Afia Pet House

  • Home
  • Afia Pet House

Afia Pet House জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর।

Good morning
08/01/2022

Good morning

13/12/2021
Good night
10/10/2021

Good night

07/10/2021

অন্যের সুকর্মের প্রশংসা যে করে না, সে নিঃসন্দেহে অহংকারী।
__উইলিয়াম ওয়াটসন।

01/10/2021

জীবনটা সাইকেলের প্যাডেলের মত, একবার উপরে উঠে একবার নীচে নামে।

27/09/2021

আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।

~হুমায়ুন আহমেদ।

20/09/2021

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে:
১. ভালোবাসা,
২. কঠোর পরিশ্রম এবং
৩. স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।

14/09/2021

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
---ইউলিয়ামস হেডস।

08/09/2021

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
-------ইউলিয়ামস হেডস।

07/09/2021

"যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয়"।
-------Gertrude Stein.

04/09/2021

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।
------ডঃ লুৎফর রহমান।

02/09/2021

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়,
কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হয়।
----গোল্ড স্মিথ।

01/09/2021

কর্পোরেট জোকসঃ

একটি প্রতিষ্ঠান বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগ দিবে. প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত রিক্রুইটিং এজেন্সী ২০ হাজার বায়োডাটা যাচাই বাছাই করে ২০০ জনের ভাইবা নিয়ে ৩০ জনকে চুড়ান্ত ভাইবার জন্যে সিলেক্ট করে ঐ প্রতিষ্ঠানের সিইওকে বললো, “স্যার, এবার আপনি দেখে নিন কাকে কাকে নিবেন ও কোথায় প্লেস করবেন”.’

সিইও সাহেব বললেন,” ৩০১ নম্বর রুমে ১০০০ ইট স্তুপ করে সাজানো আছে. ঐ ৩০ জনকে ঐ রুমে ১ ঘন্টার জন্যে বসিয়ে দরজা বন্ধ করে দিন এবং সিসিটিভিতে অবজার্ব করতে থাকুন”

১. তাদের মধ্যে যারা ইট গণনা করতে থাকবে তাদের “Accounts” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

২. যারা ঐ হিসেব করা ইটকে পুন: পুন: গুনবে ওদের “Audit” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৩. যারা ইটকে বিভিন্ন রকমে সাজানোর চেষ্টা করে কিছুই করতে না পেরে রুমকে গার্বেজ বানিয়ে দিবে ওদের “ Engineering” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৪. যারা ইটগুলোকে অদ্ভুত সব রকমে সাজাতে চেষ্টা করবে ওদের “ Planning” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৫. যারা ইঁটগুলোকে নিয়ে কিছু না করে একে অপরের দিকে ঢিলাঢিলি করবে ওদের ” Operations” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৬. যারা ঐ ইটের পাশে বসে ঝিমাবে ওদের “Security” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৭. যারা ইটগুলোকে টুকরো টুকরো করার চেষ্টা করবে ওদের “ IT” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৮. যারা অলস বসে থাকবে ওদের “ HR” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

৯. যারা বলবে তারা জান প্রান দিয়ে কাজ করছে কিন্তু বাস্তবে একটি ইটও সরায় নি ওদের “ Sales” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

১০. ৯ নম্বরের দলের মাঝে যারা কিছু না করে ইতিমধ্যে বাসায় চলে যেতে চাইছে ওদের “ Marketing” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

১১. যারা কোন কিছু না করে জানালা খুলে উদাস তাকিয়ে ছিলো ওদের “ Strategic Planning” ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট করুন।

এবং

১২. যারা নিজেদের মধ্যে গল্প নিয়ে ব্যস্ত ছিলো এবং একটা ইটও সরাতে বা সরানোর ব্যবস্থা করতে পারেনি, ওদের “ Top Management” হিসেবে সিলেক্ট করুন।

(সংগৃহীত)।

31/08/2021

“আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে, অন্যের পাপ মাপি”।
-----কাজী নজরুল ইসলাম।

26/08/2021

যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
---------জন সার্কল।

25/08/2021

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ।
— জর্জ বার্নার্ড ।

শুভ সকাল।
24/08/2021

শুভ সকাল।

24/08/2021
24/08/2021
24/08/2021
23/08/2021

“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”।

------ আইনস্টাইন।

Address


Telephone

+8801617662874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afia Pet House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afia Pet House:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share