Poem

Poem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poem, Pet Store, .

11/02/2024

কৃষকের
উদবেগ
্্্্্্্্্্্্্্্্,
গুরুগুরু ডাকে মেঘ
কৃষকরে উদবেগ,
মঠ ভরা পাকা ধান
ফুল ফল আর ফসল
সবুজে ও স্যমলোর আবেস
হয় যদি জলস্যাস তবে
সবি হয় যাবে শেষ।

কৃষকের সংকা কিযেনো কি হয়
বিকট এ আধারে বিদ্যুৎ চমকায়,
বাজ পরে যে থেকে থেকে
মেঘো মালা গর্জে বেরায়ে
ধুমধাম বাতাসে ঝাঁটি মারে দড়জায়।

কৃষকের কুড়ে ঘর কেপে ওঠে থরথর
কেদে ওঠো তার মন,
সব যদি ভেশে যায় হয় নিস্যেশ
তাহলে সে কোথায় যাবে কিখাবে?
মহাজনের ধান খেত তাও যদি হয় শেষ।

কতো অযানা ভাবনায় সারা রাত কেটে যায় ভয় ডরে কৃষকের শিউরে ওঠে গা,
ধান খেতে গিয়ে দেখে একি সর্বনাশ
কৃষকের মাথায় পরলো বাজ।

মজনের কাছে আর গিয়ে হাতে ও পায় ধরে পাওয়া যাবেনা কোন কাজ,
কৃষক ভাবে বাচ্চাদের নিয়ে চলে যাবে সহরে আবার কোন মহাজনের ধারে পাওয়া যাবে কাজ?
তাই ভেবে কৃষকের দেহে মনে বৃদ্ধি পায়
প্রোচন্ডো উওেজনা উদবেগ।
্্্্্্্্্্্্্্
কবি মোঃ নাছিম
্্্্্্্্্্্
১-৮-২০২৩
মংঙ্গলবার

28/01/2024

কেউ
যদি
,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,
কেউ যদি আয় বেরাইতে
হেদিন ঘুমডা ভালাই হয় রাইতে,
হগ্গোল দিন গুলা ও যেনো ভালা কাডে
অন্তরে রুঙ্গিলা ফুল ফোডে
ভালা লাগে গপ্পো হইরা হারাডা কাল কাডাইতে।

যেদিন হ্যরা চায় যাইতে হেদিন মনে লয়না কিছুই খাইতে
হেদিন মনডা হইয়া যায় অস্থির,
ভালা লাগেনা নাইতে খাইতে স্মৃতিরা হরে ভির
হ্যর পরোযহন চইলা যায় মনডা কাস্টে জইলা যায়
আন্দারে ঢাহে জীবনের চতুর দিক।

কেন যে মন তুই এমন হরো?
কির লৈগ্যা কিচ্ছু বোঝোনা
যে থাগবেনা চইলা যাইবে
কিরলৈগ্য হ্যরে বাইন্দা রাহো জোরহইরা।

,আবার যদি ইচ্ছা থাহে হেইলে আইবে ফিররা বেরাইতে
আবারো মোরা গপ্পো আড্ডার ম্যালা বয়ামু মোরা হগ্গোলে মিল্লা দিনে রাইতে,
এহোন বাইন্দা রাইক্কোনা হ্যগো যাইতে।

জোরাজুরি হররালে আবার কেউ চাইবনা আইতে
যারলইগ্যা মন কাইন্দাকাডে হারাডা দিনরাইত?
হ্যর চোহে নাই একডা পানি
তের লাইগ্যা মন কান্দে
হ্যর পরো দ্যহে চোহের পানি পারোনা থামাইতে
কিরলইগ্যা ক এমন হরো এমন পরো ভাইগ্যা
ব্যারাইয়া যদি যেদিন হ্যারা চায় যাইতে
এমন হরলে কেউ যদি আর আইতেনা চায় বেরাইতে।
্্্্্্্্্
কবি মোঃ নাছিম
,,,,,,,,,
৩০-৭-২০২৩- শনিবার

13/11/2023

বিপন্নো মুরগী
্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ ,
দুইটি মুরগী এক সাথ
এক রসিতর বেধেছে পায়পায়
জোরা করে কসাইয়া গিট মেরেছে,
এমনি করে আরো কতো মুরগী
জোরায়জোরায় বেধেছে
মুরগীগুলো ছটফটায়ে
পোরেপোরে মাটিতে।

কেউ আসেনা ওদের বাচাতে সকলে কিনবে বলে সস্তয় দাম হকে যায়
কেহো আবার হাতে ধরে ওজন করে
ধপাত জোরে ফেলে রেখে চলে যায়।

বিপন্নাে ওদের জীবনটা চলে যায়
কে যানে কোথায়,
বুক ফাটে পিপাসায় মালিক তবুও হয়না সদয়
দেয়েনা একটু পানি খেতে।

মুরগী গুলোর কি করুণ আকতি মিনোতি
কেউ কখনো শুনো নিতা,
কেউ কখনো বুঝোও নিত।

কে বলি দাড়ি পাল্লায় ওজন করে
বিক্রি করে দিয়েছে আর টাকা পেয়েছে,
মুরগীদের যন্ত্রোনা কেউ কি কখনো বুঝোছে?

বিপন্নো ওদের জীবন নিরবে ধুকেধু মরেছ
ঝামেলা গেছে টানা হ্যাচরা থেকে,
চিরোতরে মুক্তি পেয়েছে সান্তি হয়েছে।

আজকে সবাই মিলে বসে কোরছে শুধুই হাহাকার
মুরগী গুলো বেচে সংসার চালাত,
কতো কস্টের ওদের জীবন বিসন্নোতায়
জোর করে ঠেলে দিয়েছি ওদের
তখন বুঝিনি।

ছাইকেলের পিছনে ঝুলে ঝুলে
কতো কস্টো পেয়ে ছটফটিয় মরেছি,
দুইটি মুরগী এক সাথে এক রসিতে বেধেছে
পায়পায় জোরা করে কইসা গিট মেরেছে
ছোটাছুটি করতে গিয়ে
পা মচকে গিয়ছে।
,,,,,,,,,,,,
৬-৭-২২-
কবি মোঃ নাছিম

22/08/2023

বুঝলি ভুল
্্্্্্্্্্্্্্্্্
তুই বুঝলি আমায়ে ভুল
তাইতো ছিঁড়ছি মাথার চুল,
ভালোবাসে তুলতে গেলাম
তোর বাগানের ফুল।

সেটাই হলো সুল
চোর ভেবে মোর সারা দেহে,
ফোটালি বিসক্ত হুল
ফুল তুলতে যাওয়াই হলো
তোর চোখেরি সুল।

চিৎকার করে দৌড়ে এলাম
হয়ে যন্ত্রনায় আকুল,
আমি পেলামনা কোনো কুল
কি করি এমনটা নিয়ে
সে কেঁদে কেঁদে হয়ে ব্যাকুল।

নাবুঝে তুই আমায়ে নিয়ে
খেললিরে পুতুল,
ভালোবাসার মুল্য দিতে
গুনতে হয় মসুল?
কেনোবা গেলাম তোর বাগানে
তুলতে প্রেমের ফুল।

তোর ফুলের যে এতো মুল্য
যানতাম আমি আগে নিঠুর,
তাইতো আমারে গুনতে হল
সেই ভুলেরি মাসুল
যানতামনা তুই বুঝবি এতো ভুল।
,,,,,,,,,,,,,,,,
কবি মোঃ নাছিম
,,,,,,,,,,,
১৪*৫*২২*

20/09/2022

হিংশ্রথাবা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হিংশ্রবাঘের থাবায় সব
ক্যংগারুরা হলো কুপুকাত,
এ পরাজয় লজ্জাসকর
সতো সহাশ্র বাঘেদের হাসি উল্লস।

ল্যাজ গুটিয়ে পালালো সব
রাতের আধারে ক্যাংগারুর দল,
ওদের সংগি বিসাদ চোখের জল
কেবলই কান্নার কোলাহল।

বাঘের গর্জনে চুর্ণ হলো সম
ক্যাংগারুদের অহমিকা অহংকার,
বড়ো বড়ো সর্থ দিয়ে ও আর
হলোনা আসল কাজ
বিনা মেঘে ভেংগে পরলো
যেনা ক্যাংগাদের মাথায় বাজ।

বাঘের সাথে ক্যাংগাদের
বৃথাই আসফালন,
হিংশ্রবাঘের থাবায় থাবায়
আসলো অদপন।
🔷🔷🔷🔷🔷🔷🔷
কবি মোঃ নাছিম
♦️♦️♦️♦️♦️♦️
১২" ৮" ২১
♦️♦️♦️♦️♦️♦️♦️♦

22/01/2020

সুর্জ্য হেসেছে
কবি মোঃ জিলানী
।৷ ।,।,।,
হেসেছে সুর্য্য
উঠেছে রদ্রি
জেগেছে দুব্বা ঘাস,
উরছে আকাশে উতল বাতাসে
এক ঝাঁক বালি হাঁস।

জেগেছে আকাশ
জেগেছে বাসাস
বিছানো নিল জাদর,
নরম মেঘের বুলায় পরস।
ছরারে সাধা আদর
।।।।।
১২/১/২০/চাপা কান্না
কবি মোঃ নাসিম
।।।।।।।।।।।।।।।।।।
কবির বুকে আজনম ভর
ছিল চাপা কান্নার ঢল
রেখেছো কি তার সংবাদ?

প্রিও পাঠক পাঠিকা গন
বোঝােনি তার কি ছিল সপন
কিসে দগ্ধ হয়েছে তার,
নরম কোমল অন্তর।

কি ছিল তার চাপা দুঃখের করন
সেই কবি আজ চলে গেছে দুরে
হায়ায় উরে উরে,
সারা দিন ঘুরে পৌছে গোল সেষে
অজানা অচিন দেশে।

তোমরা কান্নায় পারেছো ভেঙে
আছকে কবির জন্য
তোমরাত পারে কাঁদাতে ভালো,
দিতে পারে কস্টো দুঃখ।

কবির মনে কিসের যোয়ার প্রবল
তোমরা বুঝলে নাত আর
সুধুভাংত জানলে কবির হৃদয় খান খান
গরে দিতে জানলেনা আর,
কবির সপ্ন প্রাসাত
সেই কারণে হয়ে তো আজিবন
চাপা কান্নার ঢল প্রবল।..
২৪/১০/১৬/

22/01/2020

প্রথম ভবে
কবি মোঃ নাসিম
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যেদিন আমি প্রমে
এসে ছিলম এ ভবে
কতো আদর খেয়ে ছিযে,
কত কোলে দুলে দুলে
ছিলাম কত যতনে।

হাত পা ছরিয়ে আত্ত চিৎকারে
জানিয়ে দিলাম দুনিয়াকে
আমারো কিছু দাবি আছে তোমার কাছে,
সেদাবি গুলো একে একে
দাও মিটিয়ে।

আমাকে দাও গিছিয়ে
চেয়ে ছিলাম বাচতে ভালো ভাবে
সুস্থ জীবন জপন করে,
কিন্তু তখন বুঝিনি মোটে।

জীবন টাযে এমন হবে
সপ্ন আশা হারিয়ে বসবে
একটু যখন আচতে আচতে,
বড় হয়ে উটলাম বেড়ে।

বুঝেলিম এক এক করে
পরলো বেড়ি দুটি পায়ে
দিনে দিনে,
বন্দিহলাম চার দেয়ালের মাঝে।
বহুকস্টে কাটে বসে বসে
সকাল সাজে কিসুর বাজে
মনের মাঝে কন্না হয়ে।

আর কত কাল বন্দ ভবে
পংগুজীবন কাটাবে এ ভাবে
সেস বিদায়র আগে কিরে,
পংগু জীবন হাটবে?

নাকি জীবন এমনি ভাবে
অতলে তলিয়ে যাবে
কে আমারে বলে দেবে,
কি হবে যেসেস জীবনে।
।।।।।
২৫/১০/১৬/

চাপা কান্না কবি মোঃ নাসিম ।।।।।।।।।।।।।।।।।। কবির বুকে আজনম ভরছিল চাপা কান্নার ঢলরেখেছো কি তার সংবাদ? প্রিও পাঠক পাঠিকা ...
20/01/2020

চাপা কান্না
কবি মোঃ নাসিম
।।।।।।।।।।।।।।।।।।
কবির বুকে আজনম ভর
ছিল চাপা কান্নার ঢল
রেখেছো কি তার সংবাদ?

প্রিও পাঠক পাঠিকা গন
বোঝােনি তার কি ছিল সপন
কিসে দগ্ধ হয়েছে তার,
নরম কোমল অন্তর।

কি ছিল তার চাপা দুঃখের করন
সেই কবি আজ চলে গেছে দুরে
হায়ায় উরে উরে,
সারা দিন ঘুরে পৌছে গোল সেষে
অজানা অচিন দেশে।

তোমরা কান্নায় পারেছো ভেঙে
আছকে কবির জন্য
তোমরাত পারে কাঁদাতে ভালো,
দিতে পারে কস্টো দুঃখ।

কবির মনে কিসের যোয়ার প্রবল
তোমরা বুঝলে নাত আর
সুধুভাংত জানলে কবির হৃদয় খান খান
গরে দিতে জানলেনা আর,
কবির সপ্ন প্রাসাত
সেই কারণে হয়ে তো আজিবন
চাপা কান্নার ঢল প্রবল।..
২৪/১০/১৬/

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share