Gentle & His Friends

Gentle & His Friends Meet the wonder boy Gentle, all of his beautiful sisters, friends and rivals.

সাস্টেনেবল ফ্যাশান!এই গরমে ঠান্ডা থাকার ঘরোয়া জংলি উপায়! পাতা ছেঁড়ো পাতা পরো পাতা খাও পাতা নাম জপ করো!!
01/05/2024

সাস্টেনেবল ফ্যাশান!
এই গরমে ঠান্ডা থাকার ঘরোয়া জংলি উপায়!
পাতা ছেঁড়ো পাতা পরো পাতা খাও পাতা নাম জপ করো!!

মাম্মা, সেই আক্কিরিমওলা দাদু এসেচে! এত্তা কিনে দাও না পিলিজ!---একজন আইস্ক্রিমওলা দাদুর সাথে আজকাল এনার দোস্তি হয়েছে ভালো...
16/04/2024

মাম্মা, সেই আক্কিরিমওলা দাদু এসেচে! এত্তা কিনে দাও না পিলিজ!

---
একজন আইস্ক্রিমওলা দাদুর সাথে আজকাল এনার দোস্তি হয়েছে ভালো। তিনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাবার সময়, "আইসক্রিম আইস্ক্রিম, পান্তুয়া পান্তুয়া আইস্ক্রিম" বলে ডাক দেন। আর ইনি তখন এসে এমনি করে বায়না ধরেন।

Gentle রিপোর্টিং ফ্রম gentleland. c/o ভগবানঃকাল রাত দশটায় দেখলাম আমার গ্যালাকটিকাল কলিং সার্ভিসে বিপ বিপ  করছে। বুঝলাম ব...
07/04/2024

Gentle রিপোর্টিং ফ্রম gentleland. c/o ভগবানঃ
কাল রাত দশটায় দেখলাম আমার গ্যালাকটিকাল কলিং সার্ভিসে বিপ বিপ করছে। বুঝলাম বাবা বা মাম্মাম কল করছে। শুনলাম মা বলছে "বাবাই বড্ডো গরম পড়েছে। বোনেরা, বগারা সব্বাই গরমে হাঁসফাঁস করছে। একটু বৃষ্টির ব্যবস্থা কর বাবা।"

আমি সব চেক করলাম, দেখি সন্দেশও সন্ধেবেলা মনোসেলে মেসেজ করেছে - "মা মনে হয় আমাকে চান করানোর ধান্দায় আছে, কাল একটা বৃষ্টি দে তো"।

এখানের চার্টে চেক করলাম - নাঃ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাবা আমাকে impact -benefit analysis শিখিয়েছিল। এই যেমন একটা বেড়ালকে যদি আমি তাড়া করি - তাতে কি কি লাভ, কি কি ক্ষতি। খাতা নিয়ে বসলাম - দেখলাম নাঃ বৃষ্টি হলে সব্বারই লাভ।
চললাম বৃষ্টি ডিপার্টমেন্টে। বললাম "কাল একটা বৃষ্টি চাই সল্টলেকে।" লোকটা আমাকে বলে কি না - "যা ভাগ, মামার বাড়ির আবদার"। আমি শুধু হাসি মুখে বললাম "আগের হপ্তায় মনে আছে?"।
আগের হপ্তাতেও মাম্মাম বলেছিল বৃষ্টির কথা - ওদের বলেছিলাম - শোনে নি। আমি সামনেই যে বৃষ্টি রিমোটটা ছিল ওটা কামড়ে একটু বেশীক্ষণ টিপে রেখেছিলাম। পরে শুনলাম ওটা ঠিক রিমোটটা ছিল না আর একটু বেশী জোরে কামড়ে ফেলেছিলাম, কোথায় না কি টর্ণেডো হয়েছে।
লোকটা আমাকে বলল "কি রে যা এখান থেকে।" আমি আবার টুক করে একটা রিমোট মুখে নিলাম। লোকটা আর ওর আসিস্ট্যান্ট চিৎকার করতে আরম্ভ করল - "ওরে বাবারে - রেখে দে রেখে দে, কামড়াস না ওটা। কাল হবে বৃষ্টি হবে "। আসিস্ট্যান্টকে বলল "লাইনটা সল্টলেক অব্দি টেনে দে তো"।
ব্যাস আমার কাজ শেষ। শুধু লিংপিং দেখছি বার বার মেসেজ করছে - "বাবাই দাদা বাজ কমাও বাজ কমাও"। অতো পারি না বাপু - বৃষ্টি এসে গেছে - বাজ থাক একটু। আমি বরং একটা ঘুম দি।

fall - বৃষ্টি আসার ঠিক আগে
25/03/2024

fall - বৃষ্টি আসার ঠিক আগে

মধ্যিখানের আদরে রসগোল্লা হয়ে যাওয়া ব্যক্তিটিকে চিনতে পাচ্চ তো সব্বাই? এলাকার ডাকসাইটে গ্যাং-এর ফ্রন্টসাইডে লড়ে যাওয়া, ক্...
24/03/2024

মধ্যিখানের আদরে রসগোল্লা হয়ে যাওয়া ব্যক্তিটিকে চিনতে পাচ্চ তো সব্বাই? এলাকার ডাকসাইটে গ্যাং-এর ফ্রন্টসাইডে লড়ে যাওয়া, ক্যাপ্টেন বগা, দু-দুবারের ক্যান্সার বিজয়ী (ভাবখানা স্যার আলেকজান্দার যেন)। ইনি এবং এনার গ্যাং-এর এপ্রুভাল ছাড়া এবাড়িতে ঢুকতে পারেনা মাছিটিও।
যাইহোক।। সেসব অন্য কথা!
আজকে বগা এই ছবিটা পোস্টিয়ে জানাতে বলেছে যে, ওর দুপাশের খুংখার মূর্তিদুটিকে একটু চিনে রাখতে। এলাকায় কাল জেন্টলের কোনও বন্ধুর গায়ে এক চিমটি রঙও যদি লাগে, তাহলে ভাই এনারা তাদের মুখের রঙ এমন বদলে দেবে যে দুগগা পুজোতেও মাংকিছাপ মুখ নিয়ে ঘুত্তে হবে।

সব আদর কি সন্দেশ দিদিকেই করে দেয়া হচ্ছে!! আমরা কি বানের জলে ভেসে এইচি? ফ্র্যান্দস আমরা কি ধম্মঘট করব?
19/03/2024

সব আদর কি সন্দেশ দিদিকেই করে দেয়া হচ্ছে!! আমরা কি বানের জলে ভেসে এইচি? ফ্র্যান্দস আমরা কি ধম্মঘট করব?

"কে বেশি ভালোবাসে?- বাবা না মাম্মা?"প্রশ্নটা এইরকমই করেছিলো ক্যামেরা কাকু। উত্তরে শুধু সে একটু মুচকি হাসি দিয়েছিলো। ভাবট...
16/03/2024

"কে বেশি ভালোবাসে?- বাবা না মাম্মা?"
প্রশ্নটা এইরকমই করেছিলো ক্যামেরা কাকু। উত্তরে শুধু সে একটু মুচকি হাসি দিয়েছিলো। ভাবটা এরকম, কি বলে কি ছোকরা!!
বাবা-মাম্মার চোখের আলো, বুকের ধুকপুক, মায়ার পুঁটুলি, তুলতুলে ওম...

সব কিছুর হিসেব নিকেশ যেখানে শেষ সেখান থেকে শুরু তার রাজপাট...

চৌধুরীবাড়িতে অক্সিজেনের আরেক নাম, সন্দেশ।

[ ক্যামেরায়: Celluloid Pictures, তোমরা না থাকলে এইসব সুন্দর মূহুর্ত অধরাই থেকে যেত]

কে যেন বলেছিল,  "কাউকে বেশি লায় দিতে নেই, সবাই চড়ে মাথায়".. ..  আমি বাপু, কুইন অফ অল দ্য কুইন্স! দুহাত উঁচু বিন্না, তার ...
01/03/2024

কে যেন বলেছিল, "কাউকে বেশি লায় দিতে নেই, সবাই চড়ে মাথায়".. ..
আমি বাপু, কুইন অফ অল দ্য কুইন্স! দুহাত উঁচু বিন্না, তার উপর গদি, তার উপর পাহাড়ের মতন বালিশ, তারো উপর কম্বল পেতে দিতে হয় তবেই আমি পদু পেতে উপুড় হয়ে বসি!!
(যত্তসব ফালতু কতা! কাজ কচ্চি বুজলে কাজ!! এইযে বাবা কি কি দেখচে-লিখচে-পচ্চে সঅঅঅঅঅঅব নজর রাখচি! ঠিক টাইম মতন..)

বাবা শুয়েছিলো বিন্নার ধারের দিকে। আমি বাপু বারান্দায় অল্প হুল্লোড় করে এসে  একটু বসেছি কি বসিনি, বাবাটা পাকা তালের মতন গড়...
29/02/2024

বাবা শুয়েছিলো বিন্নার ধারের দিকে। আমি বাপু বারান্দায় অল্প হুল্লোড় করে এসে একটু বসেছি কি বসিনি, বাবাটা পাকা তালের মতন গড়িয়ে গেলো মাটিতে। চেঁচু মাম্মা সেই দেখে কি চেঁচুটাই না করলো। আমি একখান পালকের মতন হালকা ছোত্ত বাচ্চা, আমার ধাক্কায় নাকি ওই অত বিশাল বটগাছের মতন বাবা পড়ে গেছে!! এরকম আলপটকা বাবা নিয়ে কি করব কে জানে। সব দায়িত্ব আমাদের খালি। এনারা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবেন।

যে খেলনার চোখু আর নাকুতে অপারেশান করা যায়না, সেটাকে আমি বালিশ ছাড়া আর কিছু মনে করিনা।
28/02/2024

যে খেলনার চোখু আর নাকুতে অপারেশান করা যায়না, সেটাকে আমি বালিশ ছাড়া আর কিছু মনে করিনা।

শোন এত ভাও খাওয়ার কিছু নেই! সেই কব্বে এনেচে বাবা তোকে আর এই এখন এক খান মোটে ফুল ফুটিয়েচিস! তাও আবার এই এত্তুখানি! বেশি ক...
26/02/2024

শোন এত ভাও খাওয়ার কিছু নেই! সেই কব্বে এনেচে বাবা তোকে আর এই এখন এক খান মোটে ফুল ফুটিয়েচিস! তাও আবার এই এত্তুখানি! বেশি কেরদানি মারিস না আমার সামনে, দেবো এক রদ্দা ঘাড়ের গোড়ায়!!

দধিকম্মাটা যে কখন মাখবে!!হাঁসু নাকি আজগে আবার বাড়ি চলে যাবে! ভাল্লাগেনা বাপু!!
15/02/2024

দধিকম্মাটা যে কখন মাখবে!!
হাঁসু নাকি আজগে আবার বাড়ি চলে যাবে! ভাল্লাগেনা বাপু!!

বাবা-মাম্মা-দিম্মার সাথে ম্যান্ডেটারি ছবি ছাবা
14/02/2024

বাবা-মাম্মা-দিম্মার সাথে ম্যান্ডেটারি ছবি ছাবা

14/02/2024

পান্তুয়া লক্ষীসোনা হয়ে অঞ্জলি দিয়ে নিয়েচে। সন্দেশ দিদি কাল রাত্তির থেকে পুজোর জোগাড় করে অঞ্জলির সময়ে একটু অল্প টেলিপ্যাথিতে হাঁসুর সাথে আলোচনা চালাচ্চে। লিংপিং?
পাশের ঘরে দাদূর বিন্নায় পুদু উল্টে ঘুমু। চেঁচু মাম্মা বলেচে অংক পরীক্ষায় একদম ফেলটু যাবে।

সব কিছু জোগাড় যন্তর চলছে, পুজো শুরু হবে এত্তু পরেই। আমি কিন্তু খুব কড়া নজর রাখচি সরস্বতী মাম্মার হাঁসুর উপর।
14/02/2024

সব কিছু জোগাড় যন্তর চলছে, পুজো শুরু হবে এত্তু পরেই। আমি কিন্তু খুব কড়া নজর রাখচি সরস্বতী মাম্মার হাঁসুর উপর।

প্রজাতন্ত্র দিবস,  জয় পতাকা স্যার আর আমরা গোলাপি বালিকারা..
27/01/2024

প্রজাতন্ত্র দিবস, জয় পতাকা স্যার আর আমরা গোলাপি বালিকারা..

বছরের শেষে আবারও মন খারাপ। আমাদের ক্যাপ্টেন বগার আবার ক্যান্সার রিল্যাপ্স করেছে। ঠিক এক বছর পর। গত বছর সেপ্টেম্বর-অক্টোব...
30/12/2023

বছরের শেষে আবারও মন খারাপ। আমাদের ক্যাপ্টেন বগার আবার ক্যান্সার রিল্যাপ্স করেছে। ঠিক এক বছর পর। গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মিলিয়ে চারটে কেমোর পর একদম সুস্থ হয়ে দাপিয়ে বেড়াচ্ছিলো পাড়া। তিন দিন আগে হঠাৎ করেই পেনিস থেকে ব্লিডিং, ডাক্তারবাবু জানান আবার কেমো দিতে হবে। ডাক্তার বাবু নিজেও খুব অবাক, বলেন এরকম কিন্তু হয়না, বিশেষ কএ যার প্রায় ৬ বছর আগে নিউটারিং হয়ে গেছে। কাল রাত ১২টা অবধি তার প্রথম কেমো চলে। আরো তিনটে কেমো বাকি। আবার আমাদের আপনাদের প্রার্থনার প্রয়োজন। বগা আমাদের অসম্ভব ঠান্ডা মাথার লড়াকু লিডার। সিংহের মতন এলাকা আর তার গ্যাংের প্রতিটি সদস্যকে আগলায়। বগা আমাদের প্রতি তার অগাধ বিশ্বাস দেখিয়েছে কালও। আর, আমাদের বিশ্বাস সে এবারও জিতে যাবে লড়াই।

এ লড়াইয়ে আপনাদের শুভ কামনা একান্ত প্রয়োজন। পাশে থাকবেন আশা রাখি।

আমাদের জেন্টল ক্লজ, সান্তার ভাই বান্তা বাবুর তরফ থেখে সব্বাইকে অনেক চকাম আর লাবু ❤️
26/12/2023

আমাদের জেন্টল ক্লজ, সান্তার ভাই বান্তা বাবুর তরফ থেখে সব্বাইকে অনেক চকাম আর লাবু ❤️

  সক্কলকে.. অনেক অনেক কেক খাও, ফুত্তি করো আর গাড়ি টাড়ি একটু দেখে চালিও বাপু... [ বি: দ্র: আমাদেরকে খালি এক চিমটি করে কেক...
25/12/2023

সক্কলকে.. অনেক অনেক কেক খাও, ফুত্তি করো আর গাড়ি টাড়ি একটু দেখে চালিও বাপু...
[ বি: দ্র: আমাদেরকে খালি এক চিমটি করে কেক দেওয়া হয়েছিলো, তাতে টুটি ফ্রুটি- বাদাম কিসসু ছিলো না! ঠাম্মাকে পটাতে গেছিলুম, তাতে চেঁচু মা যা সাইরেন বাজালো, উফফফ ১৫০ ডেসিবেল! পুলিশে খপর দাও কেউ, ধরে নিয়ে যাক চেঁচু মাম্মাকে]

ঠাম্মা যখন এক যুগ পর উঠোনে আসে, যীশুঠাকুরের বাড্ডের আগের দিনটা তখন হ্যাপ্পি ঝ্যাপ্পি রোদ্দুর রইবার হয়ে যায়।বাবা-ঠাম্মা-ম...
24/12/2023

ঠাম্মা যখন এক যুগ পর উঠোনে আসে, যীশুঠাকুরের বাড্ডের আগের দিনটা তখন হ্যাপ্পি ঝ্যাপ্পি রোদ্দুর রইবার হয়ে যায়।
বাবা-ঠাম্মা-মাম্মার সাথে হুড়ুম দুড়ুম হয়ে গেলো খুব এক চোট।

কাঁথা-কম্বল-লেপ-তোষক বালিশ বিছানা, দুই খান কান আর জামায় আধা ঢাকা পুদুনও দিয়ে দিলাম। কুতো খুঁজে নেবার দায় যে দেখবে তার!!
16/12/2023

কাঁথা-কম্বল-লেপ-তোষক বালিশ বিছানা, দুই খান কান আর জামায় আধা ঢাকা পুদুনও দিয়ে দিলাম। কুতো খুঁজে নেবার দায় যে দেখবে তার!!

Coffee Date with বাবা-মাম্মা at  Potboiler Coffee House  . ( CE-25, Sector 1, Saltlake) খুব ভালো পরিবেশ, কফিকাকুরা সক্কল...
23/11/2023

Coffee Date with বাবা-মাম্মা at Potboiler Coffee House . ( CE-25, Sector 1, Saltlake)

খুব ভালো পরিবেশ, কফিকাকুরা সক্কলে খুব ভালো, আমি ঘুরে ঘুরে সব দেখেছি। আমায় আদো করতেও এসেছিলো, কিন্তু আমি দিইনি টাচ কত্তে। বাড়ির এত্ত কাছে এত্ত ভালো জায়গা যেখানে আমাদেরকে বাবা-মাম্মারা গিয়ে কফি-চাফি খেতে পারে আর আমাদেরও এট্টু বেউ বেউ হয়। থাংকু আমাদেরকেও ওয়েলকাম করার জন্য। ডবল লাব ইউ ❤️❤️❤️❤️

শীত পড়ে গেছে! আমি আর মোটামুটি বিন্না থেকে নামচি না গাইস! মাম্মা যদিও এসব বরদাস্ত করেনা, কিন্তু বাবাকে পটিয়ে এসবের ব্যবস্...
16/11/2023

শীত পড়ে গেছে! আমি আর মোটামুটি বিন্না থেকে নামচি না গাইস! মাম্মা যদিও এসব বরদাস্ত করেনা, কিন্তু বাবাকে পটিয়ে এসবের ব্যবস্থা ডান-ডানা-ডান! সাথে আবার ১১৫ কিলো করে আদর কত্তে হয় খাবার আগে আর পরে। নাহলে আবার ভাত-টাতের মতন তুচ্ছু জিনিস আমি খাইনা। আমার ওই সালোকসংশ্লেষেই পেট ভরে যায় এমনিতে।

13/11/2023

বাড্ডে পাট্টিইইইইইইইই...
Happy Birthday Sandesh & Gentle....

13/11/2023

সন্দেবেলা বাড্ডে পাট্টি সব্বাই থেকো সাথে...

বাড্ডের ম্যান্ডেটারি মন্নিং আদর!🎂🎂🎂🎂❤️❤️🌟🌟🧿💐💐😘
13/11/2023

বাড্ডের ম্যান্ডেটারি মন্নিং আদর!🎂🎂🎂🎂❤️❤️🌟🌟🧿💐💐😘

জয় মা কালি!!দীপাবলির শুভেচ্ছা সক্কলকে! ভালো থেকো আলোয় থেকো।শব্দ আর ধোঁয়া করে বোকা%&৳রা..
12/11/2023

জয় মা কালি!!
দীপাবলির শুভেচ্ছা সক্কলকে! ভালো থেকো আলোয় থেকো।

শব্দ আর ধোঁয়া করে বোকা%&৳রা..

হ্যাপ্পি ভুতুয়া চতুর্দশী...
11/11/2023

হ্যাপ্পি ভুতুয়া চতুর্দশী...

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gentle & His Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gentle & His Friends:

Videos

Share

Category


Other Pets in Kolkata

Show All

You may also like