Birds Care BD

  • Home
  • Birds Care BD

Birds Care BD শুধু মাত্র পাখি প্রেমিদের জন্য।

20/03/2020

Beautiful

15/03/2020

Show post.

* * আসসালামু আলাইকুম। শোকর আলহামদুলিল্লাহ্‌। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ - পাখি প্রেমিদের জন্য সুসংবাদ * *বাংলাদেশের সকল প...
11/03/2020

* * আসসালামু আলাইকুম। শোকর আলহামদুলিল্লাহ্‌। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ - পাখি প্রেমিদের জন্য সুসংবাদ * *

বাংলাদেশের সকল পাখি প্রেমিদের অবগতির জন্য ও তাদের আশ্বস্ত করতে জানাচ্ছি যে মহামান্য উচ্চ আদালত থেকে "পোষা পাখি বিধিমালা ২০২০" কেন অবৈধ হবে না সেই বিষয়ে ইতিমধ্যে রুল নিসি জারি করা হয়েছে। গত ১০ মার্চ, ২০২০, মঙ্গলবার, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের পর মহামান্য সুপ্রিম কোর্ট এর বিচারপতি হাসান আরিফ ও মোঃ মাহমুদ হাসান এর সমন্বয়ে একটি বেঞ্চ এই রুল নিসি জারি করেন।

বাংলাদেশের সরকার নিবন্ধিত তিন সংগঠন Avian Community ও Aviculture Society of Bangladesh এবং Exotic Bird Breeders Association এর যৌথ উদ্দ্যোগ ও সম্মতিতে এবং তিন সংগঠনের মুখপাত্র হিসেবে ডাঃ আমজাদ চৌধুরি ভাই "পোষা পাখি বিধিমালা ২০২০" এর বিপক্ষে প্রথম রিট টি করেন। প্রথম রিট টি মহামান্য আদালত গুরুত্ব দিয়ে ইতিমধ্যে রুল নিসি জারি করেছেন এবং এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সবাই পূর্বের ন্যায় কোন দুঃশ্চিন্তা না নিয়ে আতঙ্কিত না থেকে পাখি পালন করতে পারবেন। বৈধ পাখি পালনে বিধি নিষেধ আপাতত আর রইলো না।আর ভবিষ্যতেও যেন না হয় সেই অপশনেও কাজ করার ব্যাবস্থা আমরা করে রেখেছি।

বাংলাদেশের সকল পাখি প্রেমি যারা ন্যায় বিচারের জন্য লড়ছেন তাদের সবাইকে অভিনন্দন। ইনশা'আল্লাহ জয় আমাদের হবেই।পোষ্ট টি বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সব পাখি প্রেমিদের উৎসাহিত ও চিন্তা মুক্ত করবেন। আগেও বলেছি রেজিষ্টার্ড সংগঠন গুলো একটি পরিকল্পনা মাফিক কাজ করছেন ও ব্রিডারদের জন্য, বাংলাদেশের এভিয়ান সেক্টর রক্ষার জন্য তাঁরা আন্তরিকতার সাথে কাজ করছেন ।

বি.দ্রঃ রুল নিসি এর সংযুক্ত কপি আপনারা সেভ করে রাখতে পারেন। যদি কেউ কোন সমস্যা তৈরির চেষ্টা করে তবে এই কপি ব্যাবহার করবেন এবং দ্রুত সম্ভব তিনটি রেজিষ্টার্ড সংগঠনের সাথে যোগাযোগ ও আপনার বিপদ্গ্রস্থ পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। আমরা ছায়ার মত বাংলাদেশের সকল পাখি প্রেমিদের সাথে ছিলাম, আছি ও থাকবো।

ধন্যবাদ
Mirza Ferdoush Galib
Organizing Secretary
Avian Community

লাভবার্ড  এর খাবার তালিকা :সিড মিক্স্ড ১কেজি পরিমাণধান                       ২৫০গ্রাম সূর্যমুখী বীজ         ২৫০গ্রাম চিন...
08/03/2020

লাভবার্ড এর খাবার তালিকা :
সিড মিক্স্ড ১কেজি পরিমাণ
ধান ২৫০গ্রাম
সূর্যমুখী বীজ ২৫০গ্রাম
চিনা ২০০গ্রাম
কুসুম বীজ ১০০গ্রাম
ক্যানারি ৫০গ্রাম
হেম্পসীড ৫০গ্রাম
মিলেট মিক্স্ড ৫০গ্রাম
সরিষা আর
কালজিরা ৫০গ্রাম

নরম খাবারের তালিকা
গম ,ছোলা ,সবুজ মুগ ডাল ভিজিয়ে নরম হলে দিবেন সপ্তাহে ২দিন
কলমি শাক /আলু শাক /পালং শাক /লাল শাক সপ্তাহে ১দিন
বিভিন্ন সবজি গাজর ,মিস্টি কুমড়া ,পেঁপে ,বরবটি ,শশা ,কপি ,ব্রোক্কোলি করল্লা,কাঁচা মরিচ একসাথে মিশিয়ে সিদ্ধ করে সপ্তাহে ১দিন আর কাঁচা সপ্তাহে ১দিন
বিভিন্ন ডাল মিক্স্ড যেমন্ মুগ ডাল ,বুটের ডাল ,মশুর ডাল সিদ্ধ ১৫দিন পর ১দিন
ভুট্টা সিদ্ধ ১৫দিনে ২দিন
এক জোড়া পাখির জন্য একটি কোয়েলের ডিম সিদ্ধ অথবা চার ভাগের এক ভাগ মুরগির ডিম সিদ্ধ সপ্তাহে ১দিন (সবজি সিদ্ধ এর সাথেও দেয়া যায় )
ফল বা ফলের ব্লেন্ড করে জুস আপেল (বিচি ফেলে ),আঙ্গুর ,ডালিম ,কলা ,পেয়ারা ,তরমুজ(বিচি ফেলে ) ,জাম্বুরা (বিচি ফেলে ),আমড়া
টক দই এক কাপ পানিতে এক চিমটি পরিমাণ মাসে তিনদিন
নিম পাতা ,সজনে পাতা ,এলভেড়া ,তুলসী পাতা ,থানকুনি পাতা ,ধনে পাতা মাঝে মাঝে দিতে হবে ।
গরম পড়লে ডাবের পানি ,লেবু পানি ,গ্লুকোজ বা সেলাইন যেকোনো একটা দিতে হবে ।

যে খাবার কখনো দেয়া যাবে না
আলু ,কচু বা কচু শাক,পেঁয়াজ ,চকলেট ,দুধ ,চিপস ।

যত্ন
পাখিকে সপ্তাহে একদিন টীমসেন এক লিটার এ এক গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে
রাতে পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে সামান্য ফাঁকা রাখতে হবে ।
বৃষ্টির পানি আর অতিরিক্ত রোদ থেকে সরিয়ে রাখুন ।
খোলা মেলা আলো বাতাস পূর্ণ জায়গায় পাখি রাখুন ।
ট্রে পরিষ্কার করবেন সপ্তাহে একদিন
ইঁদুর ,বিড়াল ,কাক ,মশা ,ফ্যান থেকে সাবধান ।
মাঝে মাঝে ফ্যান বন্ধ করে দরজা জানালা লাগিয়ে ছেড়ে দিবেন উড়া উড়ি করলে সাস্থ্য ভাল থাকবে ।
গরমে সপ্তাহে তিনদিন একটি বড় বাটিতে গোসলের পানি দিতেও হবে আর শীতে একদিন ।সকাল ১০/১১টার দিকে পানি দিয়ে ১/২টার দিকে সরিয়ে ফেলতে হবে ।এই পানিতে নিমপাতা ,এলভেড়া বা পেয়ারা পাতা দিলে পালক সুন্দর থাকবে ।

খাঁচার মাপ
খাঁচার মাপ ৩৬/১৮/১৮ অথবা ২৪/২৪/৩০

আপনি পারলে আরও বড় দিবেন ।ধন্যবাদ সবাইকে ।

Show Post Five eggs
06/03/2020

Show Post Five eggs

All types of Finches collection.
04/03/2020

All types of Finches collection.

01/03/2020

29.02.2020 তারিখ এই প্রিয় পাখিটার একটি বাচ্চা হলো।

26/02/2020
25.02.2020 একটা ডিমআজ 27.02.2020 ২টা ডিম দিল।
26/02/2020

25.02.2020 একটা ডিম
আজ 27.02.2020 ২টা ডিম দিল।

26/02/2020

বেশি ডিম দিলে বাচ্চা মরার সমভাবনা বেশি।

খুবই ভাল একটি পেয়ার।
26/02/2020

খুবই ভাল একটি পেয়ার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Birds Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share