Vet Doctors Pet Clinic

  • Home
  • Vet Doctors Pet Clinic

Vet Doctors Pet Clinic We provide a complete pet solution for 24/7 hours.We provide emergency home service by experience vet
(13)

Consultation

Surgery



Service

Health Check Up

Grooming

Medicine Store

Operative Service

Services

দুস্ট বিল্লির হেলথ চেক আপ এবং ভ্যাক্সিনেশন ❣️বাসায় ভেটেরিনারি ডাক্তার এর এপয়েন্টমেন্ট নিতে সরাসরি কল করুন 01608572427. 0...
09/11/2023

দুস্ট বিল্লির হেলথ চেক আপ এবং ভ্যাক্সিনেশন ❣️

বাসায় ভেটেরিনারি ডাক্তার এর এপয়েন্টমেন্ট নিতে সরাসরি কল করুন 01608572427. 01717408384(whats app)

Vet Doctor Pet clinic

বিল্লির হেলথ চেক আপ এবং ভ্যাক্সিনেশন ❣️বাসায় সরাসরি ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে কল করুন 0160857242701717408384(whats app...
04/11/2023

বিল্লির হেলথ চেক আপ এবং ভ্যাক্সিনেশন ❣️
বাসায় সরাসরি ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01608572427
01717408384(whats app)

Vet Doctor Pet Clinic

তারা সুস্থই ছিল তাদের মায়ের মতে,তার পরেও চেক আপ।বাসায় গিয়ে আমাদের ডাক্তারের চেক আপের পরে ক্রোনিক মাইট ইনফেকশন ধরা পরে।মা...
02/11/2023

তারা সুস্থই ছিল তাদের মায়ের মতে,তার পরেও চেক আপ।
বাসায় গিয়ে আমাদের ডাক্তারের চেক আপের পরে ক্রোনিক মাইট ইনফেকশন ধরা পরে।
মাইটের ইনফেকশন একটি নিরব ঘাতক।

আপনার বাচ্চাকে সুস্থ রাখতে নিয়মিত অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার এর পরমর্শ নিন।

বাসায় ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে সরাসরি কল করুন 01608572427 (24/7)
01717408384(whats app)

Vet Doctor Pet Clinic

প্রিয় পোষা বন্ধুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে Vet Doctors Pet Clinic  অঙ্গিকারবদ্ধ।আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রা...
20/09/2023

প্রিয় পোষা বন্ধুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে Vet Doctors Pet Clinic অঙ্গিকারবদ্ধ।

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) :
01608572427
01717408384 (whats app)

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Vet Doctor Pet Clinic
For the Best Treatment of Your Pet.

Contact : 01608572427 (24/7 hours)
Whats app : 01717408384

Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

.
.

ওর পায়ে সামান্য আঘাত থেকে এই অবস্থা। আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্ট দেয়ার পরে সুস্থতার দিকে যাচ্ছে..❣️ছোট কোন কিছুকেও অবহেলা...
13/09/2023

ওর পায়ে সামান্য আঘাত থেকে এই অবস্থা।
আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্ট দেয়ার পরে সুস্থতার দিকে যাচ্ছে..❣️
ছোট কোন কিছুকেও অবহেলা নয়,দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে সরাসরি
01608572427
01717408384(whats app)

মারাত্মক ডিহাইড্রেশনে ভুগতে ছিল অলিভিয়া..!বাসায় গিয়ে তার ট্রিটমেন্ট দেয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সে পুরোপুরি সুস্থ ❣️ডাক...
10/09/2023

মারাত্মক ডিহাইড্রেশনে ভুগতে ছিল অলিভিয়া..!
বাসায় গিয়ে তার ট্রিটমেন্ট দেয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সে পুরোপুরি সুস্থ ❣️

ডাক্তারের এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন
01608572427
01717408384

প্রিয় পোষা বন্ধুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে Vet Doctor Pet Clinic  অঙ্গিকারবদ্ধ।আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখ...
10/09/2023

প্রিয় পোষা বন্ধুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে Vet Doctor Pet Clinic অঙ্গিকারবদ্ধ।

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) : 01608572427
Whats app : 01717408384

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Vet Doctors Pet Clinic
For the Best Treatment of Your Pet.

Contact : 01608572427 (24/7 hours)
Whats app : 01717408384

Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

.
.

Vet Doctors Pet Clinic  এ নিউটার এবং হোম ভিজিটে ৩০% পর্যন্ত ছাড়...!! আমরা দিচ্ছি দক্ষ রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার টিম দ...
04/09/2023

Vet Doctors Pet Clinic এ নিউটার এবং হোম ভিজিটে ৩০% পর্যন্ত ছাড়...!!

আমরা দিচ্ছি দক্ষ রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার টিম দিয়ে Neuter এবং হোম ভিজিটে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট..!

ছেলে বিড়ালের Neutering এর কেন করাবেন?

➤ Neutering একধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি। এতে করে অনাকাঙ্খিত বাচ্চা উৎপাদন বন্ধ হবে।

➤ ছেলে বিড়াল Heat এ আসবে না ফলে ছেলে বিড়াল মেয়ে বিড়ালকে আকর্ষণ করবে না।

➤অযথা ডাকাডাকি এবং যেখানে সেখানে পি করা বন্ধ হবে।

➤বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে।

➤ছেলে বিড়ালকে Neuter করালে testicular cancer এবং prostate disease এর ঝুঁকি কমে।

➤ঘরের বাইরে যাওয়ার প্রবনতা কমে। ফলে অন্য বিড়ালের সাথে ঝগড়া হয় না এবং অন্য কোন দুর্ঘটনা ঘটে না।

➤বিড়ালকে দীর্ঘায়ু এবং সুসাস্থ রক্ষা করতে Neutering একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ছেলে বিড়ালের Neuter করার সঠিক সময় কোনটি?

➤বিড়ালের বয়স যখন চার–পাঁচ মাস এবং বিড়ালের ওজন অবশ্যই ২কেজির উপরে হয়, Neuter করানোর সঠিক সময়।

➤সাধারনত চার–পাঁচ মাস বয়সে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat এ আসে। তবে এটা নির্ভর করে breed এর উপর, যেমন- Persian জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে heat এ আসে।

Neutering করলে কি কোন সমস্যা হয়?

➤না,এতে বিড়ালের কোন সমস্যা হয় না।

Neutering এর পর সুস্থ হতে কত সময় লাগে?

➤দক্ষ রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার দ্বারা Neutering করালে স্বাভাবিক ভাবে ৩-৫ দিনের ভিতর বিড়াল পুরোপুরি সুস্থ হয়ে যায়।

আর তাই,
আপনার আদরের বিড়ালটির Neuter করাতে আমাদের দক্ষ রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার টিম আছে আপনার পাশে।

আমরা দিচ্ছি ২৪/৭ ঘন্টা হোম ভিজিট সার্ভিস এর সুবিধা।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন অথবা ইনবক্সে আপনার লোকেশন সহ মেসেজ করুন।

01608572427 (24/7 hours)
01717408384 (whats app)

Vet Doctor Pet Clinic

For the best treatment of Your pet.

মায়ের কোলেই বাচ্চারা সবচেয়ে নিরাপদ ❣️জম্ন পরবর্তি বেশ কিছু জটিলতা ভুগছিল ৩ দিন বয়সি বাচ্চাটি ও তার মা।আমাদের ডাক্তার বাস...
03/09/2023

মায়ের কোলেই বাচ্চারা সবচেয়ে নিরাপদ ❣️

জম্ন পরবর্তি বেশ কিছু জটিলতা ভুগছিল ৩ দিন বয়সি বাচ্চাটি ও তার মা।
আমাদের ডাক্তার বাসায় গিয়ে ট্রিটমেন্ট দেয়ার পরে আজ আলহামদুলিল্লাহ তারা দুইজন ই সুস্থ.. ❣️

For Doctor appointment : 01608572427, 01717408384 (whats app)

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।আ...
16/06/2023

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) : 01608572427
Whats app : 01717408384

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up.

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Pet Aid clinic
For the Best Treatment of Your Pet Contact with Us .
Contract : 01608572427
Whats app : 01717408384
Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
.
.

13/06/2023

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) : 01608572427
Whats app : 01717408384

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up.

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Vet Doctor Pet Clinic
For the Best Treatment of Your Pet Contact with Us .
Contract : 01608572427
Whats app : 01717408384
Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
.
.

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।আ...
03/06/2023

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) : 01608572427
Whats app : 01717408384

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up.

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Pet Aid clinic
For the Best Treatment of Your Pet Contact with Us .
Contract : 01608572427
Whats app : 01717408384
Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

এই তীব্র গরম থেকে সুরক্ষা পেতে আপনার আদরের ছোট্ট বাঘটির দরকার কিছু আলাদা যত্ন🥰বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালে...
13/04/2023

এই তীব্র গরম থেকে সুরক্ষা পেতে আপনার আদরের ছোট্ট বাঘটির দরকার কিছু আলাদা যত্ন🥰

বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালের নানা ধরনের অসুবিধা হয়। এসময় হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। আর তাই এ সময় বিড়ালের বাড়তি যত্নের প্রয়োজন হয়।
এ সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।

(১) ঘুমানোর জায়গাঃ
একটা তোয়ালে ফ্রিজে রাখুন, ঠাণ্ডা হলে বিড়ালের বিছানায় বিছিয়ে দিন। ঘর ঠাণ্ডা রাখার জন্য এয়ারকন্ডিশন, কুলার, ফ্যান ইত্যাদি চালান এবং বিড়ালকে সে ঘরে রাখুন। যদি উঁচু বিল্ডিং এ বসবাস করেন তাহলে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই জানালায় নেট লাগিয়ে নিতে হবে।

(২)খাওয়ার পানিঃ
সবসময় পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য রেখে দিতে হবে। বিড়ালের খাবারের পানিতে বরফের টুকরো মিশিয়ে দিন। এতে পানি বেশিক্ষণ ঠাণ্ডা থাকবে।
খেলাধুলাঃ এসময় বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে। উত্তেজিত হয়ে যায় এমন কোন খেলাধূলা করানো যাবে না।

(৩)বিশ্রামঃ
বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন। যদি নিয়মিত বাইরে হাঁটতে নিয়ে যান, তাহলে দীর্ঘসময় না হেঁটে কম সময় হাঁটবেন।

(৪)সূর্যের তাপঃ
বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে রাখতে হবে।

(৫)Fleas এবং Ticks মুক্ত রাখাঃ
বিড়ালকে নিয়মিত grooming করতে হবে যাতে Fleas এবং Ticks এর আক্রমন থেকে বাঁচানো যায়। এদের কামড়ে জ্বলুনি এবং চামড়ার রোগ হয়।

(৬)বয়স্ক এবং স্থূলকায় বিড়ালঃ

বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

(৭)গরমে হটাৎ অসুস্থ হয়ে গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে। পর্যাপ্ত পরিমানে পানি খেতে দিন এবং দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।

Vet Doctor Pet Clinic

For The Best Treatment of Your Pet.

You can Call Us(24/7) : 01608572427
Whats app : 01717408384

নতুন বিড়াল পুষতে চান? সঠিকভাবে পালনের জন্য বিড়াল কেনার / দত্তক নেয়ার আগে কিছু জিনিস জানা খুবই জরুরী।১) বিড়াল স্বভাবত স্ব...
30/03/2023

নতুন বিড়াল পুষতে চান?

সঠিকভাবে পালনের জন্য বিড়াল কেনার / দত্তক নেয়ার আগে কিছু জিনিস জানা খুবই জরুরী।

১) বিড়াল স্বভাবত স্বাধীন প্রকৃতির হলেও তাদের খুবই যত্নের প্রয়োজন। তাই আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকলেও ওদের জন্য কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তাই বিড়াল পোষার আগে আপনি নিশ্চিত হয়ে নিবেন যে আপনি তাদের সময় দিতে পারবেন কিনা।

২) অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে আপনার বিড়ালে এলার্জি (cat allergy) আছে কিনা।

৩) আপনার পরিবারের সবাই বিড়াল পছন্দ করে কিনা এবং সবার সম্মতি আছে কিনা তা জেনে নিতে হবে।

৪) আপনার ঘরবাড়ি কি cat proof কিনা তা নিশ্চিত হতে হবে। অনেকে নিচতলায় খোলামেলাভাবে বিড়াল পোষে আবার অনেকে উপরতলায় ঘরের মধ্যে। আপনার বাড়িটি যদি উপরতালায় হয়ে থাকে তাহলে বারান্দা/জানালায় জাল লাগিয়ে দিতে হবে যাতে বিড়াল নিচে পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে।

৫) বিড়ালকে নির্দিষ্ট একস্থানে টয়লেট করানোর অভ্যাস করা যায়।তাই কোনও জায়গায় litter box এর ব্যবস্থা করে দিতে হয় এবং তা নিয়মিত পরিষ্কার করতে হয়।

৬) চারমাসের বড় বিড়ালকে অবশ্যই vet পশু চিকিৎসকের দ্বারা Spay/ Neuter করে নিতে হবে। এটা না করালে বিড়াল কিছুদিন পরপর heat এ আসবে এবং তখন অস্বাভাবিক আচরণ শুরু করবে। Spay/ Neuter করলে বিড়াল আর বাচ্চা দিতে পারে না এবং এদের জনসংখ্যা নিয়ন্ত্রনে থাকবে।

৭) বিড়ালের জন্য সঠিক পরিমানে খাবার ও পানি সরবরাহ করতে হবে। বিড়ালের বয়স ১ মাসের কম হলে লিকুইড খাবার এবং ১ মাসের বেশি হলে সেদ্ধ করা মাছ, মাংস(মসলা ছাড়া) ভাতের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এছাড়া বিড়ালের খাবার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের Cat Food এখন অনেক জনপ্রিয় ।

৮) বিড়াল খেলতে অনেক ভালবাসে। তাকে পর্যাপ্ত খেলনা (Cat toy) ও খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। বাড়িতে অন্য বিড়াল কুকুর থাকলে প্রথমে ভয় পাবে। তবে ৩-৪ দিনের মধ্যে তারা বন্ধু হয়ে যাবে এবং এক সাথে খেলাধূলা করবে।

৯) বিড়ালের যাতে রোগ না হয় এবং তা যেন মানুষের না হয় সে জন্য প্রাণী চিকিৎসকের দ্বারা নিয়মিত check-up করাতে হবে ও সময়মত vaccine / টিকা দিতে হবে।
নিয়মিত চেকআপ, ট্রিটমেন্ট ও ভ্যাক্সিন দিতে যোগাযোগ করুন 01608572427 এই নাম্বারে।

১০) নতুন স্থানে এসে বিড়ালের সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। রাতে জেগে থাকে, না খেয়ে থাকা, না ঘুমানো, কান্নাকাটি করা, বাইরে চলে যেতে চাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবার অনেক বিড়ালের মধ্যে থেকে আসলে সে একাকীত্ব অনুভব করবে। কিন্তু ১০-১৫ দিনের মধ্যে সে নিজেকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়। আর তাই ধৈর্য ধারন করুন। এই বিড়ালটি কিছুদিনের মধ্যে আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে।

আপনার যে কোন সমস্যায় আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারা আছে আপনার পাশে।

Vet Doctor Pet Clinic.

For The Best Treatment of Your Pet.

Contact with us (24/7) hours : 01608572427

We provide 24/7 hour Home Visit by Experience Veterinary Doctor for your lovely pet.

গরমে বিড়ালের যত্ন (বিস্তারিত) :বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালের নানা ধরনের অসুবিধা হয়। এসময় হিটস্ট্রোক, ডায়রি...
15/03/2023

গরমে বিড়ালের যত্ন (বিস্তারিত) :
বিড়ালের গায়ে অনেক লোম থাকায় গরমকালে বিড়ালের নানা ধরনের অসুবিধা হয়। এসময় হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। আর তাই এ সময় বিড়ালের বাড়তি যত্নের প্রয়োজন হয়।
এ সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।

(১) ঘুমানোর জায়গাঃ
একটা তোয়ালে ফ্রিজে রাখুন, ঠাণ্ডা হলে বিড়ালের বিছানায় বিছিয়ে দিন। ঘর ঠাণ্ডা রাখার জন্য এয়ারকন্ডিশন, কুলার, ফ্যান ইত্যাদি চালান এবং বিড়ালকে সে ঘরে রাখুন। যদি উঁচু বিল্ডিং এ বসবাস করেন তাহলে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই জানালায় নেট লাগিয়ে নিতে হবে।

(২)খাওয়ার পানিঃ
সবসময় পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য রেখে দিতে হবে। বিড়ালের খাবারের পানিতে বরফের টুকরো মিশিয়ে দিন। এতে পানি বেশিক্ষণ ঠাণ্ডা থাকবে।
খেলাধুলাঃ এসময় বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে। উত্তেজিত হয়ে যায় এমন কোন খেলাধূলা করানো যাবে না।

(৩)বিশ্রামঃ
বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন। যদি নিয়মিত বাইরে হাঁটতে নিয়ে যান, তাহলে দীর্ঘসময় না হেঁটে কম সময় হাঁটবেন।

(৪)সূর্যের তাপঃ
বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে রাখতে হবে।

(৫)Fleas এবং Ticks মুক্ত রাখাঃ
বিড়ালকে নিয়মিত grooming করতে হবে যাতে Fleas এবং Ticks এর আক্রমন থেকে বাঁচানো যায়। এদের কামড়ে জ্বলুনি এবং চামড়ার রোগ হয়।

(৬)বয়স্ক এবং স্থূলকায় বিড়ালঃ

বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

(৭)গরমে হটাৎ অসুস্থ হয়ে গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে। পর্যাপ্ত পরিমানে পানি খেতে দিন এবং দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।

Pet Aid Clinic.

For The Best Treatment of Your Pet.

You can Call Us(24/7) : 01608572427
Whats app : 01717408384

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।আ...
25/02/2023

আপনার আদরের পোষা প্রাণীটিকে সুস্থ রাখতে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগন আছে আপনার পাশে।

আপনার প্রয়োজনে আমদের অভিজ্ঞ রেজিস্ট্রার ভেটেরিনারি ডাক্তারগন (২৪/৭) ঘন্টা হোম ভিজিট সার্ভিস দিয়ে থাকেন।

আধুনিক ভেটেরিনারি চিকিৎসা সেবা এখন আপনার আরো কাছে।

এপয়েন্টমেন্ট এর জন্য সরাসরি কল করুন (২৪/৭ ঘন্টা) : 01608572427
Whats app : 01717408384

আমাদের সেবা সমূহ :

1. Treatment.

2. Surgeries.

3. Medicine.

4. Vaccination.

5. Deworming.

6. Grooming.

7. Nail cutting.

8. Pet Neuter.

9. Pet Spay.

10. Pet Health Certificate & Pet Passport.

11. Microchipping of Your Pet.

12. Orthopedics.

13. Regular Health check up.

14. 24/7 hours Home visit by Experience Veterinary Doctor.

Vet Doctor Pet Clinic

For the Best Treatment of Your Pet Contact with Us .
Contract : 01608572427
Whats app : 01717408384
Email : [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

We Provide 24/7 Hours Emergency Home Visit by Experience Veterinary Doctor. Contract : 01608572427
10/02/2023

We Provide 24/7 Hours Emergency
Home Visit by Experience Veterinary Doctor.
Contract : 01608572427

বিড়ালের ফ্লু (ক্যাট ফ্লু) বিস্তারিতঃবিড়ালের সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে ক্যাট ফ্লু অন্যতম। শীত আসলেই এই রোগের প্রাদুর্...
16/12/2022

বিড়ালের ফ্লু (ক্যাট ফ্লু) বিস্তারিতঃ

বিড়ালের সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে ক্যাট ফ্লু অন্যতম। শীত আসলেই এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। এই রোগে পাশাপাশি থাকা এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়াতে পারে। এই রোগ বাচ্চা বিড়াল থেকে প্রায় সব বয়সের বিড়ালের হতে পারে। প্রতিবছর এই রোগে অনেক বিড়াল মারা যায়।

Catflu রোগের লক্ষন সমূহঃ
>>বিড়াল অনেক সময় খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়
>> বিড়ালের চোখের ঝিল্লিতে এই ভাইরাস আক্রমণ করতে পারে,চোখ লাল হতে পারে ও পানি ঝরতে পারে।
>>বিড়ালের ঘ্রাণ শক্তি কমে গিয়ে প্রচুর হাচি দিতে পারে ও পানি ঝরতে পারে।
>>শরীরে তাপমাত্রা বেশি ও থাকতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।
>>বমি হতে পারে হলুদ রংয়ের বা সাদা রংয়ের
>> ডায়রিয়া হতে পারে।
>>বিড়াল হাটতে গেলে শরীর দূর্বল হয়ে আকাবাক হয়ে হাটতে পারে।

Catflu এর প্রতিকার ও চিকিৎসাঃ
এই রোগ থেকে বিড়ালকে বাঁচাতে হলে আপনার প্রিয় পোষা বিড়ালটিকে সময় মতো টিকা দিতে হবে।শীতে ঠান্ডা লাগানো যাবে না বিড়ালের।
উপরের কোন লক্ষণ প্রকাশ পেলে সরাসরি ভেট ডক্টরের সরনাপন্ন হোন।

আপনার পোষা প্রাণীর চিকিৎসা Vet Doctor Pet Clinic সর্বদা আপনার পাশে।
Mobiile: 01608572427

শীতে বিড়ালের যাবতীয় যত্নঃশীতের সময়  বিড়ালকে বেশি অসুস্থ হতে দেখা যায়। তাই শীতকালে আপনার পোষা বিড়ালটি প্রয়োজন কিছু বাড়তি ...
13/12/2022

শীতে বিড়ালের যাবতীয় যত্নঃ

শীতের সময় বিড়ালকে বেশি অসুস্থ হতে দেখা যায়। তাই শীতকালে আপনার পোষা বিড়ালটি প্রয়োজন কিছু বাড়তি যত্নের।

(১)নরম এবং উষ্ণ বিছানা:

স্বভাবতই বিড়াল ঘুমাতে অনেক পছন্দ করে।আর শীতকালে তাদের ঘুমানোর জন্য চাই একটি নরম ও উষ্ণ বিছানা। ঘরের কোনায় তার জন্য পছন্দের একটি বিছানা তৈরি করে দিন অথবা আপনার সাথে কম্বলের উপর ঘুমাতে দিন। এতে করে সে ঘুমিয়ে আরাম পাবে এবং ঠাণ্ডায় কষ্ট হবে না।

(২)রৌদ্রস্নান
বিড়ালকে রৌদ্রস্নান করতে দিন। ঘরের যে পাশে দিনের বেলা রোদ আসে, সেদিকের পর্দা সরিয়ে উন্মুক্ত করে দিন যাতে করে ঘরের ভেতর রোদ আসতে পারে। বিড়াল রোদের আলোর উষ্ণতা খুব পছন্দ করে।

(৩)বিড়ালের খাওয়া:
খেয়াল রাখতে হবে বিড়াল ঠিক মত খাওয়া দাওয়া করছে কিনা। বিড়ালকে তার বয়স অনুযায়ী পুস্টিকর খাবার দিতে হবে যাতে সে সঠিক ক্যালোরি পায়। রেফ্রিজারেটর এর ঠাণ্ডা খাবার গরম করে দিতে হবে, সরাসরি ঠাণ্ডা খাবার দিলে বিড়ালের ঠাণ্ডা লেগে জ্বর হতে পারে।

(৪)গোসল অথবা Grooming:
বিড়াল স্বভাবতই পরিষ্কার প্রাণী এবং তারা পানি পছন্দ করে না। শীতকালে বিড়ালকে গোসল না করানই ভালো, এতে জ্বর এসে নিউমনিয়া হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। খুব যদি প্রয়োজন মনে হয় তাহলে হালকা গরম পানিতে গোসল করিয়ে, ভালো ভাবে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে হবে। প্রয়োজনে Hair Dryer দিয়ে শুকিয়ে উষ্ণস্থানে রেখে দিতে হবে।

(৫)খেলেধুলা:
শীতকালে সব প্রাণীর মধ্যেই একটু অলসতা দেখা দেয়। বিড়াল এ সময় তুলনামুলকভাবে বেশি ঘুমায়। তাই তার সাথে প্রতিদিন একটু সময় খেলাধুলা করতে হবে এবং খেয়াল রাখতে হবে তার Activity ঠিক আছে কিনা।

(৬) প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দিতে হবে:
শীতকাল আসার আগেই বিড়ালকে রোগ প্রতিরোধ করার জন্য টিকা দিতে হবে। এছাড়া জ্বর, কাশি হলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ vet এর সাথে যোগাযোগ করতে হবে।

আপনার পোষা প্রাণীর চিকিৎসায় Vet Doctor Pet Clinic সবসময় আপনার পাশে।
যোগাযোগঃ 01608572427

We Provide Only at Home Veterinary Service by Experienced Veterinary Doctors.Call us (24/7):   +8801608572427For the bes...
12/12/2022

We Provide Only at Home Veterinary Service by Experienced Veterinary Doctors.Call us (24/7): +8801608572427

For the best treatment of your pet contact with us.

Our Services :

1.Treatment.
2.Surgeries.
3.Medicine.
4.Vaccination.
5.Deworming.
6.Grooming.
7.Nail cutting.
8.Pet Neuter.
9.Pet Spay.
10.Pet Health Certificate.
11.Microchipping of Your Pet.
12.Orthopedics.
13.Home Service.
14.Health Checkup.

বাসায় সুস্থভাবে বিড়াল পালনে আপনার করণীয়ঃ (১) প্রচুর পরিমাণে মানুষের সহচার্য নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত খাবার এবং সুপে...
12/10/2022

বাসায় সুস্থভাবে বিড়াল পালনে আপনার করণীয়ঃ

(১) প্রচুর পরিমাণে মানুষের সহচার্য নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

(২)তাকে পটি করতে দেয়ার ট্রে তে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার এবং আরামদায়ক বিছানা ব্যবস্থা করুন অথবা আপনি চাইলে নিজের বিছানায় রাখতে পারেন।

(৩)আপনার বিড়ালের মধ্যে যদি কোন রোগের উপসর্গ দেখা দেয় তবে দেরি না করে দ্রুত তাকে নিকটস্থ ভেটেরিনারিয়ান এর কাছে নিয়ে যান।

(৪) ৫ মাসের পরে বিড়ালকে স্পে বা নিউটার করিয়ে নিন।

(৫)শীতের সময় বিড়ালের ভাইরাসজনিত রোগ সমূহ বৃদ্ধি পায়,তাই শীত আসার পূর্বেই আপনার বিড়ালকে অবশ্যই ভ্যাক্সিন করিয়ে নিন।

আপনার বিড়ালের যেকোন চিকিৎসা সংক্রান্ত সমস্যায় আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

Vet Doctor pet clinic
a complete pet solution.
Mobile : +8801608572427

16/07/2022

Address


Telephone

+8801608572427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Doctors Pet Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Doctors Pet Clinic:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share