Syeda Tuba Nahar

  • Home
  • Syeda Tuba Nahar

Syeda Tuba Nahar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syeda Tuba Nahar, Animal Rescue Service, .

06/12/2024

Good morning
সব্বাইকে 🌷🌱🌝♥️

04/12/2024

🥰🥰

Send a message to learn more

04/12/2024

বাচাল পুরুষ পর নারীকে তার প্রেমে মজাতে কয়েকটা কৌশল অবলম্বন করে তার মধ্যে কমন কয়েকটি পন্থা হলো,শুরুতে পুরুষ প্রকাশ করবে স...
04/12/2024

বাচাল পুরুষ পর নারীকে তার প্রেমে মজাতে কয়েকটা কৌশল অবলম্বন করে তার মধ্যে কমন কয়েকটি পন্থা হলো,শুরুতে পুরুষ প্রকাশ করবে সে একা,নিঃসঙ্গ এবং খুব অসহায়।পরিস্থিতি পক্ষে হলে অস্বীকার করবে তার স্ত্রী সন্তানের কথা আর বিপক্ষে হলে বলবে আমার স্ত্রী থেকেও নেই,আমার সাথে ঝগড়া করে মানসিক অশান্তিতে রাখে,ভালবাসেনা,সম্মান করে না। বউ যদি সহজ সরল হয় তাহলে বলে এত বোকা যে সে সংসার করতে পারে না কিছুই বোঝে না একটুও চতুর নয় স্মার্ট নয় আমার মনের মত নয়,বউ যদি চালাক হয় তাহলে বলে আমার বউ এত দুষ্ট এত চালাক যে তার জন্য আমি কোন কিছুই করতে পারিনা সব সময় আমার পিছনে লেগে থাকে আমার সাথে ঝগড়া করে এবং অতিরিক্ত চালাকের কারণে ফ্যামিলিতে ঝামেলা হয়, এবার বউ যদি নরমাল হয় চালাকও না বোকাও না মধ্যম লেভেলের তখন বলে আমার বউ আছে কিন্তু তাকে আমার পছন্দ না ফ্যামিলিগতভাবে বাবা-মা বিয়ে করিয়েছে কিন্তু সে আমার মনের মতো না কোন রকমে সংসারে চলা দরকার সেভাবেই আছি।আমরা পছন্দ ঠিক আপনার মত মেয়ে,আপনাকে আগে দেখলে জীবনেও তাকে বিয়ে করতাম না আপনাকে পেলে হব আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আপনার জন্য আমি সব করতে পারি। তার সাথে আমার কোন মানসিক ও শারীরিক সম্পর্ক নাই বললেই চলে হয়তো এমন হতে পারে মনের মতো পেলে তাকে ছেড়ে আবার বিয়ে করবো।এসব বলে আস্তে আস্তে কথা শুরু করে বানিয়ে বানিয়ে তার অনেক কষ্টের কথা প্রকাশ করে, যত বেশি নারীর সাথে এসব শেয়ার করে তত বেশি ঘরে তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ডের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়,গুরুত্ব কমিয়ে দেয় অবহেলা শুরু করে,তখন স্ত্রী, গার্লফ্রেন্ড কারণ জানতে চাইলে শুরু হয়ে যায় অশান্তি এবং কৈফিয়ত দিতে রাজি না, ওইদিকে পর নারীর কাছে সারাক্ষণ কষ্টের কথা তুলে ধরে এবং তার কাছে শান্তি চায়।বউয়ের দোষের কারণ এর মধ্যে একসময় একটা কথাই এ ধরনের পুরুষ বলে যে আমার স্ত্রী আমার মা বোনের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। নারী জাতী বড়োই লোভী,, তারা তাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রচুর ভালোবাসা চায় অন্তহীন আদর চায়,তারা কখনো নিজের ভালোবাসার মানুষটির ভাগ কাউকে দিতে চায়না,নিজের মানুষটির বুকে থাকবে বলে হাজারো নারী শশুর বাড়িতে অন্যায় অত্যাচার সয়ে মুখ বন্ধ করে থাকে,তারা কাঁদে তাদের বুক ভেসে যায় বালিশ ভিজে যায় তারপরও তারা সারাদিন মোবাইলের দিকে বারবার তাকায় প্রিয় মানুষটি আমাকে কি কল দিবে,দরজার দিকে বারবার তাকায় সে কি ফিরে আসলো, কখন সে একটু মিষ্টি করে কথা বলবে, মিষ্টি কথা শোনার জন্য নারীরা কি পরিমান লোভ করে একটু প্রশংসা শোনার জন্য কি পরিমান চাওয়া পাওয়া বুকে ধারণ করে তার কোন হিসেব নেই। অধিকাংশ নারীরা স্বামী অথবা ভালোবাসার মানুষটির কাছ থেকে আদর যত্ন ভালোবাসা লোভ করে কিছু মেয়ে আছে যারা এগুলোর সাথে স্বামীর কাছ থেকে টাকা পয়সা গয়না গাটির লোভ করে। নারী খুব সহজে নষ্ট হয় না, নারী নষ্ট হয় অধিক অবহেলা অধিক যন্ত্রণা অধিক না পাওয়ার কষ্ট থেকে।পুরুষ তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো,ভালো করে তাকিয়ে দেখো তোমার মানুষটির মধ্যে যে গুন ও সৌন্দর্য আছে তা কিন্তু পরো নারীর ভিতরে সব নেই। যদি থাকতো তাহলে ফিরে ফিরে আসতে না তোমরা আবার ঐ নারীর কাছে, যারা আসতে পারোনা আর তারা সারা জীবন মুখ লুকিয়ে কেঁদে যাও। পুরুষ তুমি ভালো হও!

28/10/2022

বেস্ট ফ্রেন্ড 💞💞

Send a message to learn more

16/10/2022

এভাবেই চলছে আমাদের কার্যক্রম। আমাদের সাফল্য।

জন সচেতন মূলক পোস্ট... ! !!নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়:'আক্রান্ত ব্যক...
06/10/2022

জন সচেতন মূলক পোস্ট... ! !!

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...

'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়:

'আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।

'চোখ লাল হয়ে গেলে নিজেই জনসমাগম এড়িয়ে চলুন।

চোখে হাত লাগাবেন না।

চোখে পানি দিবেন না।

উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস

ব্যবহার করুন।

চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।

'ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং অন্যদের থেকে আলাদা রাখুন।

'কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ।

নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে

'কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে

'চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে চোখে ব্যথা শুরু হলে

হে আল্লাহ্ সবাইকে রক্ষা করুন.....

ওষুধের নাম: injection antivenomওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানু...
05/10/2022

ওষুধের নাম: injection antivenom
ওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন
এই বর্ষায় সর্বত্র সাপের উপদ্রব বেড়ে যায়৷
সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় জেনে নিন।
উচিৎ :
* অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।
* ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন।
* বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
* ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন।
* ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
* চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷
অনুচিত:
* ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
* ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
* ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
* আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
* ছোবল মারার পর এ্যালকোহল জাতীয় কোন কিছু পান করাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।

https://youtu.be/2MZahPZPwbc
30/09/2022

https://youtu.be/2MZahPZPwbc

আপনার একটু চেষ্টায় বেঁচে যেতে পারে একটি প্রাণ।

শুভ জন্মদিন মাননীয় আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আপনার নেতৃত্বে দেশ অপরিসীম উন্নতির শিখরে পৌছে যাক💗💗
28/09/2022

শুভ জন্মদিন মাননীয়
আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
আপনার নেতৃত্বে দেশ অপরিসীম উন্নতির শিখরে পৌছে যাক💗💗

আমাদের কার্যক্রম এর সফলতা বিষধর পদ্মগোখরো সাপ এর ২৯টি ডিম রেস্কিউ করা হলো এনিমেল ওয়েলফেয়ার অফ বরিশাল থেকে। https://bdcri...
23/09/2022

আমাদের কার্যক্রম এর সফলতা বিষধর পদ্মগোখরো সাপ এর ২৯টি ডিম রেস্কিউ করা হলো এনিমেল ওয়েলফেয়ার অফ বরিশাল থেকে।

https://bdcrime24.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6/

🚺 পিরিয়ড চলাকালীন সময়ে নিচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন 🚺১। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবে...
16/09/2022

🚺 পিরিয়ড চলাকালীন সময়ে নিচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন 🚺

১। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।
-
২। এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে।শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।
-
৩। এইসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকারস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
৪। এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।
-
গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। তাই কুসুম কুসুম গরম জল খাবেন।
-
দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, মা, বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন যেকোন কিংবা কারো মাধ্যমে। আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটাও পরম পাওয়া।
জরায়ু ক্যান্সার ও বন্ধ্যান্ত মুক্ত হোক আমাদের মা, বোনেরা।
সংগৃহীত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Syeda Tuba Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share