28/04/2024
প্রচন্ড গরমে আমাদের মতো পশুপাখিদেরও অনেক কষ্ট হয়।তফাৎ শুধু এটুকুই,আমরা বলতে পারি,ওরা বলতে পারেনা।এই গরমে পশুপাখিদের হিটস্ট্রোকও বাড়ছে।ওদের এই সময়ে আমাদের সাধ্যমতো যত্ন করতে হবে,যথাসম্ভব ঠান্ডা পরিবেশে রাখতে হবে।পানি খেতে দিতে হবে।সাথে সাথে ছোট বাটিতে করে পানি আমরা রাস্তায়,বারান্দায় বা ছাদেও রেখে দিতে পারি।সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির যত্ন করাই মনুষ্যত্ব।
ধন্যবাদ।
https://www.facebook.com/100064795420421/posts/833473498822490/?app=fbl