TrendSphere

TrendSphere We must love cuteness moments so all please like and comment our page.
(1)

20/11/2023

তানজিন তিশার কল রেকর্ড ফাঁস হলো ।



23/01/2023

ভালো ছেলেদের মেয়েরা পাত্তা দেয় না হুম।

23/01/2023

আমারে খাবি তুই হুম????

23/01/2023

আমার উপর দিয়ে কথা কোছ তোর এতো বড় সাহস?

23/01/2023

আজকে যেভাবেই হোক দুধ খাবো ?

20/01/2023

আমার মন ভালো নেই হুম ☺️☺️☺️

মসজিদের শহর ঢাকায় আপনাকে স্বাগতম দ্বীনের জন্য আপনার অপরিসীম ভালোবাসা ও ত্যাগকে মহান আল্লাহ কবুল করুক ❤️
19/01/2023

মসজিদের শহর ঢাকায় আপনাকে স্বাগতম দ্বীনের জন্য আপনার অপরিসীম ভালোবাসা ও ত্যাগকে মহান আল্লাহ কবুল করুক ❤️

সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া এই দোয়া পাঠকারীকে শয়তানের ধোঁকা থেকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোন...
18/01/2023

সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া এই দোয়া পাঠকারীকে শয়তানের ধোঁকা থেকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না

সাহাবি হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারও সঙ্গে কথা বলার পূর্বে দশ বার এই দোয়াটি বলবে; তার আমলনামায় দশটি নেকি লেখা হয়, দশটি গোনাহ মাফ করা হয় এবং দশগুণ মর্যাদা বৃদ্ধি করা হয়।

সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না।

দোয়াটি হলো-

لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া এই দোয়া পাঠকারীকে শয়তানের ধোঁকা থেকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না

সাহাবি হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারও সঙ্গে কথা বলার পূর্বে দশ বার এই দোয়াটি বলবে; তার আমলনামায় দশটি নেকি লেখা হয়, দশটি গোনাহ মাফ করা হয় এবং দশগুণ মর্যাদা বৃদ্ধি করা হয়।

সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না।

দোয়াটি হলো-

لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। -সুনানে তিরমিজি
যে বাড়ী থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে
বাড়ী থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার বাড়ী থেকে বের হওয়ার সময় নিম্নে উল্লেখিত দোয়াটি বলবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে।

শয়তান তার থেকে দুরে চলে যাবে।
দোয়াটি হলো-

بِسْمِ اللّهِ تَوَكَّلْتُ عَلَى اللّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ

অর্থ: আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর ওপর ভরসা করলাম।

আল্লাহ ছাড়া অকল্যাণরোধ বা কল্যাণ হাসিল করার শক্তি কারও নেই। -তিরমিজি, আবু দাউদ ও নাসাই
ইমাম আবু দাউদ (রহ.) অন্য সূত্রে রেওয়ায়েত করেছেন এভাবে, শয়তান অন্য শয়তানকে বলে, তুমি এর ওপর কেমন করে নিয়ন্ত্রণ করবে যাকে হেদায়েত দান করা হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে এবং হেফাজতের ব্যবস্থা করা হয়েছে?

☰রিজিক বৃদ্ধির কুরআনি আমলসুরা নুহ-এ আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের রিজিকে বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান ক...
11/01/2023


রিজিক বৃদ্ধির কুরআনি আমল
সুরা নুহ-এ আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের রিজিকে বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদীনালা।’ (সুরা নুহ : আয়াত ১০-১২)

কুরআনের দিক নির্দেশনার আলোকে বুঝা যায়, রিজিকে বরকত লাভের কুরআনি আমিল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যারা নিয়মিত বেশি বেশি ইসতেগফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে।

কয়েকটি ছোট ছোট ইসতেগফার

> শুধু (اَسْتَغْفِرُ اللهِ) `আসতাগফিরুল্লাহ’ বেশি বেশি পড়া।> رَبِّغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ- রাব্বিগফির, ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।

আরও পড়ুন > মনবাসনা পূরণের আমল

> ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟْﻌَﻈﻴﻢَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻲُّ ﺍﻟﻘَﻴّﻮُﻡُ ﻭَﺃَﺗُﻮﺏُ ﺇِﻟَﻴﻪِ -

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।

অর্থ : 'আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছেই তওবা করছি।

রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করার মতো অপরাধী হয়।’ (তিরমিজি, আবু দাউদ, মিশকাত)

অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর শপথ! নিশ্চয় আমি প্রতিদিন ৭০ বার-এর অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি-

> اَسْتَغْفِرُ الله وَ اَتُوْبُ اِلَيْهِ – ‘আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রিজিকে বরকত লাভের কুরআনি করার তাওফিক দান করুন। আমিন।

2023

11/01/2023

এটাকে বলে গড়ুর কাঠ। হিমালয়ে

পাওয়া যায়৷...

এটাকে বলে গড়ুর কাঠ। হিমালয়ে পাওয়া যায়। জলের স্রোতের বিপরীতে চলে।



11/01/2023

আল্লাহ তায়ালার শিক্ষিয়ে দেওয়া ১০টি ইসতেগফার আসুন সবাই মিলে শিখে নি।

06/01/2023

দেখো আমি কত দুষ্টু?

06/01/2023

সখি ভালোবাসা কয় কারে হারিয়ে গেলে বুঝবে পরে ।

   চ্যানেল কিভাবে একটা মিথ্যা বানোয়াট রিপোর্ট দিলো এই চারজন মানুষের বিবৃতির মাধ্যমে সেখানে কিন্তু হাজার হাজার ভক্ত ছিল ...
31/12/2022

চ্যানেল কিভাবে একটা মিথ্যা বানোয়াট রিপোর্ট দিলো এই চারজন মানুষের বিবৃতির মাধ্যমে সেখানে কিন্তু হাজার হাজার ভক্ত ছিল আবু তাহা আদনানের পক্ষে তাদের কোন জবান নেওয়া হয়নি।
যারা জুলুম নির্যাতন ও ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে কোন রিপোর্ট করা হয়নি।
একজন আলেম দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের দাওয়াত দিতে গেলে তার ও তো পরিবার পরিজন আছে আয় ইনকাম বিষয় আছে । আমার সবাই এই সকল আলেম ভাইদেরকে দ্বীনের পথে চলার জন্য কিছু হাদিয়া হিসেবে দিতাম তাহলে আল্লাহ তায়ালা আমাদের সবার উপরে খুবই খুশী হতেন এবং তারপর ও যারা উচ্চ পরিমাণ অর্থ দাবি করতো তাদেরকে বয়কট করা দরকার ।

29/12/2022

তোমরা কি ভাবছো আমরা কিছু বুঝিনা?

এক ফকির এক কুকুর কে বললোঃতোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!!কুকুর বললো সেগুলো কি কি??ফকির বললোঃ১।তুই দেওয়ালে প্রস্রাব করিস ।...
25/12/2022

এক ফকির এক কুকুর কে বললোঃ

তোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!!

কুকুর বললো সেগুলো কি কি??

ফকির বললোঃ

১।তুই দেওয়ালে প্রস্রাব করিস ।

২।তুই ভিখারী দেখলে ঘেও ঘেও করিস।

৩।তুই রাতে ঘেও ঘেও করে মানুষের ঘুম নষ্ট করিস।

এই কথা শুনে কুকুর উত্তর দিলোঃ

আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না কারণ হয়তো কোন আল্লাহর বান্দা এখানে বসে আল্লাহ কে সেজদা করবে,,,,,

আমি ভিখারী কে দেখলে এই জন্য ঘেও ঘেও করি কারণ ভিখারি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চায় কেনো।

আমি রাতে মানুষের ঘুম নষ্ট এই জন্য করি কারণ মানুষ গুনাহ করে আরামে ঘুমালে মাফ চাবে কখন?

আল্লাহ সকল কে হেদায়েত দান করুন,,,,,,,
Amin,,🤲🤲

21/12/2022

মালয়েশিয়ার বিখ্যাত সমাজকর্মী ও ইসলাম প্রচারক উস্তাদ।

এবিট লিউ

18/12/2022

ও আর জান ভালোবাসা একটা বাঘের বাচ্চা 😘😘😘

16/12/2022

সাইয়্যিদুল ইস্তিগফার বা তওবার শ্রেষ্ঠ দোয়া

নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সায়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সায়্যিদুল ইস্তিগফার পড়ে সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে জান্নাতে প্রবেশ করবে।

-সহিহ বোখারি: ৬৩০৬

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা।

খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা।
ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উওর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।(সবাইকে দোয়াটা বেশি বেশি সেয়ার করুন)

15/12/2022


ইয়াসমিন মিতা: পোস্ট টা করার সময় চোখের পানি আটকে রাখতে পারছিনা, কারন ওদেরকে হয়তো রাস্তায় রেখে আসবো,প্রায় দুইমাস ধরে ওরা আমার কাছে আছে, এখন আর কোনো উপায় নেই আমার 😭 দুই টা বাচ্চা কে প্রায় মৃত অবস্থায় রেসকিও করে ৭০০০ টাকা খরচ করে সুস্থ করে তুলেছি, সম্পূর্ণ নিজস্ব টাকা দিয়ে। একটা মিক্স ব্রিড ছেলে বাবু বয়স ৮-১০ মাস, আরেকটা ক্যালিকো বয়স ৬-৬ মাস মেয়ে বাবু। বাট এখন ওদের জরুরি নিউটার এবং স্পে করাতে হবে, এবং এডোপশন দরকার। আমার পক্ষে আর পসিবল না, ওদের কে রাখা এবং টাকা খরচ করা 😭 সাদা বাবুটার একটু নিউরো সমস্যা আছে, ট্রিটমেন্ট চলছে, ৯৫% সুস্থ, আর ক্যালিকো টা একটু পা টেনে হাটে, এছাড়া পুরো সুস্থ। অনেক গুলো গ্রুপে পোস্ট করলাম বাট এপ্রোভ ও হচ্ছে না। প্লিজ কেউ একটু সাহায্য করেন আমাকে 😭
বিকাশ নাম্বার 01794182559

01/12/2022

কি মায়া মমতা আল্লাহর প্রতি এই এই কবুতরের।

Baccha ta rescued..... Karo pala cat er baccha....  Ekta nalar moddhe fele rekhe gesilo ami rescue kore niya ashchi........
22/10/2022

Baccha ta rescued.....
Karo pala cat er baccha.... Ekta nalar moddhe fele rekhe gesilo ami rescue kore niya ashchi......
Amr bashay 7 ta cat... Ok rakha possible na..
Amr boro cat mare... O khub aggressive... So kew plizz nen ok.. Niyto rasta chara r kono way nai....khub lokkhi r shanto baccha...shob khay...
Gender- female
Age- around 1 month
Food habit - shob khay...
Location- Jatrabari, doyaganj

21/10/2022

ভাত দে মাছ দিয়ে ঘুম থেকে উঠ ?...........

13/10/2022


ওকে আজকেই ইমার্জেন্সী রেস্কিউ করা দরকার।

প্লিজ কেউ হেল্প করেন।

Location : ইব্রাহিমপুর, adventist English medium school er ekhane

13/10/2022

কেঁদো না প্রিয় তোমার কষ্ট দেখলে খুবই খারাপ লাগে আমার ♥️♥️♥️

03/10/2022

দেখো আমার style ♥️♥️♥️♥️

03/10/2022


যে ৪ দোয়া পড়তে পারেন এক মিনিটেই!

যে ৪ দোয়া পড়তে পারেন এক মিনিটেই!
আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে গোনাহ থেকে ক্ষমা লাভের মাস রমজান। মুমিন মুসলমানের জন্য অনেক সাওয়াব ও পুরস্কার লাভের ফজিলতপূর্ণ তাসবিহ ও দোয়া তুলে ধরা হলো। যা এক মিনিটেই পড়া সম্ভব। এ দোয়া ও তাসবিহগুলো হলো-

- سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
উচ্চারণ : 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম'। (বুখারি, মুসলিম)
- رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
উচ্চারণ : 'রাব্বিবনি লি ইংদাকা বাইতান ফিল জান্নাহ'। (সুরা তাহরিম : আয়াত ১১)
- سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَ زِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ كَلِمَاتِهِ ‏‏
উচ্চারণ : 'সুবহানাল্লাহি আদাদা খালক্বিহি ওয়া রিদা নাফসিহি ওয়া ঝিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি' (মুসলিম)
- رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ : 'রাব্বানা জ্বালামনা আংফুসানা ওয়া ইল-লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন' (সুরা আরাফ : আয়াত ২৩)

বিজ্ঞাপন

এ দোয়া ও তাসবিহগুলোর ২টি কুরআন থেকে নেয়া আর ২টি হাদিস থেকে নেয়া। কুরআন হাদিসের পুরো বর্ণনা হলো-

- তাসবিহ
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
উচ্চারণ : 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম'। (বুখারি, মুসলিম)

বিজ্ঞাপন

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্‌র কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টি হচ্ছে)- 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আজিম’—আমরা আল্লাহ্ তা’আলার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতি পবিত্র।' (বুখারি, মুসলিম)

- দোয়া
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
'রাব্বিবনি লি ইংদাকা বাইতান ফিল জান্নাহ'। (সুরা তাহরিম : আয়াত ১১)

বিজ্ঞাপন

ফেরাউনের স্ত্রী হজরত আছিয়া আল্লাহর কাছে তার কাছেই জান্নাত লাভের প্রার্থনা করেছিলেন। যা আল্লাহর অনেক পছন্দ হয়ে যায়। যা তিনি উম্মতে মুহাম্মাদির জন্য কুরআনে তুলে ধরেন। আর তাহলো- ‌আল্লাহ তা'আলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল- ‌হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহনির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।' (সুরা তাহরিম : আয়াত ১১)

- তাসবিহ
سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَ زِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ كَلِمَاتِهِ ‏‏
'সুবহানাল্লাহি আদাদা খালক্বিহি ওয়া রিদা নাফসিহি ওয়া ঝিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি' (মুসলিম)

হজরত জুওয়াইরিয়াহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ফজরের নামাজের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কাছে আসলেন অথবা ফজরের নামাজের পর সকালে আসলেন। তারপর রাবী তার হুবহু হাদিস বর্ণনা করেন। কিন্তু তাতে পার্থক্য শুধু এই যে, তিনি বলেছেন, 'সুবহানাল্লাহি আদাদা খল্‌কিহি সুবহানাল্লাহি রিদা নাফ্‌সিহি সুবহানাল্লাহি যিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি', অর্থাৎ- 'আমি আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি তাঁর অসংখ্য মাখলুকের পরিমাণ, তার সন্তুষ্টির সমান, তাঁর আরশের ওজন পরিমাণ এবং তাঁর কালিমাসমূহের সংখ্যার সমান।' (মুসলিম)

- দোয়া
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
'রাব্বানা জ্বালামনা আংফুসানা ওয়া ইল-লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন' (সুরা আরাফ : আয়াত ২৩)

হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা উভয়ে আল্লাহর কাছে এভাবে ক্ষমা প্রার্থনা করেন, 'হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।' (সুরা আরাফ : আয়াত ২৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানসহ সব সময় অল্প সময়ের এ দোয়াগুলো পড়ে যথাযথ ফজিলত ও মর্যাদা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

দোয়া আমল কুরআন হাদিস ইবাদত উপদেশ
আরও পড়ুন
সাহরি-ইফতারের সময়সূচি ২০২০
সাহরি-ইফতারের সময়সূচি ২০২০

যেসব তাৎপর্যপূর্ণ দোয়া পড়া হবে আজকের তারাবিহতে
যেসব তাৎপর্যপূর্ণ দোয়া পড়া হবে আজকের তারাবিহতে

করোনায় শুরু হওয়া রমজান যেভাবে কাটাবেন মুমিন
করোনায় শুরু হওয়া রমজান যেভাবে কাটাবেন মুমিন

মক্কা-মদিনায় তারাবিহ শুরু : নামাজ পড়াবেন যারা
মক্কা-মদিনায় তারাবিহ শুরু : নামাজ পড়াবেন যারা

আল্লাহর ক্ষমা লাভের সেরা দোয়া পড়া হবে আজ
আল্লাহর ক্ষমা লাভের সেরা দোয়া পড়া হবে আজ

ইফতারের দোয়া
ইফতারের দোয়া
বিজ্ঞাপন

পরবর্তী খবর
জুমআর দিনের বিশেষ আমলে রয়েছে যেসব ফজিলত
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০১ মে ২০২০
জুমআর দিনের বিশেষ আমলে রয়েছে যেসব ফজিলত
মুমিন মুসলমানের বিশেষ ইবাদতের দিন শুক্রবার। এ দিনের একটি বিশেষ আমল সুরা কাহাফ তেলাওয়াত করা। কুরআনুল কারিমের ১৮নং সুরা এটি। এ সুরার আয়াত সংখ্যা ১১০ এবং ১২ রুকু। সুরাটি পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ হয়েছে।

সুরাটিতে আল্লাহ তাআলা তিনটি উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা করেছেন-
- ওইসব যুবকের ঘটনা, যারা ঈমান আকিদা রক্ষার জন্য নিজেদের ওপর কুরবানি করে নিজেদের আবাস, সহায়-সম্পদের মায়া ত্যাগ করে দূর অজানায় কোনো পাহাড়ের গুহায় আত্মগোপন করে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে ৩০৯ বছর ঘুমিয়ে কাটানোর পর আল্লাহ তাআলা তাদের আবার জাগ্রত করেন।

বিজ্ঞাপন

- হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের মাঝে সংঘটিত ঘটনাও এ সুরায় আলোচিত হয়েছে।

- দুনিয়ার ক্ষমতাশালী বাদশাহদের একজন ‘বাদশাহ জুলকারনাইন’। যিনি সারাবিশ্বের বাদশাহ ছিলেন এবং সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। তাঁর রাজত্বকালের অনেক তথ্যবহুল ঘটনার জন্যও এ সুরাটি যেমন বৈশিষ্ট্যপূর্ণ তেমনি অনেক তাৎপর্যপূর্ণ। জুমআর দিন পুরো সুরাটি তেলাওয়াত কিংবা প্রথম ও শেষ ১০ আয়াত তেলাওয়াতে রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা।

বিজ্ঞাপন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন বর্ণনায় এ সুরার তেলাওয়াতকারীর জন্য যেসব ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন। তা হলো-

- হজরত সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে; তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়। আর যে পূর্ণ সুরা তেলাওয়াত করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। (মুসনাদে আহমদ)

বিজ্ঞাপন

- হজরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সকালে দাজ্জালের কথা আলোচনা করলেন। তিনি আওয়াজকে উঁচু-নিচু করছিলেন, ফলে আমরা মনে করলাম দাজ্জাল খেজুর বাগানের মধ্যেই রয়েছে। অতপর যখন আমরা উনার কাছে গেলাম তখন তিনি আমাদের অবস্থা বুঝে ফেললেন।
তিনি বললেন, তোমাদের কী হলো!
আমরা বললাম, আল্লাহর রাসূল! আপনি সকালে দাজ্জালের কথা আলোচনা করেছিলেন, আওয়াজকে উঁচু-নিচু করেছিলেন- তাই আমরা মনে করলাম দাজ্জাল হয়তো খেজুর বাগানেই আছে।
তিনি বললেন, তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য কিছুতে এত বেশি ভয় আমাকে দেখানো হয়নি। যদি আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় সে বের হয়, তাহলে তোমাদের ছাড়া আমি সর্বপ্রথম তার প্রতিরোধ করব। আর যদি তোমাদের মাঝে না থাকা অবস্থায় সে বের হয়, তাহলে প্রত্যেকে তার প্রতিরোধ করবে।
আল্লাহর শপথ! প্রত্যেক মুসলমানের ওপর আমার খলিফা রয়েছে। নিশ্চয় দাজ্জাল কোঁকড়া চুলবিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে। যেন আমি আব্দুল ওযা ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন সুরা কাহাফের শুরু অংশ পড়ে। (মুসলিম, তিরমিজি, আবু দাউদ)

- হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সুরা কাহাফ পড়বে যেমনভাবে (সুরাটি) নাজিল করা হয়েছে, তাহলে সেটা তার স্থান থেকে মক্কা পর্যন্ত নূর হবে এবং যে সুরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।' (নাসাঈ)

- হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে।' (মুসলিম, আবু দাউদ)

- হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমআর দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমআ থেকে অপর (পরবর্তী) জুমআ পর্যন্ত নূর হবে।

- অন্য রেওয়ায়েতে এসেছে- এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে উল্লিখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য। কারণ ওলামায়ে কেরামের ঐকমত্য হচ্ছে যে, কবিরা গুনাহ তওবা করা ছাড়া ক্ষমা হয় না।

- হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাতে সুরা কাহাফ তেলাওয়াত করছিলেন। তার কাছে দুটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এরই মধ্যে একটি মেঘখণ্ড এসে তাকে ঢেকে ফেলল। এরপর যখন মেঘখণ্ডটি তার কাছে চলে আসছিল, তখন তার ঘোড়া ছোটাছুটি করতে লাগল। অতপর সকালে ওই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে রাতের ঘটনা বর্ণনা করলেন। তিনি (প্রিয় নবি) বললেন, ওটা ছিল সাকিনা (রহমত), যা কুরআন তেলাওয়াতের বরকতে নাজিল হয়েছিল।' (বুখারি, মুসলিম)

- হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, সে আটদিন পর্যন্ত সব ধরণের ফেতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে।

- হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি সুরা কাহাফ নাজিল হওয়ার মতো অবিকল তেলাওয়াত করবে, তার জন্য কেয়ামতের দিন সেটা নূর হবে।' (শোয়াবুল ঈমান)

- হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্ত করবে; সে দাজ্জালের ফিৎনা হতে নিরাপদ থাকবে। অন্য হাদিসে ভিন্ন রেওয়ায়েতে শেষ ১০ আয়াতের ব্যাপারে উল্লিখিত ফজিলতের বর্ণনা রয়েছে। (মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও মুসনাদে আহমদ)

সুতরাং প্রথম বা শেষ ১০ আয়াত অথবা উভয় দিক দিয়ে মোট ২০ আয়াত যে মুখস্ত করবে সেও হাদিসের ঘোষিত ফজিলত লাভের অন্তর্ভুক্ত হবেন।

হাদিসে পুরো সুরাটি তেলাওয়াত করার কথাও এসেছে আবার প্রথম ১০ আয়াত এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করার কথাও এসেছে। এর প্রতিটিতে আলাদা আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং যারা এটি তেলাওয়াত করতে সক্ষম তাদের উচিত পুরো সুরাটি জুমআর দিন সন্ধ্যার আগেই তেলাওয়াত করে নেয়া। আর যারা পুরো সুরাটি তেলাওয়াত করতে সক্ষম নয়, তারা অন্তত প্রথম ও শেষ ১০ আয়াত তেলাওয়াত করবে। আর তাতে মিলবে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষিত ফজিলত ও মর্যাদা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরা কাহাফের যথাযথ ফজিলত, মর্যাদা ও উপকারিত লাভের তাওফিক দান করুন। দাজ্জালের ফেতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন।

বিয়ের ক্ষেত্রে একজন পুরুষের জন্য আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া খুব জরুরী। কারণ বিয়ে সম্পর্কিত খরচ এবং বিয়ে পরবর্তী যত সাংস...
02/10/2022

বিয়ের ক্ষেত্রে একজন পুরুষের জন্য আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া খুব জরুরী। কারণ বিয়ে সম্পর্কিত খরচ এবং বিয়ে পরবর্তী যত সাংসারিক ব্যয়ভার বহন করতে হবে তার সব কিছুই স্বামীর দায়িত্ব। এজন্য অনেক পুরুষই বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্বেও সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে বিয়ে করতে চায় না বা বিয়ে করতে পারেনা। আর এসব কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিয়েও করতে বলেছেন এবং পাশাপাশি আর্থিক স্বাবলম্বী করে দেওয়ারও প্রতিশ্রতিও দিয়েছেন।

“তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে স্বচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিবাহে সমর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন।” (সূরা নূর : আয়াত ৩২-৩৩)

অর্থাৎ যাদের বিয়ের সময় হয়েছে কিন্তু বিয়ে করছে না শুধু আর্থিক সমস্যার কারণে যদি তারা ন্যায়পরায়ণ হয় তাহলে মহান আল্লাহ তাদেরকে স্বচ্ছল করে দিবেন, কারণ তিনি বিরাট প্রাচুর্যের মালিক।

🎀দাড়ি রাখার লাভ🎀💌১) দাঁড়ি রাখলে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) খুশি হন!💌২) দাঁড়ি রাখা দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা ...
02/10/2022

🎀দাড়ি রাখার লাভ🎀

💌১) দাঁড়ি রাখলে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) খুশি হন!
💌২) দাঁড়ি রাখা দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয়!
💌৩) দাঁড়ি রাখলে নবীজির শাফায়াত লাভ হবে।
💌৪) দাঁড়ি রাখলে কবরের আযাব মাফ হবে।
💌৫) দাঁড়িওয়ালার প্রতি মানুষের ধারণা ভাল থাকে এবং সে মানুষের দোয়া পায়।
💌৬) অপরিচিত স্থানে দাঁড়িওয়ালা মুসলমান মারা গেলে, মুসলমানকিনা চেনার জন্য উলঙ্গ করে খাতনা দেখতে হয় না।
💌৭) দাঁড়িতে চেহারার সৌন্দর্য্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে।
💌৮) কিয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে।
💌৯) ঈমান-আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ও ওলীর সাথে সাক্ষাৎ ও হাশর হবে।
💌🌷🌷১০) দাঁড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায়।
💌১১) দাঁড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক।
💌১২) দাড়ি রাখলে মুনকার- নাকীরের সুওয়াল- জাওয়াব সহজ হয়।
💌১৩) লম্বা দাঁড়ি স্বাস্থের ক্ষতিকর জীবানু গুলোকে গলা ওসিনাতে পৌঁছতে দেয় না।
💌১৪) দাঁড়ি গলাকে শীত ও গরমের বিরুপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে।
💌১৫) দাঁড়ির অস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধি করে,যা ডাক্তার দ্বারা প্রমাণিত।
💌১৬) দাঁড়ি রাখলে পাইরিয়ার মত মারাত্বক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
💌১৭) দাঁড়ি রাখলে সেভ করার অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায়।
🌹🌹১৮) দাঁড়ি দ্বারা গুণাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায়।
💌💌১৯) দাঁড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য্য বৃদ্ধি পায়।
🌷🍀🍀২০) দাঁড়িতে ক্ষুর বা ব্লেড লাগালে, চোখের রগের উপর আঘাত লাগে। ফলে চোখের জ্যোতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায়।
🌷🌷২১) বেদ্বীনদার, ইসলাম সম্পর্কে অজ্ঞ,মেয়েরা দাঁড়ি পছন্দ করে না।তাই আপনি খারাপ মেয়েদের থেকে বিরত থাকতে পারবেন।
💌💌২২)দাঁড়ি রাখলে বিয়ের জন্যে পাএী দেখতে গেলে সহজে বুজতে পারবেন মেয়ে মেয়ের ফ্যমিলি দ্বীনদার কিনা।কাঁরন বেদ্বীনদার মেয়েরা দাঁড়ি পছন্দ করে না।
(বুখারি শরীফ ১৩৫৬, মুসলিম, শরীফ ২২৪২,নাসাইদ ৩৫৪)
🌹হে আল্লাহ আমাদের কে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।

02/10/2022

আল্লাহ ছাড়া কেউ কাউকে নির স্বার্থক ভাবে ভালোবাসে না।❤️❤️❤️❤️আল্লাহু আকবার

আল্লাহ আপনি রাজ্জাক আমাদের সকল ভাই বোনদের অভাব দৃর করে দেন।
02/10/2022

আল্লাহ আপনি রাজ্জাক আমাদের সকল ভাই বোনদের অভাব দৃর করে দেন।

02/10/2022

বাবা কত সাহস তোমার?

রাসুল (সা.) বলেছেন, 🌸🌸‘আল্লাহ তাআলার নিরানব্বই— এক কম একশটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাব...
30/09/2022

রাসুল (সা.) বলেছেন,
🌸🌸‘আল্লাহ তাআলার নিরানব্বই— এক কম একশটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। 🌸🌸অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, (তাই) বিজোড়কে ভালবাসেন। (বুখারি, হাদিস : ২৭৩৬, ৭৩৯২; মুসলিম, হাদিস : ২৬৭৭; তিরমিজি, হাদিস : ৩৫০৬; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৬০)🌸🌸🌸🌸🌸🌸🌸

29/09/2022

এই বাবুগুলোকে adopt নিবে কেউ ?❤️❤️❤️

চোখের পানি আটকাতে পারলাম না।😢😢ভাই টির নাম নাম জাকারিয়া ভাই টি একজন কুরআনের হাফেজ তার কুরআন তেলাওয়াত যে কাউকে মুগ্ধ করব...
28/09/2022

চোখের পানি আটকাতে পারলাম না।😢😢
ভাই টির নাম নাম জাকারিয়া ভাই টি একজন কুরআনের হাফেজ তার কুরআন তেলাওয়াত যে কাউকে মুগ্ধ করবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অর্থাভাবে চিকিৎসাও স্থগীত রয়েছে 👏👏

সবাই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রিয় ভাই টি কে সুস্থতা দান করেন.... #আমিন
#কপি

28/09/2022

আমিতো বিড়াল human তাই আমার পক্ষ একটা সংগতি গেলাম বাকিটা ইতিহাস 🤗🤗🤗

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TrendSphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TrendSphere:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share