01/09/2021
3 হাট ঘুরেও একটা ত্রুটিমুক্ত গাভী কিনতে পারলাম না। অনেক 2 দাত ক্রস বকনা দেখলাম কসাই কে কিনতে। কোনটার দুধের বাট অসমান, কোন টার স্তন শক্ত , বেশিরভাগ conceive করে না, কোনটার বাছুর অনেক বড় তাই সাথে আনে নাই, বাছুর মারা যাওয়া গরুর সংখ্যাও একেবারে কম না। তবে এটা বুঝতে কসট হচ্ছে না যে খামারি বেশ বিড়ম্বনায় পরে গরুটি বেচতে এসেছে। খামারির লক্ষ টাকার গরু একটা কিংবা বাছুর না দিতেই কসাই খানায় কেন? সমস্যা কোথায়? ফিডে, নাকি হাতুড়ের ভুল চিকিত্সা, নাকি আপনার কৃত্রিম প্রজনন কর্মীর সফলতা দেখানোর ভেলকিবাজি? কথা অনেক লিখতে হবে তবে মোদ্দা কথা হল আপনি যার কাছ থেকে প্রজনন করান ঐ ভদ্র লোক আপনার গরুকে কসাই খানায় পাঠাতে 80% (আশি ভাগ) দায়ী এবং অন্যান্য 20% দায়ী। কেমনে আপনার কৃত্রিম প্রজনন কর্মী একবার ফেইল হলেই motivition দিচ্ছেন হরমন করতে হবে, ভিটামিন ইঞ্জেকসন করতে হবে। হরমন কেন করবেন, হরমনের কাজ কী? হরমন প্রয়োগের তার কোন অনুমতি আছে কী? এভাবে চলতে থাকলে গরিব খামারিগণ গরু পালা ছেড়ে দিবে। তাই ভুয়া চিকিত্সা নিবেন না ।