Dr.Md.Mosharaf Hossain

  • Home
  • Dr.Md.Mosharaf Hossain

Dr.Md.Mosharaf Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Mosharaf Hossain, .

দেশি মুরগি পালন....
18/10/2022

দেশি মুরগি পালন....

ব্রয়লার মুরগির খামার ও ব্লাক সোলজার  মাছির খামার পরিদর্শন......
13/05/2022

ব্রয়লার মুরগির খামার ও ব্লাক সোলজার মাছির খামার পরিদর্শন......

Ifti & Ahnaf Tea Garden পরিদর্শন, যা বোতলাগাড়ী ইউনিয়ন এ  বড়দহ এর দক্ষিণে ও ব্যাংমারী বাজারের পশ্চিমে অবস্থিত।  বানিজ্যিক...
11/10/2021

Ifti & Ahnaf Tea Garden পরিদর্শন, যা বোতলাগাড়ী ইউনিয়ন এ বড়দহ এর দক্ষিণে ও ব্যাংমারী বাজারের পশ্চিমে অবস্থিত। বানিজ্যিক ভিত্তিতে চা উৎপাদন শুরু হয়েছে।

বিশ্ব ডিম দিবস সফল হউক ....
08/10/2021

বিশ্ব ডিম দিবস সফল হউক ....

সেমিনার- .Location: ACCL, গুলশান-ঢাকা।arranged by-Intervet/MSD/bengal overseas.
24/09/2021

সেমিনার- .
Location: ACCL, গুলশান-ঢাকা।
arranged by-Intervet/MSD/bengal overseas.

কাসাভা ......
03/09/2021

কাসাভা ......

আসুন আমার ভুল থেকে বের হয়ে  আসি ... #জিরো সাইজের খড় গরুকে খাওয়ানো হচ্ছে এর উপকারিতা এবং বৈজ্ঞানিক ভিত্তি কি কোন আছে? আমর...
23/08/2021

আসুন আমার ভুল থেকে বের হয়ে আসি ...

#জিরো সাইজের খড় গরুকে খাওয়ানো হচ্ছে এর উপকারিতা এবং বৈজ্ঞানিক ভিত্তি কি কোন আছে? আমরা ভুলের মধ্যে আছি। আমাদের এ থেকে বেড়িয়ে আসতে হবে। জিরো সাইজের হলে অধিকাংশ খড় গোবরের সাথে হজম না হয়ে বের হয়ে যাচ্ছে, এতে পুষ্টি তো দূরের কথা আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। আমরা খড় ৩-৪ ইঞ্চি করে কেটে UMS তৈরি করে খাওয়াতে পারি। এতে পুষ্টিমান ঠিক থাকবে আবার হজমও ভালো হবে, খাদ্য খরচ কমানো যাবে।

খড়ের পুষ্টিগুণ কত?

খড় সাধারণত ফাইবার উচ্চ এবং অশোধিত প্রোটিন এবং শক্তি কম যেখানে তাদের খাদ্যতালিকাগত শক্তি বা প্রোটিন তৈরি করে।

খড়ের শক্তির উপাদান (মোট হজমযোগ্য পুষ্টি; TDN) 25% থেকে 55%। যদিও খড়ের টিডিএন বিষয়বস্তু উচ্চ মানের চারা যেমন মুকুল-পর্যায় আলফালফা বা ভাল কানযুক্ত ভুট্টা সাইলেজের তুলনায় তুলনামূলক কম, খড়ের জন্য টিডিএন পরিসীমা অন্যান্য চারাগুলির মতো বিস্তৃত প্রদর্শিত হয়।
ফাইবার হজমতা, নিরপেক্ষ ডিটারজেন্ট ফাইবার ডাইজেস্টিবিলিটি (NDFD, NDF এর%) দ্বারা পরিমাপ করা হয় 20% থেকে 57% পর্যন্ত। প্রায় অর্ধেক খড়ের নমুনায় বৃদ্ধি বা দুধ উৎপাদনের জন্য যথেষ্ট শক্তি থাকে।
খড়ের পটাসিয়ামের মাত্রা 0.75% থেকে 2.86% পর্যন্ত। দুধ-জ্বরের মতো বিপাকীয় রোগ প্রতিরোধের জন্য প্রি-ফ্রেশ ডেইরি রেশনগুলি মাঝে মাঝে খাদ্যতালিকাগত অ্যানিয়ন ডিফারেন্স (DCAD) নিয়ন্ত্রণের জন্য প্রণয়ন করা হয়।

18/08/2021
পরিকল্পিত কবুতরের খামার হতে পারে আপনার পারিবারিক আয়ের উৎস .......
16/08/2021

পরিকল্পিত কবুতরের খামার হতে পারে আপনার পারিবারিক আয়ের উৎস .......

05/08/2021

আজ বৃহস্পতিবার
০৫ আগস্ট ২০২১
২৫ ই জিলহজ্জ, ১৪৪২ হিজরী
২১ শ্রাবন ১৪২৮
----------------------
ফজর ৪:০৬
যোহর ১২:০৮
আসর ৪:৪২
মাগরিব ৬:৪৫
ইশা ৮:০৫
---------------------
সূর্যোদয় ৫:২৯
সুর্যাস্ত ৬:৩৮

04/08/2021

অর্থ বুঝে কোরআন পড়া ও শেখার চমৎকার ঘটনা
(সংকলিত)
এক ব্যক্তি প্রচুর কুরআন পড়তো, তবে তার থেকে কিছু তার মুখস্ত থাকত না । একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাস করলো, তুমি এতো কুরআন পড় কিন্তু কিছুই মুখস্ত রাখতে পার না, এতে কী লাভ ?

তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে এই প্রশ্নটির উত্তর দিব তার আগে তুমি এই বেতের ঝুড়িটি দিয়ে সমুদ্র থেকে পানি এনে আমাকে দেখাও ।

ছেলেটি বললোঃ এটাতে পানি ভরে আনা তো অসম্ভব ব্যাপার ।
বাবা বললোঃ চেষ্টা করে দেখ ।
বেতের ঝুড়িটি কয়লা আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো । ছেলেটি ঝুড়িটি নিল এবং সমুদ্রের দিকে রওয়না হলো ৷ সমুদ্রের পানি তাতে ভরে পিতার কাছে নিয়ে আসতে আসতে ঝুড়িটি থেকে সব পানি বের হয়ে গেল ।
এবার সে পিতাকে বললোঃ এতে কী লাভ ? পানি তো সব বের হয়ে যাচ্ছে ! পিতা বললোঃ চেষ্টা চালিয়ে যাও ।
ছেলেটি দুইবার, তিনবার, চারবার, পাচবার এভাবে করেক বার চেষ্টা করেও পানি ধরে রাখতে পারল না ।

অবশেষে ক্লান্ত শ্রান্ত বদনে পিতার কাছে ফিরে এসে বললোঃ আমার পক্ষে পানি দিয়ে এই পাত্রটিকে ভরে আনা সম্ভব না ।
বাবা তখন ছেলেটিকে বললোঃ তুমি কি খেয়াল করেছ ঝুড়িটির কি হয়েছে ?
ছেলেটি বললোঃ 'হ্যাঁ । ঝুড়িতে আমি পানি ধরে রাখতে পারিনি, তবে পানি ঝুড়ির মধ্যে থাকা কয়লার কালো ময়লা ধুয়ে সাফ করে দিয়েছে । এখন সেটি পরিষ্কার ও চকচক করছে ।
পিতা বলল, তুমি ঠিক ধরেছো বাবাসোনা । কুরআনও তোমার অন্তরের সাথে একই কাজ করে । অর্থাৎ দুনিয়া ও দুনিয়াবি কাজের কারণে তোমার অন্তর কলুষিত হয়ে যায় । কুরআন সমুদ্রের পানির মতো তোমার অন্তরকে পাক-সাফ করে দেয় যদিও তুমি তার থেকে কিছু তোমার অন্তরে সংরক্ষণ করে রাখতে না পার ! মুখস্ত না করতে পারলেও প্রতিদিন অর্থসহ তেলাওয়াত করো ।

মনে রেখো, কুরআনের নাযিলকৃত প্রথম আয়াত "পড়"। সুতরাং কুরআন মুখস্ত করতে না পারার কারণে শয়তান যেন তোমার মনে ওসওয়াসা সৃষ্টি করতে না পারে এবং তোমাকে কুরআন পড়া থেকে দূরে রাখতে না পারে ৷
কুরাআন নিয়মিত পড় ।
কুরআান অর্থসহকারে পড় ।
কুরআন বুঝে পড় ।

কোন একদিন কোন এক সময় ....
14/07/2021

কোন একদিন কোন এক সময় ....

23/06/2021

যারা Private চাকুরী করছেন তাদের জন্যঃ

৪ টি কাজ কখনো করবেন না,

১. কখনো রাগের মাথায় জব ছাড়বেন না, তাতে আল্টিমেট ক্ষতি আপনার হবে।এমন সিচুয়েশন হলে যে কোন একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বেড় হয়ে যান, নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা থাকুন।পার্কে বা কোন নিরিবিলি জায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান। আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে। ইভেন এই বাদাম খাওয়াও চলে। বন্ধু-বান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না। আশা করি আপনার মাথা ঠান্ডা হবে।না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি? শূন্যস্থান পূরন হয়ে যায় দ্রুত, কারন ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে।

২. কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না, সমালোচনা করবেন না। ভাল না লাগলে জব খুজে বর্তমান জব ছেড়ে দিন। মাস গেলে এই অফিস ই কিন্তু আপনাকে বেতন দেয়। তাই নৈতিক ভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না।

৩. কখনো মালিকের ইগো হার্ড হয় এমন কিছু করবেন না/বলবেন না। যত বড় পোষ্ট ই আপনার হোক না কেন দিনান্তে আপনি কিন্তু কর্মচারী/কর্মকর্তা। মালিক কিন্তু মালিক ই। তা সে চায়ের দোকানের হোক বা কোন কোম্পানীর। তখন কিন্তু কোন এইচ. আর. পলিসি বা শ্রম আইন মালিক মানবে না। মানতে সে বাধ্য নয়।

৪. কখনো নিজের সামান্য সুবিধার/লাভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না, ক্ষতি করবেন না। মনে রাখবেন আজ যার জন্য আপনি গর্ত খুড়ছেন, কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন।
এটাই প্রকৃতির নিয়ম।

Collected....

14/05/2021

ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা।

24/04/2021

সবাইকে জানাই বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২১ এর শুভেচ্ছা ও অভিনন্দন।

26/03/2021

স্বাধীনতার ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা !

কোন একদিন কোন এক ফরেস্ট এ একলা একলা ঘুরতে ঘুরতে পথ হারিয়ে .....
08/03/2021

কোন একদিন কোন এক ফরেস্ট এ একলা একলা ঘুরতে ঘুরতে পথ হারিয়ে .....

আজ সুন্দরবন দিবসআজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে...
14/02/2021

আজ সুন্দরবন দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। ওই বছর বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথমবার জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এবারও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হবে খুলনায়। বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রূপান্তর এর উদ্যোগে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জানা যায়, সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও বিভিন্ন প্রজাতির মাছ।

আসুন আমরা সবাই মিলে এক হয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষা করি।
Collected...

কৃষিই সমৃদ্ধি,  কৃষিই সাফল্যের চাবিকাঠি..🇧🇩এই দেশ কৃষির, এই দেশ কৃষকের... 🇧🇩আমার গর্ব, আমাদের গর্ব - আমরা কৃষক এর সন্তান...
13/02/2021

কৃষিই সমৃদ্ধি, কৃষিই সাফল্যের চাবিকাঠি..🇧🇩
এই দেশ কৃষির, এই দেশ কৃষকের... 🇧🇩
আমার গর্ব, আমাদের গর্ব - আমরা কৃষক এর সন্তান, আমরা কৃষক..🇧🇩
সকলকে "কৃষিবিদ দিবস-২০২১" এর শুভেচছা.... 🇧🇩
১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস সফল হোক ❤️।🇧🇩
🥦🥕🌽🍉🍊🍍🥬🥥🐂🐃🐄🐎🎏

তিস্তা নদীর অববাহিকায় গড়ে উঠে ডিমলা অঞ্চল সে কারণে আজও অনেক পিছনে পড়ে আছে। অবকাঠামো, রাস্তা  নির্মাণকাজের দিক দিয়ে  যদিও...
24/01/2021

তিস্তা নদীর অববাহিকায় গড়ে উঠে ডিমলা অঞ্চল সে কারণে আজও অনেক পিছনে পড়ে আছে। অবকাঠামো, রাস্তা নির্মাণকাজের দিক দিয়ে যদিও এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। তবে আমি দেখলাম, এই অঞ্চলে হাঁস পালন একটা লাভজনক হিসেবে জনপ্রিয় ব্যবসা হতে পারে। কিন্তু যে পরিমান হাঁস পালন হওয়ার কথা সেই হারে হাঁস পালন হয় না বললেই চলে। তবে আশার কথা হল বেসরকারি ভাবে কিছু হ্যাচারী মানে হাঁসের বাচ্চা ফুটে বিক্রি করে এরকম কিছু ফার্ম গড়ে উঠেছে, তবে সংখ্যাটা অনেক কম। সরকারি প্রচেষ্টা ও NGO লেভেল থেকে অনেক কিছু করা যেতে পারে। ডিমলা অঞ্চলে যে শুধু হাঁস পালন করার সুযোগ আছে তা নয়, এখানে গাভী পালন, মহিষ পালন, ভেড়া পালন, ছাগল পালন ও দেশি মুরগি পালন করারও ব্যাপক সুযোগ আছে।

আজকে ঘুরে আসলাম, ডিমলা অঞ্চলের রাম ডাঙ্গা ফরেস্ট এবং ডিমলা সদর উপজেলার কিছু ইউনিয়ন। তার কিছু চিত্র তুলে ধরলাম।

22/01/2021

আজকে একটা ব্রয়লার (মাংসের জন্য মুরগী) ফার্ম পরিদর্শন করলাম। অনেক ভালো কিছু অর্জন হল। ভালো ব্যবস্থাপনা ও পরিকল্পনা করে অনেক ভালো করছেন।

21/01/2021

NO= Next Opportunity

গতকাল নীলফামারীর তামাকের রাজধানী ঘুরে আসলাম.....  তামাক চাষে কি আসলেই কৃষকদের উপকার হয়??
21/01/2021

গতকাল নীলফামারীর তামাকের রাজধানী ঘুরে আসলাম.....
তামাক চাষে কি আসলেই কৃষকদের উপকার হয়??

16/01/2021

ডাঃ মোঃ মোশারফ হোসেন পেইজে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Mosharaf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Md.Mosharaf Hossain:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share