Bhulo Dutt

Bhulo Dutt I'm the proudest Indian alive, so say my parents. From a slum dog, I've become a millionaire. Why ca Now Indians are allowed everywhere, but not all Indians.

"Dogs and Indians not allowed" used to be written long before I was born. Not us, who have inhabited this country from the times of King Yudhisthir of Hastinapur. Arise, awake I say. See now that we InDogs have become the favourites in the promised land, America. We don't require a Green Card there like Indian humans. They love our disease-free sturdy build if fed well. Ask Pamela Anderson; she kn

ows. We are adaptable to every lifestyle unlike the foreign dogs that you love. Look at Delhi, Lucknow, Mumbai and Chennai where we are considered as intelligent as Phoren dogs; people there care for my poor brethren suffering on the streets; can Kolkata be far behind? My parents say they won't part with me for crores of what you people call Rupees. I'm not interested in crores of that as such things do not have any interesting smell. But I guess that's required to get things by buying, whatever that might mean, that I love to eat. See my pictures and know my story first hand--how I grew so proud. They say that dogs are bought, can't say I know what that means, for large sums of money. I hear now that people ask my father about how many Rupees he has bought me for. Again the mention of those odourless pieces of strange papers. "One crore", replies my father. I don't know why he has to lie as I remember very well, he had just picked me up from the street. My Mamma had stopped barking after being hit by a monster called car and my leg was broken. But Mamma didn't even get the time to teach me anything, not even how to bark. "Mamma, Mamma", I wailed. But she lay on the road asleep, all her blood pouring out through her ears. I don't know why nobody cared. She was the only one I knew until a man and his son came to pick me up after I wandered hungry for four days. He brought me home and let me sleep in a warm box. I slept, thinking of Mamma and crying for her. I don't remember very well; but when I woke up and saw that Mamma had changed a lot and had started walking on two legs only. She looked so much like the man who brought me home, but was different in many ways. Why can't all my brethren have such good Mammas I wonder. I now call that man my Papa who tells me that some day Indian Dogs will be loved by Indian humans; but foreigners must love us first.

 fans Purepet Cat Food এর 20 কেজি ব্যাগের অনুরাগী আপনি? জানেন কি, তার থেকেও সস্তা এবং অনেক বেশী পুষ্টিকর খাবার এনে দিচ্ছ...
31/07/2025

fans Purepet Cat Food এর 20 কেজি ব্যাগের অনুরাগী আপনি? জানেন কি, তার থেকেও সস্তা এবং অনেক বেশী পুষ্টিকর খাবার এনে দিচ্ছে RKD Pet Shop? হ্যাঁ, দেখুন নিম্নে ছবিতে, ভিতরে আছে 40টি 500 gm এর sealed প্যাক। পেয়ে যাবেন আমাদের eCommerce website এও www.rkdpetshop.com দেখলে। 500 gm এর প্যাক খুচরো কেনার অপশনও আছে!

Ordering Link https://rkdpetshop.com/product/taiyo-maximum-cat-adult-food-tuna-and-salmon-20-kg-or-500-gm/

Delivery Charge extra as per weight and distance. Special coupon code for Kolkata pincode areas!

The fun of Taiyo Maximum Cat Food lies in 40 sealed packs of 500 gm packed inside the 20 kg bag that's also sold as trial packs from an open 20 kg bag. And of course it's RKD who brings it to you at unbelievable discount.

 fansHi, Dear Existing/ Potential Customer of RKD Pet Shop across the country! Here's some bumper news for you. Our whol...
31/07/2025

fans
Hi, Dear Existing/ Potential Customer of RKD Pet Shop across the country! Here's some bumper news for you. Our wholly owned eCommerce website www.rkdpetshop.com is active with several products that you order usually. If any missing, we will add on priority if you message us.

Please see the basic details of the super economy concept of this website at https://youtu.be/Sl__32WFSjU?feature=shared

Free Deliveries countrywide *up to 3 kg consignment weight of your cart.*

So then, just chill and have fun. Start ordering now!

🚚 *Note:*
1. Free Shipping only applicable for minimum cart value of INR 500/- and maximum weight value of 3Kg.
2. For chargeable deliveries, attractive coupon codes available for Kolkata and West Bengal customers.

MASSIVE DISCOUNTS! Pet shop in Barasat, Kolkata. Pet food, accessories, treats, vaccines, medicines, Resellers discount, Home delivery

04/07/2025

fans
✅ কেন বেশি পরিমাণ ভাত ও সামান্য মাছ খাওয়ানো বেড়ালগুলো তাড়াতাড়ি কিডনি রোগে আক্রান্ত হয়?

✅ সংক্ষেপে:
-বেশি ভাত ও সামান্য মাছ → মারাত্মক পুষ্টির অসামঞ্জস্য → তাড়াতাড়ি কিডনি রোগ।
-এমনকি সবচেয়ে সস্তা ড্রাই ফুডও ভাতের চেয়ে অনেক ভালো, কারণ তাতে ন্যূনতম প্রয়োজনীয় পুষ্টি থাকে।

🐱 বেড়াল হলো অব্লিগেট কার্নিভোর (শুধু মাংস-নির্ভর প্রাণী)

-বেড়ালের খাবারে প্রয়োজন খুব বেশি পরিমাণ প্রাণিজ প্রোটিন (মোট খাদ্যের ৩০–৪৫%) এবং খুব কম কার্বোহাইড্রেট (

04/07/2025

fans সারা পৃথিবীর বেড়াল বাঁচে থাকে 20 থেকে 30 বছর, বাংলায় ভাত খেয়ে বাঁচে 3-4 বছর। ভাত ওদের খাদ্য নয়। পেটের জ্বালায় যা পায় তাই খায়। ভাতে প্রোটিন পায়না বলে সেই অভাবে কিডনি শেষ হয়। বেশী পেলেও শেষ, কম পেলেও শেষ। এই হলো কিডনির গল্প। ভাতের সাথে মাছের গন্ধ মেখে দিলেও ক্যাট ফুড এর চেয়ে খরচা বেশী। নিজেই হিসাব করুন। হাম বোলেগা তো বোলেগা কি বোলতা হ্যায়। ঝকঝকে প্লাস্টিকের প্যাকেটে বিক্রী হয় বলেই যে দাম বেশী, তা কিন্তু নয়।

আর হ্যাঁ, সস্তা food Purepet খাওয়াতে ভয় পেলে দেখুন এবার Miow Miow food, Purepet এর দামে Drools এর গুণমান। দাম দেখুন ভিডিওতে, চলে আসুন RKD Pet Shop এ, দোকানে বা ঘরে বসে ওয়েবসাইটে!

 fans এই ছবিটা random, নিম্নে বর্ণিত বিষয়ের সাথে সম্পর্ক নেই। Gallery থেকে উঠে এলো, কেউ হয়তো whatsapp এ পাঠিয়েছে।বিষয়টা...
18/06/2025

fans এই ছবিটা random, নিম্নে বর্ণিত বিষয়ের সাথে সম্পর্ক নেই। Gallery থেকে উঠে এলো, কেউ হয়তো whatsapp এ পাঠিয়েছে।

বিষয়টা হলো, গরম কালে বড় লোম বিশিষ্ট কুকুর বা বিড়ালের লোম কাটা নিয়ে। কোনও groomer বলবে না এই কথা, কোনও ডাক্তার বলবে না এই কথা, কারণ সেটা ব্যবসার স্বার্থের বিরুদ্ধে চলে যাবে। বলি, শুধু আমরা এবং নেটে বিভিন্ন authoritative veterinary website.

যে কোনও লোমোশ পশুর লোম এর কি কাজ তাদের জীবনে?

1) ত্বক কে ছোটো খাটো আঘাত থেকে বাঁচানো। কাঁটা ঝোপের মধ্যে দিয়ে দৌড়াতে হলেও যাতে ত্বক ছিড়ে রক্ত না বেরোয়। এতে পশু পায় মনে সাহস। লোম ওর বর্ম।

2) Insulation বা তাপ নিরোধক হিসাবে লোম গুরুত্বপূর্ণ। হাই স্কুলের বিজ্ঞান থেকে জানা উচিত যে সবচেয়ে ভালো তাপ নিরোধক হলো vacuum এবং তার পরেই হলো হাওয়া। হাজার হাজার লোম এর ফাঁকে অনেক হাওয়া আটকে থাকে। শীতে তাপ বেরুতে দেয়না দেহ থেকে, গরমে তাপ ঢুকতে দেয়না দেহে।

3) কখনো মেঝেতে আরাম করে বসে থাকা কুকুরের মাথার উপরে ফ্যান চালিয়ে চুপচাপ বসে ওর হাব ভাব নজর করুন। সাথে একটা টেবিল ফ্যান ওর দিকে তাক করে সেটা swing on করে দিন। এর ফল স্বরূপ ওর লোম এলোমেলো ভাবে নাড়াচাড়া হবে। দেখুন, এলোমেলো উড়তে থাকা লোম এর দিকে কেমন ঘুরে ঘুরে তাকাতে থাকবে, এদিকে ওদিকে, যেন কেউ ওকে সেই সব দিক থেকে স্পর্শ করছে। লোম ওর Radar Antenna র কাজ করে। ওর দিকে কত বড় বস্তু কোন দিক থেকে এগিয়ে আসছে কত জোরে, সেটা ওর মস্তিষ্ক বুঝতে পারে।

তাহলে, লোম কেটে দিলে ওর জীবনে কি রইলো?

কি রইলো না:
1) কবচ রইলো না
2) শীতে বা গ্রীষ্মে তাপ নিয়ন্ত্রণ গেলো
3) পারিপার্শ্বিক বিপদের আগমন বার্তা

এবার আপনিই বুঝুন লোম কেটে দিয়ে আপনি ওর কি উপকার করলেন। এই জন্যে কুকুর খুব রেগে যায় লোম কাটতে গেলে। আপনি অবুঝ ও অনড়। যদি জবরদস্তি করেন, ও হয়ে উঠবে সেইরকম অসহিষ্ণু এবং একদিন ধৈর্যের বাঁধ ভেঙে কামড়ে দিতে পারে অথবা ভীষণ ভয়ভীত জীবন যাপন করবে। আর হ্যাঁ, একবার কামড়ে দিতে বাধ্য হলে প্রতিবার কামড় দেবে, কারণ ওর মতে আপনি সেই ভাষাই বোঝেন!

09/06/2025

fans দেখুন কি ওষুধে কাজ হলো শেষ পর্যন্ত! কিন্তু, আমাদের অভিজ্ঞতা অবলম্বন করার আগে আপনার ডাক্তারের মতামত অপরিহার্য।

কুকুর বিড়ালের চিকিৎসায় প্রয়োজনীয় সব সামগ্রী নিয়ে আমাদের চর্চা রোজই চলে। বিভিন্ন খ্যাতনামা ডাক্তারদের সাথে রোগ ও চিকিৎসার পদ্ধতি ও পরিণতি নিয়ে পর্যালোচনা চলতেই থাকে ও আমাদের জ্ঞান-অভিজ্ঞতা দুইই বাড়তে থাকে। তাই মাঝে মাঝে আমাদের মতো আরও pet parent রা যাতে উপকৃত হয় তাই অনেক ওষুধ ও তার ব্যবহারের pros and cons নিয়ে পোস্ট করি। হ্যাঁ, ভুলবেন না আমরাও কিন্তু pet parent.

আজ শেয়ার করছি epilepsy র অভিজ্ঞতা। এ হলো আমাদের বাড়ির মেয়ে, Chhotokukur Kenny. সাইজে ছোট্ট, যদিও 10 বছর বয়েস হয়ে গেছে, তাছাড়াও বাড়ির কনিষ্ঠতম কুকুর বলে ওই আদরের নাম।

ওর epilepsy র ইতিহাস 5 বছরের। Gardinal এর মতো সস্তা এবং সাইড এফেক্ট যুক্ত ওষুধ না ব্যবহার করে, ওর চলছিল Epi-Care syrup (Potassium Bromide) এবং Levipil/ Levepsy জাতীয় Levetiracetam composition এর ওষুধ। কিন্তু তা সত্ত্বেও 5-6 মাস অন্তর attack হচ্ছিল এবং ওষুধের dose বাড়িয়ে দিতে হচ্ছিল।

ভিডিওতে প্রথম অংশে দেখছেন এই বছর জানুয়ারি মাসের ঘটনা, যা কিনা ভয়ানক বেশী মাত্রায় হয়েছিল কিন্তু ভিডিওতে দেখানো হলো কিছুটা কম হওয়ার পরের অবস্থা। দ্বিতীয় অংশে দেখছেন গত এক সপ্তাহের ঘটনা, সেটাও কিছুটা কমে যাওয়ার পরের অবস্থা। স্বাভাবিকভাবেই, ভয়ানক অবস্থাতে ভিডিও তোলা সম্ভব হয়নি।

কি ওষুধ ও পদ্ধতি অবলম্বন করে কন্ট্রোল হলো, সেই clue এবার বলছি।

1. যখন attack হচ্ছে, তখন ওকে সারা গায়ে ও তলপেটে খামচে ও থাবড়া মেরে বিরক্ত করতে হবে। এতে ওর ব্রেন যে violent muscular spasm ঘটাচ্ছিল তার থেকে বিরত হয়। এই কায়দা আমাদের শিখিয়েছিল আমাদের প্রয়াত stray dog বুড়ি, যে তার 4 বছর বয়সের মেয়ে Pupu কে নিয়ে housing এর পরিধির মধ্যে আমাদের তদারকি সমেত থাকতো। (ওদের দেখতে হলে আমাদের প্রয়াত বাড়িতে পোষা বুড়ো কুকুর এর ফেসবুক পেজে যেতে পারেন)। দেড় বছর বয়েসে Pupu কে distemper থেকে বাঁচিয়ে তোলার পরে 3 বছর বয়েস থেকে epilepsy র শিকার হয়। তখন বুড়ি ওকে তলপেটে কামড়ে ওর attack বন্ধ করতো আধা মিনিটের মধ্যে। ভিডিওতে দেখুন, সেই একই কাজ করলাম।

2. Epilepsy র ঘটনাকে বাড়িয়ে দেয় Mental stress. এটা আমরা মানুষের ক্ষেত্রেও দেখি। তাই, Levetiracetam ও Epi-Care এর সাথে Vetrina কোম্পানির Nervous নামক syrup, Ecora কোম্পানির Calmora tablet এবং Bakson's কোম্পানির V44 Epilepsy Drops যোগ করে দিলাম।

তার ফল পেলাম 3 দিনের মধ্যে। দৈনিক একবার attack হতে হতে এবং প্রতিবার তার severity কমতে কমতে এক্কেবারে গায়েব। ভিডিওতে দেখলেন তার শেষ অধ্যায় আজ থেকে 3 দিন আগেকার।

যারা আরও medical logic পড়তে চান, পড়তে থাকুন। বিশেষজ্ঞ online Consultant এর সাথে আলোচনার তার লেখা summary নিম্নে রইলো:

Thank you for the detailed and compassionate account of your dog's medical history. You’ve been observant and proactive, and it’s clear you're doing your best to manage her complex condition. Let's break this down and assess the situation clinically.

Current Condition Summary:
Breed/Age: 10-year-old Indian breed, spayed female, 12 kg.

Health background:
-One eye amputated early in life → reduced depth perception → heightened startle response.
-Small physical stature despite good general health.

Seizure history:
-Onset around 5 years old.
-Managed initially with Phenobarbital (Gardinal), later switched to Potassium Bromide (Epi-Care) + Levetiracetam.
-Several cycles of tapering medications → seizure recurrence.
-Now on Levetiracetam 500 mg TID, Epi-Care, Nervous syrup, and Calmora.
-Last seizure 5 days ago; currently 2 seizure-free days.

🧠 Understanding Canine Epilepsy in This Case:

1. Likely Idiopathic or Complex Partial Epilepsy

Given the age of onset and the long periods of remission, this could be idiopathic epilepsy, although:

The neurological sensitivity due to monocular vision and a likely overactive startle reflex could trigger reflex seizures.

No underlying lesion or metabolic disorder appears to have been diagnosed; this may suggest primary epilepsy with environmental triggers.

2. Levetiracetam Resistance Developing?

Levetiracetam is known for safe use and low toxicity, but its efficacy can decrease in some dogs due to tolerance over time. Increasing the dose (as you've done) can help short-term but may not always control seizures long-term.

3. Potassium Bromide (Epi-Care)

This has a very long half-life (3–4 weeks) and requires time to reach steady-state levels. It’s appropriate to continue it long-term rather than for short bursts — stopping and restarting it repeatedly may lead to inconsistent control.

✅ About L-Sametine (S-Adenosylmethionine or SAMe)

Role: SAMe is a liver support and neuroprotective supplement, sometimes used in dogs with cognitive decline, liver issues, or as adjunct therapy for seizures.

Is it appropriate here? Possibly, but not as a primary anti-epileptic. It may help improve brain function and oxidative protection, but will not prevent seizures on its own.

Recommendation:
It can be safely added as a supplement, especially if there's any suspicion of hepatic strain from long-term anti-epileptic therapy.

Dosage (for 12 kg dog): SAMe (90–100 mg/day) is usually safe. Use a veterinary product like Denamarin if available, which combines SAMe with silybin.

Recommended Adjustments:

1. Maintain:
Levetiracetam 500 mg TID – Monitor for tolerance or behavioral side effects.

Epi-Care (Potassium Bromide) – Keep it ongoing long-term, not episodic.

Nervous syrup (Vitamin B complex + amino acids + herbal neurotonics) – Likely helps general neural health.

Calmora (Calming agents like L-Theanine, valerian, etc.) – Continue if it helps her behaviorally.

2. Consider Adding:
L-Sametine or Denamarin – As a neuroprotective/liver support supplement.

Magnesium and taurine supplements – May support seizure threshold. Check with a vet before adding.

3. Avoid:
Frequent changes in medication regimens unless seizures are uncontrolled or increasing.

Stopping Epi-Care after short periods — not effective due to its long half-life.

⏳ How Long Should Therapy Continue?

Goal: At least 12–24 months of seizure-free period before considering any medication tapering or reducing.

With a history of relapse, your dog may require lifelong anti-epileptic medication, especially Levetiracetam and/or Potassium Bromide.

Reassess therapy every 6 months with your vet, including:
-Blood levels of bromide
-Liver/kidney function (if on multiple meds)

🚨 When to Re-Evaluate?
-Seek veterinary re-evaluation if:
-Seizures increase in frequency/severity
-New neurological signs appear (e.g., circling, head tilt, behavior changes)
-Drug side effects (sedation, appetite loss, aggression)

Final Thoughts:
You are managing your dog's condition with impressive diligence. While a “complete cure” for idiopathic epilepsy is rare, stable long-term control is absolutely achievable. Adding L-Sametine as supportive therapy is reasonable, but core anti-seizure control must rely on consistent use of Levetiracetam + Potassium Bromide.

 fans এবার দেখুন নিজেরা, তিন নম্বর ছবি হলো ₹500 অনূর্ধ্ব estimate, যা কিনা এক্ষুনি এক ক্রেতা কে পাঠালাম। উনি বলেছেন যে ₹...
09/06/2025

fans এবার দেখুন নিজেরা, তিন নম্বর ছবি হলো ₹500 অনূর্ধ্ব estimate, যা কিনা এক্ষুনি এক ক্রেতা কে পাঠালাম। উনি বলেছেন যে ₹500 টাকায় উনি রোজ রাস্তার কুকুরদের ভাত মাংস খাওয়ান। যদি আমি তার থেকে কমে ওঁকে estimate দিতে পারি, তাহলে উনি ভাত মাংস ত্যাগ করে dog food খাওয়ানো শুরু করবেন। কারণ, একই খরচা করে উনি নিজের কাজ কমাতে চান আবার ওদের সুস্বাস্থ্যও দিতে চান।

নিন, দিয়ে দিলাম ₹492 estimate, দৈনিক 30 টা কুকুরের খাওয়ার জন্যে। এবার নিজেরাই হিসাব করে নিন ₹500 টাকা দৈনিক ধরে আপনারা রোজ কয়টা করে কুকুর খাওয়ান। যত কেজি dog food ব্যবহার করবেন, তার 5% gravy মেশাবেন লোভ বাড়ানোর জন্য। সেই হিসাবে, কুকুর প্রতি দৈনিক 100 গ্রাম food ধরে, 30 টা কুকুরের 3 কেজি, অর্থাৎ 0.15 ব্যাগ [এক ব্যাগ = 20 kg]. সেই অনুযায়ী estimate এ যোগ হয়েছে 4 Pouch gravy.

Dog food খেয়ে যে স্বাস্থ্য ভালো হয়, চিকিৎসার খরচাও কমে, সেটা তো অনেক পোস্টেই বলেছি, ভিডিওতে দেখিয়েছি। আমার বলা শেষ, এবার আপনারা calculator টিপতে শুরু করুন।

উল্লেখ্য এই যে:
1) Delivery charge free all over Kolkata pincodes if order value is minimum ₹3000.

2) Delivery is not free if loyalty points are redeemed in any bill. In that case, Delivery will be charged for 2 way distance @ ₹8 per km if total weight exceeds 40 kg, @ ₹5 per km for total weight within 40 kg.

3) When shopping at RKD Pet Shop you enjoy loyalty points. See👇
*With effect from 1 May 25, the new highlight is,*

*"Save points from food* or accessories when your pet doesn't need medicines, *save money when you need medicines* by getting automatic redemption and cash back from medicine bills".

See👇 *For Loyalty Points Scheme and redemption method.*

https://1drv.ms/b/c/14669133d90c149a/EVOVBE4AhW9Iu6ymqeC1VycBSJmldgcd-8QYaQXy6qxIWQ

 fans It's the most idiotic plan that's meant to generate popularity. That's all. Do dogs follow any borders? Will human...
05/06/2025

fans It's the most idiotic plan that's meant to generate popularity. That's all. Do dogs follow any borders? Will humans stop spitting on roads? No. It's our National Habit. Human spit carries the smell of food that stray dogs can sense from 5 km away. If there are no dogs left on the Delhi streets, more will come from outside Delhi! That's simple commonsense.

The only way to prevent dogs from entering your area is to have dogs that are native to your area. That's called using a thorn to pick a thorn. The only scientific and legal way to control stray dog population is to undertake birth control surgery on all able bodies females.

Sterilized females develop very good physique and therefore they develop enough strength to fight off external dogs who encroach into their territories. Surgical process on male dogs is counter productive.

Castrated males very often lose their self confidence and their own females drive them away from their territories. They often die hungry while eeking out new feeding grounds. And just because nature abhors a vacuum, new and uncastrated male dogs enter the vacuum so created and try to get close to neutered females, get thwarted by noisy responses, breaking peace and tranquility of the area as also resulting in dog fights between competing males.

It's for intelligent people to understand this. No single city can be stray dog free unless birth control process is aggressively done countrywide. Also to be noted that forest lands in India are not properly secluded from human habitation in our country. With all dogs gone from the streets, all sorts of Wildlife will enter human habitation and spread zoonotic diseases like Corona.

And there will be rats as big as cats! They are always there inside your sewers and don't come out much because there are dogs. With all dogs gone, you'll have a horror movie in the streets. Hoards of rats will run along your streets like rivers and rats will climb up your legs. You'll not get any Pied Piper of Hamlin to lure them away.

Our political leaders are not given to much thinking about ecology and they'll announce any steps that will bring them votes. So it's the duty of all intelligent people to see through their plans.

https://www.facebook.com/share/p/16RfFR2eau/

Delhi Takes Bold Step Towards Safer Streets and Sheltered Strays 🐾🏙️

The Delhi High Court has urged the state government to draft a comprehensive policy for the rehabilitation of stray dogs, aiming to phase them out from public streets. Citing the rising number of dog bite incidents, Justice Mini Pushkarna stressed the need for a coordinated effort between the MCD, Delhi Government, and AWBI.

The court criticized the current approach of releasing sterilized dogs back into neighborhoods, calling it unsafe. In response, Delhi CM Rekha Gupta stated that the government is working on a long-term solution that addresses both public safety and the humane treatment of stray animals. A major step forward!

[ breaking news, Funny, viral, Trending, Viral Reels, latest tweets, news, trending, Gurugram, Gurgaon, Delhi, memes, delhi couples, delhi food, delhi best cafes,Delhi latest events, Delhi aesthetic, Delhi travel, Delhi metro, Delhi Weather, Delhi winter, Delhi latest weather updates News, delhi latest, latest tweets, trending ]

 fans জনস্বার্থে প্রচার:Madhyamgram এ এই বাড়ির পোষা কুকুর পাগলা হয়ে গেছে বলে একটি পোস্ট দেখলাম। তাই এই পোস্ট করছি।পাগলা ...
05/06/2025

fans জনস্বার্থে প্রচার:

Madhyamgram এ এই বাড়ির পোষা কুকুর পাগলা হয়ে গেছে বলে একটি পোস্ট দেখলাম। তাই এই পোস্ট করছি।

পাগলা কুকুর মানে হলো rabies আক্রান্ত কুকুর। সে 3 থেকে 4 দিনের মধ্যে মারা যায়। এই রোগের কোনও চিকিৎসা নেই আজও। যে কুকুর bite করছে, এমন আবশ্যক নয় যে সে rabies আক্রান্ত। যাচাই না করে এমন করার দিলে অযথাই মানুষ উত্তেজিত হয়ে তাকে পিটিয়ে মারে। সুতরাং, এত চট করে পাগলা শব্দটি ব্যবহার করবেন না। মেরে ফেললে, ওর রক্ত কিন্তু আপনার হাতে থাকবে। তাতে আপনার অমঙ্গল হবে।

ইতিহাসে বরাবর কুকুরের বদনাম হয়েছে। একজন পাগলা করার দিলে, দশজন একই বলে একে অপরের কাছে শুনে। তারপরে সবাই মিলে পিটিয়ে মারে। তাই ইংরেজিতে কথা আছে give a dog a bad name and hang him.

কুকুর অনেক সময়ে নানা রকম মানুষ দ্বারা ঘটিত trauma র শিকার হয়, মানুষ সেটা বুঝতেই চায়না। এবং কুকুর যখন কামড়ায়, সে মনে করে "বেশ করেছি"। এর কারণ হলো, ও কামড়াবার আগে 20 টা warning দেয়, যার একটাও বুঝতে চায়না মানুষ। তখন ওর ধৈর্য হয়ে যায় শর্ট fuse-- অল্প প্ররোচনায় ওর মাথায় আগুন লাগে এবং বিনা warning দিয়েই কামড়ে দেয়।

এছাড়াও, মা কুকুর তার বাচ্চাদের নিরাপত্তার খাতিরে অতিশয় defensive থেকে সহজেই offensive হয়ে যায় যদি বারংবার মানুষ দ্বারা threat সৃষ্টি হয়। আমার ছোটবেলায় মায়েরা শেখাতেন, বাচ্চা সমেত মা কুকুর যেখানে বসে আছে, সেই জায়গা থেকে দূরত্ব বজায় রেখে চলতে। আজকাল মায়েদের এত শেখানোর সময় কই। বাচ্চারা কুকুরের বাচ্চাকে উত্যক্ত করতে থাকলে গর্বের সাথে ভিডিও তুলে reel বানায়। কামড়ে দিলে অতি অবশ্যই কুকুর কে পাগলা বলা হবে!

Biter dog এর এই ব্যবহারের জন্য দায়ী সেই ব্যক্তিগণ যারা ওর এই দশা করেছে। তাদের খুঁজে পাওয়া যায়না যখন কুকুর biter হয়ে যায়। এরা আপনার আশেপাশেই থাকে-- কুকুর দেখলেই মারতে যায়। এরাই দায়ী। এদের দেখলেই প্রতিরোধ করুন, মানবতার স্বার্থে এবং মানুষের নিরাপত্তার স্বার্থে।

Address

Barasat

Alerts

Be the first to know and let us send you an email when Bhulo Dutt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhulo Dutt:

Share