31/03/2025
অতিথি:
কাজের সূত্রে পূণেতে আসতে হয়েছে। যে কোনো জাগায় একটা ভালো বাসস্থান খুঁজে বের করে স্হায়ী হতে কিছুদিন সময় লাগে। এখানেও তার ব্যাতিক্রম নেই তো প্রায় দিন ৬ একটি পুরোনো বাংলোর বাইরের ঘরে Airbnb র মারফত থাকার ব্যবস্থা করেছিলাম।
একাই ছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে অনুভব করলাম আমি একা নই। আরো একজনের নিঃশব্দ বিচরণ আছে এই বাইরের মহলে। বা বলা ভালো, তার এলাকাতেই আমার অনধিকার প্রবেশ ঘটেছে।
দেখা হল। তিনি স্বাভাবিক নিয়মেই লুকিয়ে বিরাজ করছিলেন কারণ আমাদের বেশিরভাগেরই তো আবার “ ভয় লাগে “ তো এরা সেটা বুঝেই এড়িয়ে চলে।
দোকান থেকে একটা Whiscas jelly আর কিছু ড্রাইফুড এনে ঘুষ দেওয়া তে দ্বিতীয় দিন হতে পরিচিতি টা একটু বাড়ল।
ক্রমে বোঝাতে চাইলাম আমি বন্ধু হতে চাই। ক্ষতি করতে চাই না। বোঝাতেও পারলাম হয়তো।
আসা যাওয়া বাড়ল, আমার ব্যাগগুলো তার বিছানা হয়ে উঠল। আমার খাটের মাথার কাছের জানালা টা হয়ে গেল তার শয়নস্হল।
অচিরেই বুঝলাম, একটি শান্ত, নিঃশব্দ ছায়সঙ্গির ন্যায় বন্ধু পেয়েছি যে কথা বলে বোঝাতে পারে না কিন্তু সর্বক্ষন পাশে থেকে জানান দিতে চায় সে আমার উপস্হিতি তে খুশি।
ব্রেকফাস্ট, ডিনার, বিকেলের চা, বাগানে পায়চারি সব সময় দুজোড়া চোখ দেখে চলেছে আমাকে। আমি বসলে শান্তিতে আমার পাশে এসে বসে শুয়ে ঘুম দেয়া হচ্ছে।
কালকে check out। চলে যাবো। কিন্তু, যাওয়ার আগে আমি তো গুডবাই বলতে পারবো না। বললে তো বুঝবে না। আমার ভাষা তো সে বোঝে না।
অপেক্ষা করবে রাত অবধি। জানলা, দরজা সব জাগায় খুঁজবে হয়তো। বাগানে দেখবে। খাওয়ার সময় বসে থাকবে হয়তো।
৬ দিনের অতিথি ছিলাম। ৬ দিন শেষে বিদায় নেব। কিন্তু আমার বন্ধুটির মনে প্রশ্নটা হয়তো থেকেই যাবে যে আমি কোথায় গেলাম?
কোনো নাম দেওয়ার সুযোগ পাইনি ব্যাস্ততার মধ্যে। ভালো থেকো বন্ধু। তোমার বাড়িতে ৬ দিনের অতিথি হতে পেরে আমি খুশি।