Tamanna's Aviary

Tamanna's Aviary This page is dedicated to bird lovers and specially Budjigar care and breeding information's.

আমার পেইজে দেওয়া বাজরিগার পাখির ছবি ও ভিডিগুলো ২/৩বছর আগের। আমার কাছে বর্তমানে হাত বিনিময়ের জন্য পাখি নেই। সময়ের জন্য পা...
23/12/2024

আমার পেইজে দেওয়া বাজরিগার পাখির ছবি ও ভিডি
গুলো ২/৩বছর আগের। আমার কাছে বর্তমানে হাত বিনিময়ের জন্য পাখি নেই। সময়ের জন্য পাখি পালা সম্ভব হচ্ছে না। আর উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে থাকার দরুন আবার পাখি পালাবো কবে এখনো সিদ্ধান্ত নিই নি। তবে বাজরিগার পাখির যেকোনো বিষয়ে জানতে চাইলে সুবিধেমতো রিপ্লাই করবো। সবাইকে ধন্যবাদ।

খাচাটা সেল হবে।
22/12/2024

খাচাটা সেল হবে।

19/02/2023

There are various colors of budgiger birds are in my aviary.

05/08/2022

বয়স আনুমানিক ১মাসের মতো।

৩‌টি ১২*১৫*১৮ খাচা(‌ব্রিডিং কেইজ) এবং এক‌টি ১৮*১৮*৩৬ খাচা(ফ্লায়িং কেইজ) সেল ক‌রে দি‌বো। বিস্তা‌রিত জান‌তে ইনবক্স ‌প্লিজ...
31/01/2022

৩‌টি ১২*১৫*১৮ খাচা(‌ব্রিডিং কেইজ) এবং এক‌টি ১৮*১৮*৩৬ খাচা(ফ্লায়িং কেইজ) সেল ক‌রে দি‌বো। বিস্তা‌রিত জান‌তে ইনবক্স ‌প্লিজ।

Picture for attention!!

ফার্স্ট ল‌ুটি‌নো বাজ‌রিগার আস‌লো!!
29/11/2021

ফার্স্ট ল‌ুটি‌নো বাজ‌রিগার আস‌লো!!

18/11/2021
বাজ‌রিগার পা‌খি নি‌য়ে কেউ ক‌লো‌নি কর‌তে চাইলে প্লিজ ইনবক্স করুন। ১০‌জোড়া এডাল্ট+রা‌নিং পেয়ার ও ৩‌টি ১৮*১৫*১২ খাচা, খাব...
13/11/2021

বাজ‌রিগার পা‌খি নি‌য়ে কেউ ক‌লো‌নি কর‌তে চাইলে প্লিজ ইনবক্স করুন। ১০‌জোড়া এডাল্ট+রা‌নিং পেয়ার ও ৩‌টি ১৮*১৫*১২ খাচা, খাবার বা‌টি ও পা‌নির ফিল্টারসহ হাত বদল করা হ‌বে।
লো‌কেশন: মা‌নিক মিয়া এ‌ভি‌নিউ, ঢাকা।

স্প্লেইড লেগ সমস্যা স্প্লেইড লেগ কি? আমরা অনেক সময় দেখি পাখির পা ছড়ানো থাকে এবং পাখিটি হাটতে পারছে না এবং বড় হলেও সে হাট...
09/11/2021

স্প্লেইড লেগ সমস্যা

স্প্লেইড লেগ কি?
আমরা অনেক সময় দেখি পাখির পা ছড়ানো থাকে এবং পাখিটি হাটতে পারছে না এবং বড় হলেও সে হাটতে পারেনা বসে বা সুয়েই বেঁচে থাকে। এই সমস্যাকে বলা হয়
splayed legs মানে হলো প্রসারিত পা। এছাড়াও আমরা অনেক সময় দেখে থাকি কিছু পাখির পা স্বাভাবিক পায়ের তুলনা অতিরিক্ত ছড়ানো থাকে, এটা এক ধরনের শারীরিক অস্বাভাবিকতা। এই ছড়ানো পায়ের জন্য পাখি স্বাভাবিক ভাবে হাটতে পারেনা৷ বেশি দিন বাঁচে না এবং বাঁচলেও অন্য সাধারন পাখির মত বাঁচতে পারে না তাই এই ধরনের সমস্যাকে বলা হয়ে থাকে স্প্লেইড লেগ।

স্প্লেইড রোগ হবার কারনঃ এই রোগের প্রধান ও মুল কারনই হলো মা বাবার ক্যালসিয়ামের ঘাটতি। মা বাবাকে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম, মিনারেল ও পুষ্টিকর খাদ্যাবাস কারনো যায় তবেই এই ধরনের সমস্যা এড়ানো যায়। এছাড়া ব্রীডিং সিস্টেমের জায়গা সমতল হলে পাখি পা ছড়িয়ে বসতে বসতে পা দুটো শক্ত হয়ে স্প্লেইড রোগে আক্রান্ত হয়। এজন্য আমি হাড়ির সাজেস্ট করি এ ছাড়া এখন বাজারে ভালো মানের ব্রীডিং ব্ক্স পাওয়া যায় যেটা তে মাঝ খানে ট্রে দেয়া থাকে যার মাঝ খান টা একটু গর্ত করা যেটা পাখির বাচ্চা ভাল ভাবে নরাচরা করতে পারে এবং এই সমস্যা এড়াতে পারে।

স্প্লেইড রোগ সনাক্তকরণঃ
বাচ্চাকে হাতে নেয়ার পর সে যদি পা দুটো দু দিকে ছড়িয়ে দেয় এবং হাটতে না পারে তাহলে স্প্লেইড লেগ প্রবলেম বলে ধরে নিতে হবে।

প্রতিরোধঃ প্রথমেই আমাদের প্রতিরোধের কথা গুলো মাথায় আনতে হবে যেমন পাখিকে ব্রীডে দেয়ার আগে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল প্রভাইড করতে হবে কারণ মেটিং শুরু থেকে বাচ্চা লালন পালন করে বড় করা পর্যন্ত পাখির শরীর থেকে অনেক ক্যালসিয়াম, ভিটামিনের নিঃসরন ঘটে। তাই এই সময়ে পাখিকে অবশ্যই প্রয়োজনীয় ক্যালসিয়াম দেয়া নিশ্চিত করা জরুরি। আপনি কেজে ক্যালসিয়ামের ঘাটতি পুরন করতে ক্যাটেল ফিশ বোন, ভালো মানের বাসায় বানানো গ্রীড, মিনারেল ব্লক এসব দিয়ে রাখবেন পাখি খাবে।
এ ছাড়া মাসিক কোর্সে ক্যালসিয়াম কোর্স অবশ্যই রাখবেন।
ক্যালসিয়াম কোর্সের নিয়মঃ
Calfast 2.5 ml+ Vitamin AD3E 1ml / 1 লিটার (পানিতে) নিয়ে হালকা কুসুম গরম পানিতে মিক্স করে ৫-৭ দিন দিতে পারবেন।
তবে আবহাওয়া গরম পড়লে যে কোনো মেডিসিন প্রভাইড না করাই বেটার যদি কনো সমস্যা না থাকে।

এবার আসি প্রতিকারেঃ স্প্লেইড লেগ সমস্যা বাচচা পাখির হলে প্রতিকার সম্ভব অন্যথায় বড় হয়ে গেলে এই প্রতিকার কাজে নাও আসতে পারে, তাই বাচ্চা অবস্থায় এই রোগের লক্ষন পেলে দ্রুত ব্যাবস্হা নিতে হবে।
Medicine
Riboflavin ( B2) or
B com vit or
Prithi WS
(1 gm/ mix up with 1 liter water for 7 days) দেয়া যেতে পারে
এছাড়া ও বাচ্চার যদি এই সমস্যা দেখেন তবে একটা ছোট চারকোনা ফোম নিয়ে তাতে দুটো ফুটো করে বাচ্চা পা দুটি ঢুকিয়ে দিতে হবে, যেন বাচ্চার পা ফোমের কারনে স্বাভাবিক ভাবে থাকে, ফুটো দুটো খুব কাছা কাছিও না আবার খুব প্রশস্ত যেন না হয়।
এভাবে তিন দিন রাখুন। ৩ দিনে ঠিক না হলে ৩ দিন পর থেকে সকালে ফোম দিলে দুপুরে খুলে ফেলবেন আাবার বিকালে দিবেন সকালে খুলবেন এভাবে ব্রেক দিবেন যত দিন না ভালো হচ্ছে বাচ্চা ভালো হলে বাচ্চাকে ক্যালসিম কোর্স ৭ দিন করিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই
সবাইকে ধন্যবাদ
-ফাহমিদা আহমেদ

20/10/2021

পাখির জন্য সিডমিক্স তৈরি তালিকা

#বাজেরিগার_পাখির_সিডমিক্স

শুধু চিনা কাউন দেন যারা তাদের বলছি। ভাই এবং বোন
শুধু ভাত এবং পানি যদি আপনাকে দেয়া হয়।সব সময়
আপনার কেমন অবস্থা হবে। ভেবে দেখেন তো?
আমারা পাখি গুলো খাঁচায় পালি বাইরের মুক্ত পাখির মত না,যে নিজের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী এরা খেতে পারবে।
আমরা খাঁচায় রেখে পালি,তাই এদেরকে প্রতি আমাদের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।
তাই খাঁচার পাখিকে ভালো মানের খাবার দিতে হবে।
ভালো খাবারে মধ্যে একটা সিড মিক্স।
সবার সাথে হয়তো আমার সিড মিক্স মিলবেনা আমি আমার মতো তৈরি করি।
নিজে দোকান থেকে কিনে ধুয়ে শুকিয়ে নিম পাতা দিয়ে পাত্রে সরক্ষণ করি।

# শীত কালীন সিড মিক্স উপাদান পরিমাণ
চীনা 1.5kg
কাউন 2kg
তিশি 300 grm
গুজি তিল 300 grm
কেনারি সিড 300 grm
রেড মিলেট 100grm
হােয়াইট মিলেট 100grm
পােলার ধান 200grm
সূর্যমুখী বীজ 200grm
মোট=5KG
☀️☀️☀️☀️
#গরম কালীন সিড মিক্স উপাদান পরিমাণ
চীনা 1.5kg
কাউন 2.5kg
কেনারি সিড 300 grm
রেড মিলেট 15Ogrm
হােয়াইট মিলেট 15Ogrm
পােলার ধান 40Ogrm
মোট = 5KG

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

#ককাটেল ও লাভবার্ড পাখির

শীতের জন্য
১। চিনা: ২.৫ কেজি
২। ক্যানারী সীড: ১.৫ কেজি
৩। কাউন: ১.৫ কেজি
৪। সুর্যমুখী বীজ: ১.৫ কেজি
৫। পোলাউ ধান: ৫০০ গ্রাম
৬। বাসমতি ধান: ৫০০ গ্রাম
৭। সাদা মিলেট: ২৫০ গ্রাম
৮। কালো মিলেট: ২৫০ গ্রাম
৯। হলুদ মিলেট: ২৫০ গ্রাম
১০। লাল মিলেট: ২৫০ গ্রাম
১১। হ্যাম সিড: ২৫০ গ্রাম
১২। কুসুম ফুল: ২৫০ গ্রাম
১৩। তিশি: ২০০ গ্রাম
১৪। সরিষা: ১০০ গ্রাম (না খেলে দিবেন না)
১৫। কালোজিরা: ১০০ গ্রাম
১৬। গুজি তিল: ১০০ গ্রাম
মোট = ১০ কেজি

# গরমে জন্য
১। চিনা: ৪.৫ কেজি
২। ক্যানারী সীড: ১.৫ কেজি
৩। কাউন: ২ কেজি
৪। সুর্যমুখী বীজ: ৫০০ গ্রাম
৫। পোলাউ ধান: ৫০০ গ্রাম
৬। বাসমতি ধান: ৫০০ গ্রাম
৭। কুসুম ফুল: ২৫০ গ্রাম
৮। তিশি: ১৫০ গ্রাম
৯। গুজি তিল: ১০০ গ্রাম
মোট = ১০ কেজি
/////////////////////////////
#ফিঞ্চ পাখির সিডমিক্স উপাদান

ালীন_সিড_মিক্স_উপাদান
চীনা 1.5 - kg
কাউন 1.250 - kg
কেনারি সিড 500grm
রেড মিলেট 500grm
হোয়াইট মিলেট 1 - kg
পোলার ধান 250grm
5KG কেজির

#শীত_কালীন_সিড_মিক্স_উপাদান_পরিমাণ
চীনা 1.5 - kg
কাউন 1 - kg
গুঁজি তিল 250 grm
কেনারি সিড 500grm
রেড মিলেট 500grm
হোয়াইট মিলেট 1 - kg
পোলার ধান 250grm
5KG কেজির
আপনি তিশি, গুজিতিল দিতে পারেন

সিডমিক্স পরিমাণ কমবেশি করতে পারবেন সমস্যা নাই

#সীডমিক্স-এ বেশি ময়লা থাকলে অবশ্যই ভালো করে ধুয়ে টানা ৩/৪ দিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।

Written by.....M R Maruf Hasan

মায়া এভিয়ারি maya aviary

19/10/2021

গোস‌ল ক‌রে ভি‌জে চ‌্যাপ চ‌্যাপা!

19/10/2021

তা‌দের কি‌চি‌রি মি‌চির ❤️❤️❤️

white beauties!!!
11/10/2021

white beauties!!!

আমার এ‌ভিয়ারীর বি‌ভিন্ন মিউ‌টেশ‌নের বাজ‌রিগার সকল!
26/09/2021

আমার এ‌ভিয়ারীর বি‌ভিন্ন মিউ‌টেশ‌নের বাজ‌রিগার সকল!

My all breeding pairs are here.
25/09/2021

My all breeding pairs are here.

তিন‌টি বাচ্চা দি‌য়ে জোড়া‌টি প্রথমবার ব্রিড কর‌লো!! মাশ আল্লাহ।
13/07/2021

তিন‌টি বাচ্চা দি‌য়ে জোড়া‌টি প্রথমবার ব্রিড কর‌লো!! মাশ আল্লাহ।

৪র্থ জোড়া‌টিও ব্রিডে ব‌সে‌ছে! আল হামদু‌লিল্লাহ।
13/07/2021

৪র্থ জোড়া‌টিও ব্রিডে ব‌সে‌ছে! আল হামদু‌লিল্লাহ।

Address

Dhaka
12120

Opening Hours

Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00

Telephone

+8801569100185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share