02/07/2024
আগে বৃষ্টি হলেই বন্ধুরা মিলে মাওয়া ঘাট যেতাম তাজা ইলিশে হতো বিলাসী আড্ডাা এখনকার মত ৩০০ ফিট রোডে রেসিং এর মজা ছিলনা তবে বেইলি রোডের সন্দ্যা এবং আশুলিয়া বাইপাসের দু পাশের খালগুলো বর্ষামৌসুমে উত্তাল ঢেউয়ের দোলায় কুল কিনারাহীন বিশাল পদ্মার রুপে শহুরে মানুষকে বিনোদিত করতো সে সময় সেখানে নৌকায় ভ্রমন করতো অনেকেই সড়কের দুপাশজুড়ে ফুসকা চটপটির পশরা সাজিয়ে বসতো এটলাস সান নামে শীতাতপনিয়ন্ত্রিত ক্রুজশিপ ছিল যেটা পর্যটন কর্পোরেশন পরিচালিত চাইনীজ রেস্তরা এবং প্রমোদতরীর ফিল দিতো সময়ের স্রোতে সবই যেন আজ সৃতিচারণ..........