17/02/2020
"মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি"
প্রসঙ্গ সৌখিন পাখি পালকদের জেল জরিমানার আওতায় আনা।
মাননীয় নেত্রী,
আমরা অতি সাধারন কিছু ছাত্র-যুবক শ্রেনী শখের বশে বাসায়,বারান্দায়, ছাদে অল্প বিনিয়োগের মাধ্যমে কয়েক জোড়া পাখি পালি।যেগুলার সংখ্যা ৪০- ১০০ পিছ পর্যন্ত।বলতে বাধা নেই এই পাখি আমাদের সুস্হ বিনোদনের পাশাপাশি আমাদের মাদক,সন্ত্রাস হতে দুরে রাখে।এক জোড়া পাখি হয়ত ২০০-৪০০ টাকা। সে হিসাবে আমার বিনিয়োগ ১০-৩০ হাজার টাকা।আমি মাসে কিছু বাচ্চা বিক্রি করে ২০০০ টাকা আমার পকেটে আসে যেটা আমার মেয়ের পড়াশোনা বা সংসারে কিছু সহায়ক হয়।এখন আমার পক্ষে ১০ হাজার দিয়ে লাইসেন্স করা সম্ভব না।আমি আমার ছোট ব্যবসা,চাকরি ও পড়াশোনা ফেলে বন বিভাগ এ পাখির হিসাব দেওয়ার জন্য হয়ত যেতে পারব না।ওনার যে আইন করছেন আমাদের আরেকজন লোক রাখতে হবে উনাদের কাছে হিসাব দেওয়ার জন্য।কয়টা পাখি,কার কাছে বিক্রি, কয়টা মরল,কয়টা বাচ্চা হলো এত হিসাব আমরা কিভাবে পৌছাবো?
বাংলাদেশের যুব সমাজ এই সুস্থ শখ কে পৃথিবীর অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে খাচার পাখি পালন কে একটি সুস্থ শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে।অদুর ভবিষ্যতে আমরা পাখি রপ্তানীও করতে পারব।
মাননীয় নেত্রী এখন আপনি পারেন আমাদের এই দুর্দশাতে পরা থেকে আমাদের বাচাতে।আপনার সুহস্তক্ষেপে আমরা হয়ত আমাদের সুস্হ বিনোদন চালিয়ে যেতে পারব। একটি সুস্হ শিল্পকে ধংশ হতে বাচাতে আপনার সাহায্য দরকার।হয়ত পাখি না থাকলে ঐ সময় আমি বাজে অভ্যাস এ জড়িয়ে যাব।আপনি আমাদের শেষ ভরসা মানবতার নেত্রী।
ধন্যবাদ
(কপি করে প্রত্যেক পাখাল নিজ ওয়ালে পোস্ট করেন)