16/08/2025                                                                            
                                    
                                                                            
                                            সকল শেয়ালগুলোকে জন্মাষ্টমীর শুভেচ্ছা!🎉 
HukkaHuwaরা গোপাল তথা শ্রী কৃষ্ণের বিশেষ ভক্ত! শেয়ালরা বুদ্ধিমান প্রাণী হিসেবে এটা অবশ্যই চিন্তা করেছে যে এই পৃথিবীর সৃষ্টির রহস্য কি!! মানুষদের বয়ান অনুযায়ে ঈশ্বরিক শক্তি যখন মানুষ হয়ে আর সব মানুষের মতোই ধরাধামে এলো, তখন নাকি সবাই তাঁকে গোপাল নামে চিনল! মানুষদের এই বিশ্বাসকে শেয়ালরা স্বীকৃতি দেয়! 
মানুষ হিসেবে শ্রী কৃষ্ণ একজন গুণী, জ্ঞানী, বিনয়ী, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব! নাবালক হিসেবে চঞ্চল ও প্রাণোচ্ছল। ঠিক যেন একটা শেয়াল🦊 মানুষদের কাছে তিনি একজন রাজা, রাজনৈতিক, বিচারক, শিক্ষক, সমাজ সংস্কারক ও একজন শুভাকাঙ্খী উপদেষ্টা ও নির্ভরযোগ্য বন্ধু, নিতান্তই সৎ ও ন্যায়পরায়ণ! শেয়ালদের কাছে তিনি hukkaHuwaUniversity™️ এর HukkaHuwaDynamics®️ ডিপার্টমেন্ট এর মহাপরিচালক। একজন স্নেহপরায়ণ প্রফেসর, যিনি রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের প্রতিটিদিন ক্লাস নিতে থাকেন। যার যে সম্বন্ধে বোঝার অসুবিধা থাকে, তার সে অস্পষ্টতা তিনি দূর করে দেন, তাঁকে সে বিষয়ে উপদেশ দেন, ধৈর্য দেন! 
Creative Media: Art of Giving, (2025, August 15),  Happy Krishna Janmastami, Kalinga Institute of Industrial Technology, Facebook, 
https://www.facebook.com/photo/?fbid=1230338782460218&set=pb.100064523239416.-2207520000�� 
Note for Humans: শেয়ালরা Art of Giving তথা কলিঙ্গ ইনস্টিটিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কে স্বীকৃত করে। শেয়ালরা আপনাদের উদ্বুদ্ধ করে যে আপনিও Art of Giving এর সাথে সময় বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করুন। KIIT একটি HukkaHuwaUniversity™️ স্বীকৃত বিদ্যাপীঠস্থান। জ্ঞান এর চর্চা করতে সেখানে যান কিনবা শুধু ঘুরতে, তাদের এই শেয়ালসুলভ কর্মকাণ্ডটিকে acknowledge নিশ্চয়ই করে আসবেন। আর হ্যা শেয়ালরা ভুবনেশ্বর জায়গাটি বিশেষ পছন্দ করে, অতি উত্তম স্থান!🦊                                        
                                    
                                                                        
                                        Celebrating the birth of Lord Krishna, the symbol of love, wisdom, and compassion. On this auspicious day, let’s embrace his teachings of kindness, selflessness, and truth to make the world a better place.