Basak birds breeder

  • Home
  • Basak birds breeder

Basak birds breeder this is a bird business related page if u like birds then like this page thank you

31/08/2024
20/03/2024

পাখির জন্য প্রাকৃতিক ওষুধ।।
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।।
আমাদের চারপাশের প্রকৃতি এমন কিছু গাছ গাছালি লতাগুল্ম আছে যেগুলো আমাদের পশু পাখির জন্য বিশেষভাবে উপকারী।।
নিচে সেইরকম কিছু গাছ ও তার উপকারিতা বিবরণে আলোচনা করা হলো।।
Basak birds breeder

১/-নিমপাতা:
এটি কৃমিনাশক ,শক্তিশালী জীবানুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস বিশুদ্ধ করে, ।।
কৃমি হলে নিমের দ্রবন প্রতিমাসে টানা 3 দিন খেতদিন ( রাতে জল বার করে সকালে দিতে হবে তিন ঘন্টার জন্য তারপর সাদা জল) ২০ থেকে ২৫ টি নিম পাতা ভালো করে ধুয়ে ৫00 গ্রাম ফুটন্ত জলের ছেড়ে দিন তারপর ১0 থেকে ১৫ মিনিট জলটাকে হালকা আঁচে ফুটতে দিন জলের রং গাঢ় বাদামী হলে পাখিকে খেতে দিন ঠান্ডা করে ।।
Basak birds breeder

২/-পেয়ারা ও পেয়ারা পাতা :
অ্যান্টিঅক্সিডেন্ট ,পালক গজায় প্রচুর ভিটামিন সি উৎস ,
পেয়ারা ও পেয়ারা পাতার রস ৫ থেকে ১0 এম এল এক লিটার জলে মিশিয়ে মাসে দুবার বা ১৫ দিনে একবার ব্যবহার করুন ।।

৩/-তুলসীপাতার:
ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা দূর করে, ভিটামিন k এর উৎস,
পাখিকে সপ্তাহে দুদিন দিতে পারেন ১ লিটার জলে ৫ থেকে ১০ এম এল তুলসীপাতার রস মিশিয়ে।।এমনি দিতে পারে যদি খায় ।।

Basak birds breeder

৪/-অ্যালোভেরা:
গরমে দুর্বলতা কমায়, কিডনি ও ফুসফুস ভালো রাখে, পেটের সমস্যা দূর করে ,পালক গজায়, বাচ্চার শরির থেকে পালক ছেড়া থেকে উপশম পাওয়া যায়, কাটা ছেঁড়া পোড়া ক্ষত দ্রুত ভালো হয় যায়, ত্বকের জন্য বিশেষ উপকারী ।
নিয়মিত ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে একদিন ১ লিটার জলের সাথে ১০ থেকে ১৫ এম এল ।।

৫/-থানকুনি পাতা :
আমাশয় দূর করে, পাখির পাতলা পায়খানা থেকে উপশম পাওয়া যায়, কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে,
প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন সারা বছর , ১০থেকে ১৫ এম এল পাতার রস জলে মিশিয়ে খেতে দিতে পারেন ।।
Basak birds breeder

৬/-পুদিনা পাতা :
পাখির খাবারে রুচি বাড়ায়, ঠান্ডা ভাব দূর করে, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের সমস্যার জন্য ব্যবহার করা যায়,।।
পুদিনাপাতা জলে ভালো করে ধুয়ে দিতে পারেন খেতে অথবা ৫ থেকে ১০ এমএল পাতার রস ১ লিটার জলে মিশিয়ে মাসে দুদিন ব্যবহার করতে পারেন ।।

৭/-আদা:
সর্দি, কফ পরিষ্কার করে ,হজমে সহায়তা করে, বমি ভাব দূর করে, দীর্ঘমেয়াদী ব্যথা দূর করে,
১ লিটার জলে ১ থেকে ২ চামচ আদা বাটা মিশিয়ে ভালো করে ছেঁকে পাখিকে খেতে দিন সপ্তাহে একবার।
Basak birds breeder

৮/-হলুদ:
ব্যথানাশক, রক্তপড়া বন্ধ করে ,ক্ষত নাশক , ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষভাবে কার্যকর ,।
১লিটার জলে ২ থেকে ৩ চামচ কাঁচা হলুদ বেটে একটা জলে মিশিয়ে ভালো করে ছেঁকে পাখিকে খাওয়াতে পারেন মাসে একবার।।

৯/-রসুন :
জ্বর নাশক ,ঠান্ডা লাগা দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধ করে ,আস্ত রসুন পাখির ঘরে রেখে দিন পোকামাকড় কম আসবে, কিন্তু বেশি পরিমাণে খাবেন না, ১ চামচ রসুন বাটা এক লিটার জলে মিশিয়ে ভালো করে ছেকে পাখিকে খাওয়াতে পারেন মাসে একবার। ।
Basak birds breeder

১০/-তরমুজ:
অ্যান্টিঅক্সিডেন্ট উৎস, গরমে দুর্বলতা কমায়, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ।।
১০ থেকে ১৫ এম এল তরমুজের রস ১লিটার জলে মিশিয়ে মাসে ১ থেকে ২ বার, প্রচন্ড গরমে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন অথবা ছোট ছোট করে কেটে খাওয়াতে পারেন।।

১১/-সজনে পাতা:
বহু রোগের ওষুধ, ক্যালসিয়ামের প্রকৃত উৎস ,পেটে গ্যাস ,বদহজম ও পেটের ব্যথা থেকে উপশম দেয়, টিউমারজনিত ফোলা জায়গায় বেটে প্রলেপ এর মত ব্যবহার করতে পারেন।।
১ লিটার জলে ১০ থেকে ১৫ এমএল সজনে পাতার রস মিশিয়ে পাখিকে মাসে একবার দিতে পারেন পাতাও দিতে পারেন যদি আপনার পাখি খায়..।।

Basak birds breeder

১২/-লেবুর রস :
চর্বি কমায় ,অ্যান্টিঅক্সিডেন্ট এর উৎস, গরমে দুর্বলতা কমায় ,ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ,যে কোন ক্ষত দ্রুত শুকায়, রুচিবর্ধক, হজমকারক ,
১ লিটার জলের সাথে ৩০এম এল লেবুর রস প্রতি সপ্তাহে দুদিন দিতে পারেন ।।

এই খাবারগুলি নিয়মিত ব্যবহার করলে পাখিকে অনেক রোগ থেকে মুক্ত রাখা যায় ।।

ভিটামিন ও ক্যালসিয়াম ওষুধ খুব বেশি প্রয়োজন হয়না।।
পাখির জলের পাত্রে ফলের ও পাতার রস দেওয়া যেতে পারে কিন্তু কিছু পাখি নিজেরাই এগুলো খেতে পছন্দ করে তাদেরকে পাতার রস করে জল মেশানো দরকার নেই ।।
পোস্টটি ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন।

ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আরো পোস্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল Basak birds breeder সাবস্ক্রাইব করতে পারেন সেখানে প্রতিনিয়ত ভিডিও পাবেন সমস্যার ওপরে নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিংক নিচে দেওয়া হল

‌Basak birds breeder

‌ ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম Basak birds breeder

Youtube chenel LINK:-
https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw
page link.
https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
Basak birds breeder

পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ?? আমিও প্রথমে এভাবেই ভেবেছিলাম। YouTube এ্ কিছু ভিডিও বা Faceb...
21/02/2024

পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ?? আমিও প্রথমে এভাবেই ভেবেছিলাম। YouTube এ্ কিছু ভিডিও বা Facebook এ কিছু পোস্ট দেখে। কিন্তু বিদেশি পাখি পালন ব্যবসার বর্তমান যা অবস্থা তাতে এ ধরনের পোস্ট দেখে কেমন যেন নিজেকে অসহায় মনে হয়।। part -2
Basak birds farm
হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি রাজ তোমরা দেখছো আমার page - basak birds farm, পোস্টটা ভাল লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন।।
আজ আমরা আলোচনা করব এ ধরনের ইউটিউব ভিডিও ফেসবুক পোস্ট এবং বিদেশি পাখি পালনের ভবিষ্যৎ নিয়ে ।।
Basak birds farm
মূল আলোচ্য বিষয় :
।।প্রশ্ন।।
1: বিদেশি পাখি পালনের আদৌ কি কোন ভবিষ্যৎ আছে?? পাখি পালন করে কি সংসার চালানো সম্ভব??

2: মাসে ন্যূনতম 5000 টাকা উপার্জন করতে গেলে কত জোড়া পাখি ও কি পাখি পালন করতে হবে হিসাব সহ আলোচনা করব।।

3: নতুন পাখি পালকদের কি পাখি পালন করা উচিত।।কিভাবে পালন করা উচিত এটা নিয়েও আলোচনা করব।।

4: পাখি পালন করে আদেও কি প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ?? সম্ভব হলে কিভাবে?? পাখি পালনের ভবিষ্যৎ কি?

5: পাখি পালন করে ভবিষ্যতে কি ভালো কিছু ইনকাম করা যেতে পারে??

আমাদের এই পোস্ট প্রথম পার্টি আমরা আলোচনা করেছিলাম প্রথম দুটি পয়েন্ট নিয়ে ,আজ আলোচনা করব বাকি তিনটি পয়েন্ট নিয়ে যেগুলো হল নতুন পাখি পালকদের কি করা উচিত তাদের কি প্রচুর টাকা ইনকাম করা সম্ভব??

উত্তর.. 4:
নতুন পাখি পালকদের এই মুহূর্তে কি করা উচিত এই নিয়ে আলোচনা করার আগে আমাদের জেনে রাখা উচিত নতুন পাখি পালকদের পরিমাণ খুবই কম এখন যার কারণে পাখির বাজার মূল্য কমে যাচ্ছে তাও যারা নতুন পাখি পালন শুরু করতে চায় তাদের জন্য বলব পাখি পালনের আগে পাখি পালন সম্পর্কিত কিছু কথা জেনে রাখার প্রয়োজন । ।।
Basak birds farm
প্রথমত আবেগের সাথে যার তার কাছ থেকে পাখি না কেনা পাখি কেনার আগে পাখি পালন পেশার সাথে জড়িত কমপক্ষে দুই থেকে তিনজনের সাথে আলোচনা করা পাখি পালন শুরু করা পাখী পালন করা প্রচুর টাকা ইনকাম করবেন এই ধারণাটি মনের মধ্যে রাখবেন না কারণ পাখি পালন করে প্রচুর টাকা ইনকাম করা কোনভাবেই সম্ভব নয়। কিভাবে সম্ভব নয় সেটা জানার জন্য এই পোস্টটির প্রথম পাঠ আমাদের পেজে গিয়ে পড়ুন সেখানে পরিষ্কারভাবে আলোচনা করা আছে হিসেবের সাথে। ।।
পাখি পালন করার আগে পাখি পালনের সঠিক পদ্ধতি জেনে রাখা দরকার। যেমন খাঁচার মাপ, হাড়ির মাপ ,কখন কি খাবার দেওয়ার প্রয়োজন ,কখন কি ওষুধ দেওয়ার প্রয়োজন, বেশি পরিমাণে বাচ্চা পাওয়ার জন্য কি করা উচিত এইসব কিছুই অতি প্রয়োজনীয় ।।
পাখি পালন করার আগে পাখি পালনের সাথে যুক্ত কমপক্ষে দুজনের সাথে ভালো সম্পর্ক রাখাটা অতি প্রয়োজনীয়। তারাই আপনাকে সাহায্য করবে পাখি কেনার সময় বাইরে থেকে কম দামে পাখি না কিনে বাড়ির কাছের কোন ব্রিডার বা দোকান থেকে কিনুন কারণ তারাই পরবর্তীতে আপনার বাড়ির পাখি বিক্রি করতে সাহায্য করবে,।।
Basak birds farm
পাখি পালন করে কি প্রচুর টাকা ইনকাম করা সম্ভব না পাখি চাষ করে প্রচুর টাকা ইনকাম করা কখনোই সম্ভব না কারণ পাখি পালন করে খরচা বা কত ইনকাম তার হিসেব আমি এই পোস্টের প্রথম পয়েন্টে বিস্তারিতভাবে আলোচনা করেছি চাইলে প্রথম পোস্ট দেখতে পারেন। ।।
পাখি পালন করে টাকা ইনকাম করতে গেলে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে যেটা সকলের পক্ষে সম্ভব নয়। ১০০ জোড়া পাখি থেকে আপনার মাসিক আই হতে পারে ৫০০০ টাকা। আমার নিজের দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি।।
Basak birds farm
আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কত জোড়া পাখি আছে কি পাখি আছে ও তা থেকে মাসে কত টাকা ইনকাম হয় যাতে নতুন পাখি পালনেরা কিছু ইনকামের আশায় এই পাখি পালন শুরু করার জন্য একটা প্রাথমিক ধারণা পায়।।

5:
পাখি পালনের ভবিষ্যৎ কি এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেটা সকল পাখি প্রেমের মনের মধ্যে থেকেই থাকে আর এটা হওয়া স্বাভাবিক। আজ থেকে 10 বছর আগে আমি যখন পাখি পালন শুরু করি তখন পাখি থেকে প্রতি মাসে যে টাকা ইনকাম করতাম তার থেকে আজ ৫০ শতাংশ কম ইনকাম হচ্ছে প্রতি বছর হিসেবে পাখির দাম পাঁচ শতাংশ হিসেবে কমছে পাখি পালনের ভবিষ্যৎ যে খুব একটা ভাল নয় সেটা বোধহয় কারো বোঝার বাকি নেই। ।
Basak birds farm
পাখির খাবারের দাম দিন দিন বেড়েই চলেছে আমি যখন পাখি পালন শুরু করি তখন খাবার ছিল ১৮ টাকা প্রতি কেজি। যে দানাটা এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাখি বিক্রি করতে গেলে বদ্রি পাখি ২৯০ থেকে ৩০০ টাকা ফিন্স পাখি ২৫০ থেকে ৩০০ টাকা ককটেল পাখি ১৮০০ থেকে ২০০০ টাকা প্রতি জোড়া বিক্রি হতো। এ থেকে কম বেশি কিছু লাভ থাকতো কিন্তু বর্তমানে সেটি পুরো উল্টো হয়ে গেছে। দানার দাম বেশি পাখির দাম কম তখন ভাবতাম হয়তো পাখির ভবিষ্যৎ ভালো হবে। এখন ভাবি অতিত ভাল ছিল ।।
আগামী দিন যে পাখির ব্যবসায়িক চাষ এর ভবিষ্যৎ ভালো না সেই ব্যাপারে অবগত থাকা ভালো।
Basak birds farm
পাখির ব্যবসা সম্বন্ধে আপনাদের কি বক্তব্য কত টাকা ইনকাম করা যেতে পারে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন।।
Basak birds farm
এই ধরনের পোস্টগুলো লিখতে আমাদের প্রচুর সময় লাগে অনেক লোকের কাছে মতামত নিতে হয় যদি আমাদের এই পোস্টটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা follow করে একটু মোটিভেট করবেন যাতে এই ধরনের পোস্ট আমরা দিতে থাকি।

Thank you
Basak birds farm

Today bird setup
14/02/2024

Today bird setup

পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ?? আমিও প্রথমে এভাবেই ভেবেছিলাম। YouTube এ্ কিছু ভিডিও বা Faceb...
07/02/2024

পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ?? আমিও প্রথমে এভাবেই ভেবেছিলাম। YouTube এ্ কিছু ভিডিও বা Facebook এ কিছু পোস্ট দেখে। কিন্তু বিদেশি পাখি পালন ব্যবসার বর্তমান যা অবস্থা তাতে এ ধরনের পোস্ট দেখে কেমন যেন নিজেকে অসহায় মনে হয়।।

Basak birds farm

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি রাজ তোমরা দেখছো আমার page - basak birds farm, পোস্টটা ভাল লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন।।
আজ আমরা আলোচনা করব এ ধরনের ইউটিউব ভিডিও ফেসবুক পোস্ট এবং বিদেশি পাখি পালনের ভবিষ্যৎ নিয়ে ।।

Basak birds farm

মূল আলোচ্য বিষয় :

।।প্রশ্ন।।

1: বিদেশি পাখি পালনের আদৌ কি কোন ভবিষ্যৎ আছে?? পাখি পালন করে কি সংসার চালানো সম্ভব??

2: মাসে ন্যূনতম 5000 টাকা উপার্জন করতে গেলে কত জোড়া পাখি ও কি পাখি পালন করতে হবে হিসাব সহ আলোচনা করব।।

3: নতুন পাখি পালকদের কি পাখি পালন করা উচিত।।কিভাবে পালন করা উচিত এটা নিয়েও আলোচনা করব।।

4: পাখি পালন করে আদেও কি প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ?? সম্ভব হলে কিভাবে?? পাখি পালনের ভবিষ্যৎ কি? পাখি পালন করে ভবিষ্যতে কি ভালো কিছু ইনকাম করা যেতে পারে??

বিদ্র: লাস্ট কয়েক মাসের আমার সাথে ঘটে যাওয়া কিছু খারাপ অভিজ্ঞতা আলোচনা করব।।

Basak birds farm

।। উত্তর। ।

1: প্রথমেই বলি পাখি পালন করে কখনোই প্রচুর টাকা ইনকাম করা সম্ভব নয় বা সংসার চালানো সম্ভব নয় কারণ একটা সংসার চালাতে গেলে কমপক্ষে মাসে 15 থেকে 20 হাজার টাকার প্রয়োজন।
আর পাখি পালন করে মাসে 15- 20 হাজার টাকা ইনকাম করতে গেলে কমপক্ষে 500-600 জোড়া ছোট পাখি করতে হবে আর যদি কেউ বড় পাখি করতে চায় তাহলে 150 থেকে 200 জোড়া পাখি রাখতে হবে । ওই পাখির থেকে যে পরিমাণে বাচ্চা হবে সেগুলোকে ভালো দামে বিক্রি করতে গেলে নতুন সমস্যার সম্মুখীন হতে হবে।

এখানেও আপনার মনে হতে পারে এত পাখি থেকে আরও বেশি ইনকাম হবার কথা কিন্তু বাস্তবতা যাচাই করলে পাখির খাবার খরচা ও অন্যান্য খরচ আপনার 80 থেকে 90 শতাংশ টাকা চলে যাবে। লভ্যাংশ মাত্র 10 থেকে 12 শতাংশ ।।
অতহেব পাখি পালন করে সংসার চালানো একটা আসা মাত্র কিন্তু অন্য কোন পার্মানেন্ট কাজের সাথে পাখি পালন করা যেতে পারে সামান্য কিছু ইনকামের জন্য।

Basak birds farm

2: মাসে ন্যূনতম 5000 টাকা ইনকাম করতে গেলে আপনাকে কমপক্ষে 30- 50 থেকে জোড়া বড় পাখি অথবা 100 থেকে 150 জোড়া ছোট পাখি চাষ করতে হবে ।।
কিভাবে করতে হবে প্রতি জোড়া পাখির জন্য আলাদা খাঁচা দিতে হবে ও আলাদাভাবে ব্রিডিং প্রগ্রেস নজর রাখতে হবে।।

হিসাব ধরুন আপনি পাখি পালন করবেন 100 জোড়া। বছরে প্রাথমিক খরচা সম্পূর্ণ বাদ দিলাম । একজোড়া বদ্রি পাখি বছরে কমপক্ষে চারবার বাচ্চা দেবে চারটে করেও বাচ্চা দিলে বছরে একজোড়া পাখি থেকে আপনি 16 পিস বাচ্চা পাবেন মানে 8 পেয়ার।। 8 জোড়া সেল করতে গেলে 170 থেকে 180 টাকা পাইকারি মূল্য পাবেন। 8 জোড়া পাখির দাম 170 টাকা করে হলে আপনার মোট মূল্য দ্বারা 1360 টাকা।

একজোড়া পাখি থেকে বছরে 16 টা বাচ্চা পেলে 100 জোড়া পাখি থেকে বছরে বাচ্চা হবে 1600 পিস মানে 800 জোড়া 170 টাকা জোড়া দাম পেলে টোটাল দাম হবে 136000(100 জোড়া থেকে ইনকাম)
প্রতি মাসে খাবার লাগবে 100 জোড়া পাখির জন্য 100 থেকে 110 কেজি ,প্রতি কেজি দানার দাম যদি 50 টাকা হয় তাহলে আপনার মাসে দানার জন্য খরচা পড়বে (শুধুমাত্র দানা খাবারজন্য )5000 থেকে 6000 টাকা।।

Basak birds farm

এক বছরে খরচ হবে 60 থেকে 70 হাজার টাকা এবং 20 থেকে 30 হাজার টাকা পাখির জন্য নরম খাবার, ওষুধ সমুদ্রে ফেনা ,টোটাল কস্ট টোটাল আপনার 100 জোড়া পাখির পিছনে মাসে খরচা পড়বে, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি।
টোটাল ইনকাম যদি 136000 হয়ে থাকে পাখির পিছনে যদি 1 লাখ টাকা খরচা হয়ে থাকে টোটাল ইনকাম হবে এক বছর শেষে 36 হাজার টাকা এটা আপনি ১২ মাসে ভাগ করলে মাসে আপনার লভ্যাংশ দাঁড়াবে 3000 টাকার কাছাকাছি কিন্তু তখনই 3000 টাকা লাভ হবে প্রতি মাসে যদি প্রত্যেকটা জোড়া আপনাকে চারটি করে বাচ্চা দেয়।।

এর কম দিলে বা কোন কারনে আপনার ঘরে বাচ্চা কম হলে এর টাকা আপনার লাভের থেকেই বাদ যাবে।।

প্রত্যেকটা আলাদা আলাদা পাখির এই দামের হিসেব খাওয়া খরচা লাভের হিসেব না মিলতেও পারে এটা শুধুমাত্র বদরি পাখির একটা এস্টিমেট হিসেব।।

Basak birds farm

আর এই পোস্টটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখনো দুটো পয়েন্ট বাকি আছে যেগুলোকে আমি পরের পোস্টে আপডেট করব ।।

যদি এই পোস্টটা আপনাদের ভালো লেগে থাকে আপনার অবশ্যই আমার পেজটা ফলো করবেন। কারণ আমি এ ধরনের নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করার পোস্ট দিয়ে থাকি ।।

এই পোস্ট দ্বিতীয় পাঠ (3-4 no প্রশ্ন ও উত্তর )পড়ার জন্য আমাদের পেজটি আপনাকে ফলো করতে হবে যখন দ্বিতীয় পাঠ দেয়া হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।।

Basak birds farm

এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ।
Basak birds farm
এ ধরনের আরো পাখি সম্বন্ধিত পোস্ট পড়ার জন্য আমাদের webside ভিজিট করতে পারেন।

https://basakbirdsfarm.blogspot.com/

01/02/2024

Please page ko like & follow karo

Death 🥺🥺
28/01/2024

Death 🥺🥺

নূতন ফিঞ্চ পাখির পালকের  কিছু প্রশ্ন বন্ধুরা আসা করি তোমরাসবাই ভালো আচ্ছ তোমাদের সব পাখিরাও ভালো আছে আমি রাজ আজ আলোচনা ক...
04/01/2024

নূতন ফিঞ্চ পাখির পালকের কিছু প্রশ্ন

বন্ধুরা আসা করি তোমরাসবাই ভালো আচ্ছ তোমাদের সব পাখিরাও ভালো আছে আমি রাজ আজ আলোচনা করবো নূতন ফিঞ্চ পাখির পালকের কিছু প্রশ্নের ব্যাপারে.

BASAK BIRDS BREEDER

Finch bird breeding business common question answer. ফিনচ পাখির ব্যাবসার কিছু প্রশ্ন উত্তর।।।

প্রশ্ন.

ফিঞ্চ পাখি কতদিন বয়সে প্রাপ্ত বয়স্ক হয় ও ডিম পারে ??

:-ফিঞ্চ পাখি সাধারণত ডিম ফুটে বার হবার তিন মাসের মধ্যে প্রাপ্ত বয়স্ক হয়ে যাই ও ব্রিড করে ডিম দিতে পারে. কিন্তু কম্পক্ষে পাঁচ মাস বয়স এর আগে ফিঞ্চ পাখি কে ব্রিডিং এ দেয়া উচিত না. অনেক সমস্যা হতে পারে.
BASAK BIRDS BREEDEr

ফিঞ্চ পাখি কতগুলো ডিম্ দেয় ও কত গুলো
বাচ্চা হয় ??

:-ফিঞ্চ পাখি কম পক্ষে চার টা ও সর্বোচ্চ আট- দশ টা ডিম দিতে পারে কিন্তু পাঁচ থেকে ছয় টি বাচ্চা hoi

ফিঞ্চ পাখি কে কি খেতে দিতে হবে ভালো ব্রীড পাবার জন্য. ????

ফিঞ্চ পাখি মাইন খাবার ছোটো কাঙনি দানা . এছাড়া সফ্ট ফুড হিসাব চিড়া খেতে দিতে পারেন প্রতিদিন সকালে.এগ্গফুড দিতে পারেন সপ্তায় দুদিন, সবজি ও দিতে পারেন খুব সূক্ষ সুক্ষ করে কেটে ভালো করে জলে ধুয়ে. সবুজ শাক পাতা ও দিতে পারেন..
BASAK BIRDS BREEDER

কম পক্ষে কত জোড়া পাখি নেয়া উচিত ??

ফিঞ্চ পাখি বা অন্য কোনো পাখি কম পক্ষে পাঁচ জোড়া না থাকলে ভালো ডিম বাচ্চা করে না.তাই যেকোন কোনো পাখি কিনবেন কম পক্ষে পাঁচ জোড়া কিনুন..

ফিঞ্চ পাখির কলোনী করে ভালো না আলাদা আলাদা খাঁচা করে ভালো আলাদা আলাদা জোড়ার জন্য ???
যে কোনো পাখি কলোনী ও খাঁচায় রাখার আলাদা আলাদা ভালো গুন্ ও খারাপ গুন্ আচ্ছা যেমন কলোনীতে রাখলে পাখি ভালো থাকে সুস্থ থাকে রোগবালাই কম হয় পাখির মন ভালো থাকে খাওয়াদাওয়া ঠিক মতো করে কিন্তু কলোনি তে ভালো ব্রীড হয় না বাচ্চা ভালো হয়না মারামারি হতে পারে. দশ জোড়া পাখি থাকলে পাঁচ জোড়া ডিম বাচ্চা করে না.
কলোনিতে আবার খাবার জল দিতে সময় কম লাগে.
কিন্তু খাঁচা ঠিক তার উল্টো হয় যেমন খাঁচায় ভালো ব্রীড হয় কিন্তু পাখি খাওয়াদাওয়া ঠিক করেনা চুপচাপ বসে থাকে একজায়গায়. রোগবালাই হয়.
খাবার দিতে অনেক বেশি সময় লাগে.
BASAK BIRDS BREEDER

ব্রিডিং এর জন্য খাঁচায় কি কি দেয়ার প্রয়োজন ???

বেশি কিছুর প্রয়োজন নাই সুমুদ্রের ফেনা ইটের গ্রিড লাল বালি ও সন্ধক লবন মুরগির ডিমের খোলা রোদ্দুর শুখিয়ে দিলেই হবে.

ফিঞ্চ পাখি বছরে কত বার ডিম

Is this right
04/01/2024

Is this right

New video coming
21/09/2023

New video coming

all season soft food for cocktails & love bird | best for rainy season soft food

For new home, Massage inbox
19/08/2023

For new home,
Massage inbox

16/07/2023

Cocktails

16/07/2023

Cocktails birds

15/07/2023

Address

Arbalia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basak birds breeder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share