19/09/2023
পাখির_অতি_প্রয়োজনীয়_কিছু_সাপ্লিমেন্টের_গুনাগুন_ও_ব্যবহারবিধী।
---------------------------------------------------------------------------------
১. আপনার পোষা পাখির বাসস্থান জীবাণুমুক্তকরণ এবং পোষা পাখির ক্ষতস্থান পরিস্কার করতে এবং পোষা পাখির ঘরে প্রবেশ করতে স্প্রে হিসেবে এবং ফুটবাথে ব্যবহারের জন্য কার্যকরী জীবাণুনাশক
Vet 10 Liquid- 100ml
কিভাবে ব্যবহার করবেন?
১) স্প্রেঃ ৫মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে
২) ফুটবাথেঃ ১মিলি ১ লিঃ পানিতে
৩) ক্ষতস্থান পরিস্কার করতেঃ তুলা দিয়ে সরাসরি
৪) পানি জীবাণুমুক্ত করতেঃ ১ মিলি ৮ লিঃ পানিতে
২. আপনার পোষা পাখির পরজীবি দুর করতে (যেমন- এয়ার স্যাক মাইট, বিক মাইট, রেড/রুস্ট মাইট, টিকস, লাইস ইত্যাদি) কার্যকরী পরজীবিনাশক-
Vet Powder- 10gm
কিভাবে ব্যবহার করবেন?
১) ১ লিঃ পানিতে ৩ গ্রাম পাউডার মিশিয়ে পাখিকে ডিপিং করাতে পারেন, স্প্রে করতে পারেন।
২) কিছু কিছু পরজীবি খাঁচা বা ঘরের কোনায় লুকিয়ে থাকে, তাই ঔষধ মিশ্রিত পানি খাঁচা সহ ঘরের কোনায় কোনায় স্প্রে করুন।
৩) অনুরুপভাবে ৫ দিন পর পুনরায় ব্যবহার করুন।
৪) প্রয়োজনে ৫ দিন পর আর একবার ব্যবহার করুন।
৩. পুষ্টিহীনতার কারণে আপনার সখের পাখি নানান রোগে ভুগে থাকে। পরজীবির কারণে অপুষ্টি এবং অপুষ্টিজনিত ঘাটতি প্রতিরোধ ও পূরণে ভিটামিন, মিনারেল, এমাইনো এসিড প্রিপারেশন-
# Boostbryd-N Liquid-100ml
এটি ভিটামিন, মিনারেল এবং এমাইনো এসিড প্রিপারেশন।
কি জন্য ব্যবহার করবেন?
১) পাখির ভিটামিন, মিনারেল এবং এমাইনো এসিডের ঘাটতি পুরণে।
২) পাখি বা পাখির বাচ্চা দ্রুত বাড়ার জন্য।
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য।
৪) পাখির ডিম উৎপাদন ঠিক রাখার জন্য।
কি মাত্রায় ব্যবহার করবেন?
২ মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াবেন।
Liquid-100ml
এটি এমাইনো এসিড এবং মিনারেল প্রিপারেশন।
কি জন্য ব্যবহার করবেন?
১) এমাইনো এসিড এবং মিনারেলের ঘাটতি পুরণে।
২) পাখি ঠোকরা-ঠুকরি করলে এবং পালক উঠলে।
৩) ডিমের আকার সঠিক হবে ডিম উৎপাদন ভাল হবে।
৪) পাখির গ্রোথ কম হলে এবং খাদ্য কম খেলে।
কিভাবে ব্যবহার করবেন?
২-৩ মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে ৫-৭ দিন খাওয়াবেন।
- ADE Liquid- 100ml
এটি ভিটামিন এ, ডি৩ এবং ই প্রিপারেশন।
কি জন্য ব্যবহার করবেন।
১) ভিটামিন এ, ডি এবং ই এর ঘাটতি পুরণে।
২) ফার্টিলিটি সমস্যা হলে, ডিম ফুটে বাচ্চা বের না হলে, ডিমের উৎপাদন কমে গেলে, পুরুষ পাখি ক্রস না করলে।
৩) এন্টিবায়োটিক ও পরজীবি নাশক ব্যবহারের পরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।
৪) পাখি ঠোকরা-ঠুকরি করলে এবং পালক খেয়ে ফেললে।
৫) দৃষ্টি শক্তি হ্রাস, ক্ষুদা কমে গেলে, দৈহিক বৃদ্ধি ও পালকের গঠন ব্যহত হলে।
কিভাবে ব্যবহার করবেন?
১মিলি ১ লিঃ পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াবেন।
-Com-Vit Liquid-100ml
এটি ভিটামিন বি-কমপ্লেক্স প্রিপারেশন।
কি জন্য ব্যবহার করবেন?
১) ভিটামিন বি এর অভাব পুরণে এবং অভাবজনিত লক্ষণ দেখা দিলে।
২) পাখির রুচি ও হজম শক্তি কমে গেলে।
৩) পাখির শরীরের রক্তশুন্যতা দুর করতে।
৪) পাখি ঠোকরা-ঠুকরি করলে এবং বি ভিটামিনের অভাবে পাখির নার্ভ এ সমস্যা হলে। যেমন-ঘাড় বেঁকে যাওয়া, আঙ্গুল ও নখ বেঁকে যাওয়া।
কিভাবে ব্যবহার করবেন?
১-২ মিলি প্রতি লিটার খাবার পানিতে ৫ দিন
WS - 100gm
এটি ভিটামিন বি-১, বি-২ এবং বি-৬ প্রিপারেশন
কি জন্য ব্যবহার করবেন?
১) ভিটামিন বি-১,২,৩ এর ঘাটতি পুরণে।
২) ঘাড় বেঁকে যাওয়া, কার্ল টো প্যারালাইসিস, ডারমাটাইটিস, গ্লসসাইটিস প্রতিরোধ ও চিকিৎসায়।
৩) ভিটামিন বি-১,২,৩ এর অভাজনিত ক্ষুদামন্দায়।
কিভাবে ব্যবহার করবেন?
১গ্রাম ১ লিটা পানিতে ৫ দিন
-Sel Liquid- 100ml
এটি ভিটামিন ই এবং সেলেনিয়াম প্রিপারেশন।
কি জন্য ব্যবহার করবেন?
১) ভিটামিন ই এবং সেলেনিয়ামের ঘাটতি পুরনে
২) এনসেফালোম্যালাসিয়া, হোয়াইট মাসল ডিজিস, ক্রেজি চিক ডিজিসের ক্ষেত্রে।
৩) ডিমের উৎপাদন ও ডিমের ফার্টিলিটি বৃদ্ধিতে বা ডিম ফুটে বাচ্চা বের না হলে।
৪) এন্টিবডি তৈরিতে এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।
৫) কবুতরের/পাখির বুক ও পেটের নীচে পানি জমলে।
কিভাবে ব্যবহার করবেন?
১মিলি ১ লিটার পানিতে ৩-৫ দিন।
৪. শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং ভ্যাকসিন প্রয়োগ ও এন্টিবায়োটিক ব্যবহারের পর, এছাড়াও পাখির বা বাচ্চার ধকল প্রতিরোধে বা অতিরিক্ত গরম এবং পরিবহন জনিত ধকল প্রতিরোধে ভাল একটা সমাধান হলো-
Liquid- 100ml
কিভাবে ব্যবহার করবেন?
১-২ মিলি ১ লিটার পানিতে ৫ দিন
৫. পাখির শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো লিভার বা কলিজা। পাখির লিভার সংশ্লেষণ, বিপাক এবং ডিটোক্সিফিকেশন প্রক্রিয়ার জন্য একটি বায়োকেমিক্যাল কারখানা হিসাবে বিবেচিত। লিভারে বিভিন্ন কারনে সমস্যা হতে পারে যেমন লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, হেপাটাইটিস ইত্যাদি। তাই পাখির লিভার কার্যক্ষম রাখতে এবং ক্ষতিগ্রস্থ্য লিভার পুনরুদ্ধার করতে কার্যকরী প্রিপারেশনগুলো হলো-
Liquid- 100ml
এটি ভিটামিন এবং লিভার এক্সট্রাক্ট সমৃদ্ধ আদর্শ লিভার টনিক।
কি জন্য ব্যবহার করবেন?
১) পাখির লিভার নিরাপদ ও সুস্থ্য রাখার জন্য।
২) রোগের কারনে এবং অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্থ্য লিভারের সুরক্ষা প্রদানের জন্য।
৩) লিভারের সমস্যাজনিত কারনে খাদ্যের রুচি কমে গেলে
৪) লিভাভিটের উপাদানগুলি দিয়ে বিপাকিয় কাজে লিভারকে সাহায্য করার জন্য।
Gold Liauid-100ml
এটি সিলিমারিন সমৃদ্ধ লিভার টনিক।
কি জন্য ব্যবহার করবেন?
১) পাখির লিভার সুস্থ্য ও সচল রাখার জন্য।
২) পাখির এনজাইমেটিক কার্যকলাপ বৃদ্ধি ও পুষ্টি উপাদান গ্রহন বৃদ্ধির জন্য।
৩) নতুন করে লিভার কোষ তৈরির জন্য সিলিমারিন সমৃদ্ধ এই লিভার টনিক খুবই ভাল।
কিভাবে ব্যবহার করবেন?
১-২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন
Liquid- 100ml
এটি একটি হার্বাল প্রিপারেশন
কি জন্য ব্যবহার করবেন?
১) পাখির লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে
২) পাখির এনজাইমেটিক কার্যক্রম বৃদ্ধিতে
৩) পাখির কিডনি ভাল রাখতে এবং অরুচি দুর করতে।
কিভাবে ব্যবহার করবেন?
৩ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে পর পর ৫ দিন