Rashed Pigeon Loft

  • Home
  • Rashed Pigeon Loft

Rashed Pigeon Loft ভালোবাসার কবুতরের খামার

কবুতরের মাসিক কোর্স....
26/07/2021

কবুতরের মাসিক কোর্স....

19/06/2021
২০২১ সালের রমজানের সময়সূচী ...
01/04/2021

২০২১ সালের রমজানের সময়সূচী ...

25/10/2020

মহানবী (সা.) কে অবমাননায় ফ্রান্সের পণ্য বয়কট করেছে কুয়েত।
এছাড়াও অনেক মুসলিম বিশ্ব তীব্র নিন্দা জানিয়েছে। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগে উত্তাল। আর আমরা কি করছি?

জানি ই না ফ্রান্স কি করেছে!! কেনো তাদের পণ্য বয়কট করার ডাক দিচ্ছে পুরো মুসলিম বিশ্ব।
যেই পরিস্থিতিতে মিডিয়ার সব চাইতে বড়ো ভূমিকা রাখা প্রয়োজন সেখানে তারা দেখেও না দেখান ভান করে আছে।

যদি সত্যিই মিডিয়া নিশ্চুপ থাকে তাহলে আপনারাই এক একজন মিডিয়া। যে যার অবস্থান থেকে ফ্রান্সকে বয়কট করার দাবী তুলুন, প্রতিবাদ করুন।

কবুতরের মাসিক কোর্সসংগৃহীত ...
26/05/2020

কবুতরের মাসিক কোর্স
সংগৃহীত ...

হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডার জন্য কিছু চিকিৎসা...!!  এবং ভিটামিন...!!
23/05/2020

হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডার জন্য কিছু চিকিৎসা...!! এবং ভিটামিন...!!

20/05/2020

আল্লাহর রহমত থাকলে আমিও এরকম একটি লফট করতে চাই।যেখানে অর্ধ আবদ্ধ অবস্থায কবুতর পালন করা হবে। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এর ছাদে। আকার টা হবে ৮০০ স্কয়ার ফুট। আশাকরি ৫০০ জোড়া কবুতর পালেন জন্য যথেষ্ট হবে..!!
সবাই দোয়া করবেন..!!

আমার লফটে আরও এক জোড়া নতুন অতিথির আগমন...!!
19/05/2020

আমার লফটে আরও এক জোড়া নতুন অতিথির আগমন...!!

আমার ছোট্ট লফট..!!
18/05/2020

আমার ছোট্ট লফট..!!

আমার লফটের বাচ্চা...!! দেশী কবুতর..!!আল্লাহর রহমতে জাতটা ভালো আছে। বাচ্চা সবসময় 2 টা হয় এবং বছরে ৭-৮ জোড়া পাই। এদের বাবা...
18/05/2020

আমার লফটের বাচ্চা...!!
দেশী কবুতর..!!আল্লাহর রহমতে জাতটা ভালো আছে। বাচ্চা সবসময় 2 টা হয় এবং বছরে ৭-৮ জোড়া পাই। এদের বাবা মা আবার ডিম দিয়েছে..!!

16/05/2020

আপনি যদি ১০ মিনিট ধৈর্য্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং ভিডিওতে দেওয়া ট্রিটমেন্ট টা সঠিক ভাবে সময় মতো করতে পারেন ও আক্রান্ত কবুতরটাকে সেবা দিতে পারেন। তাহলে ইনসাআল্লাহ সবুজ চুনা পায়খানা সাথে বমি,ঝিমানো বদ হজম এর জন্য খুব ভালো উপকার পাবেন।
video টি অন্য পেজ থেকে সংগ্রহ করা...!!
#পেইজ_লিংক:-
https://mbasic.facebook.com/watch/?v=716809229064360&ref=bookmarks&_rdr

13/05/2020

কবুতরের ঘাড় টাল রোগ বা নেক প্যারালাইসিস হলে করণীয়

টাল রোগ সকল কবুতর পালক কিংবা খামারীদের কাছে অন্যতম প্রধান রোগ। এটি ব্যকটেরিয়া জনিত রোগ,প্যারাটাইফয়েড ব্যকটেরিয়ার কারনে এই রোগ হয়। হঠাৎ করে এই রোগ দেখা দেয়না,রোগ ভাল করতে বেশ সময় লেগে যায়। কবুতরের ঘাড় অবশ হয়ে যাওয়া,দাড়িয়ে থাকতে না পারা,উড়তে গেলে পড়ে যাওয়া,ঘুরতে থাকা ইত্যাদি এই রোগের লক্ষন। ভিটামিন বি এর অভাবে এই রোগটি বেশী দেখা যায়।
চিকিৎসাঃ আμান্ত কবুতরকে প্রতিদিন সকালে ‘নিউরো বি’ ইনজেকশান ০.২৫ সিসি বুকের নরম স্থানে দিতে হবে পরপর ১০ থেকে ১৫ দিন(১৫ দিনের বেশী দেওয়া যাবে না)। সেই সাথে নিউরো বি/নিউবিয়ন/নিউরো কেয়ার বা এ জাতীয় ট্যাবলেট দিতে হবে,,প্রতি কবুতরকে একটি ট্যাবলেটের অর্ধেক অংশ দিনে একবার খাওয়াতে হবে । কবুতর যদি নিজে খাবার খেতে না পারে,তাকে হ্যান্ড ফিডিং বা তুলে খাওয়াতে হবে । দিনে দুইবার রাইস স্যালাইন ২০ থেকে ৩০ মি,লি খাওয়াতে হবে । কবুতরের ঘাড় টাল রোগ প্রতিরোধ করতে কবুতরকে প্রতি সপ্তাহে একদিন মাল্টিভিটামিন/ভিটামিন বি খাওয়াতে হবে। আপনি স্কয়ারের লিভওয়েল সিরাপ ব্যবহার করতে পারেন,২.৫ মি.লি সিরাপ ৫০ মি.লি পানিতে মিশিয়ে অন্তত সপ্তাহে একদিন দিতে চেষ্টা করবেন । সিরাপ পানিতে মেশানোর ৬ ঘন্টা পর অবশিষ্ট দ্রবন ফেলে দিবেন,আর সিরাপের বোতলের মুখ খোলার পর ১ মাসের মধ্যে ব্যবহার করবেন।
লিভওয়েল একটি নিরাপদ মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সল্যুশান। এতে যতগুলি উপাদান আছে বাজারের অন্য কোন মাল্টিভিটামিন সিরাপে নেই ।
copy-paste

13/05/2020

কবুতরের কিছু রোগ এবং চিকিৎসা
১। চোখের সমস্যা,,চোখ দিয়ে পানি পড়া,চোখ বন্ধ হয়ে গেলে,,, গ্যাটিসন ড্রোপ ২ বেলা ২ ফোটা করে দিবেন।।
অনেকে সিনাজেন,,গ্যাটিডাট,,সিবোডেক্স ব্যবহার করে।।কিন্তু গ্যাটিসনের উপর ড্রোপ নাই।
২। গাড় টাল বা প্যারালাইসিস হলে ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম ব্যবহার করবেন।।অনেকে ইনজেকশন ও ব্যবহার করে,,,,ওষুধ হিসাবে,,ভিওবিট এবং ক্যালটেট ব্যবহার করুন।।।
গাড় টাল ভালো করা অনেক সময় সাপেক্ষ।।খাদ্য তালিকায় ছোলা,বুট রাখেন।

৩।গুটি /পক্স/বসন্ত হলে,,,, পটাশ আর চুন মিশিয়ে পেষ্ট লাগিয়ে দিন।।অার মশা তাড়াবার ব্যবস্থা করুন।।অনেকে ভেটনোবেট,,পেনভিক ইত্যাদি ব্যবহার করে।
তবে আমি বলবো পটাশ আর চুন ব্যবহার করুন
৪।খাদ্য হজম না হলে,,অর্ধেক হজম হলে,গিলায় নরম নরম মনে হলে,,,জ্যাইম্যাট ট্যাবলেট ৪ ভাগের এক ভাগ খাওয়াবেন,,সাথে সিরিন্জ দিয়ে ওর স্যালাইন,,ওর সামনে কনো দানাদার খাবার দিবেন না।
(লিভার টনিক+এনজাইম) দিয়েও খাবান হজম করানো যায়।।খরচ বেশি।। দরকার নাই।
৫।সবুজ/হলুদ/নীল ফেনাযুক্ত ডায়রিয়া হলে
সিপ্রোসিন ৮ভাগের এক ভাগ।।সাথে রাইস স্যালাইন পরপর তিন থেকে ৫ দিন অবস্থা বুজে খাওয়াবেন।।
যদি ডায়রিয়ার পরিমান বেশি হয় তাহলে এমোডিস ৮ ভাগের এক ভাগ সিপ্রোসিনের সাথে খাওয়াবেন।।।রাইস স্যালাইন চলবেই সুস্হ না হওয়া পর্যন্ত।
৬।উৎপাদন কমে গেলে,,পাখা ঝুলে পড়লে
ই সেল আর ক্যালসিয়াম ব্যবহার করবেন।।
৭।ভিটামিনের অভাব অনুভব কররে কডলিভার ওয়েল এবং ক্যালসিয়াম ব্যবহার করবেন।
৮ ঠান্ডা লাগলে হিস্টারসিন সিরাপ/কিংবা ডক্সিক্যাপ ক্যাপসুল এর প্লাস্টিকস ফেলেদিয়ে লিটার পানিতে মিক্স করে তিন থেকে পাচ দিন খাওয়াবেন।।সাথে প্যারাসিটামল ব্যবহার করবেন।
৯।জ্বর,,, কাশি,,হলে সিপ্রোসিন,, প্যারাসিটামল,, লিটার পানিতে মিশিয়ে ৫ দিন খাওয়াবেন।।।
১০। দীর্ঘ দিনের ঠান্ডা,,কাশি,, হা করে নিশ্বাস, ডাকে শব্দ না হলে এজিথ্রোমাইসিন ব্যবহার করবেন।।

আমার দীর্ঘদিনের অভিজ্ঞ হতে বললাম।।কারো ভালো নাও লাগতে পারে।।তবে আমি সিউর,,এরকম করে যদি ট্রিটমেন্ট নিতে পারেন,,,সুস্হ হয়ে উঠবে।।

অনেকে ইরোকট,,ক্রেমোনিড,,মাইক্রোনিড,, কসমিকস,,scz,,কে মক্স, রেনামাইসিন বিভিন্ন ওষুধ ব্যবহার করেন।।ভালো রেজাল্ট পাওয়া যায় না।
আসলে এসব ভেটেনারি ওষুধের চেয়ে মানুষের জন্য তৈরি ওষুধ গুলোর রেজাল্ট অনেক ভালো।।
আমার অভিজ্ঞতা হতে বলতেছি কবুতরের জন্য (সিপ্রোসিন/রাইস স্যালাইন) বেষ্ট

copy-paste

কবুতরের ভিটামিন সম্পর্কে কিছু কথা বলি।।।ভিটামিনের উৎস ২ টি,,একটি প্রাকৃতিক যা বিভিন্ন খাবার হতে সংগ্রহ করে,,এটি কবুতরের ...
13/05/2020

কবুতরের ভিটামিন সম্পর্কে কিছু কথা বলি।।।
ভিটামিনের উৎস ২ টি,,একটি প্রাকৃতিক যা বিভিন্ন খাবার হতে সংগ্রহ করে,,এটি কবুতরের জন্য অত্যান্ত উপকারী।

আরেকটি কৃত্রিম যা বিভিন্ন কোম্পানীর বিভিন্ন নামের বিভিন্ন রাসায়নিক ওষুধ।।

যা সময়িকের জন্য ভালো কাজ করলেও ভবিষ্যতের জন্য খারাপ।।

আমি বিভিন্ন ভিটামিন ব্যবহারে না করছি না কিন্তু কখন ভিটামিনগুলো ব্যবহার করবেন। যখন দেখবেন আর কনো উপায় নেই।ভিটামিনের ঘাটতি।সব ঠিক থাকা সত্তেও কবুতর শুকনো,,দুর্বল,,ভালো ডিম বাচ্চা নেই।।

অনেকে মাসিক হিসেবে ভিটামিন কোর্স করান,,সারা মাস ব্যাপী,,সারা মাস ব্যাপী বিভিন্ন অসুখের কোর্স করান হাইয়ার এন্টিবায়োটিক দিয়ে।।

একটা প্রশ্ন আপনি মোটা কাটা শরীর সুস্হ সবল।।আপনি কি সুস্হ থাকার জন্য মাসের পর মাস বছরের পর বছর এই সব ক্যামিকাল রাসায়নিক এন্টিবায়োটিক,,ভিটামিন ইত্যাদি দিয়ে কোর্স করেন।।

না অসুস্হ হলে ভিটামিনের ঘাটতি হলে ওষুধ গ্রহন করেন।।

শোনেন ভাই কবুতরের লিভার অতি ক্ষুদ্র।মানুষ সহ্য করতে পারে না ঐ সব রাসায়নিক ক্যামিকাল,, ওষুধ,,
কবুতর কি ভাবে সহ্য করতে পারবে?

কিন্তু রোগ হলে ওষুধ খাওয়াবেন,,ভিটামিনের ঘাটতি হলে ভিটামিন খাওয়াবেন।।

সুস্থ অবস্থায় ঐ সব ক্যামিক্যাল খাওয়াবেন না।

এতে কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।পরবর্তীতে অসুখ হলে ওষুধে কাজ করেনা।।

আর মাসের পর মাস ভিটামিন খাওয়ালে প্রাকৃতিক ভাবে খাবার হতে ভিটামিন সংগ্রহ করতে পারবে না।।ওষুধের উপর সম্পুর্ন নির্ভরশীল হয়ে পড়ে।।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।।যে কবুতরের গড় আয়ু ১০ বছর ঐ কবুতর ৫ বছরের আগেই বিভিন্ন অসুখ বিসুখে মারা যায়।।

তাই সুস্থ অবস্থায় এন্টিবায়োটিক কোর্স,,ভিটামিন কোর্স এই গুলো বাদ দেন।

প্রয়োজনীয় সুষম খাবার দেন।।
মিক্স খাবার পাচমিশালী খাবার দেন,,, ভালো মানের গ্রিট দেন,,,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।।
কবুতর বছরের পর বছর ভালো থাকবে,, সুস্থ থাকবে।।

copy-paste

13/05/2020

কবুতরের বিনা পয়সার কামলা ও তার কাজ ঃ
************************************

যারা গিরিবাজ কবুতর পালি তারা সারা বছর যে যা করি , শীতের আগে আমরা কবুতর নিয়ে কাজ শুরু করি .সময় দেই । নিজে ধান ধুই , খাবার মিলাই । সময় পেলে নিজে খাবার দেওয়ার চেষ্টা করি ।

অনেকেই আরও ১ মাস পর থেকেই কবুতর বাহিরে দেওয়া শুরু করবেন ।

এই সময় সতর্কতা ও করণীয় ঃ
************************************
১)অনেক দিন কবুতর আটকা থাকার পর , শরীর ভারি হয়ে যায় তাই খুব সাবধানে বাহিরে দেওয়া

২) কবুতর অনেক গুলি আছে যারা ছাড়ার পর বাসায় না বসে ডাঈড়েক ঊড়াল দেয় আর পরে যায় অন্য কোথাও তাই এদের একটু শরীর ভিজিয়ে বা পাণি স্প্রে করে / খাঁচার ভিতর গোসল করিয়ে বাহিরে দেওয়া ভালো তাতে তারা ছাদে থাকবে ।

৩) প্রথম থেকেই সকালে না ছেড়ে বীকালে ছেড়ে তারপর ৫/৭ দিন পর আছতে আছতে রোদের তাপ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে সকালে বাহিরে দেওয়া ভালো ।

৪) ১০/ ১৫/২০ দিন শুধু বাহিরে দিবেন যখন নিজে ঊড়ে পর ফ্রি হবে তখন আছতে আছতে ণাড়া দিবেন চাপ বা ফ্লাগ দিবেন না । কবুতর ১/২/৫ চক্কর দিক অসুবিধা নেই ।
আছতে আছতে ঊড়া বাড়বে ।

৫) এই সময় কবুতর প্রথমে অল্প উড়েই হাপায় ৫ মিনিটে মণে হয় ৩ ঘণ্টা ঊড়লো । আর অল্প ঊড়ে শরীর ও ব্যাথা হয় ।যেমন আমরা ১ বছর পর হটাত ক্রিকেট বা ব্যাডমিন্টন খেল্লে যেমন লাগে জয়েন্ট ব্যাথা হয় তেমন ।

A)এই হাঁপানি কমাতে আগের দিন আস্ত ধইণ্ণা ও ছব ১ লিটার পানিতে ১ মূঠ পরিমাণ ভিজিয়ে রেখে পরের দিন ঊড়ে নামলে রেস্ট দিয়ে তারপর খেতে দিন ।

B) ব্যাথা কমাতে গোল হলুদ বেটে বা অনেকে ঐ হলুদ কিছুক্ষণ পুড়িয়ে উপরের কালো আবরণ ফেলে ভিতরের অংশ বেটে ১ লিটার পানিতে ১ চা চামচ মিশিয়ে ঐ পাণি খাওয়ান ইনশাআল্লাহ উপকার হবে ।

C) এই সময় কবুতর এর দিকে খেয়াল রাখা অনেক রোদে কবুতর অসুস্থ হয় , চোখ ঊঠে , শুকীয়ে যায় , হটাত খাওয়া বন্ধ করে , শুধু পাণি খায় , ঝীমায় তাদের আলাদা করে চিকিৎসা করে ১০/১৫ দিন পর বাহিরে দেওয়া ।

৬) ঊড়াণো কবুতর ণর মাদি আলাদা রাখা , পাশাপাশি খাঁচায় বা ণর মাদি কাছাকাছি না রাখা ।
৭) ণর মাদি আলাদা ছাড়া প্রথম দিকে । প্রয়োজনে ণর ছেড়ে উড়িয়ে নামিয়ে আটকিয়ে তার পর মাদি ছাড়া / আজকে ণর ছাড়লেন কালকে মাদি ছাড়েন ।

৮) কবুতর পুরো ঊড়া শুরু করলে ণর মাদি একসাথে ঊড়াণ কিন্তু একসাথে ছাড়া রাখা যাবে নাহ ।
তাতে তারা চড়া মূষতি করে জোড়া খেয়ে ঊড়া বন্ধ করে পর বাড়ী দিয়ে ণেমে যায় ।

ঊড়ে নামলে বামে বা আড়ায় রেস্ট দিয়ে ধাপটিতে ছিটা আদার বা খাবার দিয়ে কবুতর আটকে ফেলতে হবে । খুব কঠিন কিন্তু অভ্যাস করতে হবে ।
৯) কবুতর একই মাণ এর না হলে দুই / তিন ভাগে ঊড়াণ ঃ

পলির কবুতর বা প্রথম বাহিনী ঃ
***********************************
এরা থাকবে সব দিক থেকে ভালো ।অভিজ্ঞ ।
ঊড়বে ভালো , যেকোনো ঝাক এর সাথে মিশে বা অনেকক্ষণ ঊড়বে । অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের কবুতরের ঝাক এর সাথে অন্য কারো ঝাক মিশে বা পাল্লার কবুতর এসে মিশে যায় তখন আপনার কবুতর শক্তিশালি না হলে ওদের সাথে চলে যাবে ।
২ণ্ড বা মিডল গ্রুপ ঃ
***********************
যারা ১ম গ্রুপ থেকে একটু দুর্বল বা নতুন তাদের কে ২ণ্ড গ্রুপ এ রাখুন ।
পলির কবুতর ক্ষমতার অর্ধেক ঊড়া শেষ হলে বা বিভিন্ন ঝাক এর সাথে মিশে যখন আবার আলাদা হয়ে বাড়ির উপর আসবে অন্য ঝাকে আবার মিশার সুযোগ থাকবে নাহ তখন ছাড়বেন ।

তৃতীয় বাহিনী ঃ
২/৪ টি কবুতর রাখুন যারা শুধু ছাদ থেকে বাম পর্যন্ত উড়তে পাড়বে ।
কবুতর নামার সময় হলে অনেক সময় বামে কবুতর দিতে হয় , তখন এদের কাজে লাগে ।
আলাদা খাঁচা রাখুন যারা বাজের থাবা খেয়ে আহত হবে বা অনেকের পালক পরে যায় বা কিনারের পর কাঁচা থাকে তাদের ঐখাণে রাখার জন্য ।
তারা ফূল ফিট হলে মূল খাঁচায় দিবেন ।

১০) টস বা ধাপ ছাড়া বা ধাপ এ ধাপ এ ছাড়া বা জাত বাছাই করা বা সঠিক জোড়া নির্বাচন ঃ
**********************************************************************************************
প্রথমে ২/৩ দিন কবুতর ছাড়ার খাঁচায় ভরে ২০/৩০ মিনিট রেখে আবার ছাদে ছেড়ে দিন ।
না হলে প্রথম খাঁচায় ভরলে অনেক অস্থির হয় লাফালাফি করে ।
যদি ঝাক ছোটো করতে না চান তবে শীত এর মাঝামাঝি বা শেষ এর দিকে কিছু কবুতর বাড়ি থেকে ১ কিলো করে ২/৪ টা ধাপ বা ছাড়তে পারেন আপনার বাড়ির সব জাত থেকে ২/১ পিস করে ।
১ কিলো দূরে দিলে প্রথম দিকে তারা জানলো বাড়ি থেকে দূরে তাদের ছাড়া হচ্ছে । তারা মানসিক প্রস্তুতি নিলো ।
তারপর ৫ কিলো করে ২/৪ টা দিয়ে ১০ কিলো করে আগানো ।
এক ধাপ থেকে আরেক ধাপ ২/৩ ৫০ কিলো পর্যন্ত ৫০ এর উপড়ে হলে ৫-৭ দিন পর পর হলে ভালো হয় ।

সঠিক জোড়া মিলানো ও নির্বাচন ও এর গুরুত্ব ঃ
*****************************************************
কবুতর পালায় সব থেকে কঠিন অধ্যায় ।
ভালো কবুতর অনেকের কাছেই আছে কিন্তু কার সাথে কার জোড়া ভালো মিলবে বা ভালো ফলাফল আসবে তা অনেকেই জানি না , আমি নিজে ও জানি নাহ বা বুঝি না ।

দুই জন ৬০ কিলো জয় করা কবুতর জোড়া দিলেই যে তাদের বাচ্চা আসবে তার গ্যারান্টি নাই ।

সঠিক কবুতর জোড়া মিলানো আমরা যারা বূঝীণা তারা কি করতে পারি ঃ
**************************************************************************
নিজেদের পছন্দ মতো বা যা বুঝি তাই জোড়া দিয়ে ২ জোড়া বাচ্চা নিয়ে আবার আরেক ণর মাদি দিয়ে জোড়া মিলিয়ে তাদের ২ জোড়া বাচ্চা নেই ।
তারপর এদের রেকর্ড রাখি কার বাচ্চা কোণ্টা ।
তারপর খেয়াল করি কার বাচ্চা উড়তে গিয়ে হারায় , কার বাচ্চা ভালো ঊড়ে ? টস এ আসে ?
যার টা ভালো করবে আলহামদুলিল্লাহ তার জোড়া ই সঠিক , ঐ জোড়া দিয়ে বাচ্চা নেই কাজে লাগবে ।

ভূড়কী কি ?
************
অনেক সময় আমরা উড়ানোর ঝাক ছাড়ার পর দেখি কোণো কবুতর দুর্বল বা কানি পর ঝামেলার কারণে ভালো ভাবে উড়তে পারে না বা সব কবুতর ণেমে গেছে ১/২ জন ণামে নাই বা পাল্লা থেকে কবুতর এসে ণামে না , তখন বামে ২/৪ টা কবুতর দিয়ে ছিপ দিয়ে বামের ণীচ দিয়ে খোঁচা মারা জাতে ঐ কবুতর শুধু বাম থেকে একটু লাফ দিয়েই আবার বাম এ বসে পড়বে ।
তখন ঐটা দেখে ঐ কবুতর নেমে যায় ।

সাধারণ বা গরিবের কবুতরের খাবার ঃ
*****************************************
আমি সাধারণত উড়ানোর কবুতরকে খাবার দেই (আমার কবুতর ভালো ঊড়ে নাহ )
৭০% ধান
২০% রেজা
১০% গম / ৫% ভূট্টা ভাঙা / ৫% ছোলা ।
ধান ঘিগজ ধান হলে ভালো ।
অনেকে ১০ আইটেম ও খাওয়ায় ?
ভালোর শেষ নেই ।
আমি বলি THE BEST RULE IS NO RULE ???

বলা সহজ করা বা পাওয়া কঠিন ঃ
***********************************
আমরা দেখি যে ভালো করে বা জিতে সে শিকান্দার
যে খারাপ করে বা হারে তাকে বলি চকিদার ।
কিন্তু ভালো মাণ সম্পন্ন ভাবে যে হারে সেও কিন্তু অনেক শ্রম দিয়ে হারে , তাকে অসম্মান করার কিছু নেই ।
আজ কারো কবুতর ঊড়লোণাহ কিন্তু কাল যে ঊড়বে নাহ তা কি করে বলি ।
তাই যার কবুতর ভালো করে তার রুল ই রুল । তার নিয়ম ই ভালো ।
আজকে যার কবুতর ৩০ মিনিট উরে সে বুঝে ২ ঘণ্টা উরা কত কঠিন ।
আজকে যার কবুতর ১০ কিলো থেকে আসে নাহ সে বুঝে ৫০ কিলো থেকে কবুতর আসা কতো কঠিন ।
আমি এমন মানুষ দেখেছি যার কবুতর ৩/৪ ঘণ্টা ঊড়ে ছাড়লে আসে খাবার দেয় শুধু গম ????
অনেক কিছুই আমাদের জানার বাহিরে বুঝার বাহিরে ঘটে ।
বিশ্বাস রাখুন আল্লাহ সব ই পারেন ।

খাবারে অতিরঞ্জন ঃ
*************************
অনেকে ধান এ মাখন বা ঘি মিশায় তারপর রোদে শুকায় তার পর ঐ ধান কবুতরকে খাওয়ায় ।
অনেকে ফলের জূষ খাওয়ায় ।
অনেকে খাবারে ১০/১৫ আইটেম হোমাড় কবুতর এর মতো খাওয়ায় ।
অনেকে শীতে তিসি , সরিষা, কুসুম ফূল এর বীচি সূর্য মূখী ফূল এর বীচি দেয় খাবার এর সাথে এতে কবুতর উপড়ে ঊঠে কম কিন্তু নীচে বা মিডিয়াম লেভেল এ দৌড়ায় বা মোচড়ায় বা খেলে ।
আমার মতে আগে বুঝার চেষ্টা করুন ওদের কি দরকার , কোন খাবার কি কাজ করে জানার বা বুঝার চেষ্টা করুন নতুবা ভালো না হয়ে খারাপ হবে , আশীর্বাদ এর পরিবর্তে অভিশাপ হবে ।
আসুন আমরা কবুতরের মালিক না হয়ে বন্ধু হই ।

মাদক বা নেশার সাথে কবুতরের সম্পর্ক ও ক্ষতিকর দিক ঃ
****************************************************************
অনেকে নেশা জাতীয় খাবার আফিম ,গাজার বীচি , মদ ও দেয় যা অনেক সময় হিতে বিপরীত হয় ,কবুতর কোথাও থেকে ছাড়ার পর দিক রেখে অন্য দিকে চলে যায় ।অনেক সময় বাড়ির উপড়ে এসে চলে যায় । আর ঐ কবুতর ধরা পড়ার পর বেশি দিন বাঁচে নাহ ।
সাময়িক ভালো হলে ও দীর্ঘ মেয়াদ এ ফল খারাপ হয় ।

কবুতরের কালা পাণি ঃ
************************
অনেক গোপন , রহস্য ঘেরা এই কালা পাণি , অনেকে জানেন , নিজের জন্য বানান বা অনেকে বিক্রি ও করে ।
অনেকের টায় কবুতর উপড়ে ঊঠে ও ভালো ঊড়ে ।
অনেকের টায় কবুতর মিডিয়াম লেবেল এ থাকবে ভালো ঊড়বে ।
জাণা যায় এতে ১৫-২০ আইটেম থাকে , যা কবুতর এর খাবার হজম করায় , শারীরিক শক্তি বাড়ায় ।

হলুদ বা ঘোলা পানি ঃ
***********************
অনেকেই পানিতে মাঠা বা মাঠার পানির সাথে , আখের গুড় মিশিয়ে অল্প তাল্মিস্রি মিশিয়ে খাওয়ায় ।
তারা জানালো এতে কবুতর ভালো উরে ক্লান্ত কম হয় ।
আসলে যেমন ওস্তাদ এর অভাব নেই , নিয়ম এর ও শেষ নেই ।
মুল কথা হল আপনি কি করলেন বা খাওয়ালেন তা নয় , আপনার কবুতর ভালো থাকল কিনা ? বা ভালো রেসালট করল কিনা তাই মুল বিষয় ।

গোলাপী পাঊডাড় ঃ
********************
অনেক গোপন , রহস্য ঘেরা এই পাঊডাড় যা কিনা আবিষ্কারক এর কাছের মানুষ কিণে নিতে পারে ।
যা কবুতর যারা ছাড়ে বা বাজী খেলে তারা অনেকে ব্যাবহার করেন ।
অনেকে বলে এই পাঊডাড় দিলে ৫০ কিলো থেকে এসে ও কবুতর নরমাল থাকে ।

গরিবের কালা পাণি ঃ
**********************
আপনি আমলকী , হরতকি, বহেরা শুকনা কিণে ৩/৪ পিস ১ লিটার পানিতে আগের দিন ভিজিয়ে রেখে তা পরের দিন খাবার পাণি হিসাবে খাওয়ান ।
অথবা হামদর্দ এর কাড়মীণা + সিনকারা ১ লিটার এ ২+২ মিলি মিশিয়ে খাবার পাণি হিসাবে খাওয়ান ভালো ফল পাওয়া যায় ।জাতে হজম শক্তি বাড়ে , শারীরিক দুর্বলতা কমে যায় ।

অতি সন্ন্যাসী তে গাজন নষ্ট ঃ
***********************************
অনেকে আছেন যাকে পাণ তার পরামর্শ নেন ???
সবার টা নিয়ে ফল হয় খুব খারাপ , আরও কারণ ভালো পরামর্শ দেওয়ার মানুষ নেই ।
জাণে সবাই বলে না কেঊ ।
তাই যে কারো ১ জন ভালো মানুষের পরামর্শ নিন ।
শেষ কথা ঃ
অতিরঞ্জিত কিছু না করা ই ভালো ।
ন্যাচারাল বা সাধারণ ভাবে করা বা পালা ই উচিৎ ।
আমার আপনার সাধ আর সাধ্য এর মধ্যে যা পারি অতোটুকু করা ই ভালো ।

কি পাই কবুতর পেলে ঃ
************************
মনের শান্তি ।
যতই মন খারাপ হোক ওদের কাছে গেলে ভালো লাগে ।
আমি কাজের জন্য ওদের টাইম দিতে পাড়ীণা তবুও পালি , সকালে একবার দেখি , যতো রাতেই বাড়ি ফিরি ওদের না দেখলে ঘূম হয়না । আর যেদিন ছুটি পাই ঐ দিন ঈদ ।
ওদের চাওয়া পাওয়া কম । অরা স্বার্থ বূঝে না , বূঝে না আমাদের মানুষ গুলার রাজনীতি ।

বিঃ দঃ ঃ
আমার স্বল্প জাণা থেকে বলা , ভূল থাকলে পরামর্শ দিন , শুধরে নিবো শিখবো ইনশাআল্লাহ ।
আমার কবুতরকে সময় দিতে না পারায়
নিজের মেধা ভালো না হওয়ায়
ওস্তাদ না থাকায় ভালো শিখতে পারিনাই ।
তবে শেখার আগ্রহ আছে , আজীবন শিখতে চাই । আজীবন ছাত্র থাকতে চাই ।

(copy-paste)

নিজেকে রাজা বলে প্রমান করতে সর্বদা লড়াইয়ে প্রস্তত তারা। পুরানো রাজার রাজত্ব তারা মানতে নারাজ...!! অপেক্ষা কে নিজের রাজত্...
13/05/2020

নিজেকে রাজা বলে প্রমান করতে সর্বদা লড়াইয়ে প্রস্তত তারা। পুরানো রাজার রাজত্ব তারা মানতে নারাজ...!! অপেক্ষা কে নিজের রাজত্ব বিস্তার করবে তা দেখার..!!

ডিম নিয়ে বসে আছে ৩ মাদি..!! আল্লাহ ভরসা..!!
13/05/2020

ডিম নিয়ে বসে আছে ৩ মাদি..!!
আল্লাহ ভরসা..!!

কবুতরের বিষ্টা দেখে বুঝে নিন কবুতরের রোগ...
13/05/2020

কবুতরের বিষ্টা দেখে বুঝে নিন কবুতরের রোগ...

13/05/2020
12/05/2020
12/05/2020
12/05/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashed Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share