14/05/2024
সফটফুডে হার্বস দিন, সফটফুডের শক্তি বাড়ান।
BIRDS CAMP BD ORGANIC AVIAN HERBS
ফেসবুক,ইউটিউব থেকে অন্যের কাছে ধার করা তথ্যের ভিত্তিতে নয়, BIRDS CAMP BD নিজেও স্ট্যাডি করেছে। (বাংলাদেশের সেরা ভেষজ বই গুলোর কালেকশন তার প্রমাণ)।
#হার্বস কী?
বিভিন্ন ভেষজ উপাদান কে সঠিক উপায়ে প্রসেস করে তাদের মিশ্রণ তৈরী করলে আমরা হার্বস পাই। ইউরোপ এমেরিকাসহ বিভিন্ন দেশের ব্রীডার হার্বস ইউজ করে। বাংলাদেশেও অনেক ব্রীডার ইউজ করে। তবে ততটা জনপ্রিয় নয় আমরা এখনো শুধু সজনে পাতা বা নিম পাতা বেশি ব্যবহার করি। কিন্তু এর সাথে আরো অনেক ভেষজ পাখিকে দেওয়া যায়।( বিশ্ববিখ্যাত ব্রীডার ড্যানিয়েল লুটলফের পাখির জন্য সফটফুডের রেসিপির ভিডিও চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।)
এই হার্বস তৈরীর পূর্বে বাংলাদেশে পাখির জন্য উপযোগী বিভিন্ন হার্বস নিয়ে স্ট্যাডি করা হয়েছে। তারপর পাখির উপর প্রয়োগ করা হয়েছে। ধাপে ধাপে নতুন নতুন হার্বস যুক্ত করে মিশ্রণে হার্বসের সংখ্যা ২৩ এ উত্তীর্ণ করা হয়েছে। যার ফলে ইহার কোন সাইড ইফেক্ট নাই এবং পাখির বিভিন্ন উপকার বয়ে আনে।
ইহা ক্যাংকার প্রতিরোধে ভূমিকা রাখতে সক্ষম।
বিদেশি দামি সাপ্লিমেন্ট কে রিপ্লেস করুন। বিদেশী হার্বসের দরকার নাই। আমরাই এই উপমহাদেশে হার্বসে স্বয়ং সম্পূর্ণ।
পুরো ইউম্যান গ্রেড হার্বস ব্যবহার করা হয়। চাইলে আপনিও খেতে পারবেন মধু ও দুধের সাথে মিক্স করে।
কেন ব্যবহার করবেন? উপকার কী?
পাখির সফটফুডের সাথে হার্বস দিলে আপনি পাখিকে এক দিনেই কয়ক প্রকারের ভেষজ লতা পাতা পাখিকে খাওয়াতে পারবেন। যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাখির শরীরে উদ্ভিজ ভিটামিন,মিনারেল,এনজাইম,ফাইবার,এন্টিওক্সিডেন্ট ইত্যাদি যোগান দিবে। পাখির হজম,রুচি,শরীরবৃত্তীয় নানা কার্যাদি,প্রজনন ইত্যাদিতে সহায়ক ভূমিকা রাখবে। পাখির ইমিউনিটি বুস্ট করবে। ব্রীডিং এ থাকাকালনী সময় স্ট্রেস রিলিফ করবে। বাচ্চা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত হবে.
এই হার্বসে থাকা উপাদানগুলো নানা ভাবে পাখিকে সুস্থতা দানে অবদান রাখবে। হার্বস প্রতিটি উপাদানই ইন্টার্নাল অর্গান, স্নায়ুতন্ত্র ও প্রজনন তন্ত্রে উপকারী প্রভাব বিস্তার করে।
#কীভাবে দিবেন পাখিকে?
পাখির সফটফুডের সাথে মিক্স করে দিবেন পরিমাণমত। মুটামুটি ১ জোড়া বাজেরিগারের জন্য জন্য ১ গ্রাম যথেষ্ট। কোকাটেল লাভবার্ডস এর ক্ষেত্রে প্রতি পাখির জন্য ১ গ্রাম ইউজ করতে পারেন।
#সপ্তাহে কয়দিন দিবেন?
আপনার ইচ্ছা। ২-৭ দিন।
#সাইড ইফেক্ট আছে?
না। তবে মাত্রাতিরিক্ত কোন কিছু করাই উচিত না। পাখি পছন্দ করছে বলে এক গাদা হার্বস পাখিকে দেওয়ার দরকার নাই।
#পাখিকে কী দিতেই হবে?
উত্তর না। ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী পাখি পালন করুন। যত গুড় তত মিঠা। গুড় কম হলে কম মিষ্টি পিঠাতে কাজ চালিয়ে নিবো।
তবে দামী দামী সাপ্লিমেন্টের চে দেশীয় এই হার্বস গুলো কোন অংশে কম ফল দিবেনা। বিশ্বাস করতে পারেন।
খুচরা মূল্য:
প্রতি ১০০ গ্রাম জার ২৫০ টাকা (পাখালদের জন্য ২৩০/- অফার প্রাইস)
আমার পাখিদের সফট ফুডে নিয়মিত আমি হার্বস ইউজ করি। এইটা দিলে পাখির সফটফুড এগফুড খাওয়ার স্পিড বেড়ে যায়।
কুরিয়ার যোগে সারাদেশে পাঠানো হয়।
হোমডেলিভারি:
ইনসাইড ঢাকা ১২০/- (১ কেজি পর্যন্ত)
ঢাকার বাহিরে ১৩০/- (১কেজি পর্যন্ত)
এছাড়াও সুন্দরবন কুরিয়ারে পাঠানো হয়।
আমরা ক্যাশওন ডেলিভারি বা কন্ডিশনে মাল বুকিং করিনা।