Shikder Dairy Farm & Agro

Shikder Dairy Farm & Agro Assalamu Alaikum ✨
It is a Digital & Natural farming system house where we assure 100% Halal. We believe in quality, not quantity

৪২ ইঞ্চি উচ্চতার এই গরুকে প্রথমবার দেখলে মনে করবেন এহা হয়তো বা কোনো ভেড়া/ ছাগল। কিন্তু এটি হচ্ছে ক্রস ব্রিড জাতের গরু যা...
10/07/2024

৪২ ইঞ্চি উচ্চতার এই গরুকে প্রথমবার দেখলে মনে করবেন এহা হয়তো বা কোনো ভেড়া/ ছাগল। কিন্তু এটি হচ্ছে ক্রস ব্রিড জাতের গরু যার নাম Miniature Panda Cattle. আমেরিকা ও অস্ট্রেলিয়ায় 'মিনিয়েচার পান্ডা ক্যাটেল' ব্যবহৃত হয় শখের পোষা প্রাণী (গরু) হিসেবে।এই জাতের একটি বাছুর কিনতে গুনতে হবে $12,000 প্রায়ই ১৪ লক্ষ টাকা।

Shikder Dairy Farm & Agro

শুরু হয়েছে ইসলামের নতুন বছর। পহেলা মুহাররম ১৪৪৬ হিজরি। আল্লাহ তা'য়ালা আমাদের সবার জীবনে রহমত দান করুক, আমিন Shikder Dair...
07/07/2024

শুরু হয়েছে ইসলামের নতুন বছর। পহেলা মুহাররম ১৪৪৬ হিজরি। আল্লাহ তা'য়ালা আমাদের সবার জীবনে রহমত দান করুক, আমিন

Shikder Dairy Farm & Agro

somewhere in Munshiganj Credit from Munshiganj Photo Canvas
03/07/2024

somewhere in Munshiganj

Credit from Munshiganj Photo Canvas

দুধ অন্যান্য শক্তি ও অসাধারণ পুষ্টির আঁধার। প্রায় সবাই দুধকে পরিপুরক খাদ্য হিসেবে গ্রহন করি কিন্তু বিশেষজ্ঞরা  দুধকে মুল...
23/06/2024

দুধ অন্যান্য শক্তি ও অসাধারণ পুষ্টির আঁধার। প্রায় সবাই দুধকে পরিপুরক খাদ্য হিসেবে গ্রহন করি কিন্তু বিশেষজ্ঞরা দুধকে মুল খাদ্য হিসেবে গ্রহন করতে বলেছেন। গরুর দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ–যা দৈহিক গঠন, বিকাশ ও মেধা বৃদ্ধিতে সহায়ক। এছাড়াও গরুর দুধে আছে অ্যামাইনো এসিড, বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। যেমন – ক্রোমিয়াম, ম্যাংগানিজ, আয়রন,কোবাল্ট, কপার, জিংক, আয়োডিন ও সেলিনিয়াম।বৈজ্ঞানিক গবেষণায় ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে গরুর দুধের শক্তিশালী ভূমিকা রয়েছে।

গরুর দুধের কম্পোজিশনে পানি ৮৬.৫%, ল্যাকটোজ ৪.৮%, ফ্যাট ৪.৫%, প্রোটিন ৩.৫%এবং ভিটামিন ও খনিজ পদার্থ শূন্য দশমিক ৭%। গরুর দুধ সব পুষ্টির আধার ও শক্তির উৎস।

তাই, একজন সুস্থ মানুষের দৈনিক ১ গ্লাস (২৫০ মি.লি) দুধ পান করা দরকার 🥛

সৌজন্যে : Shikder Dairy Farm & Agro

23/06/2024
পবিত্র ঈদুল আযহা'র পশু কুরবানী করার দোয়া
19/06/2024

পবিত্র ঈদুল আযহা'র পশু কুরবানী করার দোয়া

Alhamdulillah ✨Our esteemed customer has taken delivery of his 'BRONZE'
18/06/2024

Alhamdulillah ✨
Our esteemed customer has taken delivery of his 'BRONZE'

Alhamdulillah ✨Delivery happiness 🚛
18/06/2024

Alhamdulillah ✨
Delivery happiness 🚛

ত্যাগের মহিমায় সকলের কুরবানী আল্লাহ তায়ালা'র কাছে কবুল হোক। আমিন সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙Shikder Dairy Farm &...
16/06/2024

ত্যাগের মহিমায় সকলের কুরবানী আল্লাহ তায়ালা'র কাছে কবুল হোক। আমিন

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
Shikder Dairy Farm & Agro

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল :
07/06/2024

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস শুরু হলে যে ব্যক্তি কোরবানি করতে চায় সেই যেন নোখ, চুল বা শর...
06/06/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস শুরু হলে যে ব্যক্তি কোরবানি করতে চায় সেই যেন নোখ, চুল বা শরীরের অবাঞ্ছিত লোম না কাটে।
পরবর্তী কুরবানীর পশু জবেহ করার পরে কাটবেন,
এই আমল সবাই করতে পারবেন। রাসূল (সাঃ) এই আমল করতেন।

হাদীস সুনান আত তিরমিজী - ১৫২৩।
গ্রন্থঃ সুনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ১৭/ কুরবানী (كتاب الأضاحى عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ১৫২৩

২৪. যে লোক কুরবানীর আশা রাখে যিলহাজ্জ মাসের চাঁদ উঠার পর তার চুল না কাটা

১৫২৩। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক যিলহাজের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানীর নিয়াত করেছে সে যেন নিজের চুল ও নখ (কুরবানী পূর্ব পর্যন্ত) না কাটে।

সহীহ, ইবনু মা-জাহ (৩১৪৯), মুসলিম

Shikder Dairy Farm & Agro

06/06/2024

সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখেছে
১৫ জুন হজ্জ ও ১৬ জুন দেশটিতে ঈদ 🕋

বাংলাদেশে ১৭ জুন, সোমবার ঈদ 🌙✨

 #কুরবানী 🩸হত্যা করে গরু কুরবানী করছেন না তো⁉️""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""সকল কুরবানী দাতাদের জন্য অত...
05/06/2024

#কুরবানী 🩸

হত্যা করে গরু কুরবানী করছেন না তো⁉️

""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।

📌পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।

📌 পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।

📌 আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।

📌 চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে। যেমন ক্যান্সার।

অতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

আল্লাহ আমাদের ধৈর্য দান করুন, সঠিক বুঝ দান করুন, ১০/১৫ মিনিট অপেক্ষা করার তৌফিক দান করুন এবং শুধু কুরবানির পশু নয়, প্রতিটি পশুই সঠিক নিয়ে জবাই করে হালাল গোস্ত খাবার তৌফিক দান করুন, আমিন 🤲

একজন খামারি/এগ্রোম্যান হিসেবে আমিও বুঝি হাটের এই ফিলিংসটা আসলে কতটা প্রশান্তির ✨Shikder Dairy Farm & Agro
26/04/2024

একজন খামারি/এগ্রোম্যান হিসেবে আমিও বুঝি হাটের এই ফিলিংসটা আসলে কতটা প্রশান্তির ✨

Shikder Dairy Farm & Agro

আল্লাহ তায়ালা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব করেছে। তিন শ্রেণির চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা যায়। যে...
24/04/2024

আল্লাহ তায়ালা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব করেছে। তিন শ্রেণির চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা যায়। যেমন :
# ছাগল, ভেড়া ও দুম্বা 🐐🐑🦙
# গরু , মহিষ 🐂🐃
# উট 🐫
তবে এইসব জন্তু কোরবানি করার জন্য নিদিষ্ট বয়সসীমা রয়েছে।

⚠️ আপনি জানেন কি অধিকাংশ মানুষের পশুর বয়স সম্পর্কে ধারণা না থাকার কারণে কোরবানি নিয়ে পরতে হয় বিপাকে? তাছাড়া কোরবানির পশুকে মোটাতাজাকরণের মাধ্যমে আকর্ষণী করার ফলে বোঝা মুশকিল হয়ে পরে পশুর বয়স🚫

তাই গরুর দাতঁ দেখে বুঝে নিন গরুর বয়স কত 🦷

কারণ, কোরবানির জন্য এসব পশুদের মধ্যে উটের বয়স পাঁচ(৫) বছর হতে হবে। গরু ও মহিষের বয়স দুই(২) বছর হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে এক(১) বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ।

বিষয়টা অন্যকে জানানো জন্য শেয়ার করুন। ধন্যবাদ

Shikder Dairy Farm & Agro

এই গরমে প্রকৃত সুখ এখানেই বইছে গাছ লাগান, পরিবেশ বাঁচান Shikder Dairy Farm & Agro
22/04/2024

এই গরমে প্রকৃত সুখ এখানেই বইছে
গাছ লাগান, পরিবেশ বাঁচান

Shikder Dairy Farm & Agro

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪
18/04/2024

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪

প্রিয় টংগীবাড়ীবাসী,সবার প্রতি সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা- আসসালামু আলাইকুম। সিকদার বাড়ির কন্যা, বর্তমান টংগীবাড়ী উপজেলা পর...
15/04/2024

প্রিয় টংগীবাড়ীবাসী,
সবার প্রতি সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা- আসসালামু আলাইকুম।

সিকদার বাড়ির কন্যা, বর্তমান টংগীবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাছিমা আক্তার (এম.এ.এল-এল.বি)। আসন্ন টংগীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে, স্মার্ট টংগীবাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে, আপনার সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্যে পুনরায় আপনাদের দোয়া, সমথর্ন ও ভোট প্রত্যাশী।

ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের

সিকদার পরিবার সবসময় আপনার পাশে ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ।

মনে রাখবেন, এড. নাছিমা আক্তার জিতলে জয় টংগীবাড়ীবাসিরই হবে।

এড. নাছিমা আক্তারের জয় মানে আপনার জয়,

টংগীবাড়ীবাসির জয়,

কৃষক, শ্রমিক, আম-জনতার জয়,

গরিব-দুখী খেটে খাওয়া মেহনতি মানুষের জয়।

টংগীবাড়ীবাসির কল্যাণ-কামনায় সর্বদাই নিয়োজিত

প্রচারে : Shikder Dairy Farm & Agro

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪.আপনারা সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ স্থান: পুরাতন বাণিজ্য মেলার মাঠ, শের-ই-বাংলা নগ...
13/04/2024

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪.
আপনারা সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ

স্থান: পুরাতন বাণিজ্য মেলার মাঠ, শের-ই-বাংলা নগর, ঢাকা।

Google map> https://maps.app.goo.gl/6wDrTHULLy1Zy5HY7?g_st=ic

সকলকে পবিত্র ঈদুল ফিতর'র শুভেচ্ছা 🌙🕌ছবিতে : দক্ষিণ কুরমিরা জামে মসজিদ (পুরান সিকদার বাড়ি মসজিদ), আড়িয়াল, টঙ্গীবাড়ী, মুন্...
10/04/2024

সকলকে পবিত্র ঈদুল ফিতর'র শুভেচ্ছা 🌙🕌

ছবিতে : দক্ষিণ কুরমিরা জামে মসজিদ (পুরান সিকদার বাড়ি মসজিদ), আড়িয়াল, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ।

09/04/2024

"আমি চলে যাচ্ছি তোমরা ঈমানের যত্ন নিও”

- রামাদান🌙✨

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০...
07/04/2024

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ টি রোজা পূর্ণ করে নাও।'

- আল হাদিস

Shikder Dairy Farm & Agro

05/04/2024

রমজানের শেষ শুক্রবার 🌙✨
হে আল্লাহ, আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং আমাদেরকে পরবর্তী রমজান দেখার তৌফিক দিন। আমিন

হে আল্লাহ, রমজান'র বরকতে ফিলিস্তিনের মুমিনদের সাহায্য করুন। আমিন 🇯🇴

Shikder Dairy Farm & Agro

"নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম " (সূ...
03/04/2024

"নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম "

(সূরা: কদর, আয়াত : ১-৩)

এ রাতটি রমজানের শেষ দশকে। প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।

(সহিহ বুখারি)

Shikder Dairy Farm & Agro

নীরব বাস্তবতা 😢গো-খাদ্যের দাম নিয়ন্ত্রণ করা হোক Shikder Dairy Farm & Agro
01/04/2024

নীরব বাস্তবতা 😢
গো-খাদ্যের দাম নিয়ন্ত্রণ করা হোক

Shikder Dairy Farm & Agro

বয়কট বাদ দিয়ে আসেন আমরা নিজেরাই গরু পালন কৃষিকাজ  শুরু করি।বয়কট সমাধান নয় সমাধান উৎপাদনে। নিজের খাদ্য নিজে উৎপাদন কর...
30/03/2024

বয়কট বাদ দিয়ে আসেন আমরা নিজেরাই গরু পালন কৃষিকাজ শুরু করি।বয়কট সমাধান নয় সমাধান উৎপাদনে। নিজের খাদ্য নিজে উৎপাদন করব।

Collect from Cattle Talks By Maruf bhai

কথায় আছে, " শখ যেখানে টাকা দেখে না সেখানে "নেল্লোর (Nelore) গরু রেকর্ড-ব্রেকিং নিয়ে এসেছে দাম ৪০ কোটি রুপি ~ ৫২.৫ কোটি ...
30/03/2024

কথায় আছে, " শখ যেখানে টাকা দেখে না সেখানে "
নেল্লোর (Nelore) গরু রেকর্ড-ব্রেকিং নিয়ে এসেছে
দাম ৪০ কোটি রুপি ~ ৫২.৫ কোটি টাকা (প্রায়ই)
ব্রাজিলিয়ান পশুসম্পত্তি নিলামে।

23/03/2024

📢 বিশেষ একটি গুরুত্বপূর্ণ পোস্ট, যাদের গবাদিপশুর খামার আছে এই পোস্টটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে শীতের শেষে এবং গরমের শুরুতে ইফিমেরাল ফিভার (Bovine Ephemeral Fever) নামক ভাইরাস দ্বারা আপনার গবাদি পশু আক্রান্ত হতে পারে।

🚫এই রোগের লক্ষণ হলোঃ—

১. হঠাৎ করে আক্রান্ত পশু খাওয়া বন্ধ করে দিবে।

২. শরীরের তাপমাত্রা ১০৪°/১০৭° ডিগ্রি ফারেনহাইট হবে।

৩. হালকা কাশি ও অল্প পরিমাণে পাতলা পায়খানা হতে পারে।

৪.নাক এবং মুখ দিয়ে লালা জড়তে থাকে এবং পায়ে ব্যথা অনুভব করে

৫ . শরীরের তাপমাত্রা অত্যন্ত বেশি হলে আক্রান্ত পশু একদম মাটিতে শুয়ে পড়তে পারে।

✅প্রতিকার ও চিকিৎসাঃ —
যেহেতু এটা ভাইরাসজনিত রোগ তাই এই রোগের সঠিক কোন চিকিৎসা নেই। তবে এ রোগের প্রধান চিকিৎসা হলো কোন অবস্থাতেই শরীরের তাপমাত্রা বাড়তে দেওয়া যাবে না!
দিনে তিন থেকে চার বার মাথার মধ্যে প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে, প্রয়োজনে গোসল করানো যেতে পারে।

✅জ্বর নিয়ন্ত্রণ রাখার জন্য তার জন্য প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট অথবা ফাস্টভেট ট্যাবলেট ব্যবহার করতে পারেন।
কিংবা কিটো এ ভেট, মেলভেট, টাফনিল ভেট, অথবা
আর্থিভেট এগুলোর মধ্যে যেকোনো একটি জ্বর ও ব্যথা নাশক ইনজেকশন প্রয়োগ করুন।

✅তবে (ইফিমিরাল ফিভার) ভাইরাসের জন্য আর্থিভেট ইনজেকশন খুব ভালো কাজ করে।

✅আর এফিমেরাল ফিভার এ আক্রান্ত হলে তেমন ভয়ের কিছুই নেই। যেহেতু এটা ভাইরাস জনিত রোগ তিন দিন (৭২ ঘন্টা) পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
শুধুমাত্র দিনে দুই থেকে তিনবার গোসল করালে আর জ্বর ও ব্যাথানাশক প্রয়োগ করলে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

Writer: Rasel Rana

10/10/2021

Address

Munshiganj

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801771754317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shikder Dairy Farm & Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Urban Farms in Munshiganj

Show All