BIRDS CAMP BD

  • Home
  • BIRDS CAMP BD

BIRDS CAMP BD This a youtube channel page of channel "BIRDS CAMP BD"
BIRDS CAMP BD youtube channel provides inform
(26)

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBSফেসবুক,ইউটিউব থেকে অন্যের কাছে ধার করা তথ্যের ...
14/05/2024

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।
BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBS

ফেসবুক,ইউটিউব থেকে অন্যের কাছে ধার করা তথ্যের ভিত্তিতে নয়, BIRDS CAMP BD নিজেও স্ট্যাডি করেছে। (বাংলাদেশের সেরা ভেষজ বই গুলোর কালেকশন তার প্রমাণ)।

#হার্বস কী?
বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে প্রসেস করে তাদের মিশ্রণ তৈরী করলে আমরা হার্বস পাই। ইউরোপ এমেরিকাসহ বিভিন্ন দেশের ব্রীডার হার্বস ইউজ করে। বাংলাদেশেও অনেক ব্রীডার ইউজ করে। তবে ততটা জনপ্রিয় নয় আমরা এখনো শুধু সজনে পাতা বা নিম পাতা বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে আরো অনেক ভেষজ পাখিকে দেওয়া যায়।( বিশ্ববিখ্যাত ব্রীডার ড্যানিয়েল লুটলফের পাখির জন্য সফটফুডের রেসিপির ভিডিও চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।)

এই হার্বস তৈরীর পূর্বে বাংলাদেশে পাখির জন্য উপযোগী বিভিন্ন হার্বস নিয়ে স্ট্যাডি করা হয়েছে। তারপর পাখির উপর প্রয়োগ করা হয়েছে। ধাপে ধাপে নতুন নতুন হার্বস যুক্ত করে মিশ্রণে হার্বসের সংখ্যা ২৩ এ উত্তীর্ণ করা হয়েছে। যার ফলে ইহার কোন সাইড ইফেক্ট নাই এবং পাখির বিভিন্ন উপকার বয়ে আনে।

ইহা ক্যাংকার প্রতিরোধে ভূমিকা রাখতে সক্ষম।

বিদেশি দামি সাপ্লিমেন্ট কে রিপ্লেস করুন। বিদেশী হার্বসের দরকার নাই। আমরাই এই উপমহাদেশে হার্বসে স্বয়ং সম্পূর্ণ।

পুরো ইউম্যান গ্রেড হার্বস ব্যবহার করা হয়। চাইলে আপনিও খেতে পারবেন মধু ও দুধের সাথে মিক্স করে।

কেন ব্যবহার করবেন? উপকার কী?
পাখির সফটফুডের সাথে হার্বস দিলে আপনি পাখিকে এক দিনেই কয়ক প্রকারের ভেষজ লতা পাতা পাখিকে খাওয়াতে পারবেন। যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাখির শরীরে উদ্ভিজ ভিটামিন,মিনারেল,এনজাইম,ফাইবার,এন্টিওক্সিডেন্ট ইত্যাদি যোগান দিবে। পাখির হজম,রুচি,শরীরবৃত্তীয় নানা কার্যাদি,প্রজনন ইত্যাদিতে সহায়ক ভূমিকা রাখবে। পাখির ইমিউনিটি বুস্ট করবে। ব্রীডিং এ থাকাকালনী সময় স্ট্রেস রিলিফ করবে। বাচ্চা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত হবে.
এই হার্বসে থাকা উপাদানগুলো নানা ভাবে পাখিকে সুস্থতা দানে অবদান রাখবে। হার্বস প্রতিটি উপাদানই ইন্টার্নাল অর্গান, স্নায়ুতন্ত্র ও প্রজনন তন্ত্রে উপকারী প্রভাব বিস্তার করে।

#কীভাবে দিবেন পাখিকে?
পাখির সফটফুডের সাথে মিক্স করে দিবেন পরিমাণমত। মুটামুটি ১ জোড়া বাজেরিগারের জন্য জন্য ১ গ্রাম যথেষ্ট। কোকাটেল লাভবার্ডস এর ক্ষেত্রে প্রতি পাখির জন্য ১ গ্রাম ইউজ করতে পারেন।

#সপ্তাহে কয়দিন দিবেন?
আপনার ইচ্ছা। ২-৭ দিন।

#সাইড ইফেক্ট আছে?
না। তবে মাত্রাতিরিক্ত কোন কিছু করাই উচিত না। পাখি পছন্দ করছে বলে এক গাদা হার্বস পাখিকে দেওয়ার দরকার নাই।

#পাখিকে কী দিতেই হবে?
উত্তর না। ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পাখি পালন করুন। যত গুড় তত মিঠা। গুড় কম হলে কম মিষ্টি পিঠাতে কাজ চালিয়ে নিবো।
তবে দামী দামী সাপ্লিমেন্টের চে দেশীয় এই হার্বস গুলো কোন অংশে কম ফল দিবেনা। বিশ্বাস করতে পারেন।

খুচরা মূল্য:
প্রতি ১০০ গ্রাম জার ২৫০ টাকা (পাখালদের জন্য ২৩০/- অফার প্রাইস)
আমার পাখিদের সফট ফুডে নিয়মিত আমি হার্বস ইউজ করি। এইটা দিলে পাখির সফটফুড এগফুড খাওয়ার স্পিড বেড়ে যায়।

কুরিয়ার যোগে সারাদেশে পাঠানো হয়।
হোমডেলিভারি:
ইনসাইড ঢাকা ১২০/- (১ কেজি পর্যন্ত)
ঢাকার বাহিরে ১৩০/- (১কেজি পর্যন্ত)
এছাড়াও সুন্দরবন কুরিয়ারে পাঠানো হয়।
আমরা ক্যাশওন ডেলিভারি বা কন্ডিশনে মাল বুকিং করিনা।

BIRDS CAMP BD এর All in One Mineral Grit আগের চে আরো উন্নত ও কার্যকরী।যেকোন খাঁচার পাখিকে দিতে পারবেন।গ্রিটের উপাদানঃওয়ে...
14/05/2024

BIRDS CAMP BD এর All in One Mineral Grit আগের চে আরো উন্নত ও কার্যকরী।
যেকোন খাঁচার পাখিকে দিতে পারবেন।

গ্রিটের উপাদানঃ
ওয়েস্টার শেল,লাইম স্টোন,এগ শেল,ক্যাটেলফিশ বোন,চারকল,ভিটামিন প্রিমিক্স,খনিজ লবণ ও কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস।
গ্রিটে অহেতুক বাণিজ্যিক বিজ্ঞাপণ নেই। নেই ৪০/৫০ আইটেমের মিথ্যা প্রতিশ্রুতি। আর ইটের গুঁড়ার তো প্রশ্নই আসেনা।

যেকোন বিদেশি গ্রিটের সাথে কম্পিটিশনের দাবী রাখি।
সারদেশে অনেক ব্রীডার সুফল পাচ্ছে।

এই গ্রিট থেকে পাখি যা যা পাবেঃ
ক্যালসিয়াম,ফসফরাস,পটাশিয়াম,সোডিয়াম,ম্যাগনেসিয়াম,আয়রণ,কপার,জিংক,স্ট্রনসিয়াম, মাইক্রোএলিমেন্টস,বিভিন্ন ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস,প্রোটিন,এনজাইম।
উপকারিতাঃ
১. ডিমের খোসা,পাখির হাড় ও পালকের গঠনে ভূমিকা রাখে।
২. ডিমের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।
৩. বাচ্চার সঠিক বৃদ্ধিতে অবদান রাখে।
৪. ডিমের উর্বরতায় সাহায্য করে।
৫. পাখির ফেদার প্ল্যাকিংকের সম্ভাবনা হ্রাস করে।
৬. মেটাবলিজম ও খাদ্য হজমে আবশ্যিক।
৭. রক্তপ্রবাহ ও হার্টের প্রোপার ফাংশনিং নিয়ন্ত্রণ করে।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৯. পাখির রুচি বৃদ্ধি করে।
১০. ব্রীডিং এ থাকা পাখির বাচ্চা ফিড না করানোর সম্ভাবনা হ্রাস করে।

খুচরা:
২৫০ গ্রাম জার ৭০ টাকা
১ কেজি ২৫০ টাকা
(মে'২৩ থেকে)

দোকানী ভাইয়েরা পাইকারী নিতে কল করুন।

সুন্দরবন কুরিয়ারযোগে সারাদেশে ডেলিভারি দেওয়া হয়।
রেডেক্স/পাঠাও/স্টিডফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়।

কুরিয়ার চার্জ স্ট্যান্ডার্ড কুরিয়ার রেট।

কোন ক্যাশওন/কন্ডিশন বুকিং করা হয়না। প্রি পেমেন্ট।
অর্ডার করতে Inbox করতে পারেন।
কল করুনঃ
01895462222
01837318045

খুচরা ও পাইকারী।BIRDS CAMP BD নিয়ে এলো আপনার আদরের পাখির জন্য সেরা মানের মিনারেল ব্লক All in One Mineral Blocks.যা সারাদ...
14/05/2024

খুচরা ও পাইকারী।
BIRDS CAMP BD নিয়ে এলো আপনার আদরের পাখির জন্য সেরা মানের মিনারেল ব্লক All in One Mineral Blocks.
যা সারাদেশে অতি অল্প সময়ে পাখালদের ও পাখিদের পছন্দের ব্লকে পরিণত হয়েছে।
পাখিকে আলাদা আলাদা ব্লক দেওয়ার দিন শেষ। এক ব্লকেই সব উপাদান। আর তাই এর নাম All in One...
উপাদানঃ বাংলাদেশে খাঁচার পাখিকে যেসকল উৎস থেকে মিনারেলস সরবরাহ করা সম্ভব তার সব উপাদান এবং কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যা এই ব্লককে করেছে অনন্য।
এই ব্লক ব্যবহার করলে পাখিকে ক্যাটেলফিশ বোন,গ্রিট,ডিমের খোসা ও ভিন্ন ভিন্ন ব্লক প্রদানের দরকার নাই।
এই ব্লক থেকে পাখি যা যা পাবেঃ
ক্যালসিয়াম,ফসফরাস,পটাশিয়াম,সোডিয়াম,ম্যাগনেসিয়াম,আয়রণ,কপার,জিংক,স্ট্রনসিয়াম, মাইক্রোএলিমেন্টস,বিভিন্ন ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস,প্রোটিন,এনজাইম।
উপকারিতাঃ
১. দীর্ঘস্থায়ী, এক ব্লকেই ভিটা ব্লক,ক্যালসিয়াম ব্লক,টনিক ব্লক ও ব্রীডিং ব্লকের কাজ করে।
২. ডিমের খোসা,পাখির হাড় ও পালকের গঠনে ভূমিকা রাখে।
৩. ডিমের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।
৪. বাচ্চার সঠিক বৃদ্ধিতে অবদান রাখে।
৫. ডিমের উর্বরতায় সাহায্য করে।
৬. পাখির ফেদার প্ল্যাকিংকের সম্ভাবনা হ্রাস করে।
৭. মেটাবলিজম ও খাদ্য হজমে আবশ্যিক।
৮. রক্তপ্রবাহ ও হার্টের প্রোপার ফাংশনিং নিয়ন্ত্রণ করে।
৯. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
১০. পাখির ঠোঁট ও নখের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে পাখিকে সাহায্য করে।
১১. স্কেলি মাইটস থেকে রক্ষায় গৌণ ভূমিকা রাখে।
১২. হুকের জন্য খাঁচার নির্দিষ্ট স্থানে আটকিয়ে রাখা যায়। এতে পাখি ব্লক খাঁচার বিভিন্ন স্থানে টানাটানি করতে পারেনা। অপচয় কম হয়। বাংলাদেশে প্রথম কোন ব্লকে কপারের তার হুক হিসাবে ব্যবহার করা হয়েছে। পিভিসি/প্লাস্টিক কোটিং দেওয়া তারের হুক পাখির জন্য মারত্মক ক্ষতিকর।
১৩. তুলনামূলক শক্ত, তাই বেশিদিন চলে। আর ব্লকের গুঁড়া গ্রিট হিসাবে কাজ করে।
বাজেরিগার,কোকাটেল,লাভবার্ড,কন্যুর,রিংনেক,ফিঞ্চ পাখির জন্য।
প্রতি পিসঃ ৪০ টা**কা খুচরা মূল্য।
দোকানী ভাইয়েরা সরাসরি কল করুন।
অ*র্ডার করতে ইনবক্স করুন।
অথবা কল করুনঃ
01895462222
01837318045
সুন্দরবন কুরিয়ার যোগে সারাদেশে ডে**লিভারি দেওয়া হয়।
১৫ পিস পর্যন্ত ব্লক সুন্দরবন কুরিয়ারের যেকোন শাখায় ১১০/- টাকা। ১৫ পিস পর্যন্ত হোমডেলিভারি নিতে চাইলে ঢাকা শহরে ১২০/- এবং অন্যত্র ১৩০/- টাকা কুরিয়ার চার্জ।
আর সুন্দরবনের বড় বড় শাখায় অনেক বেশি পরিমাণ ব্লক ১২০/- টাকায় পাঠানো সম্ভব।
হোমডেলিভারির ক্ষেত্রে ১ম কেজি পর্যন্ত ১২০/- (ঢাকায়) ১৩০/- (ঢাকার বাহিরে) এরপর প্রতি কেজিতে ২০/- এড হবে (ঢাকায়) ৩০/- এড হবে (ঢাকার বাহিরে)।
আমরা ঢাকার বাহিরের সেলার। তাই কুরিয়ার চার্জ এমনই।

BIRDS CAMP BD আপনার পাখির জন্য আউটসোর্স করছে বেস্ট, রোবাস্ট, লংগার লাস্টিং, ইকোনোমিক ও ইকো ফ্রেন্ডলি ব্রীডিং বক্স। সব পা...
14/05/2024

BIRDS CAMP BD আপনার পাখির জন্য আউটসোর্স করছে বেস্ট, রোবাস্ট, লংগার লাস্টিং, ইকোনোমিক ও ইকো ফ্রেন্ডলি ব্রীডিং বক্স। সব পাখির বক্স পাবেন। বক্সের সাথে অন্য কোন পণ্য অর্ডার করতে পারবেন না। কারণ ওয়ার্কশপ থেকে বক্স সরাসরি কুরিয়ারে দিয়ে দেওয়া হয়৷ আমাদের ওয়ারহাউজে বক্স স্টোর করা হয়না। এতে বক্সের ট্রান্সপোর্ট খরচ মিনিমাইজ করা যায়।
বক্সের মূল্য: ( মে,২৪ থেকে)
১. কোকাটেল ৪৫০ টাকা (ট্রে সহ)
২. লাভবার্ডস ৪২০ টাকা (ট্রে সহ)
৩. রিংনেক ১২০০ টাকা
৪. সব বাজেরিগার ৩২০ টাকা (ট্রেসহ)
৫. পাইনাপল কনুর ৪৫০ টাকা
৬. ফিঞ্চ ১০০ টাকা
৭. জাভা ১৫০ টাকা
এছাড়াও L Shape বক্স, গ্রে, এমাজন বা ম্যাকাও এর কাস্টমাইজ বক্স অর্ডার করতে পারবেন।
(সব বক্সের পিকচার পোস্টেই দেওয়া আছে)
দোকানী ভাইয়েরা পাইকারী রেটে বক্স নিতে সরাসরি যোগাযোগ করবেন।
১০ মিলি বোর্ড দিয়ে বক্স তৈরি করা হয়।
আমাদের বক্স গুলো আপনি খাঁচার যেকোন দিকে সেট করতে পারবেন। আমরা সেভাবেই বক্স ডেভলপ করি। আর পাখিও পাবেন যথেষ্ট আলো বাতাস। আপনার সুবিধামত বক্সে পাখির প্রবেশ মুখ স্থানান্তর করে নিতে পারবেন সহজেই।
কেউ কেউ জিজ্ঞেস করেন BIRDS CAMP BD বক্সের দাম তুলনামূলক কম রাখছে কীভাবে?
১. আমরা বক্স মেকিং এ ইউটিলিটির উপর জোর দিয়েছি। পাখির ব্রীডিং গুরুত্বপূর্ণ। যেমন বক্সে কব্জা ও ছিটকি ইউজ হয়েছে। র বোর্ড ইউজ হচ্ছে। কোন রকম রঙের কাজ করা হচ্ছেনা।
২. মেকিং প্লেসে কাঁচামাল ও শ্রমিকের তুলনামূলক সহজ প্রাপ্যতা।
৩. কম লাভে আগে ব্রীডারদের কাছে পৌঁছানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
৪. ট্রে তে কোন লাভ করা হচ্ছেনা। এবং বক্স মেকার BIRDS CAMP BD এর একজন শুভাকাংখী।
৫. সরাসরি ওয়ার্কশপ থেকেই কুরিয়ার করাতে একটা ট্রান্সপোর্ট খরচেই গ্রাহকের কাছে বক্স পৌঁছে যাচ্ছে।
এছাড়াও কেউ বিগ সেট আপ করতে চাইলে আমাদের সাথে সরাসরি আলাপ করে কাস্টমাইজড অর্ডার সময় হাতে রেখে প্লেস করতে পারেন।
বক্স নিতে কুরিয়ার চার্জ খরচ হবে। সরাসরি বক্স নেওয়ার সুযোগ নাই। সব জায়গায় বক্স পাঠানো সম্ভব না। সকল জেলা শহরে এবং যেসকল জায়গায় সুন্দরবন কুরিয়ারের পার্সেল ব্রাঞ্চ/বড় ব্রাঞ্চ আছে শুধু সেখানে বক্স যাবে। কী পরিমাণ বক্স নিবেন ও কোথায় রিসিভ করবেন তার উপর ভিত্তি করে কুরিয়ার চার্জ ১০০-২০০ টাকার মধ্যে ধার্য হবে। কুরিয়ার চার্জ বাকি থাকবে। তা কুরিয়ারে প্রদান করবেন। কুরিয়ার চার্জ কুরিয়ারের ব্যপার। সেটা কেন এতো বেশি বা কম তা আমাদের জিজ্ঞেস করে লাভ নেই।
কুরিয়ার চার্জ ও বিকাশ চার্জ গ্রাহক বহন করবে।
(তবে আমরা মাঝে মাঝে নানা অফার দিয়ে থাকি)
আমরা কোন ভাবেই বাঁকি/ক্যাশওন ডেলিভারি/কন্ডিশন বুকিং করিনা। সব পেমেন্ট আগে পে করতে হবে। তাতে ভরশা না পাইলে আর কোন আলাপের দরকার নাই।
বিস্তারিত যোগাযোগ:
+8801895462222
01837318045

যেকোন পাখির লেগ রিং পাচ্ছেন BIRDS CAMP BD তে....ফ্যাক্টরি থেকে সরাসরি রিং পৌঁছে যাবে আপনার কাছে।কুরিয়ার চার্জ লাগবে মাত্...
14/05/2024

যেকোন পাখির লেগ রিং পাচ্ছেন BIRDS CAMP BD তে....
ফ্যাক্টরি থেকে সরাসরি রিং পৌঁছে যাবে আপনার কাছে।
কুরিয়ার চার্জ লাগবে মাত্র ৫০ টাকা।
প্রতি পিস রিং ২০ টাকা। (মিনিমাম অর্ডারের ক্ষেত্রে)
বেশি পরিমাণ অর্ডারে অবশ্যয় আলোচনা স্বাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে।
রিং একই সাইজের/পাখির মিনিমাম অর্ডার করতে হবে ২৫ পিস। ২৫ পিস একই রঙ এর রিং। রিং এর তথ্য হবে ইংরেজী হরফে।
রিং এর সাইজ জিজ্ঞেস করবেন না প্লিজ। রিং এর সাইজ মুখস্থ থাকেনা। আমরা পাখি অনুযায়ী অর্ডার নিই। এক্সপার্ট রিংমাস্টার পাখির নাম অনুযায়ী সাইজ নির্ধারণ করে দেয়।
কোয়ালিটি : এলুমিনিয়াম রিং। পাখি নষ্ট করতে পারবেনা। রঙ নষ্ট হবেনা। ক্লোজ রিং এবং কাট রিং।
লিখতে পারবেন আপনার/এভিয়ারির নাম ও সিরিয়াল নাম্বার।
ফোন নাম্বার লিখতে চাইলে লিখতে পারেন। (দয়া করে কোন লগো'র আবদার করবেন না, অতীতে লগোর রেজুলুশন সমস্যা ফেস করেছি)। অনেক বড় নাম ছোট রিং এ না'ও ধরতে পারে। সেক্ষেত্রে নাম সংক্ষিপ্ত করা উত্তম।
শর্ত:
*ফুল পেমেন্ট আগে করতে হবে। (রিং এর মূল্য+কুরিয়ার চার্জ+বিকাশ/নগদ চার্জ)
*মিনিমাম ২৫ পিস অর্ডার (একই পাখির)
* স্টক অনুযায়ী কালার প্রদান করা হবে।
*রেডেক্স/সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে। এলাকা অনুযায়ী চার্জ যুক্ত হবে।
*অর্ডার করে ধৈর্য ধারণ করতে হবে। রিং এর অনেক অর্ডার কিউতে থেকে। যত দ্রুত সম্ভব দেওয়া হবে।
পেমেন্ট সম্পন্ন করার পর যেসকল তথ্য ইনবক্সে দিবেন:
Birds Name:
Total Rings:
Ring Type:
Ring Info:
Serial No:
Colour:
উদাহরণ:
Birds Name: Budgerigar
Total Rings: 25
Ring Type: Close
Ring Info: BIRDS CAMP BD
018463738....
Serial No: 1-25
Colour: Black
ফোন করতে পারেন:
+8801895462222

অহেতুক প্রশ্ন করে উভয়পক্ষের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমরা ভেট স্টোর নাহ, আমাদের কাছে মেড নাই। দামও মুখস্থ নাই। স্টকও ...
14/05/2024

অহেতুক প্রশ্ন করে উভয়পক্ষের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমরা ভেট স্টোর নাহ, আমাদের কাছে মেড নাই। দামও মুখস্থ নাই। স্টকও নাই। তাহলে?
আসসালামুওয়ালাইকুম গ্রাহক।
আমাদের ভেট মেড/সাপ্লিমেন্ট সার্ভিস সম্পর্কে দুটি কথা। রিকুয়েস্ট দেওয়ার আগে অবশ্যয় পোস্টটি পড়ে নিবেন।
ভেট মেড/সাপ্লিমেন্ট আমাদের নিয়মিত প্রোডাক্ট নয়। (এখন পর্যন্ত)। এইটা আমাদের গ্রহকদের জন্য আমাদের প্রদত্ত সেবা। সেবাটি আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য।
এই সেবা যেভাবে নিবেন-
আপনাদের যে সকল ভেট মেড/সাপ্লিমেন্ট লাগবে তার লিস্ট পেজে ইনবক্স করবেন। স্কয়ার, রেনাটা, এসিআই কোম্পানির মেড গুলো সহজলভ্য। আপনার প্রদত্ত লিস্টের কোন মেড/সাপ্লি হুবহু না পাওয়া গেলে সেইম জেনারিক গ্রুপের অন্য নামের কিন্তু একই কাজের মেড/সাপ্লি আমরা সংগ্রহ করে দিব। অথবা আমাদেরকে পুরো দায়ীত্ব দিয়ে দিতে পারেন। পাখি পালনে যেসব মেড প্রয়োজন তা আমাদের অভিজ্ঞতায় আমরা সংগ্রহ করে দিব।
যেহেতু মেড/সাপ্লি আমাদের নিয়মিত প্রোডাক্ট/ আইটেম না তাই মূল্য সব সময় এক্সাক্ট আমাদের জানা থাকেনা। আবার সব সেইম মেড স্টোরে সাপ্লাই নাও থাকতে পারে। তাই আমরা মূল্য বলতে পারবোনা।
আমরা আনুমানিক একটা পরিমাণ অর্থ আপনার থেকে বিকাশ/নগদ মারফত আগেই নিয়ে নিবো৷ তারপর মেড/সাপ্লি কেনার পর বেঁচে যাওয়া অর্থ আপনাকে বিকাশ/নগদেই ফেরত দেওয়া হবে। বা বেশি লাগলে আবার চেয়ে নিব। আপনি প্যাকেটের গায়ে মেডের মূল্য (MRP) মিলিয়ে নিজেই মেড/সাপ্লি হাতে পাবার পর খরচ মিলিয়ে নিতে পারবেন।
প্রি-পেমেন্টের ভরশা না পাইলে আমাদের থেকে সার্ভিস নেওয়ার দরকার নাই। (অনলাইন পেমেন্টে ট্রাঞ্জেকশন খরচ বহন করতে হবে)। আর কুরিয়ার চার্জ বহনের মানষিকতা থাকতে হবে। হোমডেলিভারির ক্ষেত্রে ওজন অনুযায়ী চার্জ আসবে। আর সুন্দরবন কুরিয়ার মারফত নিলে অঞ্চল ও পরিমাণ ভেদে চার্জ আসবে ১০০-১৬০ টাকা।
এই সার্ভিস পেতে আপনাকে সার্ভিস চার্জ গুনতে হবে মাত্র ৬০ টাকা (যা আমাদের কর্মীর স্টোরে যেয়ে পারচেজ শেষে আবার ফেরত আসার রিক্সা ভাড়া)।
হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। প্রতি সপ্তাহে মাত্র ১ দিন এই সার্ভিস পাবেন। তাই এক্সিকিউশন টাইম ১-৭ দিন হতে পারে। অবশ্যয় শুক্রবারের মধ্যে অর্ডার কনফার্ম করবেন। প্রতি শনি/রবিবারে মেড/সাপ্লিমেন্ট কালেক্ট করে সোমবারে কুরিয়ার করে দিব।
মেড সংক্রান্ত অর্ডারের বিস্তারিত আলাপের জন্য আমাদের অফিসিয়াল ফোন নম্বরে কল করতে পারেনঃ
01895462222
01837318045

দেশীয় ল্যাবে ডিএনএ টেস্ট করান। দেশের অর্থ দেশে থাকুক। দ্রুত পেয়ে যান রিপোর্ট (মাত্র ৩ দিন)। আর কার্ড পেয়ে যান মাত্র ৭ দি...
14/05/2024

দেশীয় ল্যাবে ডিএনএ টেস্ট করান। দেশের অর্থ দেশে থাকুক। দ্রুত পেয়ে যান রিপোর্ট (মাত্র ৩ দিন)। আর কার্ড পেয়ে যান মাত্র ৭ দিনে। স্যাম্পলে কোন ত্রুটি হলে পুনরায় দ্রুত টেস্টের সুযোগ তো থাকছেই।
(আমাদের নিয়মিত ক্রেতা ও শুভাকাংখীদের জন্য থাকবে বিশেষ রেট)
১ম:
কীভাবে ডিএনএ স্যাম্পল কালেক্ট করবেন ও প্যাকেটের গায়ে কী লিখবেন তার বিস্তারিত নিচের ভিডিও লিংকের ভিডিও পুরো দেখে জেনে নিন। আপনার মনে উদ্রেক হওয়া অনেক প্রশ্নের জবাব এখানে পাবেন। পালক কালেক্টের সময় এক পাখির পালক কালেক্ট শেষে হাত স্যানিটাইজ করে ধুয়ে মুছে শুকনা করে পরের পাখি ধরবেন। পালকের গোড়ায় যেন হাত না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যস এইবার ভিডিও দেখেন।
https://youtu.be/72gZJRASHEA
পালক সংগ্রহের পদ্ধতিঃ
১. প্রতিটি ডিএনএ নমুনা সংগ্রহ করার আগে জিপপক পলি ব্যাগ এ প্রয়োজনীয় তথ্য লিখে নিন।
২. পাখির বুক থেকে ৮-১০টি ও ডানা থেকে ১-২টি পালক উঠাতে হবে, খেয়াল রাখতে হবে পালক যেন ভেঙে না যায়, একবারে একটি পালক তুলুতে চেষ্টা করুন। উপড়ে ফেলা পালকের শেষে একটি ফলিকল থাকা উচিত। এই follicle পরীক্ষার জন্য DNA ধারণ করে।
৩. লেবেলযুক্ত জিপপক পলি ব্যাগ এ পালক রাখুন। খেয়াল রাখতে হবে ব্যাগের ভিতরে আঙুল প্রবেশ করানো যাবে না, ফু দেওয়া বা বাতাস দেওয়া যাবে না। কোন প্রকার কাগজ দেওয়া যাবে না। অর্থাৎ পালক ছাড়া অন্য কোন কিছু ব্যাগ এর ভিতরে দেওয়া যাবে না। পালক রাখা শেষ হলে সাথে সাথে ভালো করে জিপলকটি আটকে দিতে হবে। জিপপক পলি ব্যাগে পিন লাগানো বা ছিদ্র করা যাবে না।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত নিয়ম মেনে সেম্পল কালেক্ট না করলে বা কোন ভূল করলে DNA রেজাল্ট সঠিক নাও হতে পারে।
মনে রাখতে হবে DNA রেজাল্ট সঠিক পেতে হলে অবশ্যই সঠিক নিয়ম মেনে সেম্পল কালেকশন করতে হবে।
২য়:
স্যাম্পল যে খামে পাঠাবেন সেই খামের উপর স্পষ্টভাবে এক্সট্রা ৪ টা তথ্য দিবেন। (নাম ঠিকানা ছাড়া)
১. Service Provider: BIRDS CAMP BD
২. Total Samples: যেকটা স্যাম্পল তার সংখ্যা লিখবেন।
৩. Card: যদি কার্ড নেন তাহলে Yes না নিলে No লিখবেন।
৪. Facebook: আপনার ফেসবুক আইডি হুবহু
(পিকচারের স্যাম্পল দেওয়া আছে)
সবার উপরে এই ৪ টা তথ্য থাকবে। তার নিচে প্রেরক প্রাপক যেভাবে লিখতে হয় লিখবেন। প্রেরকের মানে আপনার ঠিকানা ঠিকভাবে বিস্তারিত লিখবেন- কারণ সেই ঠিকানা অনুযায়ী সুন্দরবন কুরিয়ারে রেজাল্ট কার্ড রিটার্ন চলে আসবে।
এইবার এই খামেরো একটা পিকচার (ক্লিয়ার) তুলে রাখবেন ফোনে।
৩য়:
স্যাম্পল যেন অনেক বড় জিপ লক প্যাকেটে না হয় আবার যেন অনেক ছোট প্যাকেটে না হয়। আর লিখা যেন স্পষ্ট হয়। সব ইংরেজি বড় হরফে লিখবেন। অথবা কম্পিউটার কম্পোজ করবেন। তথ্য যেন স্যাম্পল প্যাকেট থেকে কোনভাবে বিচ্ছিন্ন না হয়।
জিপপক পলি ব্যাগ এ যেসকল তথ্য লিখা প্রয়োজনঃ
1: Bird Ring number(Bird ID):
2: Bird Name & Mutation:
3: Owner Name:
4: Farm/Aviary Name
5: Phone no:
৪র্থ:
বিকাশ/নগদে স্যাম্পল অনুযায়ী প্রতি স্যাম্পলের জন্য ২৭০/- (কার্ডসহ) এবং ২৫০/- (শুধু পিডিএফ রিপোর্ট) হারে বিকাশ করবেন। তার সাথে স্যাম্পল কার্ড রিটার্নের জন্য ৫০/- কুরিয়ার চার্জ এড করবেন। কার্ড না নিলে ৫০/- টাকা লাগবেনা অবশ্যয় বিকাশ/নগদ চার্জ প্রতি হাজারে ২০/- (রাউন্ড ফিগার) হারে প্রদান কবেন। উদাহরণ স্বরপ ৪ টা স্যাম্পল হলে এবং রিপোর্ট কার্ড নিলে ২৭০×৪+৫০=১১৩০ + ২০= ১১৫০/- bkash send money করতে হবে। অবশ্যয় বিকাশের স্ক্রিনশট সংরক্ষণ করবেন। (পেমেন্ট স্ক্রিনশট গুরুত্বপূর্ণ)
৫ম:
স্যাম্পল পাঠানোর ঠিকানা: (সুন্দরবন কুরিয়ারে দিবেন)
মাইদুল
গৌরীপুর ব্রাঞ্চ
কুমিল্লা
01724276960
৬ষ্ঠ:
বিকাশ/নগদ:
01841623850
Bkash/Nagad এর স্ক্রিনশট এবং খামের তোলা ছবি অবশ্যয় পাঠাবেন BIRDS CAMP BD এই পেজে। অন্যথায় আপনার স্যাম্পল রেজিস্টারে উঠবেনা।
আশা করি এরপর আর কোন প্রশ্ন মনে থাকবেনা।
আমাদের উদ্দেশ্য বিদেশী ল্যাবে টাকা না পাঠানো।
দেশের টাকার একটা বড় অংশ দেশেই থাকুক। আর দেশের ল্যাব বিস্তৃত হয়ে এক সময় যেন ইন্ডিয়ার রেটে টেস্ট করিয়ে দিতে পারে।

ইনবক্স করুন
04/05/2024

ইনবক্স করুন

13/04/2024

অর্ডার করে ফেলুন।

খুচরা বা পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন

https://youtu.be/20jDVMqnH9Q
02/04/2024

https://youtu.be/20jDVMqnH9Q

যেকোন ছুটিতে ২ থেকে ৭ দিন পাখিদের থেকে দূরে থাকলে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত তা জেনে নিন।পাখি সংক্রান্ত বিভিন্....

22/03/2024

ককাটেল লাভবার্ড UHD মিক্স এর রেগুলার বস্তা

০৫ কেজি
১০ কেজি
২৫ কেজি

হেম্পসিড, বাকহুইট, লাল-কালো-ঘিয়া-হলুদ মিলেট মিক্স, ক্যানারি, স্ট্রাইপ সানসিড, কুসুম, ওটস, চীনা, কাউন, গুজিতিল, তিশি মানে ১৪ টি আলাদা আলাদা সিড এর একটি অনন্য মিক্স..

ককাটেল লাভবার্ড UHD মিক্স পাওয়া যায় বাসমতি ধান সহ অথবা ধানছাড়া..

পরিষ্কার, ধুলাবালি মুক্ত, ওয়াশড সিডমিক্স গ্যারান্টেড..

১ কেজি হোক বা ১০০..
অর্ডার করে ফেলুন দ্রুত

অফার অফার।কুরিয়ার চার্জ দিতে না চাইলে পোস্ট পড়ার দরকার নাই।রমজানেআলাদিনের চেরাগ অফার৩ ঘষাতেই লুফে নিন বিশেষ প্রচারণা মূল...
16/03/2024

অফার অফার।
কুরিয়ার চার্জ দিতে না চাইলে পোস্ট পড়ার দরকার নাই।

রমজানে
আলাদিনের চেরাগ অফার
৩ ঘষাতেই লুফে নিন বিশেষ প্রচারণা মূল্যে কোকাটেল/লাভবার্ডস UHD মিক্স।

(ধুয়ে রোদে শুকানো সীডমিক্স। পাখি আপনার যত্ন ও আপনার, কিন্তু পেরা নিবো আমরা)

শর্ত ৩ ঘষা:
১. পোস্টে লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন রামজানুল মোবারাক
২. কমেন্টের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন
৩. বিকাশে/নগদে (নাম্বার নিচে আছে) পেমেন্ট করে ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন

মিক্সের উপাদান: যা যা প্রয়োজন সব আছে। হ্যাম্প,ক্যানারি,ওটস, মিলেট,বাকহুইট ,সূর্যমুখী,কুসুম,মিলেট,চিনা।
পিকচারে দেখে নিন। দয়া করে আলাদা ভাবে জানতে চাইবেন না।

৫ কেজি থেকে বেশি নিলে ১৯০ টাকা কেজি
৫ কেজি এর কম নিলে ২০০ টাকা কেজি।
(স্টক থাকা পর্যন্ত)

কোন ক্যাশওন বা কন্ডিশনে পণ্য পাঠানো হবেনা।

কুরিয়ার যোগে সারাদেশে ডেলিভারি করা হবে।
সুন্দরবন কুরিয়ারের পার্সেল শাখাগুলোতে দূরত্বভেদে ২০ কেজি পর্যন্ত ১১০-১৫০ টাকা কুরিয়ার চার্জ আসবে। এইটা ফিক্স না। তাই আমরা এটা আগেই নিবোনা। আমরা সবচে কমে বুকিং এর চেষ্টা করবো। দয়া করে আমাদের কুরিয়ার সংক্রান্ত প্রশ্ন করবেন না।
আর সুন্দরবনের উপজেলা বা ছোট শাখা গুলোতে ২ কেজি ১১০ টাকায় এবং ৪ কেজি ১৫০ টাকায় পাঠানো যাবে। এর চে বেশি সম্ভব নয়।

হোমডেলিভারির ক্ষেত্রে স্টিডফাস্টের মাধ্যমে সারাদেশে ডেলিভারি হবে। ঢাকায় প্রথম কেজি ১২০ টাকা, এরপর প্রতি কেজির জন্য ২০ টাকা করে চার্জ এড হবে। অন্য জেলা ও উপজেলায় প্রথম কেজি ১৩০ টাকা, এরপর প্রতি কেজির জন্য ৩০ টাকা করে চার্জ এড হবে।

বিকাশ বা নগদ করুন:
01841623850

বিস্তারিত সব বলা আছে। আর কিছু জানার থাকার কথা নয়।

অল ইন ওয়ান মিনারেল ব্লক..খুচরা পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন..
10/03/2024

অল ইন ওয়ান মিনারেল ব্লক..

খুচরা পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন..

ইনবক্স করুন প্রয়োজনে..
10/03/2024

ইনবক্স করুন প্রয়োজনে..

যার যেমন প্রয়োজন ইনবক্স করুন..ক্যানারি সিড
10/03/2024

যার যেমন প্রয়োজন ইনবক্স করুন..
ক্যানারি সিড

খুচরা ও পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন
10/03/2024

খুচরা ও পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন

ভার্সেলে-লাগা প্রেস্টিজ প্যারট, ডেলি নেচার প্যারাকিট মিক্সঅর্ডার করে ফেলুন দ্রুত
10/03/2024

ভার্সেলে-লাগা প্রেস্টিজ প্যারট,
ডেলি নেচার প্যারাকিট মিক্স

অর্ডার করে ফেলুন দ্রুত

10/03/2024

আলাদিনের চেরাগ অফার আসতেছে.....
৩ ঘষায় লুফ নিতে প্রস্তুত হোন....
বিস্তারিত শীঘ্রই রিভিল হবে.....

পাখির কাস্টমাইজড ক্লোজ রিং পাবেন আমাদের কাছে।কোয়ালিটি : এলুমিনিয়াম রিং। পাখি নষ্ট করতে পারবেনা। রঙ নষ্ট হবেনা। ক্লোজ রিং...
24/02/2024

পাখির কাস্টমাইজড ক্লোজ রিং পাবেন আমাদের কাছে।

কোয়ালিটি : এলুমিনিয়াম রিং। পাখি নষ্ট করতে পারবেনা। রঙ নষ্ট হবেনা। ক্লোজ রিং।

লিখতে পারবেন আপনার/এভিয়ারির নাম ও সিরিয়াল নাম্বার।
ফোন নাম্বার লিখতে চাইলে লিখতে পারেন। তাতে রিং হিজিবিজি হয়ে যাবে। (অনেক বড় নাম লিখা যাবেনা)।

পাখি: বাজি,কোকাটেল,লাভবার্ডস,রিংনেক,কনুর।

শর্ত:
*ফুল পেমেন্ট আগে করতে হবে।
*মিনিমাম ২৫ পিস অর্ডার (একই পাখির)
*কালার র‍্যানডম (স্টক অনুযায়ী, আমরা যা দিব তাই)।
*রেডেক্স/সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে। এলাকা অনুযায়ী চার্জ যুক্ত হবে।
*অর্ডার করে ধৈর্য ধারণ করতে হবে।

BIRDS CAMP BD নিয়ে এলো আপনার আদরের পাখির জন্য সেরা মানের মিনারেল ব্লক All in One Mineral Blocks.যা সারাদেশে অতি অল্প সময়...
23/02/2024

BIRDS CAMP BD নিয়ে এলো আপনার আদরের পাখির জন্য সেরা মানের মিনারেল ব্লক All in One Mineral Blocks.
যা সারাদেশে অতি অল্প সময়ে পাখালদের ও পাখিদের পছন্দের ব্লকে পরিণত হয়েছে।

পাখিকে আলাদা আলাদা ব্লক দেওয়ার দিন শেষ। এক ব্লকেই সব উপাদান। আর তাই এর নাম All in One...

উপাদানঃ বাংলাদেশে খাঁচার পাখিকে যেসকল উৎস থেকে মিনারেলস সরবরাহ করা সম্ভব তার সব উপাদান এবং কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যা এই ব্লককে করেছে অনন্য।

এই ব্লক ব্যবহার করলে পাখিকে ক্যাটেলফিশ বোন,গ্রিট,ডিমের খোসা ও ভিন্ন ভিন্ন ব্লক প্রদানের দরকার নাই।

এই ব্লক থেকে পাখি যা যা পাবেঃ
ক্যালসিয়াম,ফসফরাস,পটাশিয়াম,সোডিয়াম,ম্যাগনেসিয়াম,আয়রণ,কপার,জিংক,স্ট্রনসিয়াম, মাইক্রোএলিমেন্টস,বিভিন্ন ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস,প্রোটিন,এনজাইম।

উপকারিতাঃ
১. দীর্ঘস্থায়ী, এক ব্লকেই ভিটা ব্লক,ক্যালসিয়াম ব্লক,টনিক ব্লক ও ব্রীডিং ব্লকের কাজ করে।
২. ডিমের খোসা,পাখির হাড় ও পালকের গঠনে ভূমিকা রাখে।
৩. ডিমের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।
৪. বাচ্চার সঠিক বৃদ্ধিতে অবদান রাখে।
৫. ডিমের উর্বরতায় সাহায্য করে।
৬. পাখির ফেদার প্ল্যাকিংকের সম্ভাবনা হ্রাস করে।
৭. মেটাবলিজম ও খাদ্য হজমে আবশ্যিক।
৮. রক্তপ্রবাহ ও হার্টের প্রোপার ফাংশনিং নিয়ন্ত্রণ করে।
৯. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
১০. পাখির ঠোঁট ও নখের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে পাখিকে সাহায্য করে।
১১. স্কেলি মাইটস থেকে রক্ষায় গৌণ ভূমিকা রাখে।
১২. হুকের জন্য খাঁচার নির্দিষ্ট স্থানে আটকিয়ে রাখা যায়। এতে পাখি ব্লক খাঁচার বিভিন্ন স্থানে টানাটানি করতে পারেনা। অপচয় কম হয়।
১৩. তুলনামূলক শক্ত, তাই বেশিদিন চলে। আর ব্লকের গুঁড়া গ্রিট হিসাবে কাজ করে।

বাজেরিগার,কোকাটেল,লাভবার্ড,কন্যুর,রিংনেক পাখির জন্য।

অ*র্ডার করতে ব্লকের পেজ ভিজিট করুনঃ
All in One Mineral Blocks লিখে ফেসবুকে সার্চ দিন।
অথবা কল করুনঃ
01837318045

সুন্দরবন কুরিয়ার যোগে সারাদেশে ডে**লিভারি।

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBS #হার্বস কী?বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে ...
23/02/2024

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।

BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBS

#হার্বস কী?

বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে প্রসেস করে তাদের মিশ্রণ তৈরী করলে আমরা হার্বস পাই। ইউরোপ এমেরিকাসহ বিভিন্ন দেশের ব্রীডার হার্বস ইউজ করে। বাংলাদেশেও অনেক ব্রীডার ইউজ করে। তবে ততটা জনপ্রিয় নয় আমরা এখনো শুধু সজনে পাতা বা নিম পাতা বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে আরো অনেক ভেষজ পাখিকে দেওয়া যায়।( বিশ্ববিখ্যাত ব্রীডার ড্যানিয়েল লুটলফের পাখির জন্য সফটফুডের রেসিপির ভিডিও চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।)

কেন ব্যবহার করবেন? উপকার কী?

পাখির সফটফুডের সাথে হার্বস দিলে আপনি পাখিকে এক দিনেই কয়কপ্রকারের লতা পাতা পাখিকে খাওয়াতে পারবেন। যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাখির শরীরে উদ্ভিজ ভিটামিন,মিনারেল,এনজাইম,ফাইবার,এন্টিওক্সিডেন্ট ইত্যাদি যোগান দিবে। পাখির হজম,রুচি,শরীরবৃত্তীয় নানা কার্যাদি,প্রজনন ইত্যাদিতে সহায়ক ভূমিকা রাখবে। পাখির ইমিউনিটি বুস্ট করবে। ব্রীডিং এ থাকাকালনী সময় স্ট্রেস রিলিফ করবে। বাচ্চা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

এই হার্বসে থাকা উপাদানগুলো নানা ভাবে পাখিকে সুস্থতা দানে অবদান রাখবে। হার্বস প্রতিটি উপাদানই ইন্টার্নাল অর্গান, স্নায়ুতন্ত্র ও প্রজনন তন্ত্রে উপকারী প্রভাব বিস্তার করে।

#কীভাবে দিবেন পাখিকে?

পাখির সফটফুডের সাথে মিক্স করে দিবেন পরিমাণমত। মুটামুটি ১ জোড়া বাজেরিগারের জন্য জন্য ১ গ্রাম যথেষ্ট। কোকাটেল লাভবার্ডস এর ক্ষেত্রে প্রতি পাখির জন্য ১ গ্রাম ইউজ করতে পারেন।

#সপ্তাহে কয়দিন দিবেন?

আপনার ইচ্ছা। ২-৭ দিন।

#সাইড ইফেক্ট আছে?

না। তবে মাত্রাতিরিক্ত কোন কিছু করাই উচিত না। পাখি পছন্দ করছে বলে এক গাদা হার্বস পাখিকে দেওয়ার দরকার নাই।

#পাখিকে কী দিতেই হবে?

উত্তর না। ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পাখি পালন করুন। যত গুড় তত মিঠা। গুড় কম হলে কম মিষ্টি পিঠাতে কাজ চালিয়ে নিবো।

তবে দামী দামী সাপ্লিমেন্টের চে দেশীয় এই হার্বস গুলো কোন অংশে কম ফল দিবেনা। বিশ্বাস করতে পারেন।

আমার পাখিদের সফট ফুডে নিয়মিত আমি হার্বস ইউজ করি। এইটা দিলে পাখির সফটফুড এগফুড খাওয়ার স্পিড বেড়ে যায়।

ফিঞ্চ আর ডায়মন্ড ডাভ এর পারফেক্ট সব নেস্টিং..ইনবক্স করে ফেলুন দ্রুত
15/02/2024

ফিঞ্চ আর ডায়মন্ড ডাভ এর পারফেক্ট সব নেস্টিং..

ইনবক্স করে ফেলুন দ্রুত

আপনার পাখির জন্য প্রয়োজনীয় যে কোনো পণ্য অর্ডার করুন স্টক ফুরাবার আগেই..আমাদের কাছে পাচ্ছেন..লার্জ ফিডপটরাউন্ড সফটফুড/এগফ...
10/02/2024

আপনার পাখির জন্য প্রয়োজনীয় যে কোনো পণ্য অর্ডার করুন স্টক ফুরাবার আগেই..

আমাদের কাছে পাচ্ছেন..
লার্জ ফিডপট
রাউন্ড সফটফুড/এগফুড পট
মিনি গ্রিট পট
৬০এমএল মিনি ফিল্টার
১০০এমএল ফিল্টার
২০০এমএল ফিল্টার
HTC-2 রুম থার্মোমিটার
মেটাল সিরিঞ্জ সেট
এগচেকিং টর্চ

খুচরা বা পাইকারি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
অর্ডার করুন ইনবক্সে অথবা সরাসরি কল করুন 01841623850 এবং 01837318045 নাম্বারে।

08/02/2024

সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।

BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBS

#হার্বস কী?
বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে প্রসেস করে তাদের মিশ্রণ তৈরী করলে আমরা হার্বস পাই। ইউরোপ এমেরিকাসহ বিভিন্ন দেশের ব্রীডার হার্বস ইউজ করে। বাংলাদেশেও অনেক ব্রীডার ইউজ করে। তবে ততটা জনপ্রিয় নয় আমরা এখনো শুধু সজনে পাতা বা নিম পাতা বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে আরো অনেক ভেষজ পাখিকে দেওয়া যায়।( বিশ্ববিখ্যাত ব্রীডার ড্যানিয়েল লুটলফের পাখির জন্য সফটফুডের রেসিপির ভিডিও চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।)

কেন ব্যবহার করবেন? উপকার কী?
পাখির সফটফুডের সাথে হার্বস দিলে আপনি পাখিকে এক দিনেই কয়কপ্রকারের লতা পাতা পাখিকে খাওয়াতে পারবেন। যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাখির শরীরে উদ্ভিজ ভিটামিন,মিনারেল,এনজাইম,ফাইবার,এন্টিওক্সিডেন্ট ইত্যাদি যোগান দিবে। পাখির হজম,রুচি,শরীরবৃত্তীয় নানা কার্যাদি,প্রজনন ইত্যাদিতে সহায়ক ভূমিকা রাখবে। পাখির ইমিউনিটি বুস্ট করবে। ব্রীডিং এ থাকাকালনী সময় স্ট্রেস রিলিফ করবে। বাচ্চা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত হবে।
এই হার্বসে থাকা উপাদানগুলো নানা ভাবে পাখিকে সুস্থতা দানে অবদান রাখবে। হার্বস প্রতিটি উপাদানই ইন্টার্নাল অর্গান, স্নায়ুতন্ত্র ও প্রজনন তন্ত্রে উপকারী প্রভাব বিস্তার করে।

#কীভাবে দিবেন পাখিকে?
পাখির সফটফুডের সাথে মিক্স করে দিবেন পরিমাণমত। মুটামুটি ১ জোড়া বাজেরিগারের জন্য জন্য ১ গ্রাম যথেষ্ট। কোকাটেল লাভবার্ডস এর ক্ষেত্রে প্রতি পাখির জন্য ১ গ্রাম ইউজ করতে পারেন।

#সপ্তাহে কয়দিন দিবেন?
আপনার ইচ্ছা। ২-৭ দিন।

#সাইড ইফেক্ট আছে?
না। তবে মাত্রাতিরিক্ত কোন কিছু করাই উচিত না। পাখি পছন্দ করছে বলে এক গাদা হার্বস পাখিকে দেওয়ার দরকার নাই।

#পাখিকে কী দিতেই হবে?
উত্তর না। ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পাখি পালন করুন। যত গুড় তত মিঠা। গুড় কম হলে কম মিষ্টি পিঠাতে কাজ চালিয়ে নিবো।

তবে দামী দামী সাপ্লিমেন্টের চে দেশীয় এই হার্বস গুলো কোন অংশে কম ফল দিবেনা। বিশ্বাস করতে পারেন।
আমার পাখিদের সফট ফুডে নিয়মিত আমি হার্বস ইউজ করি। এইটা দিলে পাখির সফটফুড এগফুড খাওয়ার স্পিড বেড়ে যায়।


খুচরা ও পাইকারি যেকোনো অর্ডার করুন দ্রুত ইনবক্সে অথবা সরাসরি কল করুন 01841623850 বা 01837318045 নাম্বারে

08/02/2024

BIRDS CAMP BD presents

১, অল ইন ওয়ান মিনারেল গ্রিট-

ওয়েষ্টার শেল, লাইমস্টোন, এগশেল, কয়াটেলফিস বোন, চারকল, ভিটামিন প্রিমিক্স, খনিজ লবন এবং কিছু সিক্রেট ইংগ্রিডিয়েন্স।

এই গ্রিট ব্যবহারে পাখি ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিংক, নিকেল, স্ট্রনসিয়াম, মাইক্রোএলিমেন্টস, বিভিন্ন ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস, প্রোটিন, এনজাইম।

অল ইন ওয়ান মিনারেল গ্রিট এর উপকারিতা-

১, ডিমের খোসা পাখির হাড় ও পালকের গঠনে ভূমিকা রাখে,
২, বাচ্চার সঠিক বৃদ্ধিতে অবদান রাখে,
৩, ডিমের উর্বরতায় সাহায্য করে
৪, পাখির ফেদার প্লাকিং এর সম্ভাবনা গ্রাস করে
৫, মেটাবলিজম ও খাদ্য হজমে আবশ্যিক
৬, রক্ত প্রবাহ ও হার্টের প্রপার ফাংশনের নিয়ন্ত্রণ করে
৭, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
৮, পাখির রুচি বৃদ্ধি করা

অল ইন ওয়ান মিনারেল গ্রিট সকল পাখিদের দিতে পারবেন। তবে বিশেষত ফিঞ্চ ও জাভা জাতীয় পাখির জন্য প্রস্তুত করা।

খুচরা ও পাইকারি যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন 01841623850 বা 01837318045 নাম্বারে

05/02/2024

বাজারে ভরি ভরি হ্যান্ডফিড পাওয়া যায়।

বিখ্যাত বিখ্যাত ব্রান্ড দের টেক্কা এমনি এমনি দেয় নাই নিউট্রিফিড, গুনে মানে কোনো আপোষ নেই এই হ্যান্ডফিড টিতে। নির্ভর করতে পারেন চোখ বুজে

Winter Protector....আপনার পাখির নিয়মিত মিক্সের সাথে প্রতি ৫-৭ কেজিতে ১ কেজি মিক্স করতে পারেন।সূর্যমুখী,তিশি আর গুজি তিলে...
12/01/2023

Winter Protector....
আপনার পাখির নিয়মিত মিক্সের সাথে প্রতি ৫-৭ কেজিতে ১ কেজি মিক্স করতে পারেন।

সূর্যমুখী,তিশি আর গুজি তিলের গরম কম্বিনেশন।
অর্ডার করুন সর্বনিম্ন হাফ কেজি থেকে শুরু করে আপনার যত লাগে।

BIRDS CAMP BD এর মেড/সাপ্লিমেন্ট কালেকশন সার্ভিসের মাধ্যমে আপনি পেতে পারেন যেকোন দেশি ভেট মেড/সাপ্লিমেন্ট। প্রয়োজনে পেয়ে...
11/01/2023

BIRDS CAMP BD এর মেড/সাপ্লিমেন্ট কালেকশন সার্ভিসের মাধ্যমে আপনি পেতে পারেন যেকোন দেশি ভেট মেড/সাপ্লিমেন্ট। প্রয়োজনে পেয়ে যাবেন আপনার বাসার গেটে- অর্থাৎ হোমডেলিভারি।

সার্ভিসটি পাবেন প্রতি সপ্তাহে ২ দিন।

ব্রীডিং সিজন না মরণ সিজন?অধিক গরমের চে অধিক শীত আমার কাছে ভয়ংকর।গ্রুপে গ্রুপে প্রচুর নতুন বাচ্চাদের মারা যাবার পোস্ট পরি...
09/01/2023

ব্রীডিং সিজন না মরণ সিজন?

অধিক গরমের চে অধিক শীত আমার কাছে ভয়ংকর।

গ্রুপে গ্রুপে প্রচুর নতুন বাচ্চাদের মারা যাবার পোস্ট পরিলক্ষিত হচ্ছে।

পোস্টটি অভিজ্ঞরা ইগনোর করতে পারে। বা করবেই। কিন্তু আপনি অনভিজ্ঞ হলে পড়ুন।

আপনি ব্রীডিং কোর্স,ক্যাংকার কোর্স,ভাল খাবার, পরিষ্কার পরিবেশ, এমন কী তাপমাত্রার জন্য হিটার লাগিয়েও বাচ্চা বাঁচাতে পারলেন না। কেন?

এই শীতে ১০০ কারণের মধ্যে ১ টা প্রধান কারণ হচ্ছে লো টেম্পারেচার।

নিউলি হ্যাচড বাচ্চার জন্য মিনিমাল টেম্পারেচার ৩২ ডিগ্রি সেলসিয়াস। বিরুপ আবহাওয়াতে ২৫ ডিগ্রি পর্যন্ত নামলেও কাজ চলে যাবে। এই তাপ টা এনসিওর করে বাবা-মা পাখি। বা অভিজ্ঞ ব্রীডার কর্তৃক ব্যবহৃত টেকনিক।

কিন্তু এই শীতে সেই টেম্পারেচার ম্যানেজ কী আদৌ হচ্ছে!!
না হলেও সমস্যা নাই। বাবা-মা পাখি যদি খাওয়ানোর পাশাপাশি তাপ দিতে থাকে তাহলে কাজ চলে যাবে। কিন্তু অনেক পাখিই আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ানো+তাপ দেওয়া এক সাথে করে। এরপর শুধু ফিডিং করায়। তাপ দেয়না। তখন সেই বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত তাপ পায়না। (যদিও বাচ্চাগুলো গাদাগাদি করে তাপ শেয়ার করার আপ্রাণ চেষ্টা করে)। আস্তে আস্তে শীতের প্রকোপে তারা মারা যেতে থাকে। বিশেষত শেষের দিকের বাচ্চা। হতে পারে হাইপোথার্মিয়া,রেসপিরেটরি ডিজিজ। আর ছোট বাচ্চার রোগ সনাক্ত করাত মত অভিজ্ঞতা আদৌ আমাদের আছে কী!! আর বাবা মা পাখিরই তো নিজের তাপমাত্র নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। সে আর বাচ্চাদের দিকে নজর দিবে কী!!

তাই অভিজ্ঞ না হলে প্রবল শীতে ব্রীডিং এভোয়েড করুন।
মুটামুটি জানুয়ারি মাস টা পাখিকে ব্রীড করানো থেক বিরত থাকা যেতে পারে।

তবে পাখি আপনার, সিদ্ধান্তুও আপনার।
আমি সব সময় নর্থ বেংগলকে মাথায় রেখে লিখি। তাই আমার সাথে মতের মিল নাও হতে পারে।

BIRDS CAMP BD

Address


Telephone

+8801841623850

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIRDS CAMP BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share