Mymensingh bird Gallery

  • Home
  • Mymensingh bird Gallery

Mymensingh bird Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mymensingh bird Gallery, Pet Supplies, .

ব্রিডিং পেয়ার।। ব্রিডিং কোর্স করানো১ বার ব্রিড করেছে।।অনেক এক্টিভবয়সঃ ১ বছর+প্রাইসঃ ২ জোড়া খাচা সহঃ ২০০০লোকেশনঃ চরপাড়াঅর...
21/07/2022

ব্রিডিং পেয়ার।। ব্রিডিং কোর্স করানো
১ বার ব্রিড করেছে।।অনেক এক্টিভ
বয়সঃ ১ বছর+
প্রাইসঃ ২ জোড়া খাচা সহঃ ২০০০
লোকেশনঃ চরপাড়া
অর্ডার করতে ইনবক্স করেন

ব্রিডিং পেয়ার।। ব্রিডিং কোর্স করানো১ বার ব্রিড করেছে।।অনেক এক্টিভবয়সঃ ১ বছর ৬ মাস+প্রাইসঃখাচা সহ ১২০০৳লোকেশনঃ 5/A শ্যামা...
26/10/2021

ব্রিডিং পেয়ার।। ব্রিডিং কোর্স করানো
১ বার ব্রিড করেছে।।অনেক এক্টিভ
বয়সঃ ১ বছর ৬ মাস+
প্রাইসঃখাচা সহ ১২০০৳
লোকেশনঃ 5/A শ্যামাচরণ রায় রোড,ময়মনসিংহ
নজরুল সেনা স্কুলের সামনে পাখি ঠিক মতো দেখে নিয়ে যেতে হবে।
অর্ডার করতে ইনবক্স করেন,ব্রিডিং হিস্টোরি সহ দেওয়া হবে।

ফিঞ্চ পাখির খাবারঃফিঞ্চ অত্যন্ত জনপ্রিয় ও সুন্দর পাখি।শখের বসে আমরা অনেকেই ফিঞ্চ পালন করে থাকি।অনেকেই আছেন যারা নতুন ফিঞ...
26/08/2021

ফিঞ্চ পাখির খাবারঃ

ফিঞ্চ অত্যন্ত জনপ্রিয় ও সুন্দর পাখি।শখের বসে আমরা অনেকেই ফিঞ্চ পালন করে থাকি।অনেকেই আছেন যারা নতুন ফিঞ্চ পাখি পালতে শুরু করেছেন কিংবা ভবিষ্যতে শুরু করবেন তাদের জন্য ফিঞ্চ পাখির খাবার সম্পর্কে আলোচনা করা হলোঃ
ফিঞ্চ পাখির সিডমিক্সের উপাদান গুলো হলো- চিনা,কাউন,গুজিতিল,মিলেট,ক্যানারি,অল্প পরিমানে ধান ইত্যাদি সবসময় খাচায় থাকতে হবে।তবে গরমের সময় মিলেট অল্প পরিমানে এবং গুজিতিল দেওয়ার প্রয়োজন নেই। ক্যাটল ফিস বন, ডিমের খোসা,মিনারেল ব্লক সবসময় খাচায় দিয়ে রাখতে হবে যা পাখির ক্যালসিয়াম এর যোগান দেয়।ভিটামিন নিশ্চিত করতে পাখিকে সপ্তাহে ৩/৪ দিন ফ্রেস শাক-সবজি(কলমি শাক, ধনে পাতা,ফুলকপি, গাজর কুচি,বিটরুট,পুদিনা পাতা,লেটুস পাতা) ইত্যাদি দেওয়া যেতে পারে।২ দিন তাজা নিমপাতা ও সজনেপাতা দিতে পারেন।শীতের সময় সপ্তাহে ৩/৪ দিন আর গরমের সময় ২/৩ দিন এগফুড দিতে হবে।এগফুড ৬ ঘন্টার বেশি খাচায় রাখবেন না।এছাড়া বিভিন্ন ধরনের ডাল(বুটের ডাল,ছোলার ডাল,মুগ ডাল)সিদ্ধ করে গুড়া করে দিতে পারেন।ফিঞ্চের পছন্দের খবার তালিকার মধ্যে আছে মেলওয়ার্ম আর পিপড়ার ডিম।যার মধ্যে অনেক প্রোটিন রয়েছে।

ফিঞ্চ পাখির ৫ কেজি সিডমিক্সের অনুপাতঃ

১.চিনা - ১.৫ কেজি
২.কাউন - ১ কেজি
৩.কালো/হলুদ মিলেট - ৫০০ গ্রাম
৪.সাদা মিলেট - ৫০০ গ্রাম
৫.লাল মিলেট - ৫০০ গ্রাম
৬.ক্যানারি - ৫০০ গ্রাম
৭.গুজিতিল - ২৫০ গ্রাম
৮. পোলাও ধান - ২৫০ গ্রাম

গরমের সময় গুজিতিলের পরিবর্তে চিনা কিংবা কাউন ব্যবহার করতে পারেন।

★বাজ্রিগারঃ- ''বাজ্রিগার'' শব্দটি এসেছে ''বেচারিগাহ'' শব্দ থেকে।ব্রিটিশ পাখি পাখি বিজ্ঞানি জন গৌল্ড ১৮৪০ সালে এই নামকরণ ...
21/08/2021

★বাজ্রিগারঃ-
''বাজ্রিগার'' শব্দটি এসেছে ''বেচারিগাহ'' শব্দ থেকে।ব্রিটিশ পাখি পাখি বিজ্ঞানি জন গৌল্ড ১৮৪০ সালে এই নামকরণ করেন।১৭০৫-০৬ সালের সর্বপ্রথম বাজ্রিগারকে পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর বৈজ্ঞানিক নাম হলো ''মেলপসিট্টাকাস আন্ডুলেটাস''।এদের আদিবাস হলো অস্ট্রেলিয়ার পুর্ব এবং দক্ষিণ পশ্চিমাংশের উপকুলবর্তি অঞ্চল সমুহ।প্রায় ৫ মিলিয়ন বছর ধরে এইসব অঞ্চলে বাজ্রিগার বসবাস করছে।১৮৪০ সালে সর্বপ্রথম বাজ্রিগারকে অস্ট্রেলিয়ার বাইরে, ব্রিটেনে আনা হয় এবং ১৮৫০ সালে সর্বপ্রথম খাচায় ব্রিড করানো সম্ভব হয়। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে যে বাজ্রিগার পাওয়া যেত সেটা হলো সবুজ রঙের,যাকে আমরা ''wild green''বাজ্রিগার বলি থাকি।

১৮৫০ সালে প্রথম খাচায় ব্রিড করানোর পর বিজ্ঞানিরা অন্য রঙের বাজ্রিগার উৎপাদনের চেষ্টা শুরু করেন এবং খুব শীঘ্রই সফলও হন।তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমরা পেয়েছি নানা রঙের,নানা মিউটেশনের বাজ্রিগার। ১৮০৫ সালে মার্কিন বিজ্ঞানি ''জর্জ শ'' সর্বপ্রথম বাজ্রিগার নিয়ে একটি পুর্ণাঙ্গ আর্টিকেল প্রকাশ করেন।''পাক'' নামের একটি বাজ্রিগারকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বাজ্রিগার হিসেবে ধরা হয়।গিনেজ বুক অব ওয়ার্ড রেকর্ড এর তথ্য অনুযায়ী, সে প্রায় ১৭০০ টি শব্দ বলতে পারতো।১৯৯৫ সালে পাক মৃত্যুবরণ করে।এছাড়া ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু বাজ্রিগার ছিল ''চার্লি''। সে ইংলেন্ডের অধিবাসি ছিল এবং প্রায় ২৮ বছরের মতো বেঁচে ছিল।১৮৫৯ সালে অস্ট্রেলিয়ান সরকার বাজ্রিগার বন থেকে ধরা নিষিদ্ধ করে দেন। মূলত তারপর থেকে ব্যাপক হারে বাজ্রিগার উৎপাদন শুরু হয়।বাংলাদেশে বাজ্রিগার কবে এসেছে সেটা কেউই ঠিক মতো বলতে পারেনা,তবে ধারণা করা হয় ১৮৮৯-৯০ এর দশকেই বাজ্রিগার আমদানি করা শুরু হয়েছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh bird Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share