Team Hukka-huwa Insider

  • Home
  • Team Hukka-huwa Insider

Team Hukka-huwa Insider Welcome to fox's den. Here, we are the mass that are passionate about going places and devouring foods!

24/09/2025
HukkaHuwahUniversity™️ GrannyFoxⓇ কে তার VisualArts®️ এ contribute করার জন্য বিশেষ সম্মাননা জানায়! GrannyFox একজন Hukka...
16/08/2025

HukkaHuwahUniversity™️ GrannyFoxⓇ কে তার VisualArts®️ এ contribute করার জন্য বিশেষ সম্মাননা জানায়! GrannyFox একজন HukkaHuwaUniversity™️ এর গ্র্যাজুয়েট। সে একজন প্রতিভাশালী সূচিশিল্পী এবং GrannyFoxⓇ নামে sophisticated কাথা ডিজাইনিং কোম্পানির কর্তা। কিন্তু HukkaHuwa VisualArts®️ তার তোলা ছবি "Godly Motions" কে সম্মানিত করছে!
VisualArts®️ is a great way of practicing being a fox! Join this cult to make yourself a master!

সকল শেয়ালগুলোকে জন্মাষ্টমীর শুভেচ্ছা!🎉 HukkaHuwaরা গোপাল তথা শ্রী কৃষ্ণের বিশেষ ভক্ত! শেয়ালরা বুদ্ধিমান প্রাণী হিসেবে ...
16/08/2025

সকল শেয়ালগুলোকে জন্মাষ্টমীর শুভেচ্ছা!🎉
HukkaHuwaরা গোপাল তথা শ্রী কৃষ্ণের বিশেষ ভক্ত! শেয়ালরা বুদ্ধিমান প্রাণী হিসেবে এটা অবশ্যই চিন্তা করেছে যে এই পৃথিবীর সৃষ্টির রহস্য কি!! মানুষদের বয়ান অনুযায়ে ঈশ্বরিক শক্তি যখন মানুষ হয়ে আর সব মানুষের মতোই ধরাধামে এলো, তখন নাকি সবাই তাঁকে গোপাল নামে চিনল! মানুষদের এই বিশ্বাসকে শেয়ালরা স্বীকৃতি দেয়!
মানুষ হিসেবে শ্রী কৃষ্ণ একজন গুণী, জ্ঞানী, বিনয়ী, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব! নাবালক হিসেবে চঞ্চল ও প্রাণোচ্ছল। ঠিক যেন একটা শেয়াল🦊 মানুষদের কাছে তিনি একজন রাজা, রাজনৈতিক, বিচারক, শিক্ষক, সমাজ সংস্কারক ও একজন শুভাকাঙ্খী উপদেষ্টা ও নির্ভরযোগ্য বন্ধু, নিতান্তই সৎ ও ন্যায়পরায়ণ! শেয়ালদের কাছে তিনি hukkaHuwaUniversity™️ এর HukkaHuwaDynamics®️ ডিপার্টমেন্ট এর মহাপরিচালক। একজন স্নেহপরায়ণ প্রফেসর, যিনি রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের প্রতিটিদিন ক্লাস নিতে থাকেন। যার যে সম্বন্ধে বোঝার অসুবিধা থাকে, তার সে অস্পষ্টতা তিনি দূর করে দেন, তাঁকে সে বিষয়ে উপদেশ দেন, ধৈর্য দেন!

Creative Media: Art of Giving, (2025, August 15), Happy Krishna Janmastami, Kalinga Institute of Industrial Technology, Facebook,
https://www.facebook.com/photo/?fbid=1230338782460218&set=pb.100064523239416.-2207520000��
Note for Humans: শেয়ালরা Art of Giving তথা কলিঙ্গ ইনস্টিটিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কে স্বীকৃত করে। শেয়ালরা আপনাদের উদ্বুদ্ধ করে যে আপনিও Art of Giving এর সাথে সময় বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করুন। KIIT একটি HukkaHuwaUniversity™️ স্বীকৃত বিদ্যাপীঠস্থান। জ্ঞান এর চর্চা করতে সেখানে যান কিনবা শুধু ঘুরতে, তাদের এই শেয়ালসুলভ কর্মকাণ্ডটিকে acknowledge নিশ্চয়ই করে আসবেন। আর হ্যা শেয়ালরা ভুবনেশ্বর জায়গাটি বিশেষ পছন্দ করে, অতি উত্তম স্থান!🦊

Celebrating the birth of Lord Krishna, the symbol of love, wisdom, and compassion. On this auspicious day, let’s embrace his teachings of kindness, selflessness, and truth to make the world a better place.

Celebrating bacchi fox🦊 🥂Whatta legacy👀🎂
15/08/2025

Celebrating bacchi fox🦊 🥂
Whatta legacy👀🎂

Alumini fox WatchOut® for such opportunities…👀 Whatif🦊® you become one of the researchers with PracticalExperience🦊®👀👀🦊
03/08/2025

Alumini fox WatchOut® for such opportunities…👀 Whatif🦊® you become one of the researchers with PracticalExperience🦊®👀👀🦊

সংবাদ বিজ্ঞপ্তি

‎রাবিতে ‘অ্যাকুয়াকালচার ফিউচার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়, ০২ আগস্ট ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ অনুষদের উদ্যোগে আজ শনিবার “Aquaculture Future: Advancing Sustainable Enterprises in Bangladesh” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি অনুষ্ঠিত হয় ফিশারীজ অনুষদের কনফারেন্স কক্ষে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অ্যাকুয়াকালচার) ড. মো. আমিমুল এহসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ। সেমিনারে সভাপতিত্ব করেন রাবি ফিশারীজ অনুষদের ডিন্ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।

সেমিনারে বক্তারা বাংলাদেশের ফিশারীজ খাতকে টেকসই ও উদ্ভাবনী ভিত্তিতে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের প্রাকৃতিক জলাশয় ও চাষযোগ্য জলজসম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে একাডেমিক গবেষণা, সরকারি সহায়তা এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎সেমিনারে ফিশারীজ অনুষদ ও ফিশারীজ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

‎প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
‎প্রশাসক, জনসংযোগ দপ্তর
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়

ওহে ভদ্রশেয়াল মহোদয়গণ, আজ, ২০২৫ সালের আগষ্ট এর ১ তারিখে আমরা হুক্কাহুয়া বিশ্ববিদ্যালয় এর সূচনা করছি। আমরা নিজেদের আশ...
02/08/2025

ওহে ভদ্রশেয়াল মহোদয়গণ, আজ, ২০২৫ সালের আগষ্ট এর ১ তারিখে আমরা হুক্কাহুয়া বিশ্ববিদ্যালয় এর সূচনা করছি। আমরা নিজেদের আশেপাশে একটি চিরিয়াখানা দেখি, যেখানে সব ধরনের অদ্ভুত পশু আছে। মানুষ সেগুলোর মধ্যে সব চেয়ে সহজলভ্য, শুধু তাই নয়, মানুষরা আমাদের সব চেয়ে কাছাকাছি বসবাস করে।
মানুষদের কাছাকাছি থাকার ফলে মানুষদের যাপিত জীবন আমাদের ও প্রভাবিত করে। হুক্কাহুয়া বিশ্ববিদ্যালয় এ আমাদের কাজ হবে পড়াশুনা করা। আমরা অনেক কিছু নিয়ে পড়াশুনা করব। রিসার্চ পেপার গুলো খুব শেয়ালকেন্দ্রিক হবে ।
বকরা যেমন বকধার্মিক তেমন আমরাও হব শেয়ালধার্মিক ।
তাই আমরা শেয়াল রা শেয়াল জীবন সম্বন্ধে আরও জ্ঞান প্রাপ্ত করবার আকর্ষণে, এই কমিউনিটি টিকে জ্ঞানদান করবার জন্য উৎসুক🦊🙌🏻
BackGround© Basak A.T., April 2014, "LandOfFlora®", YoungArchive🦊
https://www.facebook.com/100083223222771/posts/748204274630340/?app=fbl

মালবাবু is a fine s**t fox👀... মালবাবু শেয়াল পার্টির সেই অংশ যে অংশ ছাড়া মিষ্ট আচার ও টক বোধ হয় 👀 জুন ১৬ ছিলো এই fine ...
08/07/2025

মালবাবু is a fine s**t fox👀... মালবাবু শেয়াল পার্টির সেই অংশ যে অংশ ছাড়া মিষ্ট আচার ও টক বোধ হয় 👀 জুন ১৬ ছিলো এই fine s**t শিয়ালের জন্মদিন!! মালবাবুর জীবনে এই বছর হতে কিছু cosmetic changes এসেছে, তাই আমরা সকল শেয়ালরা তার জন্মদিনের অভ্যর্থনা সহ সকল শুভ কামনা করছি।। মালফক্স হুক্কাহুয়া 🙌🏻🦊🎂

হুক্কাহুয়া সদর দপ্তরে এই গ্রীষ্মে যারা ছিলেন তারা সবাই জেনেছেন যে শেয়াল সভ্যতা ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। মানুষের মতো...
31/05/2025

হুক্কাহুয়া সদর দপ্তরে এই গ্রীষ্মে যারা ছিলেন তারা সবাই জেনেছেন যে শেয়াল সভ্যতা ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। মানুষের মতো থাকলে এক সময় মানুষের মতোই পাগলপ্রায় হয়ে পড়াটা আকস্মিক নয়। তাই তো আমাদের বড়বুড়ো শেয়ালরা বলেন শেয়ালের মতো শেয়াল হোন। যদিও শেয়ালদের কোনও বুড়ো-বুড়ি হয়না, কারণ তারা "চিরকমলাবাদামী"! শুধু হয় জ্ঞান ও অভিজ্ঞতা, সেটাই শেয়াল পরিসরকে ব্যক্ত করে।
Shoutout to পুঁটি fox, সে শেয়াল হওয়ার পদ্ধতিতে অনেকটা এগিয়ে গেছে। প্রশংসাপত্র তো আমরা দেইনা, মানুষের মতো সভ্য নই যে কিন্তু লেজ নড়িয়ে একটু সম্মান জানাচ্ছি!

চলিচ্ছে!! Birthday চলিচ্ছে🎉🎉 এ আর জানতে বাকি নেই যে ১৭ই মে ছোট মালবাবুর জন্মদিন ছিলো। মালবাবু হাস্যোজ্জ্বল ও হাস্যকর এক ...
21/05/2025

চলিচ্ছে!! Birthday চলিচ্ছে🎉🎉 এ আর জানতে বাকি নেই যে ১৭ই মে ছোট মালবাবুর জন্মদিন ছিলো। মালবাবু হাস্যোজ্জ্বল ও হাস্যকর এক শেয়াল, তার বিশেষত্ব হচ্ছে সে যেকোনো ঘটনার পুঙ্খনাপুঙ্খ বিবরণ রাখতে পারে। তার কাছে আপনি আমি গল্প শুনতে গেলে সে নিজেই হেসে লুটোপুটি খেতে পারে তাই অবাক হবেন না👍 সে "কাক্কুর মনে হয়.......", "বল হরি, হরি বল কৌশিককে কাঁধে তোল", "চলিচ্ছে" এর মতো ভয়ঙ্কর হাইস্যকর কথার স্রষ্টা! এছাড়াও "বন্ধনের বাবা কল টা ঠিক করে দিয়ে গেল তার মানে টা কি", এর মতো কালজয়ী গানের রচয়িতা!
এই শেয়ালের শান্তি, সুবোধ ও কৃতি কামনা করি। 🎂🥳🦊

আজ অক্ষয় তৃতীয়া!! মানে দার্শনিক শেয়ালের জন্মদিন🎂👀 দার্শনিক শেয়াল সদাগম্ভীর তবে হুক্কাহুয়া। মানুষ diversityর প্যাচাল...
29/04/2025

আজ অক্ষয় তৃতীয়া!! মানে দার্শনিক শেয়ালের জন্মদিন🎂👀 দার্শনিক শেয়াল সদাগম্ভীর তবে হুক্কাহুয়া। মানুষ diversityর প্যাচাল পারে তারপর নিজেরাই perfection খোঁজে, তবে শেয়ালরা তেমন নয়। অশেষ ধন্যবাদ দার্শনিক শেয়াল সেই দর্শন আগেই জানিয়েছেন!
উচ্চ মার্গের জ্ঞানধারীর গম্ভীর্য তো একটু থাকতেই পারে তাইনা? যাইহোক, তার জ্ঞানভান্ডারের দ্বার সর্বজনে উন্মুক্ত, সেগুলো হুক্কাহুয়া সদর দপ্তরের গ্রন্থাগারে উপলব্ধ।
দার্শনিক, মর্মধারী শেয়ালকে শুভ জন্মদিন🥳🎂 এরকম দিন সামনেও বাড়ম্বার আসুক🎈

দেখো কার জন্মদিন ছিলো। হুক্কাহুয়া মাতাজি, দুর্ধর্ষ শেয়াল নেত্রীর। এই শেয়ালের আদর্শেই লালিত হয়েছে দার্শনিক শেয়ালের আ...
29/04/2025

দেখো কার জন্মদিন ছিলো। হুক্কাহুয়া মাতাজি, দুর্ধর্ষ শেয়াল নেত্রীর। এই শেয়ালের আদর্শেই লালিত হয়েছে দার্শনিক শেয়ালের আশা ভরসা। সে সিলিয়ে না দিলে চন্দ্র আর অর্ধচন্দ্র শেয়াল কিভাবে ফ্যাশন এর জলোয়া দেখাতো। সে জমিয়ে না দিলে কীভাবেই বা অনন্য শেয়াল আপেল খেতে পারত!! সে ১০ হাজার শেয়ালমুদ্রা না দিলে কীভাবেই বা মেকানিকাল শেয়াল তার সাথে হওয়া অন্যায় ও scam কাটিয়ে Supra কিনবে!👀
তাই তো আমরা এই শেয়ালকে ঘিরে জয়ধ্বনি দেই, চলুন তবে এক সাথে বলি শুভ জন্মদিন হুক্কাহুওয়া মাতাজি 🎉🎂🦊

Always bear that in mind! Borning stupid is no offence, but continuing to be stupid is!Did you know! 7th April is offici...
11/04/2025

Always bear that in mind! Borning stupid is no offence, but continuing to be stupid is!
Did you know! 7th April is officially hukkakhuwa mac anniversary.
A very vital event of establishment of firmness of will and transformation of failure to a changemaker.
Foxes are known to be the smartest of the dumb@$$ animals. Try to keep that reputation y'all!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Hukka-huwa Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Team Hukka-huwa Insider:

  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share