Bangladesh Veterinary consultants community

  • Home
  • Bangladesh Veterinary consultants community

Bangladesh Veterinary consultants community To develop a professional community by ensuring professionalism, integrity and dedication among vete

It’s a tremendous opportunity for veterinarians...pick it up.For details...রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যা হলে বা ও...
13/02/2024

It’s a tremendous opportunity for veterinarians...pick it up.
For details...
রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যা হলে বা ওয়েবসাইটে পেমেন্ট করতে সমস্যা হলে সরাসরি যোগাযোগ করুন Whatsapp 01738391653.

|| Online Training ||
|| Clinical management of Pet and
Animals||

|| For Veterinarians only||

‌‌√ Last Date of Reg.: 18.02.24, 11.59pm.
√ Duration ~ 30 hours.
√ Date ~ 20.02.24- 10.03.24 (Time may changed/ lengthen on basis of demand).
√ Class Time ~ 8:30pm-10.30pm (weekly 3-4Days).
√ Fee : 3000 BDT.
✅ রেজিষ্ট্রেশন লিংক:
https://vetinfo.pro/courses/online-training-on-pet-care-for-veterinarians-of-bangladesh/
✅রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে কোন সমস্যা হলে বা ওয়েবসাইটে পেমেন্ট করতে সমস্যা হলে সরাসরি
যোগাযোগ করুন Whatsapp 01738391653.

Course Materials:
✅ Platform: Zoom®
✅PDF of All Classes (Password Protected for Trainees only).
✅Live Classes.
✅Videos of Classes (Recorded Live, only for Trainees).

🗣️Life Time Technical Support in whatsapp Group.
We will facilitate to Learn:
🥌 Clinical Medicine and
🥌 Laboratory Diagnosis of common cases of pet and Companion Animals ( Dog, Birds).
🥌 Clinical Management of General & Orthopaedic Surgical Cases
🥌 Diagnostic Imaging and Ultrasound.
🥌 Applied Pharmacology.
🥌 Parasitology.
🥌 Health and Nutrition Management.
🥌 Evidence Based Learning.
🥌 Model Prescriptions.
🥌 Vaccination
🥌 Handling of Common Companion animals.
only in...©®
www.vetinfo.pro
vetinfo.pro
vetinfo.pro
A Centre of Excellence for Veterinary Information Training & Services.

✅For Registration please Follow this link...
https://vetinfo.pro/courses/online-training-on-pet-care-for-veterinarians-of-bangladesh/

☎️ For any query WhatsApp 01738391653✅

Post - 1:প্রক্রিয়াধীন 'Animal Husbandry Council  Act'  প্রসঙ্গে - প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ পশু পালন (animal husband...
27/12/2023

Post - 1:
প্রক্রিয়াধীন 'Animal Husbandry Council Act' প্রসঙ্গে -
প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ পশু পালন (animal husbandry) করছে। কালক্রমে মানুষ কৃষিকাজ আয়ত্ব করে। পশু পালনের জন্য নূতন নূতন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। পশু পালনের একটি অন্যতম অনুষঙ্গ হলো পশুর স্বাস্থ্য (animal health) সুরক্ষা ও পশুর কল্যাণ (animal welfare) নিশ্চিত করা। সাম্প্রতিক কালে পশু পালন ও পশু স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হয়েছে মানুষের স্বাস্থ্যের (public health/one health) বিষয়টি। Animal husbandry/animal science ও veterinary science শিক্ষায় উচ্চতর পর্যায়ে বিশেষায়নের সুযোগ থাকলেও স্নাতক পর্যায়ে এই দুটি শিক্ষার বিভাজন করা হলে এবং মাঠ পর্যায়ে এই পেশাদুটিকে আলাদা করলে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, বাংলাদেশ তার করুণ দৃষ্টান্ত।
Animal health, animal welfare ও public health নিশ্চিত করনের গুরুদায়িত্ব পালন করেন ভেটেরিনারিয়ানগণ।
প্রাণিকূলের তথা মানুষের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করনে ভেটেরিনারিয়ানদের পেশাগত দায়িত্ব পালন অত্যন্ত স্পর্শকাতর। আর সেজন্যই অন্যান্য স্পর্শকাতর পেশা যথা মেডিক্যাল, আইন ও ফার্মেসী পেশার ন্যায় ভেটেরিনারি পেশাও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা (statutory body) দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশে এই সংস্থার নাম বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, যা Bangladesh Veterinary Council Act 2019 (পূর্ববর্তী Veterinary Practioner's Act 1982) দ্বারা পরিচালিত।
এইটি অত্যন্ত পরিতাপের বিষয় যে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এর উদ্যোগে Bangladesh Veterinary Council Act এর অনুকরণে Bangladesh Animal Husbandry Act তৈরির প্রক্রিয়া চলছে। আমি জানি না এটি কি মাননীয় সচিব এর অজ্ঞতা না কি সংকীর্ণ পক্ষপাতদুষ্টতার পরিচায়ক ! ( মাননীয় সচিব একজন পশুপালন গ্র্যাজুয়েট) ।
অত্যন্ত সঙ্গত কারণেই প্রক্রিয়াধীন Act টি চলমান Bangladesh Veterinary Council Act এর duplication ও সাংঘর্ষিক হতে বাধ্য, যা প্রাণিসম্পদ অধিদপ্তর তথা সরকারের জন্য নূতন জটিলতা সৃষ্টি করবে। আমার বিশ্বাস সরকার নিশ্চয়ই চাইবে না যে প্রাণিসম্পদ সেক্টরে নূতন করে জটিলতা তৈরি হোক এবং প্রাণিসম্পদ এর বিকাশ বিঘ্নিত হোক। তদুপরি সরকার নিশ্চয় ভেবে দেখবে পশু উৎপাদন, মৎস্য উৎপাদন বা কৃষি উৎপাদন সম্পর্কিত পেশাজীবিদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য নূতন নূতন Act ও Council তৈরি করা নৈতিক ও আর্থিক বিবেচনায় কতটা বাস্তবসম্মত ও দূরদর্শী সিদ্ধান্ত হবে। আশা করি প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে Animal Husbandry Council Act তৈরির পরিকল্পনা থেকে সরে আসবে।

২...
Post - 2:
সম্প্রতি Facebook এ প্রচারিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এর একটি মন্তব্যের (সংযোজিত) প্রেক্ষিতে আমার এই post -
মাননীয় সচিব এর মতে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুধু অসুস্থ প্রাণির চিকিৎসা করা। আর প্রাণিপুষ্টি, খামার ব্যবস্থাপনা, প্রজনন, বায়োসিকিউরিটি, ফুড সেফটি, প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরন, পশুর জাত উন্নয়ন ও উৎপাদন পশুপালন গ্র্যাজুয়েটদের দায়িত্ব। একজন সাধারণ মানুষের এরকম ধারণা হতেই পারে, কিন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, যিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের অভিভাবক, তাঁর মুখে এই মন্তব্য নিতান্তই অনাকাঙ্খিত। এ কথা সত্য যে ভেটেরিনারিয়ানদের অন্যতম দায়িত্ব প্রাণি স্বাস্থ্য ও প্রাণি কল্যাণ নিশ্চিত করা, কিন্ত উপরে উল্লেখিত অন্যান্য সেবা গুলো ভেটেরিনারি সার্ভিস এর সাথে উৎপ্রোত ভাব জরিত। তাই পৃথিবীর সকল দেশেই অন্তত মাঠ পর্যায়ে এই সকল সেবা ভেটেরিনারিয়ানদের মাধ্যমেই দেয়া হয়। এর পেছনে কিছু যৌক্তিক কারন রয়েছে, যেমন -
(ক) কোন খামারীকে প্রাণি পুষ্টি সম্পর্কে পরামর্শ দিতে গেলে পুষ্টির অভাবজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার প্রসঙ্গ বাদ দেয়া যায় না।
(খ) আজকের যুগে রোগ প্রতিরোধ ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বাদ দিয়ে খামার ব্যবস্থাপনার কথা ভাবা যায় না।
(গ) প্রজনন স্বাস্থ্য বিবেচনায় না নিয়ে প্রজনন কার্যক্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
(ঘ) বায়োসিকিউরিটির লক্ষ্য হলো কোন খামারে যেন রোগ জীবাণু ঢুকতে না পারে এবং খামারের ভিতরে এবং খামার থেকে খামারে রোগ জীবাণু ছড়াতে না পারে। তাই বায়োসিকিউরিটি সম্পর্কে পরামর্শ দিতে গেলে রোগ জীবাণু ও রোগ বিস্তার সম্পর্কে জ্ঞান অপরিহার্য।
(ঙ) ফুড সেফটি সংক্রান্ত অন্যতম ঝুঁকি হলো প্রাণিজাত খাদ্যের মাধ্যমে মানুষে রোগ সংক্রমণ, যার মধ্যে zoonotic রোগও রয়েছে।
(চ) পশুর জাত উন্নয়নের ক্ষেত্রেও রোগ সংবেদনশীলতার কথাও ভাবতে হয়। বিদেশ থেকে উন্নত জাতের পশু আমদানির ক্ষেত্রে ভেটেরিনারি সার্টিফিকেট প্রয়োজন হয়।
(ছ) প্রাণিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরন শুরু হয় animal slaughter এর মাধ্যমে, আর সেক্ষেত্রে antemortem ও postmortem inspection কিন্ত ভেটেরিনারিয়ানদেরই করতে হয়।
(জ) বর্তমান সময়ে রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ, বায়োসিকিউরিটি, ফুড সেফটি, ইত্যাদি বাদ দিয়ে উৎপাদনের কথা ভাবা যায় না। প্রাণিজাত পণ্য রপ্তানির প্রশ্ন আসলে এ সকল বিষয়ে compliance এর ভেটেরিনারি সার্টিফিকেট প্রয়োজন হয়।
এর অর্থ হলো এ সকল কার্যক্রম ভেটেরিনারি সার্ভিস থেকে অবিচ্ছেদ্য। এ কারনেই পৃথিবীর সকল দেশেই ভেটেরিনারি পাঠ্যক্রমে উপরোক্ত বিষয়সমূহ পরিমিত পরিমাণে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র ও শিক্ষক জীবনের সুদীর্ঘ 48 বৎসর ধরে ভেটেরিনারিয়ান ও পশু পালন গ্র্যাজুয়েটদের কর্মপরিধি নিয়ে এই দ্বন্দ্ব দেখে আসছি, যা বাংলাদেশে প্রাণিসম্পদ বিভাগ তথা প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নের প্রধান অন্তরায়।
প্রাণিসম্পদ বিভাগের নূতন organogram পাশ করার প্রাক্কালে প্রাণিসম্পদ বিভাগে কর্মরত ভেটেরিনারি ও পশুপালন গ্র্যাজুয়েটরা এই বাস্তবতা উপলব্ধি করে এই সমস্যার সমাধানের পথে অনেকটা এগিয়েছিলেন। প্রাইভেট সেক্টর থেকেও মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছিল। মন্ত্রণালয়ও একটি কমিটি গঠন করে কিছু কার্যক্রম শুরু করেছিল। কিন্ত দুর্ভাগ্য জনক হলেও সত্য কোন অজ্ঞাত কারনে সেই কার্যক্রম স্তিমিত হয়ে আসে। বর্তমান সচিব ড. নাহিদ রশীদ এই সমস্যাটির সমাধানের পথে না হেটে বরং Bangladesh Veterinary Council Act ও অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক ও অবাস্তব Animal Husbandry Council Act প্রণয়ন এর জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেই পরিচয় ভুলে গিয়ে একজন পশুপালন গ্র্যাজুয়েটের আবেগ এর বশবর্তী হয়ে এই সমস্যাটি আরো জটিল করে তুলেছেন।
সবাই আমার সাথে একমত হবেন তা আমি প্রত্যাশা করি না। তবে আমি বিশ্বাস করি যে এই সমস্যার একটিই স্থায়ী সমাধান হতে পারে, তা হলো স্নাতক পর্যায়ে একটি মাত্র সমন্বিত ডিগ্রি প্রবর্তন করে মাঠ পর্যায়ে one stop service নিশ্চিত করা। তবে গবেষণা জন্য ও industry তে কিছু বিশেষায়িত সেবা প্রদানের জন্য প্রাণি পুষ্টি, জেনেটিক্স, ব্রিডিং, ডেইরী টেকনোলজি, প্রসেসিং, পোল্ট্রি সাইন্স ও পোল্ট্রি হেলথ, ইত্যাদি বিষয়ে এবং প্রাণি চিকিৎসার বিভিন্ন বিশেষায়িত শাখায়, ও এপিডেমিওলজি, পাবলিক হেলথ/ওয়ান হেলথ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চতর শিক্ষার সুযোগ অবারিত থাকতে হবে।

৩....
Post - 3:
প্রস্তাবিত Animal Husbandry Council Act কি ও কেন?
কৌতুহল বসত অত্যন্ত আগ্রহ ভরে আমি প্রস্তাবিত Animal Husbandry Council Act এর খসড়াটি আবারও পড়ে দেখলাম। এটি Bangladesh Veterinary Council Act এর অবিকল নকল। শুধু প্যারাভেট সংক্রান্ত ধারা গুলো বাদ দেয়া হয়েছে। আর 'ভেটেরিনারি' শব্দের পরিবর্তে 'এ্যানিমেল হাজবেন্ড্রি', 'ভেটেরিনারিয়ান' এর পরিবর্তে 'এ্যানিমেল হাজবেন্ড্রিয়ান', 'ভেটেরিনারি প্র্যাকটিস' এর পরিবর্তে 'এ্যানিমেল হাজবেন্ড্রি প্র্যাকটিস', 'বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার' এর পরিবর্তে 'বেসরকারি প্রাণী পুষ্টি ল্যাবরেটরি, কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, এ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ক ল্যাবরেটরি' শব্দসমূহ ব্যবহৃত হয়েছে। আপাতদৃষ্টে এতে দোষের কিছু নেই। কিন্ত কেন এধরনের একটি আইনের প্রয়োজন পড়লো তা কিন্ত বোধগম্য হলো না।
প্রস্তাবিত আইনে এ্যানিমেল হাজবেন্ড্রি প্র্যাকটিস এর সংজ্ঞা দেয়া হয়েছে নিন্মরূপ:
"এ্যানিমেল হাজবেন্ড্রি প্র্যাকটিস” অর্থ প্রাণীর উৎপাদন, প্রজনন, পুষ্টি, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা, প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম, মাংস, দুধ ও ডিম উৎপাদন, ভ্যালু এডেড প্রোডাক্ট উৎপাদন, প্রাণী উৎপাদন বিষয়ে গবষেণা, কৃত্রিম প্রজনন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান বা পরামর্শ প্রদান।
পরবর্তীতে প্রস্তাবিত আইনের 17 নং ধারায় বলা হয়েছে "(এ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল এর) নিবন্ধন ও সনদ ব্যতীত এ্যানিমেল হাজবেন্ড্রি প্র্যাকটিস নিষিদ্ধ"।
অর্থাৎ একজন BSc AH গ্র্যাজুয়েট ছারা অন্য কেউ উপরোল্লেখিত বিষয়ে কোন পরামর্শ বা সেবা দিতে পারবেন না। একবার ভেবে দেখুন তো -
• একটি খামারে পুষ্টির অভাবজনিত কোন রোগ দেখা দিলে একজন ভেটেরিনারিয়ান উক্ত রোগ প্রতিরোধে কোন পরামর্শ দিতে পারবেন না !
• কোন খামারে কোন রোগের কারণে উৎপাদন ব্যাহত হলে রোগ প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের কোন পরামর্শ দেয়ার অধিকার নেই !
• পশুর প্রজনন কার্যক্রম এর পূর্বে তার reproductive fitness দেখার বা venereal disease transmission সম্পর্কে পরামর্শ দেয়ার অধিকার ভেটেরিনারিয়ানদের নেই !
• প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম এর অধিকার ভেটেরিনারিয়ানদের থাকবে না, এমনকি তা যদি রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সম্পর্কিতও হয়!
• ডিম, দুধ, মাংস উৎপাদনে স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা ও বায়োসিকিউরিটি সম্পর্কে পরামর্শ দেয়ার অধিকার ভেটেরিনারিয়ানদের থাকবে না!
• প্রাণিজাত Value added পণ্য উৎপাদন বা প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরন এর ক্ষেত্রে ফুড সেফটি (freedom form zoonotic pathogen, microbial and chemical contamination, antimicrobial residues) নিশ্চিত করনে ভেটেরিনারিয়ানদের কোন ভূমিকা থাকবে না !
এসকল কার্যক্রম তো DLS এর রুটিন regulatory ও extension কার্যক্রমের অংশ। এগুলো কি মানুষ বা প্রাণীর চিকিৎসা কাজের মতো একটি statutory Council দিয়ে নিয়ন্ত্রণ করা এতই জরুরী? আমার তো মনে হয় প্রাণিসম্পদ এর উন্নয়ন এর স্বার্থে নয় বরং এ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের জন্য কিছু চাকুরী নিশ্চিত করার লক্ষ্যেই এই অপ্রয়োজনীয় আইনের অবতারনা। তথাকথিত এ্যানিমেল হাজবেন্ড্রি প্র্যাকটিস নিয়ন্ত্রণের নামে Animal Husbandry Council Act প্রাণিসম্পদ এর উন্নয়নে শুধু নূতন প্রতিবন্ধকতাই তৈরী করবে।
এ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ক আলাদা স্নাতক ডিগ্রি চালু করার পর থেকেই বিগত 60 বছর ধরে ভেটেরিনারি ও এ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি ও কর্মক্ষেত্র নিয়ে বিতর্ক ও দ্বন্দ্ব চলে আসছে। এর ফলে দেশে একদিকে যেমন প্রাণিসম্পদের উন্নয়ন মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছ, অন্যদিকে কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।
এই সমস্যার একটিই সমাধান - স্নাতক পর্যায়ে একটি সমন্বিত ডিগ্রি প্রবর্তন করা এবং স্নাতকোত্তর পর্যায়ে বিশেষায়িত ডিগ্রির সুযোগ অবারিত রাখা। আর তা যদি না হয়, DLS কে ই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে DLS তার সকল টেকনিক্যাল পদে শুধুমাত্র সমন্বিত ডিগ্রিধারী ছাড়া অন্য কোন গ্র্যাজুয়েটকে recruit করবে না।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পার্শ্ববর্তী ভারতে প্রাণিসম্পদ বিভাগের নাম Department of Animal Husbandry and Dairying হলেও সেখানে department এর mainstream এ মূলত এক ধরনের গ্র্যাজুয়েটই কাজ করে - তা হলো BVSc & AH.
তাই বিতর্কিত Animal Husbandry Council Act এর মাধ্যমে বিদ্যমান সমস্যাকে আরো জটিল না করে বরং এই সমস্যার একটি চিরস্থায়ী সমাধান করে প্রাণিসম্পদ এর উন্নয়নকে তরাণ্বিত করাই মন্ত্রণালয়ের উদ্দেশ্য হওয়া উচিত।
আমার পূর্বের দুটি post আমার timeline এ দেখতে পাবেন।

প্রফেসর ড: মো: রফিকুল ইসলাম স্যার, প্যাথলজি বিভাগ, ভেটেরিনারি অনুষদ, বাকৃবি, ময়মনসিংহ।
Global Secretary,
World Veterinary Poultry Association(WVPA)

Let's start🥰✅
05/08/2023

Let's start🥰✅

কুইজঃ শুধুমাত্র ভেটেরিনারিয়ান দের জন্য।
পুরস্কারঃ প্রথম ১ জন ১০০ টাকা, নেক্সট ৫ জন ২০ টাকা করে মোবাইল রিচার্জ।
চলমান ব্যাচের কেউ বললে হবেনা,বিচারক তোমরা।

প্রশ্নঃ বলতে হবে এটা কি অরগান বা টিস্যু এটা।
পেজে ইয়েস লিখে উত্তর দিতে হবে ইনবক্সে/ এখানে।
৪৮ ঘন্টা পর রেজাল্ট দেয়া হবে। লাইভে এসে।




Bangladesh Veterinary Post Graduate Institute - BVPGI

31/07/2023

আপনার আমার মতো ওদের ফেসবুক অ্যাকাউন্ট নেই । তবু ওরা ঠিকই ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়!
এমিল ও তার Paw Foundation - (People for Animal Welfare Foundation, Bangladesh) কীভাবে বোঝে পশু-পাখিদের বন্ধুত্বের রিকোয়েস্ট?
অনলাইনে বা অফলাইনে বন্ধুর প্রয়োজনে পাশেই বা থাকে কীভাবে? এমিলের থেকেই শুনি, অন্যরকম এক বন্ধুত্বের গল্প!



©GrameenPhone

19/07/2023

কৃষক পিতার সন্তান হিসেবে আপনি কি গর্বিত?
যদি না হন তাহলে আপনার শিকড় কোথায়?

যারা কথায় কথায় কৃষি ও কৃষক কে "ছোট" মনে করে "চাষা" বলেন, ঘৃণার চোখে দেখেন।
তাদের প্রতি অনুরোধ আপনার অন্নের যোগান দাতা এসব মহান মানুষের সম্মান দিতে কার্পণ্য না করে তাদের প্রাপ্য সম্মান দিন ও তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সহযোগিতা করুন।

07/02/2023
09/01/2023

Boost up your Technical Skill🔊
Be Technically Sound🏹
Be our Proud Alumni 🎩👑

   যদি দেশের স্বার্থে ইকোনমিক ও এডমিন ক্যাডার মার্জ হতে পারে...যদি জনগনের স্বার্থে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হতে পারে.....
29/09/2022




যদি দেশের স্বার্থে ইকোনমিক ও
এডমিন ক্যাডার মার্জ হতে পারে...

যদি জনগনের স্বার্থে পূর্ব ও
পশ্চিম জার্মানি এক হতে পারে...

রাজনৈতিক স্বার্থে ভিন্নমতের অনেকগুলা দল এক টেবিলে বসে জোট করতে পারে...

তাহলে কেন পেশার স্বার্থে, ছাত্রদের স্বার্থে,
ডিএলএস এর স্বার্থে, জনগনের স্বার্থে,
দেশের স্বার্থে ভেট, এইএইচ দুই ফ্যাকাল্টি
এক হতে পারবেনা?

শুধুমাত্র বাকৃবির ব্যক্তিস্বার্থ কেন্দ্রিক কুটকৌশলের কাছে জিম্মি হয়ে আর কতদিন সাধারন ছাত্রদের এই অভিশাপের বোঝা বইতে হবে?

যেখানে অন্য ভার্সিটির ছাত্রেরা কম্বাইন্ড ডিগ্রির সুফল পেতে শুরু করেছে, কম্বাইন্ড ডিগ্রি নিয়ে সকল জায়গায় এপ্লাই করতে পারছে, সেখানে বাকৃবি কেনো পিছয়ে থাকবে?
আমরা ডিভিএম, বিএসসি এইএইচ, বিএসসি ভেট & এএইচ এই তিন ডিগ্রি দেখতে চাইনা।

আমরা বিএসসি ভেট & এএইচ কম্বাইন্ড ডিগ্রি চাই।

#আমরা_বিভাজন_চাইনা।
#আমরা_ঐক্য_চাই।
#ভেট_এইএইচ_ভাই_ভাই_আমরা_কম্বাইন্ড_ডিগ্রি_চাই।
ডাঃ মোঃ নুরে আলম
ইউএলও, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ।

ডিম খাবেন না সিগারেট খাবেন সিদ্ধান্ত আপনার।পেট্রলিয়াম এর দাম বাড়ায় কেউ বলেনি গাড়ি চালাবোনা,কাচামরিচ এর দাম বাড়ায় কেউ বলে...
15/08/2022

ডিম খাবেন না সিগারেট খাবেন সিদ্ধান্ত আপনার।
পেট্রলিয়াম এর দাম বাড়ায় কেউ বলেনি গাড়ি চালাবোনা,
কাচামরিচ এর দাম বাড়ায় কেউ বলেনি খাবো না!

সমস্যা কেবল ডিম আর ব্রয়লার নিয়ে!

অপেক্ষা করুন, দেশের খামারিরা পথে বসছে,৩০০টাকায় পিয়াজ খেয়েছেন, এরচেয়ে বেশি দামে ব্রয়লার খাবেন।

১ কেজি ডিমের (১৭টি)দাম যদি ২৪০/- হয়।
তাতে প্রতিটি ডিমের দাম হয় ১৪/-।
তবুও আমি বলবো এর চেয়ে সস্তা দামি প্রোটিন আর একটিও নেই।
ধরুন - ১ কেজি মাছ- ২৫০/- তাহলে রান্নার জন্য বাদ দিতে হয় প্রায় ৪০০ গ্রাম, তাহলে ৬০০ গ্রামের দাম হলো ২৫০/-। এই ভাবে সকল দামী খাবারই কেজি প্রতি ৩৫০-৪০০ গ্রাম বাদ দিতে হয়। আর ১ কেজি ডিম থেকে মাত্র ১০০ গ্রাম খোসা ফেলে দিতে হয়। তাহলে কোনটার দাম বেশী।
আবার ঐ ৬০০ গ্রাম মাছ রান্না করতে ৩০-৪০ মিনিট ধরে গ্যাস বা বিদ্যুৎ লাগে, আর ডিমে লাগে মাত্র ১০ মিনিট। মশলা তো লাগেই না। আবার সহজপাচ্যতার দিক থেকেও ডিম অধিক সহজপাচ্য।
বিচার বিবেচনা করে সংবাদ পরিবেশন করা উচিত। বেশামাল হয়ে বেশামাল সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা উত্তম।
ডিম ১৫/- হলেও সস্তা। দামি জিনিষ সস্তায় পেতে পেতে আমরা এর ভ্যালু বুঝতে ভুলে গেছি। এই ভ্যালু বুঝতে আপনাকে অবশ্যই বেশী বেশী ডিম খেতে হবে।
(Collected)

Md Masud Rana
"বাঙ্গালীরা দুধ বেঁচে মদ খাওয়া লোক,
এবার তবে ডিম ছেড়ে গাঞ্জা, সিগারেট ধরা হোক"

তারা ৫০ টাকায় ডিমের হালি কিনতে পারতেছে না। অথচ তারা যদি জানতো এই ডিম উৎপাদনের পেছনে কত টাকা ও শ্রম দিতে হয় একজন খামারীকে। অনেকে পোস্ট দিচ্ছে ডিম এক সপ্তাহ খাওয়া বন্ধ করার জন্য। অথচ এরা বিশ টাকা দিয়ে গোল্ড লিফ কিনে খায়। ২০০ টাকা লিটারে সয়াবিন তেল কিনে খেতে পারে তারা। এই সিন্ডিকেটের কিন্তু কোন কিছুই করতে পারবেনা। কিন্তু অসহায় খামারিদের এরা অনেক কিছুই করতে পারবে।কারন ইতিহাস স্বাক্ষী দেয়, সবসময় দেশের চাষা ভুষা ও খামারীরাই পেটে সবচেয়ে বেশি লাথি খায়।

পোল্ট্রী খাদ্যের দাম কেজিতে ৪/৫ টাকা বেড়েছে, মেডিসিন খরচ, ভ্যাক্সিনেশন সব মিলিয়ে বেশ ভালোই খরচ হয়। অনেক খামারী আছে যারা মুরগী পালন করতে গিয়ে ফকির হয়ে গেছে। একবার কোন কারনে ম্যানেজমেন্টাল সমস্যা হলে এক বারেই ৩/৪ শত মুরগী মরে যায়। কারো কারো অনেক বেশি। এরা তাহলে কিভাবে ঘুরে দাড়াবে? খুবই সীমিত লাভে এরা ব্যবসা করতেছে। অথবা কেউ কেউ লস দিয়ে। অনেক খামারী আছে যারা লস খেয়ে আর খামার করতেছে না।

এরা যদি কোন কারনে একবার বেকে গিয়ে মুরগী পালন করা বাদ দেয় তবে দেশের ৮০ ভাগ মানুষ প্রোটিন খেতে পারবেনা,
আর প্রোটিনের অভাবে কি কি সমস্যা হয় একটু দেখে নিয়েন গুগল করে।

দেশের কতজন মানুষ আছে যারা গরুর মাংস ও খাসির মাংস কিনে খেতে পারে? গরীব মানুষের ডিম ও ব্রয়লার মাংসই প্রোটিনের চাহিদা পূরণ করে। তাই এরকম কাণ্ডজ্ঞানহীনের মতো পোস্ট না দিয়ে বরং খামারীদের স্যালুট করুন। তারা আছে বলেই আপনারা প্রোটিন খেতে পারতেছেন। তা নাহলে এই ঈদ আর ঐ ঈদ ছাড়া প্রোটিনের দেখা পেতেন না। তাই এরকম পোস্ট দেওয়ার আগে বিষয়গুলো একটু ভেবে দেখবেন। ধন্যবাদ

 #গ্রেফতার:হাতেনাতে ধৃত ভুয়া পশু চিকিৎসক। চিকিৎসার স্বপক্ষে নেই কোন সনদ বা ডিগ্রি। ৬ বছর আগে শুধু ছাগল পালন বিষয়ে একটা প...
02/08/2022

#গ্রেফতার:
হাতেনাতে ধৃত ভুয়া পশু চিকিৎসক। চিকিৎসার স্বপক্ষে নেই কোন সনদ বা ডিগ্রি। ৬ বছর আগে শুধু ছাগল পালন বিষয়ে একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। মুচলেকাসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন 2019 এর ৩৮ ধারা অনুযায়ী মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অনৈতিক ভেটেরিনারি প্র্য...
06/07/2022

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন 2019 এর ৩৮ ধারা অনুযায়ী মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অনৈতিক ভেটেরিনারি প্র্যাকটিস করার দায়ে অদ্য ৬ জুলাই/২০২২ তারিখ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে মোখলেসুর রহমান নামে ভুয়া ভেটারিনারি প্র্যাকটিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করে ৫০০০০ টাকা জরিমানা করা হয়। এখানে উল্লেখ্য যে ,উক্ত ভুয়া প্র্যাকটিশনারের বিরুদ্ধে কেরানীগঞ্জ উপজেলার বাগাসোর দক্ষিণপাড়া নিবাসী কালু মিয়া নামে এক ব্যক্তি কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মনসুর আহমেদ। বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন 2019 এর আওতায় এই প্রথমবারের মতো মোবাইল কোর্ট পরিচালিত হলো । সকলের সহযোগিতা থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে । এ ব্যাপারে সর্বস্তরের পেশাজীবী, অংশীজন,প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।
কার্টেসিঃ ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাস, রেজিষ্টার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল।

ঘাস কাটায় জরুরী সতর্কবার্তা ------------------------------------------ বজ্রপাতের পরে, দিনের প্রথম বৃস্টির পরে এবং মেঘলা ...
21/04/2022

ঘাস কাটায় জরুরী সতর্কবার্তা
------------------------------------------

বজ্রপাতের পরে, দিনের প্রথম বৃস্টির পরে এবং মেঘলা আবহাওয়ায় গরুর ঘাস কাটবেন না। কাটলেও ঘাস অবশ্যই ২/৩ ঘন্টা রোদে রেখে তারপর খাওয়াবেন। কারন বজ্রপাতের পরে অথবা প্রথম বৃস্টির পরে ঘাসে অতিরিক্ত বিষাক্ত নাইট্রেট জমা হয় যে কারনে গরুর পেট ফাপা, পাতলা পায়খানা, বিষক্রিয়া সহ একাধিক সমস্যা হতে পারে। এমনকি নাইট্রেট বিষক্রিয়ায় গরু মারাও যেতে পারে।
নাইট্রেট বিষক্রিয়ার কারন :--
-------------------------------------

১) অতিরিক্ত খরার পর বৃষ্টি,
২) শুকনা সিজনে যেসকল জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার হয়, সেই জমির ঘাস,
৩) আলু, ভুট্টা, তরমুজ, মরিচ ইত্যাদি চাষের জমির ঘাস,
৪) নতুন গজানো কচি (লকলকে), কিছুটা কালচে ঘাস,
৫) নতুন হেলেঞ্চা, কলমি জাতীয় ঘাস,
৬) বজ্রপাত।

সতর্কতা ----
১) এ সকল ঘাস কম পরিমাণে দেয়া
২) হে বা অর্ধ শুকনো অবস্থায় খাওয়ানো
৩) অর্ধেক ঘাস, অর্ধেক খড় মিশিয়ে খাওয়ানো।

বিশেষত খোলা মাঠে গরুকে ছড়াতে না দেয়া।
ঘাস কেটে এনে সাথে সাথে খেতে না দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর খেতে দেয়া।
যে কণ অস্বাভাবিকতা দেখা দিলে সাথে সাথে ঘাস খাওয়ানো বন্ধ রেখে ভেটেরিনারিয়ান এর পরামর্শ নেয়া।

সতর্ক থাকুন। ভালো রাখুন আপনার প্রিয় গবাদিপশু।

গ্যাজেট প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২২ #ভেটেরিনারি_আইন_মোবাইল_কোর্ট_বিধিবদ্ধমহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে হেলথ স...
15/03/2022

গ্যাজেট প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২২

#ভেটেরিনারি_আইন_মোবাইল_কোর্ট_বিধিবদ্ধ

মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে হেলথ সেক্টরের মত ভেটেরিনারি সেক্টরেও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনটি মোবাইল কোর্টের অধীনে বিধিবদ্ধ হলো।
এখন থেকে কেউ রেজিস্টার্ড প্রানিচিকিৎসক না হয়ে নিজেকে চিকিৎসক দাবি দাবি করে প্রেসক্রিপশন/চিকিৎসা করলে বা কেউ ডায়াগনস্টিক সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করলে নিম্নে উল্লিখিত ধারায় দুই বছরের জেল/এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা যাবে।
পূর্বে আইনটি মোবাইলের কোর্টের অধীনে না থাকার কারণে নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা করা যেত। বর্তমানে নিজস্ব ধারায় জরিমানা করা যাবে।

মোবাইল কোর্ট আইনের ধারায় বিধিবদ্ধ হওয়া আইনের ৩৬, ৩৭ ও ৩৮ নং ধারা গুলো নিম্নরূপ।

06/03/2022

একসময় খোলা মাঠে ছেড়ে দিয়ে গরু পালন করা হতো।
প্রাকৃতিক খাবার ছিলো তাদের জন্য যথেষ্ট।
আধুনিকায়ন এর নামে উতপাদনে গতিশীলতা আসলেও সাথে সাথে নানা ধরনের মেটাবলিক ডিজিজ এসেছে।

নিরাপদ দুধ ও মাংস উতপাদনের জন্য সময় এসেছে আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক পরিবেশ তৈরি করার।

এখন আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের "মান নিয়ন্ত্রণ গবেষণাগার, সাভার,ঢাকা এর ISO 9001:2015 Certified.Its a great achieveme...
14/11/2021

এখন আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের "মান নিয়ন্ত্রণ গবেষণাগার, সাভার,ঢাকা এর ISO 9001:2015 Certified.

Its a great achievement for us.

Dear dog lovers,Please watch the attached YouTube video (https://youtu.be/WVNwriCwaa8?t=7) first. If you are interested ...
10/10/2021

Dear dog lovers,
Please watch the attached YouTube video

(https://youtu.be/WVNwriCwaa8?t=7) first.

If you are interested to be the Bangladesh Team, please find the attached posters and the team profile format (English and Bangla) here

https://1drv.ms/u/s!AiRpJOYIR4iErWQaWPCCf0RksR05?e=kYQwby.

You are free to select either the English form or Bangla. Please submit your team profile via email to [email protected] by 17 October 2021.

We hope that you will join and be the part of Rabies Action Centre of Excellence (RACE).”

29/09/2021

লাম্পি স্কিন ডিজিজ। ভয় নয় সতর্কতা প্রয়োজন।

নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহের জন্য রাতদিন পরিশ্রম করে চলেছে দেশের ভেটেরিনারি পরিবার।

ধন্যবাদ ডাঃ মোহাম্মদ ফজলে মন্ডল আতা স্যার দারুন অভিনয় দিয়ে সামগ্রিক চিত্র ফুটিয়ে তোলার জন্য।

28/09/2021
A Successful Critical Surgery. /Mucocele of a cat.Alhamdolillah Fully Recovered after 12 days, now he is normal in food ...
21/09/2021

A Successful Critical Surgery.
/Mucocele of a cat.

Alhamdolillah Fully Recovered after 12 days, now he is normal in food intake.
This Surgery done by our Visiting Surgeon Dr. Md. Nure Alam, DVM, MS(Medicine), PGT(General and Orthopedic Surgery).

Agrovet Bio Solution Pioneering চামড়ার বিকল্প ব্যবহারঃ খাদ্য হিসেবে চামড়াফেসবুক লাইভ, ২৭।০৭।২০২১, মঙ্গলবার, রাত ৯টায়।
23/07/2021

Agrovet Bio Solution Pioneering
চামড়ার বিকল্প ব্যবহারঃ খাদ্য হিসেবে চামড়া
ফেসবুক লাইভ,
২৭।০৭।২০২১, মঙ্গলবার, রাত ৯টায়।

২৭।০৭।২০২১, মঙ্গলবার ,রাতঃ ৯টায়
Agrovet Bio Solution Pioneering
চামড়ার বিকল্প ব্যবহারঃ খাদ্য হিসেবে চামড়া ।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডাঃ মোঃ নূরে – আলম, ইউএলও, প্রাণিসম্পদ অধিদপ্তর।

চামড়া খাবার ইসলামি দিক নিয়ে আলোচনা করবেন -
১। হাফেজ মুফতি শরীফুল্লাহ মোবারক, (দাওরায়ে হাদিস, মুফতি, মোহাদ্দিস, মোফাসসির, আদিব) শায়খুল হাদিস, জামিয়া মাদানিয়া দারুল উলুম হোসাইনিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

২। মাওলানা ডাঃ মোঃ শহিদুল ইসলাম আকন্দ ।
এম.এম(তাফসীর);
ডি.ভি.এম( সিভাসু)
এম.এস.সি( ইন আনিম্যাল সাইন্স)।
সিনিয়র সিএসও ( নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড)।

খাদ্য হিসেবে চামড়া প্রক্রিয়াজাত করনের নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন ডাঃ জিয়া উদ্দিন ইব্রাহিম, এরিয়া এক্সিকিটিভ, এসিআই গোদরেজ এগ্রোভেট লিঃ, মালিক মোঃ ওমর, এমডি, হোমল্যান্ড ডেইরি, চট্টগ্রাম, ভেটেরিনারি স্টুডেন্ট ইউসুফ আলী, বাকৃবি; সাদ রাফি, সিকৃবি; ফরিদুল ইসলাম, বশেমুরবিপ্রবি।

দেশের চামড়া ও চামড়াজাত পণ্য প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ উপপণ্য বা উপজাত পণ্য।
শিল্পোৎপাদন ও জিডিপিতে অবদান যথাক্রমে ২% ও ০.৬%। ২০১৭-১৮অর্থ বছরে রপ্তানিতে তৈরি পোষাকের পরই চামড়া শিল্পের অবদান। ২০১৭ সালকে বাংলাদেশ সরকার চামড়া, চামড়াজাত পন্য এবং চামড়াজাত পাদুকাকে “Products of the Year” ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের চামড়া খাতের রপ্তানি রূপরেখা অনুসারে ২০২৫ সালের মধ্যে চামড়া রপ্তানিতে বিশ্বের প্রথম ১০টি দেশের ভিতর নিয়ে আসা, ২০২১ সালের মধ্যে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। (চামড়া খাতের রপ্তানি রূপরেখা, বাণিজ্য মন্ত্রণালয়, ২/১৯)।
কিন্তু এই মহামূল্যবান সম্পদ আজ হুমকির মুখে এ সিন্ডিকেটের কবলে!
বাংলাদেশের মোট চামড়া উৎপাদনের প্রায় অর্ধেক আসে ঈদুল আজহার সময়। বিগত বছর সমূহে ১ কোটির বেশি জবাই হলেও এবার হয়েছে ৭৭লক্ষ। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা! কিন্তু বাজারে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে নাম মাত্র মূল্যে, কোথাও অবিক্রীত থেকে যাচ্ছে। ইসলামের পরিভাষায় কোরবানির চামড়ার টাকা গরীব দুঃখীদের হক।
আমাদের দেশে চামড়া বিক্রি করে সে টাকা সাধারণত গরীব দুঃখী কিংবা এতিমখানায় প্রদান করা হয়।
কিন্তু কিছু বছর যাবত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের দরুন চামড়ার সঠিক মূল্য প্রদান করা হচ্ছে না, এবং সেই সাথে গরীব দুঃখীরাও এ কারণে তাদের ন্যায্য টাকা পাচ্ছে না।
অসাধু ব্যবসায়ীদের এ সিন্ডিকেট রুখতে তাই আমরা গ্রহন করতে পারি বিকল্প ব্যবস্থা।
চামড়ার আয়তন অনুযায়ী একটি ন্যায্য মূল্য ধারণ করে সে টাকা গরীব দুঃখীদের প্রদান করে আমরা নিজেরাই সে চামরা প্রসেসিং করার মাধ্যমে তৈরী করতে পারি অতি সুঃস্বাদু চামড়ার রেসিপি।
যেহেতু চামড়া বাংলাদেশের প্রেক্ষিতে কোন প্রচলিত খাবার নয় সেহেতু প্রথমেই এটি সম্পর্কে প্রশ্ন আসবে যে এটি হালাল কিনা এবং এ সম্পর্কে ইসলাম কি বলে।
ইসলামে সাধারণত গৃহপালিত এবং কোরবানির পশুর (ছাগল, গরু, মহিষ) ইত্যাদি মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল করা হয়েছে।
জবাইকৃত হালাল পশুর চামড়া খাওয়ার ক্ষেত্রে ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই।
এবার আসি ১০০ গ্রাম সিদ্ধ গরুর চামড়ার পুষ্টিমান (ব্রাকেটে গরুর গোস্তে পরিমান) :
চর্বি: ১.০৯ গ্রাম (১১.৮ গ্রাম)
শর্করা: ৬.৮০ গ্রাম (০ গ্রাম)
আমিষ: ৪৬.৯ গ্রাম (২৬.১ গ্রাম)
ফাইবার: ০.০২ গ্রাম (০ গ্রাম)
লক্ষ্য করে দেখুন মাত্র ১.০৯% চর্বি চামড়ায় যেখানে গরুর গোস্তে ১২% প্রায়!!!
আমাদের শরীরের প্রযোজনীয় ৮টি এমাইনো এসিড পাওয়া যায় গরুর চামড়ার মধ্যে। এছাড়াও গরুর চামড়ায় রয়েছে প্রচুর পরিমান কোলাজেন যা রান্নার পর জেলাটিনে রূপান্তর হয়। আমাদের যখন বয়স বাড়তে থাকে এই কোলাজেন তৈরির ক্ষমতা কমতে থাকে যার ফলে আর্থ্রাইটিস, মাংস পেশীর দুর্বলতার ঝুঁকি বাড়তে থাকে যা থেকে চামড়ার কোলাজেন গ্রহণে সহজে মুক্তি মিলতে পারে।
সারা বিশ্বে মানুষের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, মেয়েদের চুলের সৌন্দর্য বৃদ্ধিতে, বডিবিল্ডিংয়ের মাসল শেপিং, স্কিন ইলাস্টিসিটি বাড়ানো ইত্যাদি কাজে যে কোলাজেন ব্যবহার হয় তার বেশির ভাগই আসে চামড়া থেকে।
তাই এখন নতুন করে চামড়ার ফুট ভ্যালুর দিকে না তাকিয়ে ফুড ভ্যালুর কথা ভাবতে হবে।
এই প্রোটিন সোর্সটাকে যদি আমরা খাদ্য হিসেবে ব্যবহারের প্রচলন শুরু করতে পারি তবেই আমরা মাফিয়াদের সিন্ডিকেট ভাঙতে পারবো খুব সহজেই।
সাধারণত চামড়ার ওজন একটি গরুর মোট ওজনের ৭% হয়ে থাকে। এর মানে ৩০০ কেজির গরুতে চামড়ার ওজন প্রায় ২০কেজি! প্রতি কেজি ৫০০টাকা হিসেবে ১৫ কেজি মাংস পেলেও দাম হবে ৭৫০০টাকা।
ন্যায্য মূল্য নির্ধারন করে গরীবদের দিয়ে দেই, নিজেরা মাংস হিসেবে খেতে পারি।
অতএব স্বাস্থ্যকর প্রোটিনের উৎস হিসেবে চামড়া হতে পারে দারুন বিকল্প।
আমরা ডাস্টবিনে চামড়া ফেলে দেবার দৃশ্য কিংবা চামড়া মাটি চাপা দেবার দৃশ্যের পুনঃমঞ্চায়ন চাইনা।

সবার জন্য উন্মুক্ত,অংশগ্রহণ করুন,ঈদ সেলামি জিতুন, চাঁদ রাতেই। https://m.facebook.com/story.php?story_fbid=17341990815630...
14/07/2021

সবার জন্য উন্মুক্ত,
অংশগ্রহণ করুন,
ঈদ সেলামি জিতুন, চাঁদ রাতেই।
https://m.facebook.com/story.php?story_fbid=173419908156308&id=104231195075180&sfnsn=mo

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে AgroVet Bio Solution নিবেদিত এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "প্রাণীসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগ " আয়োজিত "অনলাইন প্রতিযোগিতা" শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৭ জুলাই সকাল ১০ঃ০০ টা থেকে ১৯ জুলাই রাত ১২ঃ০০ টা পর্যন্ত।

বিষয়সমূহ:
১। কোরবানির ফটোগ্রাফি।
২৷ স্মরণীয় কোরবানি -স্মৃতিচারণমূলক গল্প।
৩। একুশ শতকের ডিজিটাল কৃষি সেবা- স্বপ্ন ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল।

পুরস্কারঃ

প্রতিটি বিষয় থেকে উত্তীর্ণ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী পাবেন নগদ ১০০০ টাকা ও সনদপত্র এবং ক্রমান্বয়ে ২য়,৩য় এবং ৪র্থ স্থান অর্জনকারী পাবে নগদ ৫০০ টাকা এবং সনদপত্র ।

অর্থাৎ প্রতিযোগীতায় অবস্থান অনুসারে মোট পুরস্কার পাবে ৩ টি বিভাগ থেকে ১২ জন প্রতিযোগী।


প্রতিযোগিতার নিয়মাবলিঃ

প্রথম ২ টি বিষয়ে ( কোরবানির হাট ও কোরবানির জন্য প্রস্তুতকৃত প্রাণির ফটোগ্রাফি কন্টেষ্ট এবং কোরবানির পশু নিয়ে স্মৃতিচারণমূলক গল্প ) সকলের জন্য উন্মুক্ত। বয়স, শিক্ষাগত যোগ্যতা কিংবা অন্য কোন বিষয় ধর্তব্য নয়।

তৃতীয় বিষয়ে (একুশ শতকের ডিজিটাল কৃষি সেবা- স্বপ্ন ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ) শুধুমাত্র কৃষি, ভেটেরিনারি এবং মৎস্য বিষয়ে বর্তমানে অধ্যয়নরত এবং উক্ত তিন বিষয়ের সাবেক যে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

🌼 মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট

- অবশ্যই মোবাইলে ধারণকৃত সাম্প্রতিক ছবি হতে হবে। ছবির কপিরাইট কারও দ্বারা প্রমাণিত হলে কন্টেস্টের জন্য অবিবেচিত বলে গণ্য হবে।

- কোরবানির হাট থেকে ধারণ করা ছবি কিংবা কোরবানির জন্য প্রস্তুুতকৃত আপনার প্রিয় প্রাণির ছবি ধারণ করতে হবে।

- একজন প্রতিযোগী একটির বেশি ছবি পোস্ট করতে পারবে না )

নিচের গ্রুপ লিংকে online_contest_BSMRSTU_veterinary_Department হ্যাশট্যাগটি ব্যবহার করে পোস্ট করতে হবে। মনে রাখবেন ১৭ জুলাই সকাল ১০ঃ০০ টা থেকে ১৯ জুলাই রাত ১২ঃ০০ টা পর্যন্ত প্রতিযোগিতার স্থায়ীত্বকাল।

গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/553206848981532/?ref=share

🌼 স্মরণীয় কোরবানি নিয়ে স্মৃতিচারণ মূলক গল্প (কমপক্ষে ৪০০-৫০০ শব্দের ভেতর অথবা তার বেশি )

নিচের গ্রুপ লিংকে online_contest_BSMRSTU_veterinary_Department হ্যাশট্যাগটি ব্যবহার করে পোস্ট করতে হবে। মনে রাখবেন ১৭ জুলাই সকাল ১০ঃ০০ টা থেকে ১৯ জুলাই রাত ১২ঃ০০ টা পর্যন্ত প্রতিযোগিতার স্থায়ীত্বকাল।

গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/553206848981532/?ref=share

🌼 একুশ শতকের ডিজিটাল কৃষি সেবা- স্বপ্ন ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে কলামটি (কমপক্ষে ৪০০-৫০০ শব্দ বা তার বেশি হতে হবে) ।

নিচের গ্রুপ লিংকে online_contest_BSMRSTU_veterinary_Department হ্যাশট্যাগটি ব্যবহার করে পোস্ট করতে হবে। মনে রাখবেন ১৭ জুলাই সকাল ১০ঃ০০ টা থেকে ১৯ জুলাই রাত ১২ঃ০০ টা পর্যন্ত প্রতিযোগিতার স্থায়ীত্বকাল।

গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/553206848981532/?ref=share

৪. প্রতিযোগীর পোস্টে দর্শকদের রিয়েক্ট, কমেন্ট ও শেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ৪৫ (১৫×৩) নাম্বার এবং অভিজ্ঞ বিচারক প্যানেলের মূল্যায়ন এর ভিত্তিতে থাকবে ৫৫ নাম্বার। সর্বমোট ১০০ নাম্বার।

৫. অশ্লীলতা কিংবা বিদ্বেষ ছড়ায় এমন বিতর্কিত বাক্য বা শব্দ বা ফটোগ্রাফি ব্যবহার করলে প্রতিযোগী অনুপযুক্ত বলে বিবেচিত হবে।

৬.ফলাফল ঘোষণা হবে ঈদুল আযহার দিন উৎসবমুখর রাতে। তবে রাতে কোন সময় হবে তা এগ্রোভেট বায়ো সলিউশন এর অফিসিয়াল পেজ থেকে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

পরম শ্রদ্ধেয় জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের দ্রুত সুস্থ স্বাভাবিক ও দীর্ঘ জীবন কামনা করে মহান আল্লাহ তায়াল...
22/06/2021

পরম শ্রদ্ধেয় জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের দ্রুত সুস্থ স্বাভাবিক ও দীর্ঘ জীবন কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করছি। আমিন।

22/06/2021
শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছে বাংলাদেশ ভেটেরিনারি কনসালট্যান্টস ...
22/06/2021

শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছে বাংলাদেশ ভেটেরিনারি কনসালট্যান্টস কমিউনিটি পরিবার।

Congratulations Nitish Debnath Sir One Health Bangladesh’s National Coordinator Professor Dr. Nitish Debnath Sir has bee...
21/06/2021

Congratulations Nitish Debnath Sir

One Health Bangladesh’s National Coordinator Professor Dr. Nitish Debnath Sir has been appointed as one of the 26 international experts to serve at One Health High-Level Expert Panel (OHHLEP) to combat zoonotic diseases, e.g. COVID-19, Avian influenza, Nipah.

The panel was selected from over 700 applications with a range of technical knowledge, skills, and experience relevant to One Health.

We are proud of you.

29/05/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Veterinary consultants community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Veterinary consultants community:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share