পান্তুয়া লক্ষীসোনা হয়ে অঞ্জলি দিয়ে নিয়েচে। সন্দেশ দিদি কাল রাত্তির থেকে পুজোর জোগাড় করে অঞ্জলির সময়ে একটু অল্প টেলিপ্যাথিতে হাঁসুর সাথে আলোচনা চালাচ্চে। লিংপিং?
পাশের ঘরে দাদূর বিন্নায় পুদু উল্টে ঘুমু। চেঁচু মাম্মা বলেচে অংক পরীক্ষায় একদম ফেলটু যাবে।
বাড্ডে পাট্টিইইইইইইইই...
Happy Birthday Sandesh & Gentle....
সপ্তমীতে #সন্দেশেরপুজোফ্যাশান থিম রঙ হলো হলুদ...
তোমরা আজ কে কিরকম ফ্যাশান কল্লে?
#petfashion #pujafashion #itsadogthing #dogphotography #pariahdog #doglover #indiandogs #dogfashion
পুজো ফ্যাশান স্টার্ট! ষষ্ঠীতে লাল-সাদা!!
#pujafashion #dogfashion #petfashion #doglover #dogphotography #dogslife #indiandogs #pariahdog #hoomans #itsadogthing #সন্দেশ #সন্দেশেরপুজোফ্যাশান
পায়রারা এসে কেন খাবার খাচ্ছে রোজ রোজ? মাম্মাম কিছু করো
এরকম তো কথা ছিল না। দুয়ারে ম্যাও!! এসব কি???
বাবাইদাদা থাকলে এতোক্ষণে আমরা দু'জন একে আলুকাবলি বানিয়ে দিতাম।
এতো আবার তোমাদের পেয়ারের কেবু - কেবলা বেড়াল। বুঝিও না ছাই একে কি করব - তাড়া করলে হয়তো বকুনি দেবে।
এই বাবাইদাদা নেমে আয় তো - আমরা এটাকে নিয়ে একটু টম এন্ড জেরি খেলি।
মন দিয়ে একটু বিছানার চাদরে ডিজাইন করছিলাম, সে সহ্য হোলনা চেঁচু মাম্মার! এই হয়, সমাজ সব সময় ভালো কাজে বাধা দেয়!! এরপর আবার বলবে, সারাদিন নাকি বম্মাইশি ছাড়া কিছু করিনা!! হাহ!!
আজকে আঁচু ফিরে এলো স্টেরিলাইজড হয়ে। থ্যাংকু Happy Hearts of Kolkata আর @সঞ্জয় মন্ডল দা। বগা এন্ড কোং -এর এই শেষ জন বাকি ছিলো। অপারেশানের পরে দেখে যাচ্ছে ওর হ্যাপি হার্টসকে এত পছন্দ যে গাড়ি থেকে নামতেই চাইছিলো না 🤪🤣। দোলের আগে পাড়ার ছেলে পাড়ায় আবার ফিরে এলো, ভালোয় ভালোয়। এখনও অবধি এই দলের ৯ জনের স্টেরিলাইজেশান আর ভ্যাক্সিনেশান করিয়েছি আমরা। তাই গত সাত বছরে সংখ্যাটা বাড়েই নি, বরং এখন মাত্র ছয়। ওরাও সুস্থ ভাবে পেট ভরে খাওয়াদাওয়া করে মেটিং সিজনের ওই সাংঘাতিক ঝারপিট ছাড়া দিব্যি আছে। বাই দ্য ওয়ে আঁচু মস্তান গাড়ি থেকে নেমে ধাঁ দৌড় দিয়েছে, চেঁচু মাম্মার ওপর হেব্বি রেগে আছে। পরে খেতে এলে ব্যাটার আবার ছবি দেবো খন।
বাইরে যাচ্ছ মানেই আমায় নিয়ে বেড়ু যেতে হবে। আমাকে ছাড়া কোত্থাও যাওয়া যাবে না
৫ মিনিটের জন্য দোকান থেকে বিক্কু আনতে হলেও না। কিচ্ছুতেই যাওয়া যাবেনা।
সক্কলা সক্কাল বাবা প্রজার একমাত্র কাজ আমার স্পেশাল কেয়ার নেওয়া!! হুঁহ! কিন্তু এসব কি হচ্ছে!! ল্যাজে টিকটিকি ফিকি!! 😵💫😵😨
তোর ডাক... অগুন্তি কথা...আমাদের ভাষা.. আদরের ছোঁয়া... তুই আমাদের প্রথম সন্তান, ন মাস সময় লেগেছিলো তখনও..তুই এলি তাই আমি মা।
এখন তুই আলোর দেশের দস্যি পেগাসাস! এই পার্কটাও এখন তালা বন্ধ থাকে, ছোট মানুষ ছানারা আর এখানে খেলেনা; গেটে ঝোলানো নতুন নিয়ম, "পোষ্য নিয়ে প্রবেশ নিষেধ"। শুধু এইসব মুহূর্তটুকুন আমাদের!
#শুভভাষাদিবস
বগা এন্ড কোং এর টেরিটরির শেষ থেকে শুরু পার্কের। পার্কটা চিরকাল বাজারের কুকুরদের রাজত্ব। সেখানে টিম বগা ঢুকতে পারেনা। বাবা-মাম্মার বিয়ের জন্মদিন উপলক্ষে প্রিন্সেস সন্দেশ ফুল গ্যাংকে লিড করে পার্কে নিয়ে গিয়ে ঝান্ডা পুঁতে দিয়ে এলো। বাবার সাথে এখন পরামর্শ চলছে বাড়ির সামনের রাস্তাটার মতন পার্কটাও বাবার কিনে নেওয়া উচিৎ কিনা!!
(বাবা মোটামুটি মেয়ের আবদারে চোখে সর্ষে ফুল দেখছে)
আমাদের ডিনার ডান, চিমকেন ভাতু দিয়ে। তোমরা কি খেলে আজ ডিনারে??
( সামনের সারিঃ বগা, পিংগা(পিংপিং, ঘাড়ে সাদা বর্ডার), মাঝের সারিঃ বোগি, আঁচু(কালো), পেছনের সারিঃ হলদু, কালটি).
ভিডিও বানিয়ে দিয়েছে পিসি ❤️
একটা নতুন পুচকু এসেছিলো আমাদের সাথে দেখা করতে!! কি মিত্তি কি মিত্তি! হেব্বি ফুত্তি হলো বস!
সারাক্ষণ এই মইলা জ্বালাচ্ছে!! বাবা, নতুন মাম্মা আনার ব্যাপাট্টা কি হল?
এসব কি হচ্চে? বিদ্যাপিসি সব লুকিয়ে রাখা ভালো ভালো কাজ কম্মগুলো বের করে দিচ্চে সবার সামনে!!
যেমনি এসেছে, অমনি খ্যাপ করে ধরেছি অংশুমান কাকুকে! পাক্কা এক ঘন্টা ধরে তোলা আদায় করব, তারপর ভাববো আর কি কি করা যায়!!