Sifat pigeon birds farm

  • Home
  • Sifat pigeon birds farm

Sifat pigeon birds farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sifat pigeon birds farm, Pet breeder, .

কবুতর ডিমে তা কেন দিচ্ছেনা ও করনীয়আপনার মাদি কবুতর যদি একটি ডিম দেয় তাহলে ২য় ডিমদেয়া না পর্যন্ত ডিমে তা দিবে না। সুত...
02/11/2021

কবুতর ডিমে তা কেন দিচ্ছেনা ও করনীয়
আপনার মাদি কবুতর যদি একটি ডিম দেয় তাহলে ২য় ডিম
দেয়া না পর্যন্ত ডিমে তা দিবে না। সুতরাং ভয়ের কিছু নেই।
আপনার কবুতর যদি
New Adult হয় তাহলে অনেক
সময় New Adult কবুতর একটু দ্বিধা-ধন্দে থাকে ডিমে তা দেয়া নিয়ে। সুতরাং ভয়ের কিছু নেই।
আপনার কবুতর যদি ডিম দেয়ার ১৬/১৭ দিন পর ডিমে তা
দেয়া বন্ধ করে, তাহলে বুঝবেন ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না।
ডিমগুলো নষ্ট
কিভাবে বুঝবেন আপনার কবুতরের ডিম নষ্ট না ভাল
ডিম দেওয়ার পাঁচ থেকে ছয় দিন পর অন্ধকারে মোবাইল এর টর্চের আলোর উপর ডিম রাখলে, ভিতরে যদি রক্তের শিরার মত বা গাছের শিকড়ের মতো কিছু লাল বর্ণের দেখা যায় তাহলে বুঝতে হবে এই ডিম থেকে বাচ্চা ফুটবে। অর্থাৎ ডিম জমেছে।
আর যদি এমন কিছু দেখা না যায় তাহলে সেই ডিম ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয়।
আপনার মাদি কবতুরটির সাথে কোন নর কবুতর জোড়া নাই
তারপরও মাদি কবুতরটি ডিম দিয়েছে, তাহলে মাদি কবুতরটি
ডিমে তা না দেয়াটা খুবই স্বাভাবিক। এই দিনগুলো থেকে বাচ্চা ফুটবে না।
অনেক সময় কবুতর এর জোড়া বা Pair দেয়ার জন্য আপনি
বাজার বা হাঁট থেকে কবুতর কিনে এনে আপনার কবতুর এর
সাথে জোড়া দিলেন। যদি জোড়া দেয়ার ১ সপ্তাহ এর মধেই ডিম
দেয় তাহলে বুঝবেন ডিমটি এই জোডার মেটিং Mating থেকে
আসেনি। এ ক্ষেত্রে কবুতর ডিমে তা নাও দিতে পারে।
কবুতরের খোপ বা খাঁচা, হাড়ি ইত্যাদি পরিবর্তন করলে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয়।
অনেক সময় বিভিন্ন পরিবেশগত কারনে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয়
যেমনঃ
অযাচিত মানুষের আনাগোনা
বার বার ডিমে হাত দেয়া
ইঁদুর বা বিড়াল এর আনাগোনা
প্রচণ্ড বজ্ৰপাতের শব্দ ইত্যাদি কারন।
কবুতর যদি তার ডিম পাড়ার সঠিক পাত্র যেমন হাড়িতে যদি ডিম না পাড়ে তাহলে সেই ডিমগুলোতে তা না দেয়াটা স্বাভাবিক ব্যাপার। ডিমগুলো হাড়িতে তুলে দিন।
উপরের কারণগুলো কবতুরের ডিমে তা না দেয়ার অন্যতম কারন।
এছাড়া অন্যান্য কারনেও কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে।
উদাহরণ স্বরূপঃ
কবুতরের পর্যাপ্ত জায়গা স্বল্পতার অভাব।
কৃমি সমস্যা।
ক্যালসিয়ামের অভাব।
মাল্টিভিটামিন এর সমস্যা এবং অতিরিক্ত মাল্টিভিটামিন প্রয়োগের ফলে কবুতরের পায়ের গিট ফুলে যাওয়ার সমস্যা।
পর্যাপ্ত খাদ্য মানের অভাব।
প্রোটিনের অভাব।
কবুতরের বাত রোগের কারণ।
বিট লবণের অভাব।
মিনারেলস এর ঘাটতি।
উন্নত মানের গ্রিট এর অভাব।
সুতরাং সে অনুযায়ী ব্যবস্থা নিন।

সালমনেলা প্রতিরোধ ও প্রতিকারক বিট লবন, দেশি চিনি ও লেবুর রস লেবু:লেবু একটি রসালো ফল। খোসা ছাড়া প্রতি ১০০ গ্রাম লেবুতে র...
02/11/2021

সালমনেলা প্রতিরোধ ও প্রতিকারক বিট লবন, দেশি চিনি ও লেবুর রস
লেবু:
লেবু একটি রসালো ফল। খোসা ছাড়া প্রতি ১০০ গ্রাম লেবুতে রয়েছে -
এনার্জি ২৯ ক্যালরি
কার্বোহাইড্রেট ২.৫ গ্রাম
ফ্যাট ০.৩ গ্রাম
প্রোটিন ১.১ গ্রাম
থিয়ামিন ০.০৪ মিলিগ্রাম
রিবোফ্লেভিন ০.০২ মিলিগ্রাম
নিয়াসিন ০.১ মিলিগ্রাম
প্যানটোথেনিক অ্যাসিড ০.১৯ মিলিগ্রাম
ভিটামিন বি৬ ০.০৮ মিলিগ্রাম
ফলেট ১১ আইইউ
কলিন ৫.১ মিলিগ্রাম
ভিটামিন সি ৫৩ মিলিগ্রাম
ক্যালসিয়াম ২৬ মিলিগ্রাম
আয়রন ০.৬ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম ৮ মিলিগ্রাম
ম্যাংগানিজ ০.০৩ মিলিগ্রাম
পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম
জিংক ০.০৬ মিলিগ্রাম
ফসফরাস ১৬ মিলিগ্রাম
লেবু নানান গুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া লেবুতে রয়েছে প্রচুর মিনারেল। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল মৌসুমি বিভিন্ন সংক্রামক রোগ যেমন
ঠাণ্ডা
সর্দি
কাশি
ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বিরূদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
লেবুতে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে।
চিনি:(দেশি চিনি)
আখ থেকে উৎপাদিত দেশি চিনিতে ক্যালসিয়ামের মাত্রা ১৬০ দশমিক ৩২
পটাশিয়াম দেশি চিনিতে ১৪২ দশমিক ৯ ভাগ
ফসফরাস দেশি চিনিতে ২ দশমিক ৫ থেকে ১০ দশমিক ৭৯ ভাগ
আয়রন দেশি চিনিতে শূন্য দশমিক ৪২ থেকে ৬ ভাগ।
ম্যাগনেশিয়াম দেশি চিনিতে শূন্য দশমিক ১৫ থেকে ৩ দশমিক ৮৬ ভাগ
সোডিয়াম দেশি চিনিতে শূন্য দশমিক ৬ ভাগ
চিনি দ্রুত শক্তি দেয় যখন শরীরে চিনির ঘাটতি হয়, তখন শক্তি কমে যায়। আর চিনি খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায়।
চিনি নিম্ন রক্তচাপকে স্বাভাবিক হতে সাহায্য করে।
চিনির দানা যেকোনো কাটাছেঁড়া ক্ষেত্রে প্রলেপ হিসেবে লাগালে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।
চিনিতে যেসকল উপাদান বিদ্যামান:
গ্লুকোজ
ফ্রুক্টোজ
সুক্রোজ,
ক্যালসিয়াম,
ম্যাগনেসিয়াম,
পটাসিয়াম,
সোডিয়াম এবং এন্টি অক্সাইড প্রচুর পরিমানে রয়েছে। যে কোনো প্রকারের ডায়রিয়া জনিত পানিশূন্যতারোধে অধিক মাত্রায় কার্যকরী।
এসব কারণে বিশেষজ্ঞরা এখন দেশে উৎপাদিত বাদামী/লালচে চিনি খাবার পরামর্শ দিচ্ছেন। তবে শেষে একটি কথার পুনরাবৃত্তি না করলেই নয়। পরিশোধিত সাদা চিনির চেয়ে লালচে চিনির ক্ষতি কম, কিন্তু সবচেয়ে ভাল খুব কম চিনি গ্রহণ করা এবং ধীরে ধীরে খাদ্যতালিকা থেকে এটি বাদ দেওয়া
বিট লবণ:
স্বাস্থ্যকর হিমালয়ান সল্ট বা বিট লবণ , এই লবণটি গোলাপী রং-এর হয়ে থাকে। এতে গোলাপী,সাদা এবং লাল রং এর খনিজ উপাদান বিদ্যমান থাকায় এর রং গোলাপী দেখায়। এর পুষ্টিগুণ সাধারণ লবণের থেকে অনেক বেশি
১। নিম্মমানের সোডিয়ামের পরিমাণঃ
যদিও হিমালয় সল্ট আর সাধারণ লবণ একই উপাদান দিয়ে তৈরি তবুও হিমালয়ের ক্রিস্টাল গঠন সাধারণ লবণের তুলনায় বড়। এর মানে হল এতে ১/৪ টেবিল চামচ পরিমাণে কম সোডিয়াম থাকে সাধারণ লবণের তুলনায়।
২। উচ্চ পরিমাণে খনিজঃ
হিমালয়ান সল্ট ৮০+ খনিজ নিয়ে গঠিত যা পৃথিবীর মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
এতে ৮৫% থাকে সোডিয়াম ক্লোরাইড
আর ১৪% থাকে সালফেট,
ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম,
পটাসিয়াম,
খাবার সোডা,
বরিক অ্যাসিডের সল্ট,
স্ট্রনশিয়াম এবং ফ্লোরাইড মত খনিজ পদার্থ।
এই সকল খনিজ়ের নিজস্ব কিছু গুণ আছে যা হিমালয়ান সল্টের মধ্যে বিদ্যমান।
খনিজের গুণাবলী:
হাড় শক্তিশালীকরণ
নিম্ন রক্তচাপ দূরীয়করণ
মাইগ্রেইনের ব্যথা দূরীকরণ
হজমশক্তী বাড়ানো
পেশী ব্যাথারোধ
কোষের ভিতর এবং বাইরের পানির ভারসাম্য বজায় রাখে
শরীরে পানির পরিমাণ ঠিক রাখে
শুনে অবাক হলেও স্নানেও এই লবণ ব্যবহার হয়!
লেবু চিনি ও লবনের মিশ্রণ এর উপকারিতা:
লেবু বডি পিএইচ কমিয়ে দিয়ে সাল্মোনেল্লা,
ই কোলাই সহ অনান্য ক্ষতিকর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রতিহত করে।
ডায়রিয়া জনিত পানি শূন্যতা ও জিংক এর অভাব পূরন করে শরীরকে সতেজ রাখে।
বিভিন্ন ভিটামিন ও মিনারেল এর অভাব জনিত রোগ প্রতিহত করে।
কবুতরের ক্রমাগত বুকের মাংশ শুকিয়ে যাওয়া প্রতিহত করে।
ডায়রিয়া/প্যারাটাইফয়েড(সাল্মোনেল্লসিস) এর কারনে শরীরে লবন এর ঘাটতি পূরন করে।
শরীরে আয়োডিন এর অভাব পূরন করে।
ব্যবহার বিধি:
১ লিটার ফোটানো বিশুদ্ধ স্বাভাবিক পানি
১ চামচ লেবুর রস
২ চামচ চিনি(দেশি চিনি চেনার উপায় মোটা দানা এবং কিছুটা হাল্কা গোলাপি বর্ণের)
অর্ধেক চামচ বিট লবণ(বিট লবণ সংগ্রহ করবেন মানুষের খাবারের মসলার দোকান থেকে আসতো চাকা লবণ)
ভালোভাবে মিশিয়ে জীবাণুমুক্ত চালনি দিয়ে ছেকে কবুতরকে পরিবেশন করতে হবে।
প্রতি ১৫ দিন পর পর ৫ দিন।
বাংলাদেশে কবুতরের ভেক্সিন ব্যয়বহুল, দূর্লভ ও প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত পর্যাপ্ত লোক না থাকায় স্বল্প মেয়াদে সালমোনেলা থেকে কবুতরকে মুক্ত রাখতে বিকল্প হিসাবে এই মিশ্রণটি যথেষ্ট উপকারী।
copy🥰🥰🥰🥰🥰

25/10/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifat pigeon birds farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sifat pigeon birds farm:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share