11/02/2024
কৃষকের
উদবেগ
্্্্্্্্্্্্্্্্,
গুরুগুরু ডাকে মেঘ
কৃষকরে উদবেগ,
মঠ ভরা পাকা ধান
ফুল ফল আর ফসল
সবুজে ও স্যমলোর আবেস
হয় যদি জলস্যাস তবে
সবি হয় যাবে শেষ।
কৃষকের সংকা কিযেনো কি হয়
বিকট এ আধারে বিদ্যুৎ চমকায়,
বাজ পরে যে থেকে থেকে
মেঘো মালা গর্জে বেরায়ে
ধুমধাম বাতাসে ঝাঁটি মারে দড়জায়।
কৃষকের কুড়ে ঘর কেপে ওঠে থরথর
কেদে ওঠো তার মন,
সব যদি ভেশে যায় হয় নিস্যেশ
তাহলে সে কোথায় যাবে কিখাবে?
মহাজনের ধান খেত তাও যদি হয় শেষ।
কতো অযানা ভাবনায় সারা রাত কেটে যায় ভয় ডরে কৃষকের শিউরে ওঠে গা,
ধান খেতে গিয়ে দেখে একি সর্বনাশ
কৃষকের মাথায় পরলো বাজ।
মজনের কাছে আর গিয়ে হাতে ও পায় ধরে পাওয়া যাবেনা কোন কাজ,
কৃষক ভাবে বাচ্চাদের নিয়ে চলে যাবে সহরে আবার কোন মহাজনের ধারে পাওয়া যাবে কাজ?
তাই ভেবে কৃষকের দেহে মনে বৃদ্ধি পায়
প্রোচন্ডো উওেজনা উদবেগ।
্্্্্্্্্্্্্্
কবি মোঃ নাছিম
্্্্্্্্্্্
১-৮-২০২৩
মংঙ্গলবার