Vet Assistant

Vet Assistant Muhammad Sujon. Veterinary Assistant. experience 2 years+ in Dog and Cat Nursing. I/V saline expert.

Offer💰💴💵💶💷Cat Vaccination   🐾💉
09/01/2023

Offer💰💴💵💶💷

Cat Vaccination 🐾💉

03/01/2023

😆🤣

26/09/2022
✅➡️ স্পে♀️ বা নিউটার♂️ কি?Spaying ♀️এবং Neutering♂️ হচ্ছে ছোট এক ধরনের অস্ত্রোপচার যার মাধ্যমে পশু চিকিৎসক (Veterinarian...
12/08/2022

✅➡️ স্পে♀️ বা নিউটার♂️ কি?

Spaying ♀️এবং Neutering♂️ হচ্ছে ছোট এক ধরনের অস্ত্রোপচার যার মাধ্যমে পশু চিকিৎসক (Veterinarian)⚕️ বিড়ালের প্রজননতন্ত্র ফেলে দেয়। যার ফলে তারা বংশবৃদ্ধি করতে পারে না। মেয়ে বিড়ালের অস্ত্রোপচারকে বলে Spay আর ছেলে বিড়ালের অস্ত্রোপচারকে বলে Neuter। Spaying এর মাধ্যমে মেয়ে বিড়ালের প্রজননতন্ত্র যেমন- ovaries, fallopian tubes and uterus ফেলে দেওয়া হয়। Neutering এর মাধ্যমে ছেলে বিড়ালের testicles ফেলে দেওয়া হয়।

◈ Spaying এবং Neutering এর উপকারিতা:

• Spaying এবং Neutering একধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। এতে করে অনাকাঙ্ক্ষিত বাচ্চার সংখ্যা কমে যায়।
• বিড়াল Heat এ আসে না ফলে মেয়ে বিড়াল ছেলে বিড়ালকে আকর্ষণ করবে না।
• বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে।
• মেয়ে বিড়ালকে Spay করালে বিড়ালের মরণ ঘাতী কিছু অসুখ Mammary Gland Tumors, Ovarian or Uterine Cancer, Breast Cancer ইত্যাদি থেকে বিড়ালকে রক্ষা করা যায়।
• ছেলে বিড়ালকে Neuter করালে testicular cancer এবং prostate disease এর ঝুঁকি কমে।
• ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমে। ফলে অন্য বিড়ালের সাথে ঝগড়া হয় না এবং অন্য কোন দুর্ঘটনা ঘটে না।
• বিড়ালের Spraying বন্ধ করে।
• বিড়ালকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখে।

◈ কখন করাবেন?

বিড়ালের বয়স যখন চার–পাঁচ মাস এবং বিড়ালের ওজন অবশ্যই ২ কেজির উপরে হয়, তখনই Spay অথবা Neuter করানোর সঠিক সময়। সাধারণত চার–পাঁচ মাস বয়সে বিড়াল sexually mature হয় অর্থাৎ heat এ আসে। তবে এটা নির্ভর করে breed এর উপর, যেমন- Persian জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে heat এ আসে।
©

মাঝে মাঝেই আমাদেরকে দুইটা কমন প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন দুটো হচ্ছে-১. পি-পটি ট্রেইন্ড বিড়াল, তাও হুট করে যেখানে সেখ...
11/08/2022

মাঝে মাঝেই আমাদেরকে দুইটা কমন প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন দুটো হচ্ছে-
১. পি-পটি ট্রেইন্ড বিড়াল, তাও হুট করে যেখানে সেখানে পি করছে কেনো?
২. নিউটার করালাম, তাও যেখানে সেখানে পি করা বন্ধ হচ্ছে না।
আজকে এই বিষয় দুটো আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করবো।

বিড়ালের ভাষা প্রকাশের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তার আচরণ। তার আচার - আচরণ দিয়েই বেশিরভাগ বিষয় বোঝানোর চেষ্টা করে। যেখানে সেখানে পি করা, এটাও এক প্রকার ভাষাগত আচরণ, যার মাধ্যমে বিড়াল কিছু প্রকাশ করতে চায়, কিন্তু দূর্ভাগ্যবশত (বিড়ালের) , এই স্বভাব বিড়ালের মালিকের জন্য এক প্রকার যন্ত্রনার সমতুল্য।
বিড়াল কেনো এভাবে পি স্প্রে করছে এটা জানলে আপনি এবং আপনার বিড়াল দুইজনেরই উপকার।

প্রথমে, আপনাকে বুঝতে হবে এই পি স্প্রে ( urine spray) বিষটা কি?
বিড়াল যখন নরমাল ভাবে ,( horizontal position ) পি না করে অন্য ভাবে, দেয়ালে সোফায়, খাটে, চেয়ারের পায়াতে অন্য ভাবে (vertical position ) পি করে, সেটাকে পি স্প্রে করা বলে। স্প্রে করা কালীন , প্রসাবের পরিমান অল্প থাকলেও, দুর্গন্ধ থাকে প্রচুর।
ছেলে-মেয়ে উভয় বিড়ালই স্প্রে করে, তবে ছেলে বিড়াল বেশি করে স্প্রে করে। এর মধ্যে, নন-নিউটার্ড ( non- neutered) বিড়ালের প্রসাবে দুর্গন্ধ বেশি থাকে।

এখন, আসি, ছেলে বিড়াল কেনো পি-স্প্রে করে?
এই কারনকে দুইভাগে ভাগ করা যেতে পারে।
১. Environmental Stressor
২. Territorial behavior
এনিভাইরনমেন্টার স্ট্রেস বলতে বাসায় নতুন মানুষ, মেহমান আসা, নতুন কোনো বিড়াল/ কুকুর আসা, বাড়ির স্ট্রাকচার চেঞ্জ করা যেমন আসবাব পত্র স্থান পরিবর্তন, একই খাবার খেতে খেতে বিরক্ত, লিটার বক্স পছন্দ না, লিটার পছন্দ না, ময়লা লিটার বক্স।
ব্যসিকালি, বিড়াল যখন আপসেট/ স্ট্রেস এর মধ্যে থাকে তখন স্প্রে করে। তবে, বিড়াল আপসেট আছে এটা বোঝাও কিন্তু মালিকের জন্য ভালো রকমের সমস্যা।
টেরিটোরিয়াল বিহেব টা হচ্ছে আশে পাশে আরো বিড়াল আছে, যাদের উপস্থিতি বাড়ির বিড়াল বুঝতে পারছে। এর কারনে ভিতরে ভিতরে একটা কম্পেটিশন শুরু হয়ে যায়। নিজের এলাকা মার্ক করা শুরু করে।
মানে, ওইখানে সে স্প্রে করে বোঝাচ্ছে এইটা আমার এলাকা, অন্য বিড়াল এই এলাকায় যেনো না ঢুকে, ঝামেলা না করে। এই স্বভাব সকল Feline and Canine এনিম্যালের মধ্যেই আছে।

এখন প্রশ্ন হচ্ছে, নিউটার করানোর পরেও কি বিড়াল পি-স্প্রে করবে/ করে?
এটা বুঝতে গেলে বিড়ালের হরমোনার রেগুলেশন বুঝতে হবে। ছেলে বিড়ালের এই ধরনের কর্মকান্ড গুলোর পিছনে দ্বায়ী টেস্টোস্টেরন নামক হরমোন। নিউটার করলে এই হরমোন উৎপাদন বন্ধ হয় ঠিকই কিন্তু অভ্যাস থেকে যায়। তাতে নিউটার করাবোর পরেও বিড়াল স্প্রে করে। তার মানে যত দ্রুত সম্ভব নিউটার করতে হবে। আবার নিউটার করানোর পরের দিনই স্প্রে বন্ধ হবে এমন না। এই যে হরমোনের একটা ইম ব্যালেন্স হয়ে গেলো, সেটা ঠিক করতেই ১ থেকে ১.৫ মাস লেগে যায়। এরপর পি-স্প্রে করা বন্ধ হয়। পরিসংখ্যান থেকে দেখা গেছে, ৯০% বিড়ালই নিঊটারের পর আর স্প্রে করে না। ১০% ক্যাট আজীবন স্প্রে করে। মানে নিউটার করানোর পর, বিড়াল যদি আপসেট থাকে, স্ট্রেসে থাকে, তাহলে স্প্রে করতেই পারে।

বিড়ালের স্প্রে করা বন্ধ করা যায় কিভাবে?

১. নিউটারিংঃ এটা স্প্রে বন্ধ করার বেস্ট সল্যুশন। আর নিটার করানোর উপযুক্ত সময় সেক্সুয়াল ম্যাচুরিটি আসার পর পরই । বয়স্ক/ বড় বিড়ালকেও করানো যায়, কোনো সমস্যা নেই। অনেকেউ ভাবেন, নিউটার করানো সেফ তো? জ্বী ১০০% সেইফ। এখন আপনি কোন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছন ,তার সার্জারীর দক্ষতা কেমন এটাই মেইন বিষয়।

২. পি স্প্রে এর গন্ধ দূর করুন। বিড়াল যদি স্প্রে করে থাকে, তাহলে তাকে ঐ জায়গা চেনার রাস্তা বন্ধ করেন। স্যানিটাইজার, ভিনেগার, ডেটল, ডিওডোরেন্ট , সেটা দিয়ে সম্ভব, ঐ দূর্গন্ধ দূর করুন।

৩. লিটার বক্সে সমস্যা হলে চেঞ্জ করুন। আবদ্ধ লিটার বক্স ব্যবহার পরিহার করুন। লিটার চেঞ্জ করুন নিয়মিত। লিটারে ময়লা রাখবেনা না। পি-পটি করার পর যত দ্রুত সম্ভব পরিস্কার করুন

৪. বিড়ালের আপসেট/ স্ট্রেস থাকলে দূর করুন। মেহমান আসলে পছন্দ না করলে মেহমানের সামনে নিবেন না। খেলা করুন। খেলতে দিন। বিড়ালের সংখ্যা বাড়াবেন না। এরা আদুরে প্রানী। আদর কম হচ্ছে বুঝতে পারে, সম্ভাননা আছে বুঝতে পারলে রিয়াক্ট করে।

৫. বিড়ালের এন্টি ডিপ্রেসন সাপ্লিমেন্ট দিন। এঞ্জাইটি (anxiety issue) থাকলে ডাক্তারের সাথে কনসাল্ট করুন। মেডিকেশন করে রিলিফ রাখুন।

৬. স্পেশাল ডায়েট দিন। ট্রিট দিন। নিউট্রিশনাল ব্যালেন্স রাখুন। এটা করতে গিয়ে খুব বেশি ভ্যারিয়েশন আনবেন না। যেটা বেশি খায়/ খেতে পছন্দ করে, সেটা মাঝে মাঝে দিবেন, কথা শুনলে, কথা মত কাজ করলে, পুরস্কার হিসেবে দিবেন।

এরপরেও কোনো সমস্যা মনে করলে ভেটেরিনারিয়ান এর কাছে নিয়ে যান। সমস্যা খুলে বলবেন। রাখঢাক/ তথ্য গোপন করলে আপনারই লস।

© Vet-Abdur Rajjak sir

PARACETAMOL⚠️ INTOXICATION IN CAT ⚠️Most of the pet owners give Paracetamol to their pets specially  cats & dogs as an a...
11/08/2022

PARACETAMOL⚠️ INTOXICATION IN CAT ⚠️

Most of the pet owners give Paracetamol to their pets specially cats & dogs as an analgesic, anti inflammatory drugs even sometimes our Professionals making mistake giving Acetaminophen where there is fever of cat & dog which is seriously harmful. Cat is much more sensitive to Paracetamol than dog . Cats do not have the enzyme needed to breakdown Paracetamol safely, instead dangerous compounds are formed within their bodies . It causes damage of liver , kidney, lysis of red blood cells & reducing its number as a result haemoglobin reacts with the complicated compounds produce methemoglobin which cannot carry oxygen to the tissues resulting bluish discolouration of body ( Cyanosis) , because of liver damage jaundice will develop making the body yellow tinge . Cat will suffer from depression, weak ,rapid breathing, high heart rate , panting , abdominal pain , Vomiting, drooling. Swelling of face & paws . Cats & dogs can be given meloxicum , Tolfenamic acid as analgesic, antipyretic, anti inflammatory drugs as per therapeutic doses . One Napa tab containing 500 mg Paracetamol can kill a cat of weighing 4 to 5 kg body weight . Normally Paracetamol at a dose rate of 50 to 100 mg /kg body weight is much toxic even less than 10 mg / kg can cause Paracetamol intoxication. Paediatric preparations are equally toxic for cat . Activated Charcoal ( Ultracarbon tab) can be given to prevent further absorption of poison, specific antidote Acetylcysteine at a dose rate of 70 to 100 mg/ mililiter per kg can be given orally or intravenously along with intravenous saline, in breathing problems allow oxygen supply, liver tonic supplements, Electrolytes can be given . If possible blood transfusion can achieve good recovery. Despite of all aggressive treatment cat may not recover because excessive absorption of toxin & delaying treatment. As pet lover & as pet practitioner we should be well aware of Paracetamol. It's for all .
(Copied from Dr. Maqsudul Hasan)

খেলা হবে!....🤪🙂
04/04/2022

খেলা হবে!....🤪🙂

Dog🐕 & Cat🐱  Vaccine available now!Call us before Come. Contact: 01910-167091( Home Call Available!!! )
02/02/2022

Dog🐕 & Cat🐱 Vaccine available now!

Call us before Come.

Contact: 01910-167091

( Home Call Available!!! )

02/02/2022
02/02/2022

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Vet Assistant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Assistant:

Share


Other Tejgaon pet stores & pet services

Show All