Love For Paws

Love For Paws Animals care group.
(1)

দয়া করে সবাই একটু পড়বেন ,🙏আমরা নিরূপায় হয়ে আপনাদের কাছে এসেছি 🙏🙏কুকুরটির 8 তারিখ সকালে হাইরোডে অ্যক্সিডেন্ট হয় ,আমরা...
14/08/2024

দয়া করে সবাই একটু পড়বেন ,🙏
আমরা নিরূপায় হয়ে আপনাদের কাছে এসেছি 🙏🙏
কুকুরটির 8 তারিখ সকালে হাইরোডে অ্যক্সিডেন্ট হয় ,আমরা বুঝতে পারিনা প্রথমে যে কোথায় লেগেছে কিন্তু কোনো ভাবেই উঠে দাডানোর ক্ষমতা ছিল না ।ট্রিটমেন্ট শুরু হয় ,পরের দিন ট্রিটমেন্ট চললেও অবস্হা খুব বেশি খারাপ হতে শুরু করে,খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় ,আমরা যত তারাতারি সম্ভব কৃষ্ণনগর নির্মল ভেট ক্লিনিক এ নিয়ে যাই ,সেখান থেকে ওর x-ray করা হয়।তাতে ধরা পরে ওর হিপ জয়েন্ট যায়গা থেকে সরে গেছে।যার জন্য ওর যত শিঘ্রই সার্জারি প্রয়োজন যার নূন্যতম খরচা 10k( post operative care ছাড়া ) , টয়লেট ,পটি সব কিছু সমস্যা হচ্ছিল ,এবং মেয়ে কুকুর বলে ভবিষ্যতে ও প্রগন্যেন্ট হলে ও বাচ্চা প্রসব করতে পারতো না ,আর না হলে ওকে স্টেরিলাইজ করে ফেলতে হতো বলে ডাক্তারবাবু জানান । আমরা সার্জারি করবো বলে প্রস্তুতি নিতে শুরু করি .কিন্তু সমস্যা দেখা দেয় তার পর থেকে ,দিন দিন ওর পেট ফুলতে শুরু করেছে ,আজ ১৪ তারিখ এই কটা দিন কেন খাবার ছাড়া শুধু জল খেয়ে আর দুবেলা সেলাইন ওপর ও বেচে আছে ।ডাক্তার জানিয়েছেন যত শিঘ্র সম্ভব ওর USG আর BLOOD TEST করাতে যার খরচা কম করে 4k মত ।এবার ট্রিটমেন্টের কোন টার এখান থেকে করে সম্ভব না যার জন্য ওকে নিয়ে যেতে হবে বারাসাত,তার জন্য গাড়ি ভাড়া লাগবে 4k কম বেশি হতে পারে । আপনাদের সকলের কাছে অনুরোধ ওকে বাঁচাতে আমাদের আর্থিক ভাবে সাহায্য করুন ।আমরা আর্থিক সাহায্য ছাড়া নিরূপায় ।আপনারা যে যেমন পারেন যত টুকু পারেন সেই টুকু সাহায্যের হাত বাড়িয়ে দিন ।🙏🙏🙏🙏
Gpay -phone pay -7980387984
Mouhena Sarkar .🙏🙏🙏🙏🙏🙏
Love For Paws Dhubulia ..

পারভোর ট্রিটমেন্ট চলছে ,৫ থেকে ৬টা বাচ্চার রোজ দুই বেলা করে সেলাইন চলছে ।😞সবাই পার্থনা করবেন যেন সবাই ভালো হয়ে যায় ।🙏🙏🧿
23/02/2024

পারভোর ট্রিটমেন্ট চলছে ,৫ থেকে ৬টা বাচ্চার রোজ দুই বেলা করে সেলাইন চলছে ।😞সবাই পার্থনা করবেন যেন সবাই ভালো হয়ে যায় ।🙏🙏🧿

04/02/2023

Street dog vaccination program 2023 4th February

আপনাদের সহযোগীতায় আমরা প্রায় ৩০টি কুকুরের ভ্যাকসিন কিনতে সক্ষম হয়েছি অসংখ্য ধন্যবাদ  আপনাদের আমাদের পাশে থাকার জন্য। এখন...
01/02/2023

আপনাদের সহযোগীতায় আমরা প্রায় ৩০টি কুকুরের ভ্যাকসিন কিনতে সক্ষম হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার জন্য। এখনও আমাদের প্রায় ৩০টির ও বেশি ভ্যাকসিন প্রয়োজন কিন্তু কোন ভাবেই আমরা অর্থ জোগান দিতে পারছি না ,অন্যান্য ট্রিটমেন্ট জন্যও অর্থের অভাব….সেজন্যে আপনাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন।🙏
GPAY/PHONEPAY- 7980387984,7501148513
➡️bank details:
Account no-50210019064231
IFSC CODE -BDBL0001632
NAME- MOUHENA SARKAR
Love For Paws

একটা সুন্দর জীবন সবারই চাই.. কিন্ত আমরা শুধু মানুষরাই ভালো থাকলে তো হয় না আশেপাশের জীবজন্তুর কথাটাও আমাদের ভাবা দরকার। ...
17/12/2022

একটা সুন্দর জীবন সবারই চাই.. কিন্ত আমরা শুধু মানুষরাই ভালো থাকলে তো হয় না আশেপাশের জীবজন্তুর কথাটাও আমাদের ভাবা দরকার। তাই এই বছরে জন্ম নেওয়া প্রতিটি অসহায় কুকুরছানার দরকার ভ্যাকসিন যাতে তারা parvo distemper এর প্রাণঘাতী রোগগুলির সাথে লড়তে পারে এর পাশাপাশি প্রয়োজন অবলাদের sterilization বা নির্বিজিকরণ। Love for paws নিজেদের সাধ্যমত চেষ্টা করছে এই অবলা প্রাণগুলোকে একটা সুন্দর জীবন দেওয়ার কিন্তু এই বৃহৎ কাজে একক প্রচেষ্টা যথেষ্ট নয় এর জন্য চাই আপনাদের সাহায্য তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ দয়া করে আপনারা আমাদের নিজেদের সাধ্য মতো আর্থিক সাহায্য করুন যাতে আমরা তাদের জন্য আগামী দিন সুন্দর করতে পারি।🙏❤️ GPAY/PHONEPAY- 7501148513 / 7980387984
➡️bank details:
Account no-50210019064231
IFSC CODE -BDBL0001632
NAME- MOUHENA SARKAR

18/10/2022

এই আলোর উৎসবে আলো ছড়িয়ে পড়ুক জগৎ সংসারের প্রতিটি কোনে...শব্দবাজি শুধুমাত্র আমাদের জন্যই নয় পরিবেশ এবং এই নীরহ প্রাণীগুলোর জন্যও সমান ক্ষতিকর
আসুন না সবাই প্রতিজ্ঞা করি যে এই আসন্ন দীপাবলির মুহূর্তগুলি আমরা সবাই বাজিমুক্ত করে পালন করব।🙏
আর সবার কাছে একটাই অনুরোধ এই অবলা প্রানী গুলোর উপর বাজি ছুঁড়ে মেরে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না ওদের ও পরিবার আছে ছোট ছোট বাচ্ছা গুলো অপেক্ষা করে থাকে কখন তার মা বা বাবা খাবার নিয়ে ঘরে ফিরবে ঠিক যেমন আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যগুলো আপনার অপেক্ষায় থাকে, তাই সবার কাছে আমাদের অনুরোধ সবাই আনন্দ করুন আর ওদের কথাও একটু ভাবুন একটু আস্তে গাড়ি চালান তাতে আপনার আর অবলা প্রানী গুলোরও প্রাণ বাঁচবে।
সবশেষে আপনাদের কাছে আবারও একটাই অনুরোধ যে,দয়া করে সবাই দীপাবলি/কালীপূজা তে আনন্দ করুন কিন্তু এই নিরীহ অবলা প্রাণীগুলোর উপর অত্যাচার করবেন না।🙂🙏
Video -©️

আমরা সবাই এখন পূজো নিয়ে খুব ব্যস্ত,নতুন জামাকাপড়, খাওয়া দাওয়া,ঠাকুর দেখা এই নিয়ে মেতে আছি। ঠিক তখনই এই রাস্তার অবলা...
30/09/2022

আমরা সবাই এখন পূজো নিয়ে খুব ব্যস্ত,নতুন জামাকাপড়, খাওয়া দাওয়া,ঠাকুর দেখা এই নিয়ে মেতে আছি। ঠিক তখনই এই রাস্তার অবলা গুলো একটু খাবারের জন্য ডাস্টবিনে ডাস্টবিনে ঘুরে বেড়াছে।
কোনো এক প্রেগনেন্ট কুকুর যে মা হতে চলেছে, সে হয়তো সারাদিন খাবারের খোঁজই পায়নি, তার চারটে পায়ে চলার ক্ষমতা নেই। কিন্তু পেটের জ্বালায় সে হেঁটে বেড়াচ্ছে।
কোনো এই বাচ্চা কুকুর যার সারা শরীরের লোম উঠে ঘা দেখা দিয়েছে, যেখানেই যাচ্ছে মানুষ তাড়িয়ে দিচ্ছে।
কোন এক বয়স্ক কুকুর যে ঠিকমতো চোখে দেখে না, একটু খাবারের জন্য কষ্ট করে রাস্তায় বেরিয়েছে, ব্যাস কোন এক চলমান গাড়ী তাকে দিল ধাক্কা, ব্যাস সে আগে ছিল অন্ধ এখন সে খোঁড়াও।
এই হচ্ছে এদের নিত্য দিন, আমি আপনি চাইলেও হয়তো ভাগ্য পাল্টাতে পারবো না, কিন্তু আমরাই পারবো ওদের পাশে দাঁড়াতে, ওদের জন্য কিছু চিকিৎসার ব্যাবস্থা করতে,ওদের জন্য সামান্য সহানুভূতিই পারে ওদের নিত্য দিন গুলো কিছুটা সুন্দর করে তুলতে।
ওদের sterilization দরকার,ওদের চিকিৎসার দরকার ।
আমাদের আর্থিক ভাবে সাহায্য করুন যাতে আমরা এই অবলাগুলোর পাশে দাঁড়াতে পারি। Love For Paws DHUBULIA. NADIA .
Gpay/ phonpay -7980387984.
Mouhena Sarkar.
➡️bank details:
Account no-50210019064231
IFSC CODE -BDBL0001632
NAME- MOUHENA SARKAR
(আমরা কোন NGO নই )

29/09/2022

সোশ্যাল বার্তা: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া প্রাণিসম্পদ বিকাশ বিভাগ...

আজ ধুবুলিয়া পশু হাসপাতাল এবং Love For Paws গ্রুপের যৌথো উদ্যোগে  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচির কিছু মুহূ...
28/09/2022

আজ ধুবুলিয়া পশু হাসপাতাল এবং Love For Paws গ্রুপের যৌথো উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচির কিছু মুহূর্ত।
অসংখ্য ধন্যবাদ ড.শুভেন্দু দাস মহাশয় ও রূপক কুমার দাস মহাশয়কে এবং গ্রুপের প্রতিটি সদস্যকে।

আগামীকাল 28/09/2022 তারিখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে  মাঠে ধুবুলিয়া পশু হাসপাতাল এবং LOVE FOR PAWS এর যৌথ উদ্যোগে সকাল...
27/09/2022

আগামীকাল 28/09/2022 তারিখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মাঠে ধুবুলিয়া পশু হাসপাতাল এবং LOVE FOR PAWS এর যৌথ উদ্যোগে সকাল 10 ঘটিকায় ধুবুলিয়াদেশবন্ধু স্কুল মাঠে Free vaccination Camping এর আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনার বাড়ির বা এলাকার দেশি কুকুরগুলিকে উক্ত camping এ নিয়ে আসার জন্য।

Address

Dhubulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love For Paws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share