01/09/2021
কর্পোরেট জোকসঃ
একটি প্রতিষ্ঠান বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগ দিবে. প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত রিক্রুইটিং এজেন্সী ২০ হাজার বায়োডাটা যাচাই বাছাই করে ২০০ জনের ভাইবা নিয়ে ৩০ জনকে চুড়ান্ত ভাইবার জন্যে সিলেক্ট করে ঐ প্রতিষ্ঠানের সিইওকে বললো, “স্যার, এবার আপনি দেখে নিন কাকে কাকে নিবেন ও কোথায় প্লেস করবেন”.’
সিইও সাহেব বললেন,” ৩০১ নম্বর রুমে ১০০০ ইট স্তুপ করে সাজানো আছে. ঐ ৩০ জনকে ঐ রুমে ১ ঘন্টার জন্যে বসিয়ে দরজা বন্ধ করে দিন এবং সিসিটিভিতে অবজার্ব করতে থাকুন”
১. তাদের মধ্যে যারা ইট গণনা করতে থাকবে তাদের “Accounts” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
২. যারা ঐ হিসেব করা ইটকে পুন: পুন: গুনবে ওদের “Audit” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৩. যারা ইটকে বিভিন্ন রকমে সাজানোর চেষ্টা করে কিছুই করতে না পেরে রুমকে গার্বেজ বানিয়ে দিবে ওদের “ Engineering” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৪. যারা ইটগুলোকে অদ্ভুত সব রকমে সাজাতে চেষ্টা করবে ওদের “ Planning” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৫. যারা ইঁটগুলোকে নিয়ে কিছু না করে একে অপরের দিকে ঢিলাঢিলি করবে ওদের ” Operations” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৬. যারা ঐ ইটের পাশে বসে ঝিমাবে ওদের “Security” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৭. যারা ইটগুলোকে টুকরো টুকরো করার চেষ্টা করবে ওদের “ IT” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৮. যারা অলস বসে থাকবে ওদের “ HR” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
৯. যারা বলবে তারা জান প্রান দিয়ে কাজ করছে কিন্তু বাস্তবে একটি ইটও সরায় নি ওদের “ Sales” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
১০. ৯ নম্বরের দলের মাঝে যারা কিছু না করে ইতিমধ্যে বাসায় চলে যেতে চাইছে ওদের “ Marketing” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
১১. যারা কোন কিছু না করে জানালা খুলে উদাস তাকিয়ে ছিলো ওদের “ Strategic Planning” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।
এবং
১২. যারা নিজেদের মধ্যে গল্প নিয়ে ব্যস্ত ছিলো এবং একটা ইটও সরাতে বা সরানোর ব্যবস্থা করতে পারেনি, ওদের “ Top Management” হিসেবে সিলেক্ট করুন।
(সংগৃহীত)।