30/12/2022
অনেক সময় পাখি ডিম দেয় না,
পেয়ার ঠিক আছে
যত্ন ও করছেন মেল ফিমেল ঠিক আছে তবু ডিম দিচ্ছে না।সেটা নিয়ে আজ আলোচনা করবো,আশা করি কিছুটা হলে উককারে আসবে।
১। প্রথমে দেখবেন আপনার পাখির মেল ও ফিমেল ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে হয়তো আপনার খাচার হাড়ি ঠিক মতো লাগানো নেই, ঠিক থাকলে ও তাদের পছন্দ নয়,তাহলে আপনি অন্য একটা হাড়ি দিবেন,আর জায়গা ও চেন্জ করবেন,অথ্যাৎ খাচার ডান পাশে থাকলে বাম পাশে,বাম পাশে হলে ডান পাশে দিবেন।
২। এমন হতে পারে পাখি ঠিক আছে, জোড় ও ঠিক আছে। কিন্তু বয়স কম,মনে রাখবেন লাভবার্ড পাখি ৯/১০ মাস হলে ডিম দেয়, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে।
৩। অনেক সময় পাখির খাচা পছন্দ নয়।বা পাশাপাশি খাঁচা থাকার কারণে তাদেরকে অন্য পাখি ডিস্টার্ব করছে,এমন দেখলে একটু বড় খাচা, ও পাশাপাশি খাঁচা হলে মাজে কিছুটা গেপ রাখবেন,যাতে এক পেয়ার অন্য পেয়ারকে ডিস্টার্ব না করে।
৪। পাখিকে অবশ্যয় কৃমির ঔষধ দিবেন,যদি আপনার পাখির কৃমির কোস না করান, তাহলে পেটে কৃমি থাকার কারণে, ভালো খাবার,ভিটামিন কেলসিয়াম কোন কাজে আসছে না,,যা আপনার পাখির ডিম না দেওয়ার অন্যতম কারন।
৫। পাখিকে ভালো মানের সিডমিক্স দিবেন,শিত ও গরমের খাবারের মাজে একটা বেলেন্জ রাখবেন।
৬।পাখিদের সফ্টফুড দিবেন,সফ্টফুডে পাখিদের প্রোটিনের ঘাটতি পুরন হবে ভেজানো দানাও ডিমে অনক প্রটিন পাবেন,পাশাপাশি সবুজ শাকসবজি দিবেন।
৭।প্রতিমাসে নিয়ম করে ভিটামিন, কেলসিয়াম,ও মিনারেল দিবেন।পাখির ডিম দেওয়ার ও সুস্থ রাখার অন্যতম কারন।
৮। নিরাপদ ও পাখির নিরাপত্তা এটা পাখির জন্য অত্যান্ত জরুরি, কিন্তু এদিকে আমরা নজর কম দেয়,
পাখির সঠিক নিরাপত্তা না দিলে, আপনি যতোই ভালো খাবার ও যত্ন নেন না কেনো, কাজে আসবে না।,আপনার পাখি ডিম বাচ্চা করবে না।
৯। এতো কিছু করার পরেও যদি আপনার পাখি ডিম বাচ্চা না করে, তাহলে মেল বা ফিমেল চেঞ্জ করুন,হয়তো একে অপরকে পছন্দ করছে না।
ডিম না দেওয়ার হয়তো এটাই আর এক কারণ।
ভালো পেয়ার পেতে হলে আপনাকে বলবো, আপনার পাখিদের একটা সুন্দর কলুনিতে রাখুন,তাদেরকে নিজেদের মাজে জেনে বুজে জোড় নিতে দিন,দেখবেন ঐ পেয়ারটা আপনি খামারের সব চেয়ে ভালো ডিম বাচ্ছা দিবে।
বিঃদ্রঃ এটা আমার পাখি পালার অভিজ্ঞতা সিয়ার করলাম,,,আশা করি কারো হয়তো কিছুটা উপকারে আসবে,