজ দিয়ে বললেন, তুনুর পায়ে অল্প অল্প সেন্স আছে,কিন্তু সে পা সোজা করে রাখতেছে পা ভাজ করতে পারছে না,হাটতেও পারতেছে না। Local ভেট এর prescription অনুযায়ী কিছুদিন মেডিসিন continue করলেও সম্পুর্নভাবে ঠিক হয়নি।
X-ray report সহ অন্য সবকিছু দেখে বিবেচনা করে আমরা কিছু specific medication+exercise দিলাম patient এর জন্য।
Pet Owne নিয়মিতভাবে সকল নির্দেশনা মেনে সব কিছু maintain করায় তুনু এখন সসম্পুর্ন সুস্থ।
পাশে ছিলাম,আছি, থাকবো ইংশা-আল্লাহ আপনাদের জন্যই।
এরকম হাজার তুনুদেরকে সুস্থ করে তোলা ও সুস্থ থাকাতেই আমাদের স্বার্থকতা❤️🩹❤️🩹
#animalsuffering #streetanimal #animal #vet_solution_bd #catproblems #catlover #catlife #cat #Dog_Cat #Vet #doghealth #thinline #vetlife
Rickets হওয়ার পরে, যত early Stage এ Diagnosis করা যাবে, Healing (সুস্থতা) তত দ্রুত হবে।
"ফিও" এখন সুস্থ আলহামদুলিল্লাহ।❤️🩹
#vetlife #animalsuffering #streetanimal #animal #vet_solution_bd #catproblems #cat_solution #catlover #catlife #cat #vaccine #Dog_Cat #Vet
Herpesvirus Infection in Cats (Feline Viral Rhinotracheitis)
ফেলাইন হার্পিস ভাইরাস সংক্রমণ যা ফেলাইন রাইনোট্রাকিয়াটিস নামেও পরিচিত।
ফেলাইন হার্পিস ভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা বিড়ালের শ্বাসতন্ত্রের সংক্রমণের একটি অন্যতম কারণ।
সকল বয়সের বিড়ালের ক্ষেত্রে এই রোগ হতে পারে।
এটি ক্যাট ফ্লুর অন্যতম প্রধান কারণ।
যেভাবে ছড়ায়ঃ
সরাসরি ভাইরাস দ্বারা বিড়াল আক্রান্ত হতে পারে।
আক্রান্ত বিড়ালের লালা, চোখ ও নাকের পানির মাধ্যমে ছড়াতে পারে।
সুস্থ বিড়াল এই ভাইরাস দ্বারা অসুস্থ বিড়ালের সংস্পর্শে আসলে ছড়াতে পারে।
ভাইরাস দ্বারা দূষিত বস্তুর সংস্পর্শে এলেও আক্রান্ত হতে পারে।
রোগে লক্ষণঃ
আক্রান্ত হওয়ার ২-৫ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পাবে।
হাঁচি,নাক দিয়ে পানি/ ঘন তরল পড়বে,শ্বাসকষ্ট,চোখের প্রদাহ,কর্ণিয়ার প্রদাহ,অবসাদগ্রস্থতা,ক্ষুধামন্দ্যা,জ্বর,
কখনো কখনো তীব্র কাশি হয়
রোগ প্রতিরোধ
খুব খারাপ অবস্থা থেকে, আবার আগের মত সুস্থ অবস্থায় পৌঁছে দেওয়ার মধ্যেই অনেক ভাললাগা কাজ করে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার।😊😊
হঠাৎ করেই পায়ে এত বেশী আঘাত পেয়েছিল যে,পা ফেতলেই পাড়তো না,খুড়িয়ে হাটতো।
অল্প কিছুদিনের চিকিৎসা ও নির্দেশনায় সে এখন সম্পুর্ন সুস্থ ও প্লেফুল,
আলহামদুলিল্লাহ।
২২-২৩ সালে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যু পাখি দেখা গেছে,শহরে বাসার ভিতর পাখি ঢুকে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে এবং শহরের বিভিন্ন জায়গায় শব্দবাজির ভয়ে অজস্র পাখি ছুটাছুটি করতে দেখা গেছে।
এছাড়াও দেশের প্রায় জায়গায় রাস্তার কুকুর,বিড়াল সহ মানুষের বাসার পোষা প্রাণী গুলোও থার্টি ফার্স্ট ন্সিটের আতসবাজির শব্দে ভয়ে আতংকিত হতে দেখা গেছে।
কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের প্রায় পাঁচ গুণ। মানুষের কাছে যা খুব ফিসফিস করা শব্দ, কুকুরের কাছে তা হাজার ওয়াটের সাউন্ড সিস্টেম। পরিষ্কার বোঝা যাচ্ছে, ৯০ ডেসিবেলের শব্দবাজি কুকুরের কাছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। শব্দবাজির শব্দে বন্ধ্যাত্ব আসছে পাখিদের মধ্যে। পোষা পাখিরাও অন্তত দুটো ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। তারপরেও যদি পাখি ডিম পারে, তার মধ্যে ৮০ শতাংশ ছানার ডিম ফুটে আর বের হওয়ার কোন সম্ভাবনাই থাকে না। একটি চক
পেছনের ২ পা ই, Partial Paralysis হয়ে গিয়েছিল।
আলহামদুলিল্লাহ, কয়েকদিন ট্রিটমেন্ট এর পরে এখন সে অনেকটাই সুস্থ,ভাল খেলাধুলাও করছে।
✅For Consultancy Inbox us
#vet_solution_bd
Nerve Injury & Paralysis
এখন অনেকটা ই সুস্থ সে, আলহামদুলিল্লাহ।
#vet_solution_bd
আলহামদুলিল্লাহ!
৭ দিনেই লক্ষনীয় পরির্বতন এসেছে।
#vet_solution_bd