Pets Daddy

Pets Daddy Whole solution for Pets owners..

খরগোশ আদুরে প্রাণী। দেখতে যেমন সুন্দর, তেমনি পোষা প্রাণী হিসেবেও আকর্ষনীয়। কোলে তুলে এই লোমশ প্রাণীটির গায়ে হাত বুলাতে ক...
04/08/2023

খরগোশ আদুরে প্রাণী। দেখতে যেমন সুন্দর, তেমনি পোষা প্রাণী হিসেবেও আকর্ষনীয়। কোলে তুলে এই লোমশ প্রাণীটির গায়ে হাত বুলাতে কে না পছন্দ করে!

বন্য প্রাণী হলেও খরগোশ এখন বনের থেকে বেশি দেখা যায় মানুষের বাসা-বাড়িতে অথবা পোষা প্রাণী কেনা বেচার দোকানে। তবে বিশ্বের বিভিন্ন দেশের বনে জঙ্গলে খরগোশের উপস্থিতি চোখে পড়ার মতো না হলেও, সংখ্যায় এরা একেবারে কম না।

পৃথিবীতে খরগোশের রাজ্যও আছে একটি। যেখানে লোকালয়ে তারা ঘুরে বেড়ায় অবাদে, খায় ঘুরেফিরে। তাদের সেখানে অন্য কোনো প্রাণীর শিকারে পরিণত হতে হয় না। বরং মানুষও তাদের সাথে সখ্য করতে বেড়াতে যায় সেই রাজ্যে।

এই রাজ্যটির অবস্থান জাপানের ওকুনোশিমা দ্বীপে। ছোট্ট এই দ্বীপের স্থায়ী বাসিন্দা একমাত্র খরগোশ। সেখানে মানুষ কেবল পর্যটক এবং রিসোর্টের কর্মীরা। দ্বীপটিতে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় প্রায় ১ হাজার খরগোশ। প্রতিনিয়তই খরগোশের সংখ্যা বাড়ছে সেখানে। তবে সংখ্যা বাড়লেও তাদের থাকার জায়গার অভাব হবে না। বিশাল এলাকা উন্মুক্ত শুধু তাদের জন্যই।

ওকুনোশিমা দ্বীপে শুরু থেকেই কিন্তু এতো পরিমাণে খরগোশ ছিল না। বলা হয়ে থাকে প্রথমে সেখানে খরগোশ ছিল পরীক্ষাগারের টেস্ট অবজেক্ট হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জেনেভা প্রটোকলে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরী করা হতো এই দ্বীপটিতে। আর সেই অস্ত্র প্রাণীদেহে কাজ করে কিনা তা যাচাই করা হতো খরগোশের দেহে পরীক্ষা চালিয়ে। যুদ্ধে জাপান হেরে যাওয়ার পর সব কারখানা ও পরীক্ষাগার বন্ধ করে দেওয়া হয় এবং বেঁচে থাকা খরগোশগুলোকে দ্বীপে অবমুক্ত করে যায় কর্মীরা।

তবে জাপানি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এলিস ক্রাউস এই তত্ত্বকে বিশ্বাস করেন না। তার মতে পরীক্ষাগারের সব খরগোশকে আমেরিকানরা মেরে ফেলেছিল। তাহলে এতো খরগোশ এখানে আসে কীভাবে?

এই প্রশ্নের আরেকটি জবাব আছে। বলা হয় একবার একটি স্কুলের বাচ্চারা বেড়াতে যায় সেই দ্বীপে। তখন তারা আটটি খরগোশ অবমুক্ত করে সেখানে। আর সেই আটটি খরগোশ বেড়ে আজ ১ হাজার হয়েছে।

খরগোশ দেখার জন্য পর্যটকরা যেতে পারেন সেই দ্বীপে এবং প্রয়োজনে লম্বা ছুটিও কাটিয়ে আসতে পারেন, তবে স্থায়ী বাসিন্দা হওয়া যায় না। সেখানে পর্যটকদের ঘিরে থাকে নাদুস-নুদুস সব খরগোশ। তবে খরগোশ ধরা নিষেধ, বাড়িতেও নিয়ে যাওয়া যায় না তাদের। তাছাড়া নিজের পোষা খরগোশও সেখানে ছাড়া যায় না। দ্বীপের খরগোশদের নিরাপদ রাখার জন্যই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

পাশাপাশি খরগোশের খাবার পানির জায়গায় নিয়মিত পানি ঢালার নির্দেশনাও দেওয়া আছে পর্যটকদের জন্য। রাসায়নিক অস্ত্র তৈরির কারণে দ্বীপটির ভূগর্ভস্থ পানি বিষাক্ত হয়ে গেছে। সেকারণে পানির জন্য পর্যটকদের দ্বারস্থ হতে হয় খরগোশগুলোকে।

এই দ্বীপে ঘুরতে যাওয়া মানুষের জন্য অবশ্যই আনন্দের। তবে খরগোশের জন্য মানুষরা বিপজ্জনক হয়ে ওঠছে। দ্বীপটিতে গাছপালা কম থাকায় খাদ্যের জন্য খরগোশগুলো মানুষের ওপর নির্ভরশীল কিছুটা। তবে পর্যটকরা অনেকসময় তাদের বেশি খাইয়ে ফেলেন বা আজেবাজে খাবার দিয়ে থাকেন। যার ফলে স্বাস্থ্যঝুঁকিতে আছে খরগোশগুলো। পর্যটক বেশি হয়ে গেলে তারা বেশি খেয়ে ফেলে, আবার পর্যটক কম থাকলে বা আবহাওয়া খারাপ থাকলে না খেয়ে থাকতে হয় তাদের। তবে এখন পর্যন্ত খরগোশরা সেখানে ভালোই আছে।

আগে খুব সোশালওয়ার্ক করতাম,একটা সময় পরে বুঝলাম কোনটা ভালো কোনটা খারাপ সবাইই জানি,তাও সচেতনতা নাই।নিজ জায়গা থেকে সচেতন না ...
16/07/2023

আগে খুব সোশালওয়ার্ক করতাম,একটা সময় পরে বুঝলাম কোনটা ভালো কোনটা খারাপ সবাইই জানি,তাও সচেতনতা নাই।নিজ জায়গা থেকে সচেতন না হয়লে,কেউ ধাক্কাধাক্কি করে কিছু করতে পারবে না।

11/07/2023

🤣🤣

04/06/2023

Jolly pets😍🤣

Knock for fresh mango....
02/06/2023

Knock for fresh mango....

29/05/2023

কি সুন্দর!
কি সুন্দর!

সাবধান!!
29/05/2023

সাবধান!!

Knock for fresh foods...
26/05/2023

Knock for fresh foods...

 টেমসাইজ এই এলবিনো (৩০ দিন বয়স) হাফটেম বেবিটির জন্য নতুন পেরেন্টস খুঁজছি।পিওর ব্লাড লাইনের বেবিটি নিতে পেজে মেসেজ করুন,অ...
16/05/2023



টেমসাইজ এই এলবিনো (৩০ দিন বয়স) হাফটেম বেবিটির জন্য নতুন পেরেন্টস খুঁজছি।
পিওর ব্লাড লাইনের বেবিটি নিতে পেজে মেসেজ করুন,
অবশ্যই পাখির প্রতি যত্নশীল হতে হবে এবং পরিবারের সাপোর্ট থাকা লাগবে।
দাম জানতে নক করুন।

CHECK it out for Fresh Mango......
13/05/2023

CHECK it out for Fresh Mango......

এই তীব্র গরমে বারান্দায় একটু পানি রাখুন,বোবা পাখিগুলো পানি চায়তে পারেনা।
10/05/2023

এই তীব্র গরমে বারান্দায় একটু পানি রাখুন,
বোবা পাখিগুলো পানি চায়তে পারেনা।

04/05/2023

We are coming.....

14/04/2023

Cuteee🥺🥺🥺

09/04/2023

Dna samples collection...।

24/03/2023

কলকাতা ঘুরতে গিয়ে হুট করে চোখে পড়লো,
শুট করলাম সঙ্গে সঙ্গে, প্রাইজ রিজনেবলই লাগলো।

05/03/2023

আপনি সৌখিন পশুপাখি প্রেমী হলো ভিডিওটি অবশ্যই দেখা উচিত।

  মূলত নারিকেলের ছোবড়া দিয়ে বানানো হয় এই পাখির বাসাটা।ঘরবাড়ি,দোকান ডেকোরেশনের জন্য চমৎকার, চায়লে গাছও ঝুলিয়ে দেয়া যায়।বে...
28/02/2023


মূলত নারিকেলের ছোবড়া দিয়ে বানানো হয় এই পাখির বাসাটা।ঘরবাড়ি,দোকান ডেকোরেশনের জন্য চমৎকার, চায়লে গাছও ঝুলিয়ে দেয়া যায়।
বেশকিছু সাইজ হয়,এটাই আমার কাছে সুন্দর মনে হয়েছে।
প্রাথমিকভাবে অল্পকিছু স্টক করবো।

দাম-২০০৳

√ পোষা প্রাণীর প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে এই পেজে।

23/02/2023

Peace of eyes.....🖤❤️
21/02/2023

Peace of eyes.....🖤❤️

16/02/2023

Cat mom,,,

16/02/2023

Cat's home.


10/02/2023

Peace of eyes...

আপনজনের বিচ্ছেদ.....
07/02/2023

আপনজনের বিচ্ছেদ.....


  beautiful people,😍
03/02/2023

beautiful people,😍

30/01/2023

পাখির কিচিরমিচির ভালো লাগে।

৯৮ বছর পর এখন কুকুর বিড়াল গাড়ির নিচে পড়ে পিষতে পিষতে চামড়া পর্যন্ত ক্ষয়ে যায়,কেউ ভ্রুক্ষেপও করেনা!!😥
27/01/2023

৯৮ বছর পর এখন কুকুর বিড়াল গাড়ির নিচে পড়ে পিষতে পিষতে চামড়া পর্যন্ত ক্ষয়ে যায়,কেউ ভ্রুক্ষেপও করেনা!!😥


Aqua plants...©Bangladesh Aquatics
21/01/2023

Aqua plants...

©Bangladesh Aquatics

07/01/2023

শীত আমার আপনার মতো রাস্তার কুকুর বিড়ালগুলোরও লাগে।সম্ভব হলে পুরাতন কাপড়গুলো ওদের পরিয়ে দিন।

06/01/2023

Baby goat need more 🤣

04/01/2023

আপনার সন্তানদেরকে পশুপ্রোম শিখান,
এতে করে সে মানসিকভাবে নরম প্রকৃতির হবে।

04/01/2023

A man with his loves....

02/01/2023

Amazing!

সঙ্গদোষে লোহা ভাসে😹
31/12/2022

সঙ্গদোষে লোহা ভাসে😹

Jumma mubarak from Busy Bird 🥰     Romel Ashraf Aviary
30/12/2022

Jumma mubarak from Busy Bird 🥰




Romel Ashraf Aviary

23/12/2022

ভালোবাসার অনন্যমাত্রা,,,

Need this type protection??
12/12/2022

Need this type protection??


11/12/2022

This video made my day....



A faithful Friend...
09/12/2022

A faithful Friend...

- দাদা যাবেন?- কতজন?- এই তো আমি আর ভাই। আমরা দুজন।- কোথায় মশাই আপনার ভাই?- এই যে পাশে দাড়িয়ে। (এই বলে কুট্টুস কে দেখা...
10/11/2022

- দাদা যাবেন?
- কতজন?
- এই তো আমি আর ভাই। আমরা দুজন।
- কোথায় মশাই আপনার ভাই?
- এই যে পাশে দাড়িয়ে। (এই বলে কুট্টুস কে দেখালো)
- ও আচ্ছা এই কুকুর টা?
- হ্যাঁ দাদা কুকুর বলেই তো পিছু ছাড়ে না আমার। সকাল থেকে গায়ে খুব জ্বর। তাই ওই আমায় ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আর কি।
- আচ্ছা দাদা বসুন তবে আমি কিন্তু আপনার ভাই- এর ভাড়া নেবো না । আপনার ভাই খুব মিষ্টি। আপনার ভাই আজ থেকে আমারও ভাই এই বলে পাশে থাকা বিস্কুটের প্যাকেট টা কুট্টুস কে ট্যাক্সি চালক দিয়ে বললো ভালো থেকো ভাই!🐕❤️

©️সংগৃহীত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pets Daddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share