Impa Aviary

Impa Aviary Pet Breeder

19/07/2023

Big cats are always in attitude.

19/07/2023

ময়ুরের বাচ্চা 💙
আমি প্রথম দেখলাম

16/07/2023

আজ মুহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন।

মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও
ভাষাতত্ত্ববিদ।

জন্ম : ১৮৮৫ সালের ১০ জুলাই।
মৃত্যু : ১৯৬৯ সালের ১৩ জুলাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় তিনি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে মৌলিক গবেষণা করেন। তিনি ১৯২৫ সালে প্রমাণ করেন যে গৌড়ী বা মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার
উৎপত্তি হয়েছে।

১৯২৮ সালে তিনি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদাবলি বিষয়ে গবেষণা করে প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় মুসলমানদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর পদ লাভ করেন। ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই প্রথম উর্দুর পরিবর্তে ‘বাংলা’কে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি
জানান।

মুহম্মদ শহীদুল্লাহ ১৮টি ভাষা জানতেন। # উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ব্যাকরণ, পদ্মাবতী, বাংলা সাহিত্যের কথা - ২ খণ্ড), বাংলা সাহিত্যের ইতিহাস,
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯) ইত্যাদি।

তাঁর সম্পাদিত 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' এক বিশেষ কীর্তি। তিনিই প্রথম প্রমান করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত।

16/07/2023

মরা শামুকের মাঝে জীবনের স্পন্দন

©

নানা রকম গাছ উপহার পেতে আমাদের গ্রুপে চলে আসুন - Bangladesh Cactus Lovers' Society (BCLS)

15/07/2023

Tiger's of watermelon!😱🍉🥝
This is really amazing! ⭐⭐⭐

Photo credit - ©from Facebook

15/07/2023

Amboseli's scenery is spectacular, it still feels as if you have stepped back in time. Its signature attraction is the sight of hundreds of big-tusked elephants and the view of Mt. Kilimanjaro, Africa's highest mountain.
📸:WL Davies
Travel with www.hodariafricacollection.com

15/07/2023

আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা

আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি।
আমাদের ছোটো গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

15/07/2023

ইচ্ছা
আহসান হাবীব

মনা রে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস।
ঘাস কি হবে?

বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল।
জাল কি হবে?

নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
মাছ কি হবে?

বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙিন হাঁড়ি।

12/07/2023

সাদার মায়ায় 🤍🤍

12/07/2023

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে প্রকাশিত নজরুল সংগীতের নতুন রেকর্ড অসুস্থ পিতাকে দেখাচ্ছেন কবিপুত্র কাজী সব্যসাচী। ছবিটি ১৯৭০ সালে তোলা।

12/07/2023

𝙆𝒏𝙤𝒘 𝒘𝙝𝒂𝙩 𝙮𝒐𝙪 𝙬𝒂𝙣𝒕 𝒕𝙤 𝙙𝒐, 𝙝𝒐𝙡𝒅 𝒕𝙝𝒆 𝒕𝙝𝒐𝙪𝒈𝙝𝒕 𝒇𝙞𝒓𝙢𝒍𝙮, 𝒂𝙣𝒅 𝒅𝙤 𝙚𝒗𝙚𝒓𝙮 𝙙𝒂𝙮 𝙬𝒉𝙖𝒕 𝒔𝙝𝒐𝙪𝒍𝙙 𝙗𝒆 𝒅𝙤𝒏𝙚, 𝒂𝙣𝒅 𝒆𝙫𝒆𝙧𝒚 𝒔𝙪𝒏𝙨𝒆𝙩 𝙬𝒊𝙡𝒍 𝒔𝙚𝒆 𝒚𝙤𝒖 𝒕𝙝𝒂𝙩 𝙢𝒖𝙘𝒉 𝒏𝙚𝒂𝙧𝒆𝙧 𝙩𝒐 𝒚𝙤𝒖 𝒈𝙤𝒂𝙡 ~ 𝙀𝒍𝙗𝒆𝙧𝒕 𝑯𝙪𝒃𝙗𝒂𝙧𝒅























12/07/2023

বৃষ্টি আসার আগ মূহুর্তটা 💙

12/07/2023

খোকার সাধ
- কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে।
বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’
ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি ‘ভোর হল যে, সাগর ছুটে আয়!
ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’
বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’
ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,
সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’
বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর,
তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’
রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Impa Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share