12/09/2022
ভ্যাপসা গরম, তীব্র তাপদাহের পর বৃষ্টি তো স্বস্তি হয়ে এসেছে আমাদের জন্য। এই বৃষ্টিতে চাইলে হেটে আসতে পারেন প্রিয়তমার সাথে। সাথে প্রিয় কবুতরের কথা আবার ভুলে যেয়েন না যেন!
বৃষ্টি তে প্রিয় কবুতরের জন্যও কিন্তু দরকার এক্সট্রা কেয়ার। ক্ষণিকের অবহেলা কবুতরের জন্য ডেকে আনতে পারে সমূহ বিপদ। তাই অবশ্যই খেয়াল রাখা দরকার কিছু বিষয়ে।
এরকম বর্ষায় খেয়াল রাখতে হবে কবুতরের বাসস্থান যেন সব সময় শুকনা থাকে। নাহলে নিউমোনিয়া সহ নানা ধরণের রোগে কবুতর আক্রান্ত যেমন হতে পারে, তেমনি পানি লেগে কবুতরের ডিমও নষ্ট হতে পারে।
কবুতরের থাকার জায়গা স্যাতস্যাতে হয়ে থাকলে তুষ অথবা কাঠের গুড়ো দিতে পারেন আর এসময়ে জীবাণুমুক্ত রাখতে লিকুইড এর বদলে পাউডার ব্যবহার করতে পারেন।
চাইলে কবুতরের বাসস্থানের চারিদিক ত্রিপল বা চট দিয়েও ঢেকে দিতে পারেন। যাতে ঠান্ডা বাতাস সরাসরি কবুতরের গায়ে না লাগে।
খেয়াল রাখতে হবে খাবারের দিকেও! খাবারে পানি লেগে ভিজে যেন না যায় কিংবা খুব ঠান্ডা খাবার না দিয়ে হালকা গরম খাবার দিতে পারেন।
সব থেকে বেশী খেয়াল রাখবেন কবুতরের স্বাস্থ্যের দিকে। কোন কবুতরের মধ্যে অসুস্থতার কোন লক্ষণ দেখা দিলে দ্রুত উক্ত কবুতরকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে, যাতে সুস্থ কবুতরের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
সব মিলিয়ে ঋতু পরিবর্তনের সময় প্রিয় কবুতরের দিকে এক্সট্রা খেয়াল রাখলে- কবুতর যেমন থাকবে সুস্থ, তেমনি আপনিও থাকবেন চিন্তামুক্ত।
কবুতরের বিষয়ে আরও জানতে কিংবা দেশি বিদেশি নানা জাতের কবুতর কিনতে আমাদেরকে ইনবক্স করুন।