14/08/2024
দয়া করে সবাই একটু পড়বেন ,🙏
আমরা নিরূপায় হয়ে আপনাদের কাছে এসেছি 🙏🙏
কুকুরটির 8 তারিখ সকালে হাইরোডে অ্যক্সিডেন্ট হয় ,আমরা বুঝতে পারিনা প্রথমে যে কোথায় লেগেছে কিন্তু কোনো ভাবেই উঠে দাডানোর ক্ষমতা ছিল না ।ট্রিটমেন্ট শুরু হয় ,পরের দিন ট্রিটমেন্ট চললেও অবস্হা খুব বেশি খারাপ হতে শুরু করে,খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় ,আমরা যত তারাতারি সম্ভব কৃষ্ণনগর নির্মল ভেট ক্লিনিক এ নিয়ে যাই ,সেখান থেকে ওর x-ray করা হয়।তাতে ধরা পরে ওর হিপ জয়েন্ট যায়গা থেকে সরে গেছে।যার জন্য ওর যত শিঘ্রই সার্জারি প্রয়োজন যার নূন্যতম খরচা 10k( post operative care ছাড়া ) , টয়লেট ,পটি সব কিছু সমস্যা হচ্ছিল ,এবং মেয়ে কুকুর বলে ভবিষ্যতে ও প্রগন্যেন্ট হলে ও বাচ্চা প্রসব করতে পারতো না ,আর না হলে ওকে স্টেরিলাইজ করে ফেলতে হতো বলে ডাক্তারবাবু জানান । আমরা সার্জারি করবো বলে প্রস্তুতি নিতে শুরু করি .কিন্তু সমস্যা দেখা দেয় তার পর থেকে ,দিন দিন ওর পেট ফুলতে শুরু করেছে ,আজ ১৪ তারিখ এই কটা দিন কেন খাবার ছাড়া শুধু জল খেয়ে আর দুবেলা সেলাইন ওপর ও বেচে আছে ।ডাক্তার জানিয়েছেন যত শিঘ্র সম্ভব ওর USG আর BLOOD TEST করাতে যার খরচা কম করে 4k মত ।এবার ট্রিটমেন্টের কোন টার এখান থেকে করে সম্ভব না যার জন্য ওকে নিয়ে যেতে হবে বারাসাত,তার জন্য গাড়ি ভাড়া লাগবে 4k কম বেশি হতে পারে । আপনাদের সকলের কাছে অনুরোধ ওকে বাঁচাতে আমাদের আর্থিক ভাবে সাহায্য করুন ।আমরা আর্থিক সাহায্য ছাড়া নিরূপায় ।আপনারা যে যেমন পারেন যত টুকু পারেন সেই টুকু সাহায্যের হাত বাড়িয়ে দিন ।🙏🙏🙏🙏
Gpay -phone pay -7980387984
Mouhena Sarkar .🙏🙏🙏🙏🙏🙏
Love For Paws Dhubulia ..