15/04/2023
অনেকদিন পর আবার update নিয়ে হাজির আমরা।
উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল আর স্টেশন রোডের কাছ থেকে মোট ৬ টি মেয়ে কুকুরকে sterilization এ পাঠানো হয় উত্তরপাড়া United for Indies এর উদ্যোগে এবং পল্লব দা , বিশিষ্ট পশুপ্রেমী ও স্থানীয় care giver এর সহায়তায়। ভগবানের আশীর্বাদে ওরা সবাই ভালো আছে ও অপেরাশন এর পর ওদের নিজের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।
বন্ধ্যাত্বকরণ ই একমাত্র উপায় ওদের সংখ্যা ও জন্ম নিয়ন্ত্রণের। কিন্তু এই প্রক্রিয়ায় খরচ অনেকটাই। সরকারি সাহায্য কিছুই পাওয়া যায় না। তাই সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওরা আর আমরা একসাথে ভালো সুষ্ঠ ভাবে সহাবস্থান করতে পারি।