
31/05/2025
হুক্কাহুয়া সদর দপ্তরে এই গ্রীষ্মে যারা ছিলেন তারা সবাই জেনেছেন যে শেয়াল সভ্যতা ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। মানুষের মতো থাকলে এক সময় মানুষের মতোই পাগলপ্রায় হয়ে পড়াটা আকস্মিক নয়। তাই তো আমাদের বড়বুড়ো শেয়ালরা বলেন শেয়ালের মতো শেয়াল হোন। যদিও শেয়ালদের কোনও বুড়ো-বুড়ি হয়না, কারণ তারা "চিরকমলাবাদামী"! শুধু হয় জ্ঞান ও অভিজ্ঞতা, সেটাই শেয়াল পরিসরকে ব্যক্ত করে।
Shoutout to পুঁটি fox, সে শেয়াল হওয়ার পদ্ধতিতে অনেকটা এগিয়ে গেছে। প্রশংসাপত্র তো আমরা দেইনা, মানুষের মতো সভ্য নই যে কিন্তু লেজ নড়িয়ে একটু সম্মান জানাচ্ছি!