27/07/2020
প্রিয় নব উদ্যোক্তা ডেইরি খামারি ভাইয়েরা,
আসসালামু আলাইকুম। আধুনিক প্রযুক্তিতে নতুন ডেইরি খামার গড়ে তুলতে হলে অবশ্যই এ বিষয়ে অভিজ্ঞ,দক্ষ এমন একজনএক্সপার্টের নিকট থেকে প্ল্যান তৈরি করিয়ে নিবেন।আপনার কাঙ্খিত খামারের আকার যত ছোট কিংবা বড় হোক না কেন, আধুনিক প্রযুক্তির প্লান অনুযায়ী অবশ্যই উন্মুক্ত ডেইরি সেড গড়ে তুলবেন। অপরিকল্পিত খামার একদিকে যেমন পশুর কষ্ট বাড়াবে, অন্যদিকে আপনি বরাবরই লোকসান গুনতে থাকবেন। ইউটিউব এর পরামর্শকদের পরামর্শ দেখে বা শুনে যেনতেনভাবে কোনক্রমেই কোন খামার গড়ে তুলবেন না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবেন। কারণ কথায় আছে, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।"
প্রিয় নব উদ্যোক্তা ডেইরি খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আধুনিক প্রযুক্তিতে নতুন ডেইরি খামার গড়ে তুলতে হল.....