SINGUR SNAKE RESCUE

SINGUR SNAKE RESCUE Animal rescue service

আমাদের উদ্ধারের পোষ্ট এখন বন্ধ আছে,তাই বেশ কিছু মাস আগে সিঙ্গুর আবগাড়ি দপ্তরের অফিসের পিছনে একটি মন্দিরের সামনে থেকে অসু...
09/04/2024

আমাদের উদ্ধারের পোষ্ট এখন বন্ধ আছে,
তাই বেশ কিছু মাস আগে সিঙ্গুর আবগাড়ি দপ্তরের অফিসের পিছনে একটি মন্দিরের সামনে থেকে অসুস্থ বন বিড়াল(jungle cat) এর ছবি এবং SINGUR SNAKE RESCUE টিমের সদস্যদের ছবি শেয়ার করা হলো৷





30/03/2024

কিছুদিন ধরে মুরগীর মৃত্যুর কারণ খুঁজতে পাতা হয়েছিল ফাঁদ আর সেই ফাঁদেই ধরা পরলো(small indian civet) ভামবেড়াল তার পরেই খবর যায় বনদপ্তরে এবং সেটি উদ্ধার করে গ্রামবাসীদের সহযোগীতায় যথা স্থানে অবমুক্ত করা হয়৷





30/03/2024
আরো এক SINGUR SNAKE RESCUE টিম মেম্বারে শুভ জন্মদিন আমাদের ছোটো ভাই শু ভ ম দাস এর,অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আমা...
09/03/2024

আরো এক SINGUR SNAKE RESCUE টিম মেম্বারে শুভ জন্মদিন আমাদের ছোটো ভাই শু ভ ম দাস এর,
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আমাদের টিমের পক্ষ থেকে!









09/03/2024

ঘটনাস্থল মির্জাপুর, একটি গৃহস্থ বাড়ির ছাদে অসহায় ভাবে আটকে থাকা বাচ্চা হনুমানটি মুক্ত করার জন্য উপস্থিত হওয়া।
দুঃখের বিষয় এটিই যে, বার বার করে সচেতন করার পরেও মানুষ তার বাড়ির ছাদে ফাঁদিজাল ব্যবহার করা বন্ধ করছেনা, আর তাতে আটকা পরে বাচ্চা হনুমান, প্যাঁচা ও বিভিন্ন পাখির মৃত্যু ঘটছে......
তো চলুন আমরা সচেতন হওয়ার চেষ্টা করি, যেসব জিনিসের ব্যবহারে অসহায় পশুপাখির মৃত্যু ঘটছে তার ব্যবহার বন্ধ করি, ধন্যবাদ.....











এখন ভোর ৩.৩০ সিঙ্গুরে এক বাড়িতে একটি গোখরো সাপ ঢুকে পরলে বাড়ি সারমেয় থাকায় বাড়ির মালিক বুঝতে পারে বাড়িতে কিছু একটা ঢুকে ...
08/03/2024

এখন ভোর ৩.৩০ সিঙ্গুরে এক বাড়িতে একটি গোখরো সাপ ঢুকে পরলে বাড়ি সারমেয় থাকায় বাড়ির মালিক বুঝতে পারে বাড়িতে কিছু একটা ঢুকে পরেছে,
তার পরে SINGUR SNAKE RESCUE টিমকে খবর করলে সাপটি উদ্ধার করে মুক্ত করে দেয়৷









জমিতে আলু ভাঙতে গিয়ে চাষিরা এই সাপটির দর্শন পান।।এটি একটি twin spotted wolf snake বা স্থানীয় ভাষায় ফুলচিতি নামেও পরিচিত।...
06/03/2024

জমিতে আলু ভাঙতে গিয়ে চাষিরা এই সাপটির দর্শন পান।।
এটি একটি twin spotted wolf snake বা স্থানীয় ভাষায় ফুলচিতি নামেও পরিচিত।
সাপটি বছরের এই সময়েই বেশি লক্ষ্য করা যায় এবং সাধারণত চাষ-জমির আশেপাশেই বসবাস করে থাকে। সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং কিছুটা শান্ত স্বভাবের....
চলুন সাপটির সাথে আমরা পরিচিত থাকি এবং অযথা আতঙ্কিত না হোই, ধন্যবাদ.....

SINGUR SNAKE RESCUE



স্থান- বড়া গ্রাম পঞ্চায়েত বহরামপুর, ধাড়াপাড়া, সিঙ্গুর,হুগলীফাঁদি জালে জরিয়ে থাকা অবস্থায় একটি পূর্ণবয়স্ক পুরুষ গোখরো সাপ...
25/02/2024

স্থান- বড়া গ্রাম পঞ্চায়েত বহরামপুর, ধাড়াপাড়া, সিঙ্গুর,হুগলী
ফাঁদি জালে জরিয়ে থাকা অবস্থায় একটি পূর্ণবয়স্ক পুরুষ গোখরো সাপ দেখতে পায় গ্রামের যুবকরা সাপটি না মেরে SINGUR SNAKE RESCUE এর টিমের সাথে যোগাযোগ করে জাল কেটে সাপটিকে পুনরায় ঐ স্থান থেকে কিছু দুরে মুক্ত করে দেওয়া হয়৷









24/02/2024

ঘটনস্থল সিঙ্গুর তেলিপুকুর, ঘরের ভিতর থেকে গোখরো উদ্ধারের ঘটনা....











SINGUR SNAKE RESCUE  টিমের পক্ষ থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অন্তর থেকে অভিনন্দন জানাই সকলকে!!!    #সরস্বতীপূজা
14/02/2024

SINGUR SNAKE RESCUE টিমের পক্ষ থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অন্তর থেকে অভিনন্দন জানাই সকলকে!!!


#সরস্বতীপূজা

SINGUR SNAKE RESCUE এর টিমের পক্ষ থেকে আমাদের সিনিয়র টিম মেম্বার কৌশিক কোলে (বড়দা)..কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!! B...
10/02/2024

SINGUR SNAKE RESCUE এর টিমের পক্ষ থেকে আমাদের সিনিয়র টিম মেম্বার কৌশিক কোলে (বড়দা)..কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!!


Birthday
Koushik Koley

26/01/2024

মির্জাপুর অগ্রগামী ক্লাব নিকট গৃহস্থ বাড়ি থেকে চন্দ্রবোড়া উদ্ধারের ঘটনা....!!!
সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো সাপের বাস যোগ্য পরিবেশ বাড়ির মধ্যে তৈরী করবেন না সর্বদা বাড়ির উঠান এবং বাড়ির আশপাশ পরিস্কার রাখুন সচেতন থাকুন৷

23/01/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Amit Koley, Ramesh Mondal Mondal, Utpal Mou, Abanti Koley, Abhijit Das

20/01/2024

উদ্ধার হওয়া চন্দ্রবোড়া স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার মুহুর্ত...












16/01/2024

বৈদ্যবাটিতে গৃহস্থ বাড়ির ভিতর থেকে একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া উদ্ধারের ঘটনা!













কয়এক বছর পূর্বে বড়া মাঝিপাড়ায় একটি বাড়িতে এই দুষ্প্রাপ্য সাপটি দেখতে পায় বাড়ির সদস্যরা, পরে কৌতুহল বসত সাপটি চিহ্নিত না ...
27/12/2023

কয়এক বছর পূর্বে বড়া মাঝিপাড়ায় একটি বাড়িতে এই দুষ্প্রাপ্য সাপটি দেখতে পায় বাড়ির সদস্যরা, পরে কৌতুহল বসত সাপটি চিহ্নিত না করতে পেরে খুব সাবধানতা সাথে বাচ্ছা সাপটিকে একটি লজেন্সের জারে বন্দি করেন বাড়ির সদস্য! এবং সত্তর আমাদের SINGUR SNAKE RESCUE টিমকে খবর দিলে সাপটি ততক্ষণাৎ সনাক্ত করেন, সাপটি ছিল একটি নির্বিষ ঘরচিতি (wolf snake) নামে পরিচিত ছবিটি সকলের সাথে শেয়ার করা হলো,(প্রথম ছবি ও দ্বিতীয় ছবিটির পাথর্ক সকলকে দেখার অনুরোধ করবো এবং শেয়ার করার অনুরোধ করবো ধন্যবাদ),,,

With Wildlife Crime Control Bureau, Government of India – I just got recognized as one of their top fans! 🎉
21/12/2023

With Wildlife Crime Control Bureau, Government of India – I just got recognized as one of their top fans! 🎉

গতকাল ঘটনাটি বড়া তেলিয়ার মোরে ঘটেছে এলাকার লোকজন ছেলেটিকে পুলিসের হাতে তুলে দিয়েছে! আমাদের সকলকে সচেতন থাকতে হবে ঐ রকম চ...
15/12/2023

গতকাল ঘটনাটি বড়া তেলিয়ার মোরে ঘটেছে এলাকার লোকজন ছেলেটিকে পুলিসের হাতে তুলে দিয়েছে! আমাদের সকলকে সচেতন থাকতে হবে ঐ রকম চোরাশিকারিদের দেখলেই যেনো তাদেরকে কাঠবেড়ালী,পাখি,ভামবেড়াল,বনবেড়াল,বাঘরোল
শেয়াল মারতে দেবেন না প্রয়োজনে পুলিস ও বনদপ্তরের সাহায্য নিতে হবে, ধন্যবাদ জানাই বড়াতেলিয়ার মোরের সাধারণ মানুষকে যারা এই পদক্ষেপ নিয়ে ছিল৷

12/12/2023

একটি দাঁড়াস সাপ যা কৃষকের বন্ধু নামে পরিচিত, সাপটি স্বাভাবিক পরিবেশে মুক্ত করার ঘটনা....
চলুন ঘটনাটি দেখি...

05/12/2023

ঘটনাস্থল সিঙ্গুর বুড়োশান্তির একটি গৃহস্থ বাড়ি....
বাড়ির মধ্যে একসাথে দুটি চন্দ্রবোড়া উদ্ধার ও সাপ দুটি স্বাভাবিক পরিবেশে মুক্ত করার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত মানুষদের সচেতন করার ঘটনাটি এখানে দেখানোর চেষ্টা করা হলো।।।।
তো চলুন ঘটনাটি দেখি....














03/12/2023

ফাঁদি জালে জরিয়ে থাকা জলঢোঁড়াকে জাল কেটে স্বাভাবিক পরিবেশে মুক্ত!

28/11/2023

ঘটনাস্থল দলুইগাছা, একটি বাড়ির উঠানে রাখা ইটের মধ্যে আশ্রয় নেওয়া চন্দ্রবোড়া উদ্ধারের ঘটনা।।।
চলুন ঘটনাটি দেখি....











Address

Singur, Hooghly
West Bangal
712409

Alerts

Be the first to know and let us send you an email when SINGUR SNAKE RESCUE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SINGUR SNAKE RESCUE:

Videos

Share