Hoppy_Feet

Hoppy_Feet Foster Care, because a Bunny can never have too many people to love them �����

🐭 লিলি ( বাঁদিকে - গেছোর মেয়ে ) 🐭🐭 গেছো ( ডানদিকে - মা ছানা ) 🐭🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸দেখো ওরা কি সুন্দর হাসছে আর উঁকি মারছে......
28/02/2024

🐭 লিলি ( বাঁদিকে - গেছোর মেয়ে ) 🐭

🐭 গেছো ( ডানদিকে - মা ছানা ) 🐭

🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

দেখো ওরা কি সুন্দর হাসছে আর উঁকি মারছে...

লিলির আরও ভাই-বোন আছে, আমরা ওদের জন্য ভালো বাড়ি পেলে এডপ্টশনে দেবো 🌸🐁🪬🐁🌸

🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

🐰 গাব্বু আর পিচি 🐰🐰 পিকু 🐰এনারা কেউ আমাদের নতুন মেম্বার নন, আগেও এসেছেন, থেকেছেন, বদমাইশি করেছেন আর আদর খেয়েছেন অনেক। আ...
16/02/2024

🐰 গাব্বু আর পিচি 🐰

🐰 পিকু 🐰

এনারা কেউ আমাদের নতুন মেম্বার নন, আগেও এসেছেন, থেকেছেন, বদমাইশি করেছেন আর আদর খেয়েছেন অনেক। আমাদের ফস্টারে থাকার পর একটা অভিযোগ পেয়েছি বেশ কিছু বান-প্যারেন্টদের থেকে, সে নিয়ে নাহয় পরে একদিন বলবো। তবে এটুকু বলতে পারি, অভিযোগ করার পরও সেই বাচ্চাগুলো আমাদের কাছেই আবার আসে তার কারণ আলাদা করে আর বলতে হবেনা "কেন আসে" 😊

🐰🔻 Surgery Successfully Done by Dr. Chowdhury Sahanawaz Alam 🔻🐰🐰 উটু - আমাদের খুব প্রিয়, ফস্টারেও থেকেছে কিন্তু আমাদের ...
06/02/2024

🐰🔻 Surgery Successfully Done by Dr. Chowdhury Sahanawaz Alam 🔻🐰

🐰 উটু - আমাদের খুব প্রিয়, ফস্টারেও থেকেছে কিন্তু আমাদের সাথে। খুব শান্ত আর ভদ্র বাচ্চা 🐰

আমাদের উটুর ব্যাপারে বলতে এলাম। কিছু মাস আগে ওর পেটের কাছে একটা ছোট্ট ফুসকুড়ি দেখতে পায় Chandra Sarkar । সেটা তারপর একটু বড় হলেও তাতে ওর শরীরে কোন অসস্তি ছিল না বলে আমরা কেউ সার্জারি নিয়ে ভাবিনি। James Lima ও বারণ করেন। আমরা মাঝে মাঝে কিছু বাচ্চাদের গায়ে এরকম ছোটখাটো লাম্প দেখে থাকি, বয়স বাড়ার সাথে সাথে এগুলো হয়। এমনকি রিনটিনেরও ছিল ছোট্ট দুটো, কোনদিন অসুবিধের কারণ হয়নি ওর এবং একটা সময় পর সেগুলো সাইজেও আর বাড়েনি, তাই সার্জারি করানো হয়নি। এগুলো থাকে স্কিন এবং পেশির মাঝখানে। খুব একটা সমস্যা না করলে আমরা সার্জারি করাই না 😊

উটুর এই টিউমারটি হটাৎ করে বাড়তে শুরু করে। ডক্টর টিউমারের থেকে ফ্লুইড/ব্লাড নিয়ে টেস্ট করেছিলেন। তারপর ডক্টর এবং James Lima দুজনেই পরামর্শ দিলেন এটা সার্জারি করিয়ে নেওয়া ভালো। সেই মত এই রবিবার উটুর সার্জারি হয়। ডক্টর খুবই দক্ষতার সাথে কাজটি করেন এবং সফল হন। আর উটু কিন্তু সার্জারির পর থেকেই একদম ফিট... মানে দুষ্টুমি, জেদ, রাগ, খাওয়া-দাওয়া সব দিক থেকে একদম পারফেক্ট বাচ্চা 🌸🐰🌸

তোমরাও কিন্তু বাচ্চাদের বডি ভালো করে চেক করবে মাঝে মাঝে, আমরা বারবার বলি সব বান প্যারেন্টকে প্রতিদিন অন্তত একবার করে বাচ্চাদের খুব ভালো করে চেক করা উচিৎ। অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে অবশ্যই জানাবে আমাদের 🐰🌼🌸🌼🐰

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🐰 Diego 🐰বছর ২'য়ের, ছেলে বাচ্চা উনি আমাদের। শুধু নাম বিদেশি নাহ্, দেখতেও বিদেশি ওনাকে। খুব সুন্দর একজোড়া নীল চোখ ওর 🐰🐰...
01/02/2024

🐰 Diego 🐰

বছর ২'য়ের, ছেলে বাচ্চা উনি আমাদের। শুধু নাম বিদেশি নাহ্, দেখতেও বিদেশি ওনাকে। খুব সুন্দর একজোড়া নীল চোখ ওর 🐰🐰

এমনিতে বাড়িতে খুব দুষ্টু ছানা হলেও আমাদের কাছে কিন্তু লক্ষ্মী ছেলে হয়ে ছিল। ডিয়েগো খেতে খুব ভালোবাসে, ফুডি যাকে বলা হয় আর কি !! নিজের মত খেতে, ঘুরতে, থাকতে ভালবাসে ও, কিন্তু ওর সাথে থাকতে হলে আদর কম, খেলতে হবে বেশি। বসে বসে শুধু আদর করলে চলবে না কিন্তু !!

🐰☺️🐰☺️🐰☺️🐰☺️🐰☺️🐰☺️🐰☺️🐰

যারা এখনো আমাদের পেজ এবং গ্রুপের ব্যাপারে জানো না, তারা অবশ্যই একবার চেক করে দেখো। ভালোলাগবে আশা করি। আর ভালোলাগলে অবশ্যই গ্রুপ জয়েন করো এবং পেজে একটা লাইক দিও ☺️☺️

Hoppy_Feet
Hoppy_Feet India __ Official

আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু একদম, Invite & Share 🌼🐰🌼

ফস্টারে এখন ৩'জন খগা🐰ছানা আছেন। আপাতত দুজনেই ডিটেলস দিলুম 🐰🐰🐰 লাড্ডু (বয়স - ২, ছেলে ছানা) 🐰প্রথম দুটো ছবি লাড্ডুর, মারা...
29/01/2024

ফস্টারে এখন ৩'জন খগা🐰ছানা আছেন। আপাতত দুজনেই ডিটেলস দিলুম 🐰🐰

🐰 লাড্ডু (বয়স - ২, ছেলে ছানা) 🐰

প্রথম দুটো ছবি লাড্ডুর, মারাত্মক বাঁদর বাচ্চা ও। জীবনে ভয়-ডর বলে কিস্যু নাই ওর। সারাদিন তিড়িং-বিড়িং করতে ব্যস্ত। ভয় দেখাতে ভালোবাসে, ভয় পেয়ে গেলে বেশি খুশি হয় ও, আর ভয় না পেলে শান্ত হয়ে আদর খায় আবার। এদিকে উনি কোলে ঘুরতে খুব ভালোবাসেন, কোলে ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে পড়ে লাড্ডু ছানা 🌸🐰🌸

🐰 টনিক (বয়স - ২, ছেলে ছানা) 🐰

লাস্টের ছবিটা টনিকের। ইনিও কোলে উঠতে ভালোবাসেন খুব কিন্তু একটু ভীতু বাচ্চা। তবে খুব এনার্যেটিক। এনার একটা অদ্ভুত স্বভাব আছে, খাওয়া-দাওয়া হয়ে গেলে বাটি আছড়ে ফেলে দেয় 😅 দুজনেরই খুব পছন্দের জিনিস হলো Oats 🐰🌸🐰

যারা এখনও আমাদের Hoppy_Feet পেজ লাইক করনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও ভালোলাগলে। আর আমাদের অফিসিয়াল গ্রুপ Hoppy_Feet India __ Official এও জয়েন করতে ভুলো না কিন্তু🐰🌷🐰

Finally it's done 🐰🌸🐰Hoppy_Feet Hoppy_Feet India __ Official The Logo is an Identifier but it's also something that stan...
29/01/2024

Finally it's done 🐰🌸🐰

Hoppy_Feet
Hoppy_Feet India __ Official

The Logo is an Identifier but it's also something that stands-in for who you are...

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

Medium - Adobe Photoshop
Done by Sushnita Mukherjee

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

🔊 READ _ CAREFULLY 🔊নতুন এবং পুরনো বান-প্যারেন্ট আর বাকি সবার জন্য কিছু কথা জেনে রাখা খুব দরকার কারণ আমার মনে হয় অনেকের...
24/01/2024

🔊 READ _ CAREFULLY 🔊

নতুন এবং পুরনো বান-প্যারেন্ট আর বাকি সবার জন্য কিছু কথা জেনে রাখা খুব দরকার কারণ আমার মনে হয় অনেকেরই বেশ কিছু কনফিউশন আছে Hoppy Bunny কেন Hoppy_Feet হলো, কেনোই বা হলো সেই নিয়ে...

প্রথমেই বলি Hoppy_Feet শুরু হয় ফস্টার_হোম থেকে, তারপর সেটা আমরা আলাদা গ্রুপ করি। ফস্টার-হোমটাও কিন্তু প্ল্যান করে করা হয়েছিল, তা নয়। খুব কাছের একটি বাচ্চা অন্যের ফস্টার-হোমে মারাত্মক অসুস্থ হওয়ার পর এই সিদ্ধান্ত আমরা করি যে সুস্থ বাচ্চাদের জন্য একটা সেফ ফস্টার-হোম দেবো।

▶️ Hoppy_Feet ফস্টার-হোম যদি কারোর মনে হয় আমাদের Source of Income, তাহলে তার থেকে বড় বোকা আর কেউ নেই। এই ফস্টার-হোম শুধুমাত্র আমাদের বাড়ির বাচ্চাগুলোকে একটু বেশি ভালো রাখার জন্য, যখন এমার্জেন্সি বা কোন প্রয়োজনে বান-প্যারেন্ট বাচ্চাদের সাথে থাকতে পারছে না তখন। এই ফস্টার-হোমের জন্য যতটা ইনভেস্ট আমরা করেছি নিজে থেকে সেটা মনে হয় না কেউ করে কলকাতায়। কেজ না, আমরা প্লে-পেনে রাখি বাচ্চাদের এবং তার যা প্রয়োজন সেটাই দেওয়া হয়, বাড়ির মত পরিবেশ, আদর সবকিছু। এখানে প্রত্যেকটা বাচ্চাকে তার চাহিদা মতো সবটা দেওয়ার চেষ্টা করি আমরা। ওই ১৩০-১৮০ টাকায় অন্য কারোর কি লাভ হয় জানিনা, আমরা লাভ-ক্ষতির হিসেবর ধার ধারি না। শারীরিক এবং মানসিক যে খাটনি থাকে এতে সেটার মূল্য ১৩০ বা ১৮০ হয় না বোধ করি। যেহেতু আমাদের এটা ভালোবাসার জায়গা তাই প্রত্যেকে নিজেদের থেকে সবটা দিয়ে ওদের ভালো রাখার চেষ্টা করি।

▶️ আমরা ফস্টার-হোম এবং ট্রিটমেন্টে সাহায্য করি। রেসকিউ আমরা করতে পারিনা বা এখনও অবদি সম্ভব নয়, তার প্রধান কারণ ফান্ড, দ্বিতীয় কারণ জায়গা।

ফান্ড আমরা তুলি না, কারণ এই ফান্ড তোলা আর তার খরচ নিয়ে আগে বহুবার ঝামেলা হতে দেখেছি আমরা। আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব আমরা নিজেদের থেকে দিয়েই করে থাকি। ভবিষ্যতে প্রয়োজন হলে ফান্ড তোলা হবে এবং তার হিসেব আমরা পরিষ্কার ভাবে দিয়ে দেবো।

এবার আসি জায়গা নিয়ে, আমাদের সত্যিই জায়গা নেই কারোর বাড়িতে সেভাবে যেখানে রেসকিউ করে রাখা সম্ভব বাচ্চাদের।

কিন্তু, কলকাতায় এবং কলকাতার আশেপাশে যারা রেসকিউ করে তাদের থেকে আমরা সাহায্য নিয়েছি আগেও, এখনও নিয়ে থাকি আর ভবিষ্যতেও নেবো। এখানে কোন Ego বা হিংসের জায়গা ছিল না আমাদের দিক থেকে, এখনও নেই।

▶️ আমরা সবকিছু নিয়ে পোস্ট ওপেনলি করি, তাতে কারোর কিছু বলার থাকলে সেখানেই যেন বলতে পারে। লুকিয়ে রেখে বা অর্ধেক সত্যি বলে কাজ করা আমাদের পছন্দ নয়। সেটা ফস্টার-হোম হোক, ফান্ড, এডপ্টশন বা রেসকিউ যাই করা হোক না কেন, আমরা আগেও ওপেনলি পোস্ট করেছি, আগামী দিনেও করবো।

▶️ অপ্রয়োজনীয় খরচ যেন কোন বান-প্যারেন্টের না হয় সেটাও আমাদের লক্ষ্য থাকে। প্রত্যেকের কষ্ট করে উপার্জনের টাকা, অনেকে স্টুডেন্ট আবার অনেকে সব সামলে বাচ্চাদের জন্য করছে, তাই আমরা চেষ্টা করি এমন কোথাও যেন তাদের সেই টাকা নষ্ট না হয় যেখানে সত্যিই প্রয়োজন নেই।

▶️ Hoppy Bunny প্রাইভেট গ্রুপ ছিল, যার জন্য কাজে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাই আমরা পুরনো গ্রুপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য Hoppy_Feet India __ Official গ্রুপ খোলা হয়েছে।

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

আশা করি সবটাই বোঝাতে পেরেছি। এরপরও কারোর কিছু বক্তব্য থাকলে অবশ্যই বলো, আমাদের কাজের ভুল হলেও বলো। কারণ মানুষ তো আমরা, ভুল হতেই পারে। ভুল শুধরে নেবো, চেষ্টা করবো বেটার করার। আর একটা গ্রুপ তখনই কাজ করতে পারে যখন সব বান-প্যারেন্টরা সাহায্য করে। একে অন্যকে সাহায্য করলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়, আমাদের পাশে এবং সাথে থেকে সাহায্য করলে আমরা সত্যিই খুব খুশি হবো 🐰🐰

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

" If it fits I sits "🐰😅🐰😅🐰😅🐰😅🐰😅🐰কোটি টাকার ছবি এসব। ওদিকে পিছনে আর একজনের হেব্বি হুংকার দিচ্ছে 🐰🐰আমাদের ফস্টার হোমে সারা...
24/01/2024

" If it fits I sits "

🐰😅🐰😅🐰😅🐰😅🐰😅🐰

কোটি টাকার ছবি এসব। ওদিকে পিছনে আর একজনের হেব্বি হুংকার দিচ্ছে 🐰🐰

আমাদের ফস্টার হোমে সারাদিন এসব চলে 🤭

যারা এখনো Hoppy_Feet পেজ লাইক করনি, ঝটপট করে দাও দেখি বাপু এট্টু, আর Hoppy_Feet India __ Official এও একটু জয়েন করে যাও জলদি জলদি 🌷🌷

22/01/2024

⚜️ Adoption Done ⚜️
🐰 Hoppy_Feet 🐰

মনে আছে সপ্তাহ খানেক আছে বুদ্ধ আর গেছোকে রেসকিউ করে আনা হয়েছিল !! ওদের ফস্টার এবং এডপ্টশনের দায়িত্ব ছিল Hoppy_Feet এর উপর। বুদ্ধকে এডপ্ট করেছে Chandra Sarkar 🐰🐰

ইঁদুর বাচ্চার জন্য ওর থেকে ভালো প্যারেন্ট আমরা আর পাবো না সেটা জানি। তাই বুদ্ধকে ও নিজের কাছে রাখলো, সাথে আছে ওর আর একটা বাচ্চা বোদেঁ 🐁🐁

গেছোর জন্যেও অনেক প্যারেন্ট আছে যারা ওকে নিতে চায়। আমরা কিছুদিন পর ওর জন্যও একটা ভালো বাড়ি দেখে দেবো। ততদিন আমাদের কাছে থেকে আরো একটু আদরে বাঁদর, মানে বেশি করে গেছো হোক 🌸🐁🌸

🐰মিমি ( Black Beauty Mom Bun )🐰🐰মোমো ( White Handsome Dad Bun )🐰🐰চিকু ( Ginger col Baby Boy )🐰🐰চিনি ( White col Baby Gir...
21/01/2024

🐰মিমি ( Black Beauty Mom Bun )🐰
🐰মোমো ( White Handsome Dad Bun )🐰

🐰চিকু ( Ginger col Baby Boy )🐰
🐰চিনি ( White col Baby Girl )🐰

এই নিয়ে দ্বিতীয়বার আমাদের ফস্টারে ওরা। মিমি আর মোমো থাকে একসাথে আর চিকু-চিনি আলাদা থাকে 🐰🐰

কিন্তু মজার ব্যাপার হলো, মিমিকে নিয়ে মোমো মারাত্মক পসেসিভ, মারাত্বক... ওর দাবি ও ছাড়া মিমিকে আর কেউ আদর করতে পারবে না। শুধু মোমোর অধিকার আছে মিমির উপরে, আমরা ওর বউয়ের উপর একটুও অধিকার দেখতে পারবো না 🌚

⚜️ Adoption Done ⚜️🐰 Hoppy_Feet 🐰এই ছোট্ট পুঁচকেটাকে Sanchita Ojha Chaudhuri ১'মাস আগে দমদমের রাস্তায় কুড়িয়ে পায়। কারোর ...
18/01/2024

⚜️ Adoption Done ⚜️
🐰 Hoppy_Feet 🐰

এই ছোট্ট পুঁচকেটাকে Sanchita Ojha Chaudhuri ১'মাস আগে দমদমের রাস্তায় কুড়িয়ে পায়। কারোর হয়তো খেলার শখ মিটে গেছিল তাই রাস্তায় নামিয়ে দিয়ে যায়। সঞ্চিতা তখন কোনোকিছু না ভেবে ওকে বাড়িতে নিয়ে আসে নাহলে ও মরে যেত। কিন্তু ওর বাড়িতেও বাচ্চা আছে তাই ওর পক্ষে এই বাচ্চাটাকে রাখা সম্ভব হচ্ছিল না। তখন ও আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের Adoption Co-ordinator Joyita Das Basak ১'মাস সময় নেয় বাচ্চাটার এডপ্টশন কনফার্ম করতে। Jayita Mishra এই পিচ্চি বাচ্চাটাকে এডপ্ট করে। আর এখানেই আমাদের স্বার্থকতা যে বাচ্চাটা একটা সুস্থ জীবন পেল 🌸🐰🌸

বাচ্চাটার কিন্তু একটা নামও দেওয়া হয়েছে, 🐰 মিশু🐰

মিশু ওর জীবনে বেস্ট সময় যেন পায় ওর নতুন বাড়িতে এটাই আমাদের চাওয়া 🌸🐰🌸🐰🌸

🐰 Chiku _ The Shadow Boy 🐰🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰
15/01/2024

🐰 Chiku _ The Shadow Boy 🐰

🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰🌸🐰

❣️ Rescue Done ❣️🐁 বুদ্ধ আর গেছো 🐁নাম দিলাম আমরা, বড় বাচ্চার নাম বুদ্ধ কারণ বড্ড শান্ত ও আর ছোটটা পুরো গেছো বাঁদর, তাই ...
10/01/2024

❣️ Rescue Done ❣️

🐁 বুদ্ধ আর গেছো 🐁

নাম দিলাম আমরা, বড় বাচ্চার নাম বুদ্ধ কারণ বড্ড শান্ত ও আর ছোটটা পুরো গেছো বাঁদর, তাই ওর নাম গেছো 🐁🐁

Hoppy_Feet ফস্টার করবে ওদের এডপ্টশন না হওয়া অবদি। এই প্রথম আমাদের ফষ্টারে কোন রেসকিউড বাচ্চা এলো। যে বাড়িতে ওরা ছিল সেই বাড়ির লোকজন ওদের রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। দুটো বাচ্চাকে বেজি ধরে নিয়ে গেছে, এই দুটো বাচ্চা উদ্ধার হয়েছে। ওদের জন্য আমরা ভালো একটা বাড়ি খুঁজবো যেখানে ওরা বাকি জীবনটা আদর-যত্নে থাকবে 🌸🐁🐁🌸

🐰 চেরী - ১'বছর বয়সের ফিমেল বান 🐰চেরী খুব দুরন্ত, সারাদিন বিনকি আর জুমিস করা বাচ্চা আমাদের। মারাত্মক পরিষ্কারের বাতিক ওন...
25/12/2023

🐰 চেরী - ১'বছর বয়সের ফিমেল বান 🐰

চেরী খুব দুরন্ত, সারাদিন বিনকি আর জুমিস করা বাচ্চা আমাদের। মারাত্মক পরিষ্কারের বাতিক ওনার, বিছানা সুন্দর করে রাখেন, একটুও যাতে ভাঁজ না থাকে। থাকার জায়গায় পূপ পরে থাকা একদম পছন্দ নয় ওনার। খুব মিশুকে বাচ্চা ও আমাদের। বাড়ি চলে গেছে কদিন আগেই চেরী 😇

কিছু কারণবশত ফষ্টার আপডেট দিতে দেরি হচ্ছে, এর মাঝে অনেক বাচ্চা এসেছে এবং বাড়ি গেছে। ধীরে ধীরে সবার পোস্ট আমরা দিতে থাকবো 🌼🌸🌼

আবারও বলছি, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নাও সবাই....If your female rabbit is bleeding, it is not a period or natural. ...
23/12/2023

আবারও বলছি, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নাও সবাই....

If your female rabbit is bleeding, it is not a period or natural.

Rabbits don’t menstruate because they are induced ovulators. This means that they don’t ovulate on a cycle (like humans do)

Hoppy_Feet এ এসে কোন বাচ্চা অসুস্থ হলে তার দায় আমি নেবো বলেছিলাম। অসুস্থতা যদি পূর্বে ভুল তথ্য পরিবেশনের জন্য হয় তাহলেও সে দায়িত্ব আমি নেবো।

ডোডো, Female Bun - 5 বছর বয়স, Unspayed... Male এবং Female বাচ্চা একসাথেই রাখেন প্যারেন্ট তাই পুজার বাড়িতেও একসাথে আছে (এটা আমরা কখনোই প্রেফার করিনা)

আজ পূজা হটাৎ খেয়াল করে ফিমেল বানের উরিনের সাথে ব্লাড। বান প্যারেন্ট-এর সাথে কথা বলে জানলাম, ফিমেল বান আগেও বাচ্চা দিয়েছে, ব্লাড ক্লট বেরিয়েছে আগেও এবং ওনাকে কেউ বলেছে, ফিমেল বান-দের নাকি Periods হয়, ঠিক মানুষের মতোই, যেটা সম্পুর্ণ ভুল একটি তথ্য।

ফিমেল বান যদি Spay না করা হয়, তাহলে তার Uterine Cancer এর চান্স ৮৬% হয়ে থাকে। সঠিক সময় ট্রিটমেন্ট পেলে ভালো হয়ে যায়, এবং এক্ষেত্রে Spay করা বাধ্যতামূলক।

ডোডোকে আপাতত আমরা আলাদা রাখছি, মেডিকেশন শুরু হয়েছে ওর। খুব জলদি X-ray এবং USG হবে। Uterine Cancer-ই যে হয়েছে ওর সেটা আমি ১০০% সিওর হয়ে বলছি না, কিন্তু চান্স ৯০% তাই। টেস্ট করে আমরা কনফার্ম হবো, তারপর ঠিক করা হবে কিভাবে ট্রিটমেন্ট হবে ওর।

এতগুলো কথা বলার একটাই কারণ, বারবার বলি আমি, সবসময় আমাদের বা অন্যদের কথায় ভরসা বা বিশ্বাস করতেই হবে এমন নয়। নিজেরাও সঠিক তথ্য জানার চেষ্টা করো, শরীর খারাপ হতেই পারে কিন্তু আমাদের ভুলে বা না জানার ফলে সেটা হলে আফসোসের অন্ত থাকে না...

🐰🐰 মা-বাবা আর দুই-মেয়ে 🐰🐰🐰🐰 মিমি-মোমো আর চিকু, চিনি 🐰🐰বাবা এদিকে মেয়েদের সহ্য করতে পারে না, তাই মা-বাবা আলাদা, মেয়েরা...
15/12/2023

🐰🐰 মা-বাবা আর দুই-মেয়ে 🐰🐰

🐰🐰 মিমি-মোমো আর চিকু, চিনি 🐰🐰

বাবা এদিকে মেয়েদের সহ্য করতে পারে না, তাই মা-বাবা আলাদা, মেয়েরা আলাদা আলাদা 😒😒

জ্বালা মন্দ নাহ্ 😅😅

কি আর করা যাবে, আপাতত ফস্টার হোম বান-বান করছে 🐰🌼🐰

Sutzo-কে মনে আছে ? 🌸🐰🌸আমাদের প্রথম ফস্টার বাচ্চা। যার মা আমাদের উপর ভরসা করে বাচ্চা রেখে গেছিলো, তারপর সেই ভরসা আমাদের উ...
12/12/2023

Sutzo-কে মনে আছে ? 🌸🐰🌸

আমাদের প্রথম ফস্টার বাচ্চা। যার মা আমাদের উপর ভরসা করে বাচ্চা রেখে গেছিলো, তারপর সেই ভরসা আমাদের উপর অগুনতি মায়ে'রা করেছে 🌼🌸🌼

Sutzo আবার এসেছে, আর এবার ও একা না, উটু সাথে 🐰🌼🐰

P.S - Hoppy_Feet প্রোফাইলের ছবিটা কিন্তু Sutzo বেবির 🐰🐰

এই যে,🐰 চিকু 🐰চিকুর মা নিশ্চই খুব রেগে আমি এত লেটে ওর পোস্ট দিচ্ছি বলে। সে যাক গে, চিকুর কথায় আসি 🤭🤭চিকু আমাদের সিনিয়র...
05/12/2023

এই যে,

🐰 চিকু 🐰

চিকুর মা নিশ্চই খুব রেগে আমি এত লেটে ওর পোস্ট দিচ্ছি বলে। সে যাক গে, চিকুর কথায় আসি 🤭🤭

চিকু আমাদের সিনিয়র ছেলে বাচ্চা, প্রায় ৮-বছর বয়স ওর। দাঁতের সমস্যা নিয়ে খুব ভুগছে ও তাই বিশেষ ডায়েট মেইনটেইন করতে হয় ওর জন্য। খুব খুব ফ্রেন্ডলি ছেলে ও আমাদের। প্লে-পেনে থাকতে চায় না খুব একটা, তাই প্লে-পেনের গেট খুলে রাখা হতো ওর জন্য। যখন ইচ্ছে বেরোবে, ঘুরবে, দৌড়াদৌড়ি করতে ভালোবাসে ও। মাঝে-মাঝে আমাদের হার্ট-অ্যাটাক এদিক থেকে ওদিক দৌড় মারতে ওস্তাদ উনি 😌😌

উটু বাবুর সাথে খুব ভাব ওনার। চিকু বাড়ি চলে যাওয়ায় এদিকে উটু, ওদিকে চিকু, দুজনেরই মন বড্ড খারাপ এখন 😒😒

🐭 ফস্টারে স্পেশাল গেস্ট 🐭🌸🐭 বোঁদে 🐭🌸এরকম গেস্ট খুব কমই আসে আমাদের ফস্টারে, কিন্তু আসলে খুশির অন্ত থাকে না। বোঁদে কিন্তু ...
28/11/2023

🐭 ফস্টারে স্পেশাল গেস্ট 🐭

🌸🐭 বোঁদে 🐭🌸

এরকম গেস্ট খুব কমই আসে আমাদের ফস্টারে, কিন্তু আসলে খুশির অন্ত থাকে না। বোঁদে কিন্তু খুব একটা গা-ঘেঁষা বাচ্চা না, ও নিজের মতো থাকতে ভালবাসে। খায়, ঘুমায়, ঘোরে, ওর নিজের আলাদা দুনিয়াতে থাকে। কিন্তু বড্ড মিষ্টি ও, দাদুর মত ভালো 🐭🐭

🌼 উটু 🌼উটু ফুলের মতোই নরম আর সুন্দর। বড্ড বেশি গা-জড়ানো ও, ঠিক রিনটিনের মত। ভালোবাসে ও আদরে-গরমে-নরমে থাকতে, আর আমরাও স...
26/11/2023

🌼 উটু 🌼

উটু ফুলের মতোই নরম আর সুন্দর। বড্ড বেশি গা-জড়ানো ও, ঠিক রিনটিনের মত। ভালোবাসে ও আদরে-গরমে-নরমে থাকতে, আর আমরাও সেভাবেই রাখি ওকে। ফস্টারে আসা সব বাচ্চাই আমাদের নিজেদের বাচ্চার মতোই, ওদের যত্ন, ওদের প্রয়োজন, ওদের চাহিদা এগুলোই শেষ কথা আমাদের কাছে 🌸🐰🌸

Look.... Who's Here !!! 😍😍Bugsyyyyyyyy !!! 😚😚😚🐰🐰🐰🐰🐰🐰🐰🐰And Pikuuuu agaaaaainnn 🐰🐰🐰ফাইনালি বাগসি-বুড়ি আমাদের ফস্টার হোমে,...
17/11/2023

Look.... Who's Here !!! 😍😍

Bugsyyyyyyyy !!! 😚😚😚

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

And Pikuuuu agaaaaainnn 🐰🐰🐰

ফাইনালি বাগসি-বুড়ি আমাদের ফস্টার হোমে, কত মাসের অপেক্ষার পর... সাথে আবার পিকুও আছে এবার, পোয়াবারো আমাদের আর কি !!! কাকে ছেড়ে কাকে আদর করবো !! পিকু আমাদের শান্ত ভালো বাচ্চা, এদিকে বাগসি-বুড়ি তেজ দেখায় ঠিকই কিন্তু আদুরে, ওকে ভয় পেলে বেশি ভয় দেখাতে আসে ও। দুজনকে পাশাপাশি রুমে আলাদা প্লে-পেনে রাখা হয়েছে। একসাথে ছাড়া হয়না, হলেও সেটা একে অন্যের কোলে থাকে 🌼🌸🌼🌸🌼

বাগসি-বুড়ি আর পিকুর সুন্দর সুন্দর ছবির জন্য রেডি থেকো কিন্তু তোমরা 🐰🐰🐰🐰

  🌻 কাঁসর আর ঘন্টা 🌻আর সাথে ছিল 🌸 পুক্কু 🌸 ছানা 🌸মোট তিনটে বাচ্চা তখন ফস্টারে। পুক্কুর জায়গা তাই বেডরুমে, আর বাকি দু'জন...
15/11/2023



🌻 কাঁসর আর ঘন্টা 🌻

আর সাথে ছিল 🌸 পুক্কু 🌸 ছানা 🌸

মোট তিনটে বাচ্চা তখন ফস্টারে। পুক্কুর জায়গা তাই বেডরুমে, আর বাকি দু'জন ছিল নিজেদের রুমে। কেউ Neutered বা Spayed নয় তাই সবাইকে আলাদা রাখা হয়েছিল। খেলাধুলো যা করার নজরের সামনে করতে দেওয়া হয় কারণ বাচ্চাদের সেফটি সবার আগে... সেখানে কোন কম্প্রোমাইজের জায়গা নেই 🦋🦋🦋

  🐰 পিমপিম ( কালো-সাদা ) 🐰🐰 পমপম ( সাদা ) 🐰পুঁচকে দুটোর বয়স চার মাস, পিমপিম খুব দুষ্টু ছানা, আর পমপম শান্ত, কোল-ঘেঁসা ব...
13/11/2023



🐰 পিমপিম ( কালো-সাদা ) 🐰
🐰 পমপম ( সাদা ) 🐰

পুঁচকে দুটোর বয়স চার মাস, পিমপিম খুব দুষ্টু ছানা, আর পমপম শান্ত, কোল-ঘেঁসা বাচ্চা। দুজনেরই পছন্দের খাবার হে, মানে এরকম বাচ্চা হলে আমরা উদ্ধার হয়ে যাই আর কি !! 😅😅

ওদেরকে আমরা প্লে-পেনে রাখিনি, একটা বড় কেজে সেট-আপ করা হয়েছিল খাবারের জন্য, কারণ বড় খোলা জায়গায় খাবার খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল ওদের আর বড্ড পুঁচকে ওরা। পুরো ফ্রি-রোম ছিল রুমে, কেজ থাকতো খোলা সবসময়, ওদের ইচ্ছে মত খেতে যেত ওখানে আবার বেরিয়ে আসতো নিজেদের ইচ্ছেয় 🌸🐰🌸🐰🌸

তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই, যারা আমাদের উপর এতটা ভরসা করে বাচ্চা রাখো, আর তোমাদের জন্য আমরা এত বাচ্চার ভালোবাসা পাই। সত্যি আমরা Blessed, তোমাদের জন্য, তোমাদের ছানাদের জন্য। এভাবেই পাশে থেকো সবসময় 🌻🐰🌻

🐰 পুক্কু 🐰পুক্কু একদম রিনটিনের মত, বড্ড আদুরে, মানে ওকে চটকে আলুভাতে করে দেওয়া যায়। রিনটিনকে যেভাবে আমি পাশে নিয়ে থাক...
25/10/2023

🐰 পুক্কু 🐰

পুক্কু একদম রিনটিনের মত, বড্ড আদুরে, মানে ওকে চটকে আলুভাতে করে দেওয়া যায়। রিনটিনকে যেভাবে আমি পাশে নিয়ে থাকতাম এতদিন, সন্ধ্যেবেলায় পুক্কুকেও ওভাবে পাশে নিয়ে থাকি। ঘুরবে, ফিরবে, মাথায় উঠবে, গায়ে উঠবে, খাবে, টিভি দেখবে আবার ল্যাদ খেয়ে থাকবে, এই কাজ ওর 🌻🐰🌻

Guess Who !! 😍🐰 পুক্কু 🐰পুক্কু কিন্তু এখন ফস্টার হোমে নেই, আছে মিমির বাড়ি, রিনটিন দাদার বাড়িতে। দুদিন পর যাবে ফস্টার হ...
24/10/2023

Guess Who !! 😍

🐰 পুক্কু 🐰

পুক্কু কিন্তু এখন ফস্টার হোমে নেই, আছে মিমির বাড়ি, রিনটিন দাদার বাড়িতে। দুদিন পর যাবে ফস্টার হোমে। ফস্টার-মা বাইরে তাই পুক্কু এই বাড়িতে আছে। পুক্কু এত শান্ত আর মিষ্টি বাচ্চা যে প্রথম আজ আমার সাথে দেখা হয়েছে ওর মনেই হলো না 🌸🌼🐰🌼🌸

🐰 পিকু 🐰পিকু বি লাইক 👇🏻"I am Bunny, and You're my Foster Mommy" তাই তোমার ঘাড়ে চড়ে নাচতেই পারি আমি 😅😅🐰🐰😘😘
10/10/2023

🐰 পিকু 🐰

পিকু বি লাইক 👇🏻
"I am Bunny, and You're my Foster Mommy" তাই তোমার ঘাড়ে চড়ে নাচতেই পারি আমি 😅😅🐰🐰😘😘

🐭 কুঁড়ি আর চিনি 🐭এই পোস্টটা করতে অনেক দেরী হলো কিছু ব্যক্তিগত কারণে। যাই হোক, এই দুটো বাচ্চা দেখে বুঝতে পারছো তোমরা যে ...
06/10/2023

🐭 কুঁড়ি আর চিনি 🐭

এই পোস্টটা করতে অনেক দেরী হলো কিছু ব্যক্তিগত কারণে। যাই হোক, এই দুটো বাচ্চা দেখে বুঝতে পারছো তোমরা যে ফস্টার হোমের একটু আলাদা-রকম বাচ্চা ওরা। বড্ড মিষ্টি দুটো ছানা, বয়স হয়েছে ওদের, চোখেও সমস্যা এসেছে তাই বয়সজনিত কারণে। খাওয়া নিয়ে কোন সমস্যা নেই ওদের, আর আদুরে বড্ড 🐭🌸🐭

❣️Husband & Wife❣️🐰 গোলু (বর - Neutered) 💓 দুষ্টু (বউ) 🐰ছেলে আমাদের বেশ ভালো, আদুরে কিন্তু মেয়ে বড্ড ডমিনেটিং, খালি তিড...
13/09/2023

❣️Husband & Wife❣️

🐰 গোলু (বর - Neutered) 💓 দুষ্টু (বউ) 🐰

ছেলে আমাদের বেশ ভালো, আদুরে কিন্তু মেয়ে বড্ড ডমিনেটিং, খালি তিড়িং-বিড়িং করা স্বভাব। দুজনের বেশ ভাব, ঘুরবে, ফিরবে, খাবে আর একসাথে ল্যাদ খাবে 🤭

Address

Kolkata

Telephone

+918653932121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoppy_Feet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pet Services in Kolkata

Show All

You may also like