Cat Society Of Bangladesh ツ

  • Home
  • Cat Society Of Bangladesh ツ

Cat Society Of Bangladesh ツ Cat Society Of Bangladesh (CSB)
(4)

ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসাঅনেকসময় দুর্ঘটনাবশত বিড়াল ব্যথা পেয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতটি যদি গভীর না হয় তাহলে প্রাথমিক ...
31/03/2023

ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা

অনেকসময় দুর্ঘটনাবশত বিড়াল ব্যথা পেয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতটি যদি গভীর না হয় তাহলে প্রাথমিক চিকিৎসাতেই ভালো হয়। কিন্তু যদি গভীর হয় তাহলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তা না হলে ওই স্থানটিতে ইনফেকশন হয়ে যেতে পারে, জ্বর এসে বিড়াল অসুস্থ হয়ে পড়ে।

শরীরের কোনও স্থান কেটে গেলে প্রথমে কিছু বিষয় লক্ষ করতে হবে-

১) ক্ষতস্থানটিতে রক্তক্ষরণ হচ্ছে কিনা।

২) জায়গাটি ফোলা কিনা।

৩) জায়গাটির লোম পড়ে গিয়েছে কিনা।

৪) ব্যথা আছে কিনা।

৫) চামড়া কেটে গিয়েছে কিনা।

ক্ষতটি যদি গভীর হয় এবং রক্তক্ষরণ বেশি হতে থাকে তাহলে স্থানটি চেপে ধরতে হবে যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। তারপর শুধু পানি দিয়ে পাতলা কাপড় অথবা গজ ভিজিয়ে জায়গাটি মুছে বেঁধে দিতে হবে। এছাড়া বরফের টুকরা ঘষে দেওয়া যায় রক্তক্ষরণ থামানোর জন্য। তারপর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারন না বুঝে মানুষের ওষুধ যেমন – Napa, Aspirin, Paracetamol, Advil, Tylenol, Savlon, Dettol ইত্যাদি কখনই বিড়ালকে দেওয়া উচিৎ না। এই ওষুধগুলো বিড়ালের জন্য ক্ষতিকর এবং এতে বিড়ালের মৃত্যুও হতে পারে।

ক্ষতটি যদি অগভীর হয় এবং রক্তক্ষরণ না হয় সেক্ষেত্রে জায়গাটি বিশুদ্ধ পানি দিয়ে মুছে আয়োডিন সলিউসন লাগিয়ে Nebanol জাতীয় powder(পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) লাগাতে হবে। ক্ষত স্থানটি ব্যান্ডেজ না করাই ভালো। যদি অন্য প্রাণীর কামড় হয় তাহলে ভ্যাকসিন দিতে হবে।

সাধারনত বিড়ালের ক্ষত খুব দ্রুত ১-২ সপ্তাহের মধ্যে সেরে যায়। কিন্তু ক্ষতটি গভীর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিড়ালকে বিশ্রাম দিতে হবে। যদি ডাক্তার ব্যান্ডেজ করে দেয় তাহলে ২-১ দিন পর পর ব্যান্ডেজ পরিবর্তন করে দিতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। যদি সেলাই লাগে সেক্ষেত্রে বিড়ালকে বেশি দৌড়ঝাঁপ করতে দেওয়া যাবে না। অস্বস্তি হওয়ার কারনে বারবার চাটতে চাইবে তখন তাকে চাটতে দেওয়া যাবে না কারন তাতে সেলাই ছুটে যাওয়ার ভয় থাকে। তখন তাকে Elizabeth Cat Collar(কিনতে পাওয়া যায়) পড়িয়ে দিতে হবে। এভাবে বিড়ালকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে।

Cat's problem Advice And Solution

Cat Society of Bangladesh ☑️

Cat Adoption Society Of Bangladesh ☑️

Cat Society of Bangladesh 2.0 ✅

ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না,🤔 তারাতারি এখান থেকে কেটে পরি,🤫.
04/02/2023

ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না,🤔 তারাতারি এখান থেকে কেটে পরি,🤫.

মন খারাপ করোনা। মেয়েটা আমার সামনে পড়লে ওকে আমি কামড়াবোই!! 😺
01/02/2023

মন খারাপ করোনা। মেয়েটা আমার সামনে পড়লে ওকে আমি কামড়াবোই!! 😺

Cat Society of Bangladesh ☑️
25/01/2023

Cat Society of Bangladesh ☑️

Mew of duty!!Cat Society of Bangladesh ☑️ Cat Society of Bangladesh 2.0 󰦉
20/01/2023

Mew of duty!!

Cat Society of Bangladesh ☑️

Cat Society of Bangladesh 2.0 󰦉

তারপর বলেন বিড়াল পালনকারী কার কাছে কত আছে, বিড়ালের কথা বাদ দিলাম 🙂
11/01/2023

তারপর বলেন বিড়াল পালনকারী কার কাছে কত আছে, বিড়ালের কথা বাদ দিলাম 🙂

03/01/2023
এই শীতে একটু খেয়াল করে দেখবেন কোথাও বিড়াল আছে কিনা কারণ বিড়াল বা অন্য ছোট প্রাণী গুলো একটু গরমের জন্য গাড়ির এসব জায়গায় থ...
20/12/2022

এই শীতে একটু খেয়াল করে দেখবেন কোথাও বিড়াল আছে কিনা কারণ বিড়াল বা অন্য ছোট প্রাণী গুলো একটু গরমের জন্য গাড়ির এসব জায়গায় থাকে

:- দোস্ত শুধু এক কামড় খামু 🥳বন্ধুর এক কামড় 🙂
09/12/2022

:- দোস্ত শুধু এক কামড় খামু 🥳
বন্ধুর এক কামড় 🙂

Helloooo
25/11/2022

Helloooo

চুলার মধ্যে বেশিরভাগ  বিড়াল বাচ্চা দিয়ে থাকে শীতকালে যেনো বাচ্চারা উষ্ণ থাকে,যারা মাটির চুলা ব্যবহার করে থাকেন তাদের অবশ...
21/11/2022

চুলার মধ্যে বেশিরভাগ বিড়াল বাচ্চা দিয়ে থাকে শীতকালে যেনো বাচ্চারা উষ্ণ থাকে,
যারা মাটির চুলা ব্যবহার করে থাকেন তাদের অবশ্যই সর্তক থাকা উচিত আগুন দেওয়ার আগে,

অবলা প্রানী💔

মোরগ : ওরা কিছু রান্না করছে নাকি..? বিড়াল : হ্যাঁ। আলু দিয়ে তোর বৌ
15/11/2022

মোরগ : ওরা কিছু রান্না করছে নাকি..?

বিড়াল : হ্যাঁ। আলু দিয়ে তোর বৌ

চকিনা's pain level infinity 🤦©
09/11/2022

চকিনা's pain level infinity 🤦

©

😊CCat Society of Bangladesh ☑️SCat Society of Bangladesh ☑️oCat Society of Bangladesh ☑️BCat Society of Bangladesh ☑️☑Ca...
09/11/2022

😊

CCat Society of Bangladesh ☑️SCat Society of Bangladesh ☑️oCat Society of Bangladesh ☑️BCat Society of Bangladesh ☑️☑Cat Society of Bangladesh ☑️

mention your friend 😁
10/10/2022

mention your friend 😁

সে সব জায়গায় থাকতে হবেই রাশিয়া /ইউক্রেন যুদ্ধে সে ইউক্রেনের হয়ে অংশগ্রহণ করে 😁🐸
02/10/2022

সে সব জায়গায় থাকতে হবেই রাশিয়া /ইউক্রেন যুদ্ধে সে ইউক্রেনের হয়ে অংশগ্রহণ করে 😁🐸

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর...
29/09/2022

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।

শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও, এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না?Even আমাদের পরিবারের মধ্যেও হয়ে যায়। তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি,আমাদের পরিবার যাতে ভেঙ্গে না পরে🙂

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক😊

D'ont hurt him, he's just hungry😯
24/09/2022

D'ont hurt him, he's just hungry😯

বড় লোকের বেটি 🤭
24/09/2022

বড় লোকের বেটি 🤭

❤️❤️
13/09/2022

❤️❤️

কে কে করেন এই কাজ 😁
13/09/2022

কে কে করেন এই কাজ 😁

02/09/2022

30/08/2022

স্কুলে যাচ্ছি গাইজ!

29/08/2022

আরেকটা জুতা কঈ গেলো, খেমনডা লাগে অহণ 🙂😒


Address


Alerts

Be the first to know and let us send you an email when Cat Society Of Bangladesh ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share