Pom poko

Pom poko All about Bebo, Tuntuni, Duggu, Minho and all other sweet demons we care for.

At this point, I don’t know where my right hand is. But that’s okay.
21/06/2025

At this point, I don’t know where my right hand is. But that’s okay.

17/06/2025

আগে এই নীরিহ কিন্তু ভয়ানক দর্শন সরীসৃপ টিকে প্রায় দেখা যেত বাংলার প্রত‍্যন্ত অন্চলে। খাস কোলকাতার আনাচে কানাচেও দেখা যেত অনেক। কিন্তু, সময়ের সাথে সাথে, এবং মানুষের চাপে যদি একসৃঙ্গ গন্ডারের মতো প্রাচীন প্রাণী লোপ পায়। তো, গোসাপ কেন থাকবে? এরা মূলত জলাশয়ের ধারে কাছে থাকে। কোলকাতা শহরে জলাশয় এবং তার সংলগ্ন biodiversity, flora and fauna সবকিছুই বুজে তার জাগায় গড়ে উঠছে “ Housing societies “, “ Hotels “, “ malls “।

ভীষন গরম, তারপরে এক পষলা বৃষ্টি, ঝড়। এইসবের মধ্যে কোনো কাজই করা সম্ভব নয়। অতঃপর একটু ঘুমিয়ে নিন।
02/06/2025

ভীষন গরম, তারপরে এক পষলা বৃষ্টি, ঝড়। এইসবের মধ্যে কোনো কাজই করা সম্ভব নয়। অতঃপর একটু ঘুমিয়ে নিন।

Busy day at work.
25/05/2025

Busy day at work.

শুভ নববর্ষ । পূনে তে দিনের বেলা বেরোনোর উপায় নেই, অসহ‍্য গরম।তবুও এখানে প্রচুর গাছ থাকার দরুন ছায়া টা পাওয়া যায়। কোলকাতা...
15/04/2025

শুভ নববর্ষ । পূনে তে দিনের বেলা বেরোনোর উপায় নেই, অসহ‍্য গরম।তবুও এখানে প্রচুর গাছ থাকার দরুন ছায়া টা পাওয়া যায়। কোলকাতার মতো নির্বিচারে গাছ কাটা হয়না।

নববর্ষে, এই বন্ধুকে একটু তরমুজ, আর boiled chicken organs দিলাম। তবে এই গরমে উনি জল খেতে ব‍্যাস্ত। পরে খাবে আশা করি। শুভ নববর্ষ, বন্ধু ।

04/04/2025

আপনি যখন ওদের বাসস্থান কেড়ে নিয়ে সেখানে ঘর বানালেন। ওরা কিছু বলেছিল? নিঃশব্দে দেখেছিল।
আজকে যখন ওরা আপনার বাড়ির সামনে রাস্তায় একটু থাকবার আশ্রয়, আর অল্প খাবার চাইছে তাতেই আপনি রেগে যাচ্ছেন?

এত বাজে মানসিকতা নিয়ে রাতে ঘুম হয়?

অতিথি:কাজের সূত্রে পূণেতে আসতে হয়েছে। যে কোনো জাগায় একটা ভালো বাসস্থান খুঁজে বের করে স্হায়ী হতে কিছুদিন সময় লাগে। এখানেও...
31/03/2025

অতিথি:

কাজের সূত্রে পূণেতে আসতে হয়েছে। যে কোনো জাগায় একটা ভালো বাসস্থান খুঁজে বের করে স্হায়ী হতে কিছুদিন সময় লাগে। এখানেও তার ব‍্যাতিক্রম নেই তো প্রায় দিন ৬ একটি পুরোনো বাংলোর বাইরের ঘরে Airbnb র মারফত থাকার ব্যবস্থা করেছিলাম।

একাই ছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে অনুভব করলাম আমি একা নই। আরো একজনের নিঃশব্দ বিচরণ আছে এই বাইরের মহলে। বা বলা ভালো, তার এলাকাতেই আমার অনধিকার প্রবেশ ঘটেছে।

দেখা হল। তিনি স্বাভাবিক নিয়মেই লুকিয়ে বিরাজ করছিলেন কারণ আমাদের বেশিরভাগেরই তো আবার “ ভয় লাগে “ তো এরা সেটা বুঝেই এড়িয়ে চলে।

দোকান থেকে একটা Whiscas jelly আর কিছু ড্রাইফুড এনে ঘুষ দেওয়া তে দ্বিতীয় দিন হতে পরিচিতি টা একটু বাড়ল।

ক্রমে বোঝাতে চাইলাম আমি বন্ধু হতে চাই। ক্ষতি করতে চাই না। বোঝাতেও পারলাম হয়তো।

আসা যাওয়া বাড়ল, আমার ব‍্যাগগুলো তার বিছানা হয়ে উঠল। আমার খাটের মাথার কাছের জানালা টা হয়ে গেল তার শয়নস্হল।

অচিরেই বুঝলাম, একটি শান্ত, নিঃশব্দ ছায়সঙ্গির ন‍্যায় বন্ধু পেয়েছি যে কথা বলে বোঝাতে পারে না কিন্তু সর্বক্ষন পাশে থেকে জানান দিতে চায় সে আমার উপস্হিতি তে খুশি।

ব্রেকফাস্ট, ডিনার, বিকেলের চা, বাগানে পায়চারি সব সময় দুজোড়া চোখ দেখে চলেছে আমাকে। আমি বসলে শান্তিতে আমার পাশে এসে বসে শুয়ে ঘুম দেয়া হচ্ছে।

কালকে check out। চলে যাবো। কিন্তু, যাওয়ার আগে আমি তো গুডবাই বলতে পারবো না। বললে তো বুঝবে না। আমার ভাষা তো সে বোঝে না।
অপেক্ষা করবে রাত অবধি। জানলা, দরজা সব জাগায় খুঁজবে হয়তো। বাগানে দেখবে। খাওয়ার সময় বসে থাকবে হয়তো।

৬ দিনের অতিথি ছিলাম। ৬ দিন শেষে বিদায় নেব। কিন্তু আমার বন্ধুটির মনে প্রশ্নটা হয়তো থেকেই যাবে যে আমি কোথায় গেলাম?

কোনো নাম দেওয়ার সুযোগ পাইনি ব‍্যাস্ততার মধ‍্যে। ভালো থেকো বন্ধু। তোমার বাড়িতে ৬ দিনের অতিথি হতে পেরে আমি খুশি।

25/03/2025

আশেপাশের কুকুর গুলোর উপরে নজর রাখুন। পাড়া, মহল্লার কুকুর উধাও হয়ে যাচ্ছে কেউ টের পাচ্ছে না। অনেকে ভাববেন আমার কি, আমার পরিবার তো ভালো আছে। রাস্তার কুকুর গেল তাতে আমাদের কি?

রাস্তার ধারে যে মোমোটা হ‍্যাংলার মতো গিলছেন সেটা চিকেন ই তো?
চিকেন রোল টা? মান্চুরিয়ান টা?

সম্প্রতি লুধিয়ানা এবং নয়ডায় রেস্টুরেন্টে হানা দিয়ে কুকুরের মাথা পাওয়া গেছে।
কোলকাতায় তো এইসব হানা দেওয়া, তদন্ত করা, ইত‍্যদি ইত‍্যাদির বালাই নেই।

পথের কুকুরদের ব‍্যাপারে নাই ভাবলেন। নিজের পরিবারের কথা ভেবে সজাগ থাকুন। সজাগ রাখুন।

Happy Holi.
14/03/2025

Happy Holi.

নারীদিবসের শুভেচ্ছা।নিজের ক্ষুধা অগ্রাহ্য করে, বাচ্চাগুলোর স্বার্থে বিস্কুটের থেকে মুখ সরিয়ে নেয়া এই অসহায় মেয়েটি এবং এর...
08/03/2025

নারীদিবসের শুভেচ্ছা।

নিজের ক্ষুধা অগ্রাহ্য করে, বাচ্চাগুলোর স্বার্থে বিস্কুটের থেকে মুখ সরিয়ে নেয়া এই অসহায় মেয়েটি এবং এর মতো আরো হাজার হাজার মেয়েদের কেও ভালো থাকার শুভেচ্ছা।

দিনের শেষে তারাও প্রাণী, আমরাও প্রাণী। সবাই মিলেমিশে ভালো থাকুন। ভালো রাখুন। ❤️

সারমেয়দের বাঙালি/অবাঙালী হয়? জানিনা। তবে, এই বাবু কে দেখে আন্দাজ করা যায়। খাবারের বাটিটা সামান‍্য দুরে থাকলে বাবু একটু উ...
08/03/2025

সারমেয়দের বাঙালি/অবাঙালী হয়? জানিনা।
তবে, এই বাবু কে দেখে আন্দাজ করা যায়। খাবারের বাটিটা সামান‍্য দুরে থাকলে বাবু একটু উঠে খেতে পারেন না। ওনার মুখের সামনে পৌঁছে না দিলে খাওয়া টা কঠিন পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায়। অগত্যা ।

এহেন মেজাজের এক সারমেয় বাঙালি না হয়ে পারে না।

Address

Kolkata
700094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pom poko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share