এই ডিসটেম্পারের বাচ্চা টার পোস্ট আগেও করেছি। Exact P. B. Ghat road (Agarpara) এ থাকে। একটি পুজো মণ্ডপে রাখা হয়েছে। ডিস্টেম্পর সেরে উঠেছে, কিন্তু উঠে দাঁড়াতে পারেনা। Dr. Nurul Islam এর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। স্যার বলেছেন চিকিৎসায় দাঁড়ানো সম্ভব, কিন্তু সময় লাগবে। পাড়ার লোকজন ওকে ওখানে থাকতে দিতে চায়না, ওর মৃত্যু কামনা করে, আর আমরা ওর বেঁচে থাকার জন্য লড়াই করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, ওই মানুষ গুলোর বিচার কোরো যারা প্রকৃতই অমানুষ।
কলিজার টুকরো গুলো আদর খেতে খেতে, লেজু নেড়ে নেড়ে ভ্যাকসিন নেয়। সারাদিন কাজ কর্ম সেরে রাতে সময় হয় এইসব করার। ওরা কিন্তু সব বোঝে, co-operate করে 🥰। একেবারে নিজেদের সামর্থে সব বাচ্চা দের জন্য মার্কেট থেকে একসাথে সব ভ্যাকসিন কিনে আনা হয়। সাহায্য না করলেও অন্তত প্রার্থনা করবেন, ভগবান যেন আমাদের সামর্থ দেন!
Location :- Agarpara
গত একবছর ধরে আমরা অবলাদের sterilization করিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়াই নি। গ্রুপের সদস্য মাত্র ৩ জন। আপাতত আমাদের নিজেদের জায়গা আগরপাড়ার কুকুর, বিড়াল দের আমরা এই পরিষেবা দিচ্ছি। এই পেজে আগরপাড়ার অনেক মানুষ আছেন। আমরা আশা রাখবো এই কাজের গুরুত্ব বুঝে আপনারাও এগিয়ে আসবেন। কারণ আমাদের ক্ষমতা আসতে আসতে ফুরোচ্ছে।
Location:- Agarpara B. T road
আমার নাম হুলো দা। এই বাড়িটায় দিনের বেশ অনেক ঘন্টাই থাকি। কিছু দিন আগে বেশ অসুস্থ হয়েছিলাম। হাঁটতে পারতাম না, চামড়া শক্ত হয়ে গেছিলো। আমাকে চিকিৎসা করিয়ে অনেক টা সরানো হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হই নি এখনও। বয়স টাও তো বেড়েছে। Clavam bid, Liv 52 আমাকে ওরা ঠিক এইভাবে খাওয়ায়। বাকি ওষুধের নাম আর বলছি না। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা কোরো, কেমন?
#Treatment__Distemper
Location :- Agarpara Shiv tala, near P. B ghat road.
৭-৮ মাসের বাচ্চা। সম্ভবত distemper। এই কষ্ট দেখা যায় না। যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। প্রথমে খাওয়া বন্ধ করে দিলেও ২২/৬/২২ থেকে ২৯/৬/২২ পর্যন্ত চিকিৎসা করানোয় নিজে খাওয়া শুরু করেছে। তবে body তুলতে পারছে না, এটাই সমস্যা। চিকিৎসা এখনও চলছে। প্রার্থনা করবেন ও যেন আমাদের জয়ী করে।