Pom poko

Pom poko All about Bebo, Tuntuni, Duggu, Minho and all other sweet demons we care for.

Just a reminder that these gentle giants of the ocean might soon go extinct. Manatees are called sea cows, as they norma...
30/03/2024

Just a reminder that these gentle giants of the ocean might soon go extinct. Manatees are called sea cows, as they normally graze on sea grass. While extremely gentle, and harmless, these animals can grow up to 13 feet in size. Such wonders of nature.

মিশরীয় বিড়াল দেবী Bastet এর reincarnation। শেয়ার না করলে ভয়ঙ্কর অভিশাপ।
22/03/2024

মিশরীয় বিড়াল দেবী Bastet এর reincarnation।
শেয়ার না করলে ভয়ঙ্কর অভিশাপ।

YouTube এ একটা short horror film আছে, it watches বলে। যারা সেটা দেখেছেন অথচ ভূতে বিশ্বাস করেন না, তাদের বলি, আমাদের সাথে...
20/03/2024

YouTube এ একটা short horror film আছে, it watches বলে। যারা সেটা দেখেছেন অথচ ভূতে বিশ্বাস করেন না, তাদের বলি, আমাদের সাথে recently এরম হয়েছে।
কি দিন, কি রাত, একজন আমাদের দরজার ওপার থেকে দ্যাখে সর্বক্ষণ। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।

17/03/2024

ভোট আসছে। সব দলের একটাই মূল বক্তব্য, তারা মানুষের পার্টি, মানুষের কাজ করতে আসছে। খুব ভালো কথা, করুন। নিশ্চয়ই করুন। তবে, কোনো দিন ভুল করেও কেউ এনারা বলেন না, যে তারা মানুষের সাথে সাথে সমাজের বাকি সবার জন্য কাজ করবেন। বিশ্বাস করুন, সমাজে যদি শুধু মানুষ বেঁচে থাকে, এবং বাকি সবাই মুছে যায় তাহলে কোটি কোটি টাকা দিয়েও সেই মানুষেরা ভালো থাকতে পারবে না।
পশু পাখি, গাছ, জলা জমি, পুকুর থেকে শুরু করে একদম microorganisms পর্যন্ত সবকিছুর ই সহাবস্থানের অধিকার এবং প্রয়োজন আছে।
দয়া করে, ভোট দেয়ার সময় সেদিকটা ও লক্ষ্য করবেন। প্রকৃতি র ক্ষতি করে হয়তো ১০, ২০ বছর পার পেয়ে যাবেন। তারপরে কি হবে?
সবাই ভালো থাকুন। সবাইকে নিয়ে ভালো থাকুন।

যারা ভাবছেন শুধু সন্দেশখালী তেই মানুষের জমি, জায়গা দুষ্কৃতীরা অন্যায়ভাবে দখল করেছে তারা সব খবর রাখেন না। খাস কোলকাতার ...
06/03/2024

যারা ভাবছেন শুধু সন্দেশখালী তেই মানুষের জমি, জায়গা দুষ্কৃতীরা অন্যায়ভাবে দখল করেছে তারা সব খবর রাখেন না। খাস কোলকাতার বুকে অন্যের শোয়ার জায়গা সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে সেখানে নিজেদের স্থায়ী আস্তানা গেড়েছে অনেকে এমন শোনা যাচ্ছে।

Husky abandoned on the roadside. Exhausted, thirsty, lost, scared poor soul waiting to die. While this is an incident fr...
26/02/2024

Husky abandoned on the roadside. Exhausted, thirsty, lost, scared poor soul waiting to die. While this is an incident from another state in India, but the West Bengal is no different. Every other Tom dick and harry with some money needs to buy a dog, an imported dog, an animal which is absolutely not comfortable with this climate.
Let's not have pets. Spend your money somewhere else, buy jewellery, wristwatch whatever. Let's not have pets please.

" Don't cry because it's over, smile because it happened. "You are never forgotten, you'll always be around. 🖤
06/02/2024

" Don't cry because it's over, smile because it happened. "

You are never forgotten, you'll always be around. 🖤

সারা বছর যদি এমন শীতকাল হতো, তাহলে কতো মজা হতো সারাদিন ঘুমাতাম। কি বলো? 🐕🐕🐕
05/02/2024

সারা বছর যদি এমন শীতকাল হতো, তাহলে কতো মজা হতো সারাদিন ঘুমাতাম। কি বলো?
🐕🐕🐕

14/01/2024

All elephants should be freed from captivity. No temples, dargahs have the right to use these gentle giants for their faith. No matter the religion, the state should have the right to regulate them.

পায়রার পায় চিঠি বেঁধে দেন এখনো নাকি WhatsApp করেন?ছাল বাকল পরেন নাকি জামা কাপড়?তাহলে গাড়ি চড়ুন, সাইকেল চড়ুন। হাতি,...
05/01/2024

পায়রার পায় চিঠি বেঁধে দেন এখনো নাকি WhatsApp করেন?
ছাল বাকল পরেন নাকি জামা কাপড়?
তাহলে গাড়ি চড়ুন, সাইকেল চড়ুন। হাতি, ঘোড়া, উঠ কেন?

Good morning.
02/01/2024

Good morning.

One long year is about to end, and a new equally long one is going to start. Hopefully most of us (if not all) have led ...
31/12/2023

One long year is about to end, and a new equally long one is going to start. Hopefully most of us (if not all) have led a somewhat prosperous 365 days with our family, and will do the same next year. Let's just remember there are others who are also trying to live a prosperous, and peaceful life with their families just like us. Wishing them, and all of us a good year ahead. Let spreading love, and kindness be the resolution for a new year ahead. ❤️

🙂
23/12/2023

🙂

23/12/2023

শীতে পিঠা না খেলে কি চলে!
প্রাণীCool আছে ইনস্টাগ্রামে:
instagram.com/thepranicool
জয়েন করুন প্রাণীCool গ্রুপে: https://tinyurl.com/4hryccbc
#প্রাণীCool

21/12/2023

At the end of the day it boils down to a filled belly, and a safe place to sleep. Especially for a child, be it a human or an animal. Be kind. If you've had a meal today, try to feed someone who didn't or who wouldn't have had otherwise. We are intelligent, hence comes the responsibility. ❤️

21/12/2023

এটা দেখুন। এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।

19/12/2023

সব লড়াই জেতা যায় না, কিন্তু চেষ্টা তো করে যেতে হবে।
এই গল্পটা ২০২১ এর। এই কুকুর টি রাস্তায় থাকত, এবং কোনো কারনে অসুস্থ হয়ে পড়েছিল, পরে ভূল treatment হওয়াতে, এবং drug overdose এর ফলে এর দুটো চোখ অন্ধ হয়ে যায়।
দুটো চোখ হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে ওর চলাফেরা কঠিন হয়ে যায়, পুকুরে, ডোবায় পড়ে যেত, আহত হত, খাওয়ার সমস্যা হত। এছাড়াও ওর internal complications তৈরী হয়েছিল অনেক।
ওর জন্য স্থানীয় একটি temporary shelter এ আলাদা খাঁচা বানিয়ে সেখানে ওর থাকা, খাওয়া এবং চিকিৎসার ব্যাবস্থা করে দিয়েছিলাম আমরা। সেখানে কিছুমাস ও থাকে কিন্তু শেষ পর্যন্ত মারা যায়।
ওঁকে বাঁচাতে না পারলেও ওর শেষ কিছুদিন একটু আরামে থাকার ব্যাবস্থা করতে পেরে আমরা খুব খুশি। ও নেই, কিন্তু ওর স্মৃতি আমাদের সাথে থাকবে সবসময়। 😊

15/12/2023

পরিযায়ী পাখি শিকার বন্ধ হোক।
প্রাণীCool আছে ইনস্টাগ্রামে:
instagram.com/thepranicool
জয়েন করুন প্রাণীCool গ্রুপে: https://tinyurl.com/4hryccbc
#প্রাণীCool

Do not buy. Adopt. Please. 😊
10/12/2023

Do not buy. Adopt. Please. 😊

⚠️ WARNING ⚠️কুকুর বাচ্চা টির দোষ ছিল এই যে সে একটি শিশু এবং কিছু না বুঝেই ঐ লোকটির কাছে লেজ নেড়ে গিয়েছিল।এই খবরটা না ...
10/12/2023

⚠️ WARNING ⚠️

কুকুর বাচ্চা টির দোষ ছিল এই যে সে একটি শিশু এবং কিছু না বুঝেই ঐ লোকটির কাছে লেজ নেড়ে গিয়েছিল।
এই খবরটা না শেয়ার করলেও পারতাম, তবে এটা সবার উপলব্ধি করা উচিত যে আমাদের আশে পাশে এরম মানুষ সবসময় ঘুরে বেড়াচ্ছে। হেসে কথা বলছে। আমরাই এদের পরোক্ষ প্ররোচনা দেই।

Explore the viral video of a man thrashing a dog in Guna, Madhya Pradesh. Witness the reactions of CM Shivraj Chouhan and Jyotiraditya Scindia to this shocking incident at news18.com

শিশুরা ঘৃণা বা বিদ্বেষ নিয়ে জন্মায় না। তারা ফাঁকা স্লেটের মত হয়। আপনি যা লিখবেন তাই লেখা থাকবে। নিজের সন্তান কে পশুপ্...
05/12/2023

শিশুরা ঘৃণা বা বিদ্বেষ নিয়ে জন্মায় না। তারা ফাঁকা স্লেটের মত হয়। আপনি যা লিখবেন তাই লেখা থাকবে। নিজের সন্তান কে পশুপ্রেম শেখাতে নাই পারেন, আপনাকে হয়তো কেউ সেটা শেখায়নি ছোটোবেলা। কিন্তু, পশুদের প্রতি ঘৃণা, বা বিদ্বেষ শেখাবেন না, তাকে বুঝতে দিন এই পৃথিবীটা ঠিক যতটা আপনার ঠিক ততটাই বাকি সবার।

এই গল্পটা বুচি র।বুচি একটা খুব মিষ্টি mid aged মেয়ে কুকুর। ওর বাচ্চা হয়েছে অনেকবার, এবং তারাও বড়ো হয়ে গেছে বেশ।খুব স...
03/12/2023

এই গল্পটা বুচি র।

বুচি একটা খুব মিষ্টি mid aged মেয়ে কুকুর। ওর বাচ্চা হয়েছে অনেকবার, এবং তারাও বড়ো হয়ে গেছে বেশ।
খুব সম্ভবত ২০২২ এর মাঝামাঝি সময় হঠাৎ কুকুর টির মুখ টা অদ্ভুত ভাবে বদলে যেতে থাকে (প্রথম ছবি), সাথে চোখে ময়লা জমছিল, এবং সারাক্ষন জিভ বের করে হাঁপাচ্ছিল। চেহারাও বেশ খারাপ হতে থাকে ধীরে ধীরে।
ওকে সেই সময় ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তবে ফোন এবং ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তার এর সাথে যোগাযোগ করা হয় এবং ৩ দিন saline and antibiotics দেওয়ায় ওর dehydration কমে যায় এবং thankfully ও recover করে ঐ যাত্রায় বেঁচে যায়।
যদিও আজ ও জানিনা ওর কি হয়েছিল, তবে এইসব দেশি indian breed দের immunity সম্ভবত বেশি হয় compared to other non Indian breeds যারা এখানকার আবহাওয়ায় অভ্যস্ত নয়। সেই কারনেই হয়তো antibiotics, antacid and saline দিয়েই ওকে বাঁচানো গেছিল।

এখন বুচি বহাল তবিয়তে সুস্থ ভাবে নিজের এলাকায় খাচ্ছে, ঘুরছে, ঘুমাচ্ছে। আজ ও আমাদের দেখলে আনন্দে লেজ নাড়া বন্ধ হয়না তার। ❤️

অনেকে আছেন যারা নিয়মিত ভাবে financially support করেন আমাদের। এখনো organised ভাবে কিছু করে উঠতে পারিনি সময়, এবং লোকবলের...
02/12/2023

অনেকে আছেন যারা নিয়মিত ভাবে financially support করেন আমাদের। এখনো organised ভাবে কিছু করে উঠতে পারিনি সময়, এবং লোকবলের অভাবে, তবে আমরা আস্তে আস্তে initiative টা বড়ো করার চেষ্টা করছি।

Donated amount আমরা বিভিন্ন ভাবে খরচ করি, তার মধ্যে একটার উদাহরণ নীচে দিলাম।
এই ভদ্রমহিলা একা হাতে রান্না করা খাবার এনে কমপক্ষে ২০, ২৫ টা কুকুরকে খাওয়ান। এনাকে প্রতিমাসে আমার আমাদের fund থেকে আর্থিক সাহায্য করি। ওনার অনুরোধে ওনার নাম, পরিচয় ইত্যাদি গোপন রাখা হয়েছে।
এ ছাড়াও accidental victim দের গাড়ি/অটো ঠিক করে হাসপাতাল পাঠানো, ওষুধ কেনা ইত্যাদি খাতেও আমরা খরচ করে থাকি।

আরো organised and transparent ভাবে আমরা fund manage করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আরো বেশি এলাকা জুড়ে এই অবলা প্রানীগুলোর জন্য সামান্য কিছু করতে পারি।

বাড়ির মধ্যে রামরাজত্ব, সবাই তার ভয় সর্বদা টঠস্থ। কিন্তু, বেল্ট পরালেই রানি লক্ষ্মীবাই একদম মরে যান। ঘরের বাইরে বেরোনো ...
29/11/2023

বাড়ির মধ্যে রামরাজত্ব, সবাই তার ভয় সর্বদা টঠস্থ। কিন্তু, বেল্ট পরালেই রানি লক্ষ্মীবাই একদম মরে যান। ঘরের বাইরে বেরোনো নামে তার সব বীরত্ব শেষ।
This cat is playing dead to avoid going out. One needs to see this to believe how wicked these felines can be at times.

Life is a precious gift from mother nature, we must do everything in our capacity to protect it.এটা হলো Lovely, মেয়ে (ব...
27/11/2023

Life is a precious gift from mother nature, we must do everything in our capacity to protect it.
এটা হলো Lovely, মেয়ে (বুড়ি)। নিউ আলিপুরে একজন প্রবীন ডাক্তার দম্পতির সন্তান তুল্য একটি মিষ্টি কুকুর। ভেটেরিনারি practitioner এর ভুল অপারেশনের ফলে এর দুটি কিডনী সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র মা-র নিখাদ ভালোবাসা ও বাবা ডাক্তার হওয়ার সুবাদে, আজ Medicine এর উপর ভর করে দিব্বি আজ ৭ বছর হেসে খেলে বেঁচে আছে lovely ।

By the way, ইনি বাংলা, ইংলিশ, এবং ওড়িয়া তিনটি ভাষাতেই পারদর্শী।

It's not who I am underneath, but what I do that defines me. -- Batman.There's a Batman hidden underneath every man out ...
18/11/2023

It's not who I am underneath, but what I do that defines me. -- Batman.

There's a Batman hidden underneath every man out there. Came across this guy the other day at a railway station. Look at his small table. Kindness doesn't cost money. I wish he prospers in life. 😊

কিছু প্রয়োজনীয় ওষুধ। এগুলো আমাদের বাড়ির কুকুর, বিড়াল ছাড়াও রাস্তা ঘাটের যেসব কুকুর বিড়াল দের আমরা দেখভাল করি। তাদে...
14/11/2023

কিছু প্রয়োজনীয় ওষুধ। এগুলো আমাদের বাড়ির কুকুর, বিড়াল ছাড়াও রাস্তা ঘাটের যেসব কুকুর বিড়াল দের আমরা দেখভাল করি। তাদের জন্যেও ব্যাবহার হয়।

১. Pomisol ear drop: এটা কুকুরের কানের ইনফেকশনের কাজে লাগে। অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, তবে সেই সুযোগ না থাকলে, এবং এই ওষুধ হাতের কাছে থাকলে ব্যাবহার করতে পারেন।

২. Patoral-K : Fungal infection বা yeast infection এ এটা ব্যাবহার করা যেতে পারে। (অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিন)।

এগুলো ছাড়াও আরো কিছু ওষুধ আছে যেগুলো বাড়িতে রাখতে পারেন। প্রয়োজন, অপ্রয়োজনে কাজে লাগতে পারে। যেমন, Neomac, Liver tonic (Liv 52, or anything similar), Fipronil spray (কুকুরের পোকার জন্য), avil tablet (এল্যারজি র জন্য)।

আপনাদের সবাইকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
11/11/2023

আপনাদের সবাইকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Address

Kolkata
700094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pom poko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share