একটি টিউবওয়েল স্থাপনের মাধ্যমে কয়েকটি পরিবারের পানির কষ্ট দূর হল
আজ আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া বাজার হতে একটি টিউবওয়েল সংগ্রহ করে নিয়ে যাব শ্রীকোলা গ্রামে। সেখানে কয়েকটি নিম্ন আয়ের মানুষ একসঙ্গে বসবাস করেন কিন্তু তাদের টিউবওয়েল না থাকায় প্রচন্ড কষ্ট দিন যাপন করতে হচ্ছে। পরিবারের প্রয়োজনীয় পানি তাদেরকে দূর দূরান্ত হতে কষ্ট করে টেনে আনতে হয়। আজ আমরা এই টিউবওয়েলটি তাদের বাড়ীর আঙ্গিনায় স্থাপন করে দিব।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler
Email: [email protected]
Contact: 01717-821712
শীতের সকালে শ্রীকোলা বাজার হতে বিলের বোয়াল আইড় রুই মাছ নিয়ে আসলাম
কুয়াশাঘেরা শীতের সকালে আজ বের হয়েছি উল্লাপাড়ার শ্রীকোলা বাজারের উদ্দেশ্যে। খুব ভোর হতে জমে ওঠে উল্লাপাড়ার উপকন্ঠে অবস্থিত শ্রীকোলা বাজার। স্বাস্থ্য সচেতন মানুস সকালে হাটতে হাটতে চলে আসেন শ্রীকোলা বাজারে। কৃষক তাদের উৎপাদিত পন্য নিয়ে নিয়ে চলে আসেন সকালের এই বাজারে। টাটকা শাক সবজী ছাড়াও বাজারে পাওয়া যায় নদী বিলের জ্যান্ত বিভিন্ন প্রজাতির মাছ। আমি আজ এই বাজার হতে বিলের দেশী বোয়াল মাছ, আইড় মাছ এবং সঙ্গে রুই ও চিংড়ি মাছ নিয়ে নিলাম।
গ্রামের বাড়ী যেন এখন ভূতুরে বাড়ী
সকালে বাজারে গিয়ে দুটি বরিশালের ইলিশ মাছ আনলাম। অনেকদিন পর আজ গ্রামে যাব। কদিন প্রচুর বৃষ্টি হচ্ছে। বাড়ীর উঠানে শুকানো হচ্ছে পাটকাঠি। গ্রামের বাড়ীতে কেউ বসবাস না করার কারনে গ্রামের বাড়ীটি একদম ভূতুরে বাড়ী হয়ে গেছে। বাড়ীর চারিপাশ ঘন জঙ্গলে ভরে গেছে। আজ বাড়ীঘর পরিস্কার হবে এবং ইলিশ মাছের স্পেশাল রেসিপি হবে।
বড় কাতলা মাছ দিয়ে দুপুরের জম্পেস খাওয়া
সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি বাজার থেকে ইলিশ আর বড় কাতল মাছ নিয়ে আসলাম। আজ দুপুরের খিচুরি দিয়ে বড় মাছ জম্পেস খাওয়া দাওয়া হবে।
বিলের পাশে সুন্দর গ্রামীন হাট উধুনিয়া হাট
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া হাট বেশ প্রসিদ্ধ হাট। হাটের দিনে নৌকায় ও গাড়ীতে করে বিক্রেতার পন্য নিয়ে আসেন। কৃষকেরা তাদের উৎপাদিত পন্য নিয়ে আসেন হাটে। হাট বসে সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার। হাট পরিক্রমায় আজ এসেছি উল্লাপাড়ার উধুনিয়া হাটে।
গ্রামের হাট থেকে দুটি দেশী মোরগ আনলাম
আজ আমি গিয়েছিলাম গ্রামের একটি হাটে। প্রথমে বটগাছের নীচের সেলুনে বসে চুল কাটালাম এরপর হাটে বসে খেলাম আখ। এই হাটটি দেশী মোরগ মুরগী আর হাঁসের জন্য বিখ্যাত। আমি আজ গ্রামের হাট থেকে প্রথমে দুটি দেশী মোরগ আর এরপর একটি তাজা বড় কার্প মাছ নিলাম।
সারারাতের বাস ভ্রমন শেষে সমুদ্রকন্যা কুয়াকাটায়
আমরা রাত ৮ টায় কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুর করলাম। এটা খুবই দীর্ঘ একটা যাত্রা উল্লাপাড়া থেকে কুয়াকাটা। মোট ১২ ঘন্টা সময় লগবে কুয়াকাটা পৌছাতে। সারারাতের ভ্রমন শেষে অবশেষে আমরা সমুদ্রকন্যা কুয়াকাটা পৌছালাম।
উল্লাপাড়ার বোয়ালিয়া গ্রামীন হাট বাজার
সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ একটি গ্রামীন হাট বোয়ালিয়া হাট। এই হাটটি মূলত গবাদী পশুর জন্য বিখ্যাত। পাশাপাশি এই হাটে পাওয়া যায় দেশী হাঁস মুরগী ও টাটকা শাক সবজী। রবিবার বসে গ্রামীন এই হাটটি। আজ আমরা বোয়ালিয়া হাটের শাক সবজী, মাছ ও হাঁস মুরগীর বাজার ঘুরে দেখবো।
বড়হর গ্রামীন হাটের সবজী ও মাছ বাজার
সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্রামীন হাট বড়হর হাট। এই হাটে পাওয়া যায় টাটকা শাক সবজী ও মাছ মুরগী। আজ আমি ছোট গ্রামীন হাটটি দেখবো।
ঈদের পর খামারীরা হাট থেকে কেমন গরু সংগ্রহ করছেন
পবিত্র ঈদ উল আযহা সম্পন্ন হবার পর খামারীরা আবার তাদের খামারে পালন করার উদ্দেশ্যে হাট থেকে গরু সংগ্রহ করছেন। আর তাই হাটে এখন কেমন গরু আমদানী হচ্ছে সেটা জানার জন্য আজ আমরা এসেছি উল্লাপাড়ার বিখ্যাত বোয়ালিয়া হাটে।
ধান দিয়ে হাট থেকে আনলাম বড় কাতলা মাছ
হাটে গিয়েছিলাম ধান নিয়ে। ১২২০ মন দরে ধান দিলাম। এরপর হাট থেকে বাজার করলাম বড় কাতলা মাছ, পিয়াজ আর তাল।
উল্লাপাড়া বোয়ালিয়া হাট থেকে সব ধরনের ছাগল দেখলাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ার বোয়ালিয়া হাট বেশ প্রসিদ্ধ গবাদী পশুর হাট। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। বোয়ালিয়া হাটে পাওয়া যায় দেশী ও সংকর জাতের বিভিন্ন প্রজাতির ছাগল ও ভেড়া। আজ আমরা বোয়ালিয়া হাট থেকে বিভিন্ন প্রজাতির ছাগল দেখবো ও আপনাদের দেখাব ।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler
গ্রামের গয়হাট্টা হাট থেকে মাছ সবজী আনলাম
আজ এসেছি উল্লাপাড়ার গয়হাট্টা হাটে। এই হাটে প্রচুর টাটকা শাক সবজী ও মাছ পাওয়া যায়। আজ আমি এই হাট থেকে টাটকা সবজী ও বিলের মাছ সংগ্রহ করবো।