Raj's Aviary

Raj's Aviary pet lover

ডাহুক, ডাইক, পানপায়রা বা ধলাবুক ডাহুক বৈজ্ঞানিক নাম: Amaurornis phoenicurusগ্রাম বাঙলার মানুষের কাছে সুপরিচিত এই প্রজাত...
13/03/2023

ডাহুক, ডাইক, পানপায়রা বা ধলাবুক ডাহুক
বৈজ্ঞানিক নাম: Amaurornis phoenicurus

গ্রাম বাঙলার মানুষের কাছে সুপরিচিত এই প্রজাতি। বর্ষাকালে এর 'কোয়াক কোয়াক' ডাক শোনা যায়।
বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ডাহুক দেখা যায়।
তবে সম্প্রতি আই.ইউ.সি.এন এই প্রজাতিটিকে নুন্যতম বিপদগ্রস্থ বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।

মাঝারি আকৃতির এই পাখিটি দেখতে অসম্ভব সুন্দর। লম্বায় ৩২-৩৩ সেন্টিমিটার হয়ে থাকে। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে অনেকটা একই রকম। ডাহুকের লেজ ছোট, লেজের নিচের অংশ লালচে আভা সমৃদ্ধ। লেজটা অধিকাংশ সময় খাড়া থাকে। হাঁটার সময় লেজটাকে নাচিয়ে হাঁটে। পা লম্বা, পায়ের নখগুলো লম্বা লম্বা—ফলে পদ্ম ও শাপলা পাতায় দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে এবং কচুরিপানার ওপর ছোটাছুটি করে। পিঠের রং ধূসর থেকে খয়েরি-কালো। মাথা, মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা। ঠোঁট হলুদ রঙের, ঠোঁটের ওপরে লাল রঙের ছোট্ট দাগ আছে। তবে ডাহুকের বাচ্চারা সবসময় কালো রঙের হয়।
ডাহুক পাখির প্রধান খাবার জলজ পোকামাকড়, ছোট মাছ, জলজ উদ্ভিদের কচি ডগা, শ্যাওলা, ধান ইত্যাদি। পোষা ডাহুক চাল, ভাত খায়। অনেক সময় খাবারের খোঁজে মানুষের কাছাকাছি চলে আসে। বাসা বাঁধে জলার ধারে ঝোপে কিংবা বাঁশঝাড়ে, তবে পানি এদের প্রধান আশ্রয়। ডাহুক খুব সতর্ক পাখি, আত্মগোপনে পারদর্শী। পুকুর, খাল, জলাভূমি, বিল, নদীর গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়। জুন থেকে সেপ্টেম্বর মাস এদের প্রজননকাল। ৬-৭টি ডিম পাড়ে। ডিমের রং ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। ডাহুক-ডাহুকি উভয়েই ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে ১৮ থেকে ২০ দিন।

দুই দশক আগেও মৌলভীবাজার জেলার হাওর-বাওর, খাল, বিল-ঝিল, ডোবা, নালা-দীঘির পাশের ঝোপঝাড়ে দল বেঁধে বাস করতো ডাহুক পাখি।

গ্রামাঞ্চলের পুকুর পাড়ের ঝোপঝাড়ে সন্ধ্যেবেলা ডাহুকের ডাক শোনা যেত। গভীর রাতেও ডাহুকের ডাকে অনেকের ঘুম ভাঙতো। তবে আজকাল আর ডাহুকের কণ্ঠ শোনা যায় না।
তবে বর্তমানে তাদের আবাস্থল ধ্বংস হচ্ছে। খাদ্য সংকট ও প্রজননকালীন সময়ে শিকারীদের উৎপাতসহ নানা কারণে হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এ প্রজাতির পাখি। শিকারিদের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পাচ্ছে না গভীর বনজঙ্গলে বসবাসকারী ডাহুকগুলো।

ছবি: ইন্টারনেট

অভাবের সময়ে, পেলিকানরা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের নিজের বুকে ক্ষত করে রক্ত পান করায়। রক্তের পুষ্টিগুণ শিশুদের...
01/04/2022

অভাবের সময়ে, পেলিকানরা তাদের বাচ্চাদের
খাওয়ানোর জন্য তাদের নিজের বুকে ক্ষত করে রক্ত পান করায়। রক্তের পুষ্টিগুণ শিশুদের বাঁচিয়ে রাখতে পারে যতক্ষণ না আরও পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায়।

প্রচন্ড গরমে পাখিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে-👉 প্রতিদিন বেলা ১০-১১ টার মধ্যে গোসলের পানি দিন। নিজে থেকে গোসল না করলে একদ...
12/03/2022

প্রচন্ড গরমে পাখিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে-

👉 প্রতিদিন বেলা ১০-১১ টার মধ্যে গোসলের পানি দিন। নিজে থেকে গোসল না করলে একদিন পর পর স্প্রে করে দিন।

👉 ফ্রিজের ঠান্ডা পানি গোসলের জন্য দিবেন না/স্প্রে করবেন না।

👉 লেবু/এলোভেরা মিশ্রিত পানি খেতে দিন।

👉 শাক-সবজি ভিজিয়ে তারপর দিন।

👉 সিডমিক্স থেকে তেলবীজ কমিয়ে দিন।

👉 প্রচন্ড গরমের দিনগুলোতে এগফুড দেয়া থেকে বিরত থাকুন।

👉 পাখিকে সরাসরি ফ্যানের বাতাসের নিচে রাখবেন না।

ভাল ও সুস্থ থাকুক
সবার ভালবাসার পাখিগুলো।

চিত্রা শালিক
09/03/2022

চিত্রা শালিক

মাশাআল্লাহ, কবুতরের চোঁখ 🖤ভয়ংকর সুন্দর! 🌸😳
03/03/2022

মাশাআল্লাহ, কবুতরের চোঁখ 🖤

ভয়ংকর সুন্দর! 🌸😳

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share