Bagher Mashi - বাঘের মাসি

  • Home
  • Bagher Mashi - বাঘের মাসি

Bagher Mashi - বাঘের মাসি Persian and mixed breed cats & Kittens. We also provide foster home for your pet.
(1)

বান্দরবন ট্রিপ এর ক্ষণিকের সঙ্গী ছিল ওরা ☺️🥹❤️
10/04/2024

বান্দরবন ট্রিপ এর ক্ষণিকের সঙ্গী ছিল ওরা ☺️🥹❤️

"আসেন একটা সেল্ফি তুলি"রাফি & সুফি
25/08/2021

"আসেন একটা সেল্ফি তুলি"
রাফি & সুফি

"Hey papa, lets play hide & seek."-Tiger
23/08/2021

"Hey papa, lets play hide & seek."
-Tiger

বিড়াল পুষলে যেসব উপকার পাবেনপ্রাণী পোষা অনেকেরই প্রিয় একটি শখ। কেউ কবুতর, কেউ টিয়া, কেউ ময়নাসহ নানা পাখি পোষে। আবার কেউ ...
16/08/2021

বিড়াল পুষলে যেসব উপকার পাবেন
প্রাণী পোষা অনেকেরই প্রিয় একটি শখ। কেউ কবুতর, কেউ টিয়া, কেউ ময়নাসহ নানা পাখি পোষে। আবার কেউ কেউ কুকুর, বিড়াল কিংবা খরগোশসহ নানান চতুষ্পদ প্রাণীও পোষে থাকেন। আর আপনার যদি প্রাণী পোষার শখ থাকে, তবে আপনি বিড়াল পুষতে পারেন। কারণ বিভিন্ন গবেষণায় বিড়াল পোষার বেশ কিছু উপকারিতা পাওয়া গেছে। এটা কেবল আপনাকে আনন্দই দেবে না, আপনার ঘরের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে সাহায্য করবে।

বিড়াল পুষলে আপনি যেসব উপকারিতা পাবেন-
হৃদরোগের ঝুঁকি কমবে
কিছু গবেষণায় দেখা গেছে, যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে। ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। একটি গবেষণায় দেখা গেছে, যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ৩০ শতাংশ কম।
মিউ মিউ ধ্বনি থেরাপি ন্যায় কাজ করে
বিড়ালের মিউ মিউ ধ্বনি বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি, যা আমাদের পেশী ও অস্থির আঘাত নিরাময়ে থেরাপির মত কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৩৫ হার্জ মাত্রার শব্দতরঙ্গ আঘাতপ্রাপ্ত অস্থির সন্ধির ওপর ইতিবাচক প্রভাব রাখে। যেহেতু বিড়াল ২০ থেকে ১৪০ হার্জের মধ্যে শব্দ উৎপাদন করে থাকে, ফলে এটা অস্থিসন্ধি ও পেশীর চিকিৎসায় থেরাপি হিসেবে ভূমিকা রাখতে পারে।
ভালো ঘুম হবে
অনেকেই মনে করেন বিড়াল থাকলে এর মিউ মিউ শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাবে। কিন্তু গবেষণা বলছে, বিড়ালের উপস্থিতিতে আপনার ঘুম আরও ভালো হবে। শুধু তাই নয়, মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে, বিড়াল পোষেন এমন ব্যক্তিদের ৪১ শতাংশ মনে করেন, বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে, যেখানে মাত্র ২০ শতাংশ এটাকে বিরক্তিকর মনে করেছেন।
রাগ ও উদ্বেগ কমাবে
গবেষণায় দেখা গেছে, যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায়, তখন তাদের দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পায়। এটা ব্যক্তির রাগ, উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে। তাই দুশ্চিন্তামুক্ত থাকতে আপনি বিড়াল পোষতে পারেন।
শিশুর অ্যালার্জি হবার ঝুঁকি কম
২০০২ সালে ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে, এক বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম।
পরিবেশের জন্যও ভালো
২০০৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, কুকুরের তুলনায় বিড়াল অনেক কম খাবার খায়। তাই পরিবেশের জন্যও বিড়াল কুকুরের তুলনায় অনেক ভালো। তাছাড়া ইঁদুরের যন্ত্রণায় যারা অতিষ্ঠ, তারা বাসায় বিড়াল পোষতে পারেন। কারণ বিড়াল হচ্ছে ইঁদুরের যম। এটা খুব ভালো ইঁদুর শিকার করতে পারে, যা আপনাকে ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে।
ব্যক্তি স্মার্ট হয়
যেসব ব্যক্তি বিড়াল পোষে তারা স্মার্ট হয়ে থাকেন। এর মানে এটা নয় যে বিড়াল তাদেরকে স্মার্ট বানায়। বরং তারা অনেক ব্যস্ততার পরও বিড়ালের সেবা-যত্ন করে থাকেন। এভাবে তারা নিজেদের প্রতিও যত্নশীল হয়, যা তাদেরকে স্মার্ট হতে সাহায্য করে।
বিভিন্ন ধরণের অপশক্তি দূর করে
যারা জিন, ভূত, প্রেত বা এ ধরণের বিভিন্ন অতিপ্রাকৃতিক অপশক্তিতে বিশ্বাস করেন, তাদের জন্য বিড়াল খুব ভালো একটি বন্ধু। বিশ্বের বিভিন্ন দেশে এই ধারণা প্রচলিত আছে যে, বিড়াল ঘর থেকে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা শক্তিকে দূর করে থাকে। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে।
সময় কাটানোর সঙ্গী
সর্বোপরি, বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়গুলো আপনি পোষা বিড়ালের সঙ্গে কাটাতে পারেন, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে।

Sleeping time..good night
10/08/2021

Sleeping time..good night

Bazar er shathe free dise🤣🤣
10/08/2021

Bazar er shathe free dise🤣🤣

09/08/2021
Happy world cat day 🥰🥰🥰
08/08/2021

Happy world cat day 🥰🥰🥰

07/08/2021

আমাদের ডালিমকুমার। ওর জন্য রাজকুমারী লাগবে। ছেলে বড় হয়ে গেছে।
তবে মাঝে মধ্যে আমাদের সুফির সাথে ইটিশ পিটিশ করার চেষ্টা করে। সুফি এখনো ইস্কুলে পড়ে। বাচ্চা মেয়ে। তাই বেল দেয় না।
ভদ্র ছেলে ডালিম, রাস্তার ছেলেদের মত উত্যাক্ত করে না। চুপ করে সরে এসে আমাদের সাথে খেলা করে।

"Posing as chinese wiseman"-Ginie
01/08/2021

"Posing as chinese wiseman"
-Ginie

বাপ বেটার ঘুম।🥰🥰🥰
09/07/2021

বাপ বেটার ঘুম।🥰🥰🥰

06/07/2021

Good morning 🌅

03/07/2021

Our hutums family ❤️

ওই কয়টা বাজে? আলিশা বেটি।
03/07/2021

ওই কয়টা বাজে? আলিশা বেটি।

03/07/2021

❤️❤️❤️

01/07/2021
One of the newest members of the family.
22/06/2021

One of the newest members of the family.

কত্তো বড়ো ফাঁকিবাজ দেখো, একজন কাজ করে কুল পায়না আর আরেকজন ঘুমায় কুল পায়না 😅😅🤣🤣
18/06/2021

কত্তো বড়ো ফাঁকিবাজ দেখো, একজন কাজ করে কুল পায়না আর আরেকজন ঘুমায় কুল পায়না 😅😅🤣🤣

"ঘুম থেকে উঠো, সকাল হইসে। আমার ক্ষিদা লাগসে। খাবার দিয়া আবার ঘুমাও "-মিম
14/06/2021

"ঘুম থেকে উঠো, সকাল হইসে। আমার ক্ষিদা লাগসে। খাবার দিয়া আবার ঘুমাও "
-মিম

"আমাদের লেজকাটা শিয়াল"-মায়া
09/06/2021

"আমাদের লেজকাটা শিয়াল"
-মায়া

"Good morning, আমি বিছানায় পি করি নাই।"  -ছোট এলাচি
02/06/2021

"Good morning, আমি বিছানায় পি করি নাই।" -ছোট এলাচি

ঘুমের স্টাইল দেখলে মনে হয় জগতের কোনো টেনশন নাই, ঘুমই সব।-জিনি & সুফি
28/05/2021

ঘুমের স্টাইল দেখলে মনে হয় জগতের কোনো টেনশন নাই, ঘুমই সব।
-জিনি & সুফি

24/05/2021

আরে ভাই শান্তিতে বসে আছি জ্বালাও কেন। বাপগুলা এতো বদ কেন হয় ভাই?🤔🤔😁

আমার বাবা টা যাকে আমি বাসায় আনার পর নাম দিয়েছিলাম মানিক।আজকে ওর নিউটার করিয়ে আনলাম। আলহামদুলিল্লাহ ওহ ভালো আছে। কেউ ন...
21/05/2021

আমার বাবা টা যাকে আমি বাসায় আনার পর নাম দিয়েছিলাম মানিক।আজকে ওর নিউটার করিয়ে আনলাম। আলহামদুলিল্লাহ ওহ ভালো আছে। কেউ নিতে চায় নাই যখন এডপ্ট পোস্ট দিয়েছিলাম।দরকার নাই ভাই।আমার মানিক আমার কাছেই থাকবে।কে বা কারা এমন একটা বাচ্চা রাস্তায় ফেলে দিয়েছিলো জানিনা।কিন্তু যেই হোক আমি ওকে ধন্যবাদ জানাই।উনি বা উনারা এই মহৎ কাজটা না করলে আমি ওকে কোথায় পেতাম।দুয়া করবেন ওর জন্য যেনো ভালো থাকে

16/05/2021

এই হচ্ছে সেমাই। মায়াবি চেহারার সেমাইয়ের জন্মগত ভাবেই ভোকাল কর্ডে সমস্যার কারনে ও কথা বলতে পারে না। গলায় কোনো আওয়াজ না থাকার কারনেই হয়তো কেও ওকে রাখতে চায়নি। উত্তরায় কোনো এক ভাইয়া একরকম "জঞ্জাল ফেলে দিয়ে বাচিঁর" মত করে আমাদের হাতে দিয়ে চলে যায়। পাঁচটা হাত বদল হয়ে যখন আমাদের হাতে এসে পৌছায় তখন ওর মানূষের উপর থেকে একরকম বিস্যাস উঠে গিয়েছিল। সবার একটাই অভিযোগ সেমাইয়ের বিরুদ্ধে, ও নাকি মিশুক না। নিজের চোখেই দেখে যাচাই করে নিন। সেমাই মিশুক কি না।

জেরী আর স্নো, দুই বোন। আগে যার কাছে ছিল কোনো কারণে তারা দেখাশুনা করতে পারতেন না। ঠিকমত খাবার পানি না পেয়ে ২ জনই শুকায়ে গ...
09/05/2021

জেরী আর স্নো, দুই বোন। আগে যার কাছে ছিল কোনো কারণে তারা দেখাশুনা করতে পারতেন না। ঠিকমত খাবার পানি না পেয়ে ২ জনই শুকায়ে গিয়েছিল। আর দিনের পর দিন ওদেরকে বাস্কেটে আটকে রাখা হত। ট্রমাটা এতই বেশি ছিল যে আমরা নিয়ে আসার ২ মাস পরেও স্নো খোলা পেলে বাস্কেটের ভিতরেই যেয়ে বসে থাকে।
এখন মাশাআল্লাহ দুই জনই পুরাপুরি সুস্থ্য। ভ্যাক্সিন, ডিওয়ারম করা হয়েছে। তাদের পছন্দের যায়গা ক্যাবিনেট আর ফ্রিজের উপর বাস্কেট। সারাদিন খায় আর ল্যাটায়ে পড়ে থাকে পছন্দের যায়গায়।

New member in Bagher Mashi family. -Puchki
05/05/2021

New member in Bagher Mashi family.
-Puchki

03/05/2021

কে বলবে যে এই বাচ্চাটাকে আমি ৩ দিন আগে পাশের রোডের গ্যারাজ থেকে নিয়ে আসছিলাম। কেমন করে যায়গাটা করে নিয়েছে। সবাই বলে এডাল্ট ক্যাট ম্যাচ করে না অথবা টাইম নেয়। কিন্তু ও সব ধারণা বদলে দিবে। মাশাল্লাহ..... আমি ওর নাম "মানিক' দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে ও রেস্পন্স ও করে। সবাই ওর জন্য দোয়া করবেন।

 Very friendly and cute adult male Age 1 year+Potty trainedFood habit: fish/meat+ riceLocation: mirpur 11.5
01/05/2021


Very friendly and cute adult male
Age 1 year+
Potty trained
Food habit: fish/meat+ rice
Location: mirpur 11.5

28/04/2021

"Just playing around"
-Rushi

Address


Telephone

+8801772710669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagher Mashi - বাঘের মাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share