Goldi Goju Foundation

Goldi Goju Foundation The page is for helping the poor stray animal (specially cat and dog)

27/08/2022

প্রথম ভিডিও তে সমস্যার ছবি।।
পরের দুটো ভিডিও হলো চিকিৎসার সময়ের ও চিকিৎসার পর।। চিকিৎসার পর বেশ খানিকটা ভালো আছে।
চিকিৎসা চলবে যতদিন না সুস্থ হচ্ছে। আমরা লড়ে যাবো।
স্থান :- কামারহাটি, কলকাতা - ৫৮

আন্তর্জাতিক সারমেয় দিবসে শুধু ছবি দিয়ে wish করা কাম্য নয়.....সকলের কাছে প্রার্থনা, ওদের একটু খেতে দিন, জল দিন, আর অবশ্যই...
26/08/2022

আন্তর্জাতিক সারমেয় দিবসে শুধু ছবি দিয়ে wish করা কাম্য নয়.....
সকলের কাছে প্রার্থনা, ওদের একটু খেতে দিন, জল দিন, আর অবশ্যই নির্বিজকরণ করিয়ে দিন। সকলে মিলিয়ে এগিয়ে আসলেই কারোর একার ওপর দায়িত্ব পরে না। আর ওরাও ভালো থাকে। ওদেরও ভালো থাকার অধিকার আছে। আসুন, সকলে মিলে ওদের পাশে থাকি।

এই গ্রূপে কি এমন কেউ নেই যে আগরপাড়ার ডিসটেম্পার বাচ্চাটার জন্য ১০/২০/৩০/৪০/৫০............ এই রকম সামান্য কিছুও সাহায্য ক...
08/08/2022

এই গ্রূপে কি এমন কেউ নেই যে আগরপাড়ার ডিসটেম্পার বাচ্চাটার জন্য ১০/২০/৩০/৪০/৫০............ এই রকম সামান্য কিছুও সাহায্য করতে পারেন??? আমরা কিন্তু থেমে থাকি নি। হাজার কষ্ট হলেও চিকিৎসা থেকে টেস্ট, খাবার থেকে ওষুধ..... সবই চালাচ্ছি। দয়া করে একটু এগিয়ে আসুন.......

01/08/2022

এই ডিসটেম্পারের বাচ্চা টার পোস্ট আগেও করেছি। Exact P. B. Ghat road (Agarpara) এ থাকে। একটি পুজো মণ্ডপে রাখা হয়েছে। ডিস্টেম্পর সেরে উঠেছে, কিন্তু উঠে দাঁড়াতে পারেনা। Dr. Nurul Islam এর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। স্যার বলেছেন চিকিৎসায় দাঁড়ানো সম্ভব, কিন্তু সময় লাগবে। পাড়ার লোকজন ওকে ওখানে থাকতে দিতে চায়না, ওর মৃত্যু কামনা করে, আর আমরা ওর বেঁচে থাকার জন্য লড়াই করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, ওই মানুষ গুলোর বিচার কোরো যারা প্রকৃতই অমানুষ।

26/07/2022

কলিজার টুকরো গুলো আদর খেতে খেতে, লেজু নেড়ে নেড়ে ভ্যাকসিন নেয়। সারাদিন কাজ কর্ম সেরে রাতে সময় হয় এইসব করার। ওরা কিন্তু সব বোঝে, co-operate করে 🥰। একেবারে নিজেদের সামর্থে সব বাচ্চা দের জন্য মার্কেট থেকে একসাথে সব ভ্যাকসিন কিনে আনা হয়। সাহায্য না করলেও অন্তত প্রার্থনা করবেন, ভগবান যেন আমাদের সামর্থ দেন!
Location :- Agarpara

18/07/2022

গত একবছর ধরে আমরা অবলাদের sterilization করিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়াই নি। গ্রুপের সদস্য মাত্র ৩ জন। আপাতত আমাদের নিজেদের জায়গা আগরপাড়ার কুকুর, বিড়াল দের আমরা এই পরিষেবা দিচ্ছি। এই পেজে আগরপাড়ার অনেক মানুষ আছেন। আমরা আশা রাখবো এই কাজের গুরুত্ব বুঝে আপনারাও এগিয়ে আসবেন। কারণ আমাদের ক্ষমতা আসতে আসতে ফুরোচ্ছে।

12/07/2022

Location:- Agarpara B. T road
আমার নাম হুলো দা। এই বাড়িটায় দিনের বেশ অনেক ঘন্টাই থাকি। কিছু দিন আগে বেশ অসুস্থ হয়েছিলাম। হাঁটতে পারতাম না, চামড়া শক্ত হয়ে গেছিলো। আমাকে চিকিৎসা করিয়ে অনেক টা সরানো হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হই নি এখনও। বয়স টাও তো বেড়েছে। Clavam bid, Liv 52 আমাকে ওরা ঠিক এইভাবে খাওয়ায়। বাকি ওষুধের নাম আর বলছি না। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা কোরো, কেমন?

06/07/2022
  Location:- Agarpara Shiv tala, near P. B ghat road.চিকিৎসা চলছে..... সঙ্গে নিচের ওষুধ গুলো.......
06/07/2022


Location:- Agarpara Shiv tala, near P. B ghat road.
চিকিৎসা চলছে..... সঙ্গে নিচের ওষুধ গুলো.......

06/07/2022


Location :- Agarpara Shiv tala, near P. B ghat road.
৭-৮ মাসের বাচ্চা। সম্ভবত distemper। এই কষ্ট দেখা যায় না। যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। প্রথমে খাওয়া বন্ধ করে দিলেও ২২/৬/২২ থেকে ২৯/৬/২২ পর্যন্ত চিকিৎসা করানোয় নিজে খাওয়া শুরু করেছে। তবে body তুলতে পারছে না, এটাই সমস্যা। চিকিৎসা এখনও চলছে। প্রার্থনা করবেন ও যেন আমাদের জয়ী করে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goldi Goju Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Kolkata pet stores & pet services

Show All

You may also like