17/09/2022
যে ছেলেটার বাইক আছে সেও Bike Lover আবার যে ছেলেটার বাইক নাই সেও Bike Lover!❤
পার্থক্যটা হলো শুধুমাত্র উচ্চবিত্ত আর মধ্যবিত্তের🙂
বাইক জিনিসটা শুধুই যে কোনো ছেলের জন্য একটা শখ তা না! বাইক জিনিসটা একটা ছেলের জন্য একটা স্বপ্ন, একটা ইমোশন! পার্থক্যটা হলো নতুন মডেলের একটা বাইক বের হওয়ার পর কেউ বলে দুই তিন মাসের ভিতরেই কিনবো আবার কেউ বলে থাক একদিন নিজের টাকায় কিনবো!🙃
কথাটা হলো আত্মসম্মানযুক্ত Middle Class ফ্যামিলির সন্তানদের।❤
মধ্যবিত্য সেই ছেলেটারও একদিন সামর্থ্য হয় নিজের টাকায় পছন্দের Bike কেনার কিন্তু তখন হয়তো সেই স্বপ্ন সেই বয়সটা আর ওই ছেলেটার ভিতর থাকেনা। এটাই বাস্তবতা! 🙂
নিজের ক্যারিয়ার গড়তে গড়তে একটা সময় বিয়ের বয়স হয়! সন্তান হয়! তারপর সন্তানদের ভবিষ্যতের কথা আর স্ত্রী, বাবা-মাকে দেখাশুনা করতে গিয়ে সেই ছেলেটার কোনো স্বপ্নই সামর্থ্য থাকা সত্বেও পূরন আর হয়ে উঠেনা!
কি অদ্ভুত তাইনা?🥺
একটা সময় যে ছেলেটার স্বপ্ন পূরন হয়না বয়স হয়নি বলে, সামর্থ্য নেই বলে, ঠিক সেই ছেলেটার ভবিষ্যতেও স্বপ্ন পূরন হয়না বয়স হয়েছে বলে😅
সবাই তখন বলে ছেলে টাকা ইনকাম করে ছেলের স্বপ্ন পূরন হয়েছে আর কি লাগে। কিন্তু ভাই বিশ্বাস করেন বাস্তবতা হলো কেউ তখন জানেনা যে একমাত্র বাবা-মা, সন্তান ও স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের স্বপ্নগুলারে শেষ কইরা পরিবারের স্বপ্নকেই একটা ছেলে তার নিজের স্বপ্ন বানায়!☺
দোয়া করি যেনো সৃষ্টিকর্তা কোনো ছেলের স্বপ্নগুলা অপূর্ণ না রাখে। ভালো থাকুক বেঁচে থাকুক সকল মধ্যবিত্ত পরিবারের আহত যোদ্ধাগুলো।!!..$😔