![ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসাঅনেকসময় দুর্ঘটনাবশত বিড়াল ব্যথা পেয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতটি যদি গভীর না হয় তাহলে প্রাথমিক ...](https://img3.voofla.com/339/469/193607843394696.jpg)
31/03/2023
ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা
অনেকসময় দুর্ঘটনাবশত বিড়াল ব্যথা পেয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতটি যদি গভীর না হয় তাহলে প্রাথমিক চিকিৎসাতেই ভালো হয়। কিন্তু যদি গভীর হয় তাহলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তা না হলে ওই স্থানটিতে ইনফেকশন হয়ে যেতে পারে, জ্বর এসে বিড়াল অসুস্থ হয়ে পড়ে।
শরীরের কোনও স্থান কেটে গেলে প্রথমে কিছু বিষয় লক্ষ করতে হবে-
১) ক্ষতস্থানটিতে রক্তক্ষরণ হচ্ছে কিনা।
২) জায়গাটি ফোলা কিনা।
৩) জায়গাটির লোম পড়ে গিয়েছে কিনা।
৪) ব্যথা আছে কিনা।
৫) চামড়া কেটে গিয়েছে কিনা।
ক্ষতটি যদি গভীর হয় এবং রক্তক্ষরণ বেশি হতে থাকে তাহলে স্থানটি চেপে ধরতে হবে যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। তারপর শুধু পানি দিয়ে পাতলা কাপড় অথবা গজ ভিজিয়ে জায়গাটি মুছে বেঁধে দিতে হবে। এছাড়া বরফের টুকরা ঘষে দেওয়া যায় রক্তক্ষরণ থামানোর জন্য। তারপর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারন না বুঝে মানুষের ওষুধ যেমন – Napa, Aspirin, Paracetamol, Advil, Tylenol, Savlon, Dettol ইত্যাদি কখনই বিড়ালকে দেওয়া উচিৎ না। এই ওষুধগুলো বিড়ালের জন্য ক্ষতিকর এবং এতে বিড়ালের মৃত্যুও হতে পারে।
ক্ষতটি যদি অগভীর হয় এবং রক্তক্ষরণ না হয় সেক্ষেত্রে জায়গাটি বিশুদ্ধ পানি দিয়ে মুছে আয়োডিন সলিউসন লাগিয়ে Nebanol জাতীয় powder(পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) লাগাতে হবে। ক্ষত স্থানটি ব্যান্ডেজ না করাই ভালো। যদি অন্য প্রাণীর কামড় হয় তাহলে ভ্যাকসিন দিতে হবে।
সাধারনত বিড়ালের ক্ষত খুব দ্রুত ১-২ সপ্তাহের মধ্যে সেরে যায়। কিন্তু ক্ষতটি গভীর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিড়ালকে বিশ্রাম দিতে হবে। যদি ডাক্তার ব্যান্ডেজ করে দেয় তাহলে ২-১ দিন পর পর ব্যান্ডেজ পরিবর্তন করে দিতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। যদি সেলাই লাগে সেক্ষেত্রে বিড়ালকে বেশি দৌড়ঝাঁপ করতে দেওয়া যাবে না। অস্বস্তি হওয়ার কারনে বারবার চাটতে চাইবে তখন তাকে চাটতে দেওয়া যাবে না কারন তাতে সেলাই ছুটে যাওয়ার ভয় থাকে। তখন তাকে Elizabeth Cat Collar(কিনতে পাওয়া যায়) পড়িয়ে দিতে হবে। এভাবে বিড়ালকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে।
Cat's problem Advice And Solution
Cat Society of Bangladesh ☑️
Cat Adoption Society Of Bangladesh ☑️
Cat Society of Bangladesh 2.0 ✅