Monocled cobra
Snake কেউটে
Monocled cobra # Snake # release # venomous # rescue # কেউটে
Checkered keelback # Snake #rescue # short # release # non venomous
# স্বর্ণ গোধিকা
# Golden Monitor Lizard
# Rescue
# non venomous
# release
# short
#spectacled cobra
#Indian cobra
#venomous
#snake
# rescue
অনেকে একে অজগর সাপ ভেবে ভুল করে এটি অজগর সাপ নয় এটি একটি বিষধর চন্দ্রবোড়া সাপ (Russell's Viper)এবং তার আওয়াজ। সবাই কে সাপ টিকে চেনানোর জন্য share করুন।
মাছের জালে আটকে পরে একটি বিষধর চন্দ্রবোরা সাপ তাকে জালথেকে মুক্ত করা হল ।
Rat snake # non venomous # rescue # relese # vidos
চন্দ্রবোড়া এর ইংরেজি নাম Russel's viper এটি ভাইপার পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।
চন্দ্রবোড়া সাধারনত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। এরা প্রচন্ড আক্রমনাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার মধ্যে বেশির ভাগই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রাবোড়ার বিষ হোমটক্সিন যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়।
সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রবোড়া সাপ ডিম পাড়ার পরিব
কালাচ (Common krait)
এটি খুব বিষাক্ত এমনকি এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ কালাচ এর ১ মিলিগ্ৰাম বিষে একটি পূর্নবয়স্ক মানুষ মারা যেতে পারে। সাপে কামড়ালে ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে চিকিৎসা করালে বেঁচে যাওয়ার সম্ভাবনা ১০০% ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করলে মৃত্যু নিশ্চিত। সাপ এবং সাপের কামড় এড়াতে বাড়ির আনাচে কানাচে ঝোঁপঝাড় সব সময় পরিষ্কার রাখুন রাতে মশারী টাঙিয়ে ঘুমান, আর অবশ্যই মশারি বিছানায় গুঁজে ঘুমান।
চন্দ্রবোড়া সাপের আওয়াজ # babay Russell's Viper # vanamus # snake # youtube short # rescue
Rescue and release
Location: Habar
Date:9/04/2023
Species: spectacled cobra
Rescue and release
Location: amdanga
Date:2/04/2023
Species: 2 rat snake
Rescue and release
Location: Duttapukur (kangsabanik para)
Date:29/03/2023
Species: common wolf snake
Rescue and release
Location: Ashoknagar
Date:26/03/2023
Species: spectacled cobra
Rescue and release
Location: Rajibpur
Date:26/02/2023
Species:2Russell's Viper
দত্তপুকুর এর এক ব্যক্তি একটি বাচ্চার থেকে এই টিয়া পাখিটি কেনে এবং তিনি তার বাড়িতে নিয়ে আসে তার কারণ অন্য কেউ বাচ্চাটির কাছ থেকে পাখিটিকে কিনে ফেললে সে সারা জীবনের মতো খাঁচায় বন্দি হয়ে থাকবে। তার জন্য সে তার বাড়িতে নিয়ে আসে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা ও সেই ব্যক্তি মিলে আবার তাকে তার পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হই । ( যেকোনো বন্য প্রাণী কেনা, বেচা, মারা, খাওয়া দন্ডনীয় অপরাধ এতে জেল জরিমানা দুই উভয় হতে পারে)
দত্তপুকুর এর এক ব্যক্তি মাঠ থেকে এই দুটি কচ্ছপ পায় এবং তিনি তার বাড়িতে নিয়ে আসে তার কারণ অন্য কেউ এ কচ্ছপ দুটি পেলে হতে পারে সে মেরে ফেলতে বা কোথাও বন্দী করে রাখত তার জন্য সে তার বাড়িতে নিয়ে আসে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা কচ্ছপ দুটি কে নিয়ে এসে আবার তাকে তার পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হই । (কচ্ছপ কেনা, বেচা, মারা, খাওয়া দন্ডনীয় অপরাধ এতে জেল জরিমানা দুই উভয় হতে পারে)
গতকাল বিড়া থেকে চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয় এবং তাকে তার পরিবেশে ফিরিয়ে দেয়া হয়েছে।