23/12/2024
আমার পেইজে দেওয়া বাজরিগার পাখির ছবি ও ভিডি
গুলো ২/৩বছর আগের। আমার কাছে বর্তমানে হাত বিনিময়ের জন্য পাখি নেই। সময়ের জন্য পাখি পালা সম্ভব হচ্ছে না। আর উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে থাকার দরুন আবার পাখি পালাবো কবে এখনো সিদ্ধান্ত নিই নি। তবে বাজরিগার পাখির যেকোনো বিষয়ে জানতে চাইলে সুবিধেমতো রিপ্লাই করবো। সবাইকে ধন্যবাদ।