Vet Sajib Ahmed

  • Home
  • Vet Sajib Ahmed

Vet Sajib Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vet Sajib Ahmed, Veterinarian, .

Happy Birthday Offer 202313th December All day Online Telemedicine is Free.So Grab your Appointment now!!❤️🎂
13/12/2023

Happy Birthday Offer 2023
13th December All day Online Telemedicine is Free.

So Grab your Appointment now!!❤️🎂

30/04/2023
সমুদ্রে বিড়াল নিয়ে যেতে পারবেন 😀
29/04/2023

সমুদ্রে বিড়াল নিয়ে যেতে পারবেন 😀

বিশ্ব ভেটেরিনারি দিবস সফল হোক💓
29/04/2023

বিশ্ব ভেটেরিনারি দিবস সফল হোক💓

😸
28/04/2023

😸

বিড়ালের আচরণ সম্পর্কে উত্তর খুঁজতে হলে জানতে হবে কীভাবে বিড়াল মানুষের গৃহপালিতপ্রাণী হয়ে উঠলো। কুকুরের তুলনায় বিড়ালের গৃ...
10/04/2023

বিড়ালের আচরণ সম্পর্কে উত্তর খুঁজতে হলে জানতে হবে কীভাবে বিড়াল মানুষের গৃহপালিতপ্রাণী হয়ে উঠলো। কুকুরের তুলনায় বিড়ালের গৃহপালিত হয়ে ওঠার ইতিহাস অনেক ছোট। গৃহপালিত প্রাণী হিসেবে বিড়ালের প্রথম দেখা মেলে মধ্যপ্রাচ্যে আজ থেকে প্রায় নয় হাজার বছর আগে, নিওলিথিক যুগে। ইঁদুর থেকে ফসল রক্ষার জন্যই মূলত তাদেরকে পালা শুরু করে মানুষ। কিন্তু তখন বিড়ালকে খাবার দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তেমন একটা ছিলো না। খাবারের জন্য এরা মানুষের ওপর নির্ভর ছিল না, নিজেদের খাবার নিজেরাই জুটিয়ে নিত। কুকুর যেমন শিকারে সহযোগিতাসহ বিভিন্নভাবে মানুষের পাশে ছিল এবং মানুষের ফেলে দেওয়া খাবারের উপরেই নির্ভরশীল ছিল, বিড়ালের ক্ষেত্রে ঠিক এমনটি ঘটেনি। তাই মানুষের সাথে বিড়ালের সম্পর্কটি শুরু থেকেই বেশ দূরত্বপূর্ণ ছিল।

আপনার সোফা বা বিছানায় শুয়ে ঘুমানো বিড়ালটি আপনার অনেক ঘনিষ্ঠ হলেও এর পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ ছিল না। অনেকটা বুনো স্বভাব নিয়েই এরা মানুষের সঙ্গী হয়েছিল। তাই এত বছর পরেও বর্তমানে মানুষ বিড়ালকে আদর ও ভালবাসা দিয়ে অনেক আপন করে নিলেও বিড়াল এদের আগের স্বভাব খুব বেশি বদলাতে পারেনি।

'ইন্টারন্যাশনাল ক্যাট কেয়ার' সংগঠনের ডাক্তার ও ট্রাস্টি ক্যারেন হিয়েস্ট্যান্ড এ প্রসঙ্গে বলেন, "এটা আসলে বিড়াল প্রজাতিটির ওপর মানুষের ভুল বোঝাবুঝি। মানুষ আর কুকুর বহু বছর একসঙ্গে থেকেছে। বলা যায়, এদের বিবর্তন হয়েছে প্রায় একসাথেই। কিন্তু বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক সে তুলনায় খুবই নতুন। বিড়ালের পূর্বপুরুষরা একাকী থাকা স্বভাবের প্রাণী ছিল, যারা খুব একটা সামাজিক নয়।"

যে প্রজাতির বিড়াল মানুষ প্রথম বাসাবাড়িতে পালা শুরু করে তা হলো আফ্রিকান বুনো বিড়াল। এরা নিজেদের বিড়াল সমাজেই একাকী ও নির্জনে বসবাস করে। শুধুমাত্র প্রজননের সময় ছাড়া একে অন্যের সঙ্গে মেশেও খুব কম। বিড়ালই হলো একমাত্র অসামাজিক প্রাণী যাকে মানুষ গৃহপালিত বানিয়েছে। বিড়াল ছাড়া অন্য যেসব প্রাণীকে মানুষ গৃহপালিত করেছে এদের সবগুলোরই নিজেদের প্রজাতির অন্য সদস্যদের সঙ্গে সামাজিক বন্ধন রয়েছে।

পশু-পাখিসহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহও দয়া করেন। অজস্র সওয়াবে ঋদ্ধ করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা....
09/04/2023

পশু-পাখিসহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহও দয়া করেন। অজস্র সওয়াবে ঋদ্ধ করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন—

"দয়াবানদের ওপর দয়াময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।"
(সুনান আবু দাউদ, হাদিস : ৪৯৪১)

আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! পশুপাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, “প্রতিটি তাজা কলিজায় সওয়ব রয়েছে।’ (বুখারি, হাদিস : ৩৪৬৭; মুসলিম, হাদিস : ২২৪৫)

এছাড়াও রাসুল (সা.) নিজের ওজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে। প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.)-এর বিড়ালপ্রীতির কথাও প্রসিদ্ধ।

বিড়ালের চোখ রাতের অন্ধকারে জ্বল জ্বল করে।আসুন জানার চেস্টা করি কেন এমন হয়।দিনের বেলায় ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন,...
08/04/2023

বিড়ালের চোখ রাতের অন্ধকারে জ্বল জ্বল করে।আসুন জানার চেস্টা করি কেন এমন হয়।দিনের বেলায় ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, বিড়াল তার চোখ ছোট করে নিয়েছে। একই সাথে চোখের তারারন্ধ ও ছোট করে ফেলে যাতে করে চোখের ভিতরে বেশী আলো ঢুকতে না পারে।

এর কারন হলো-বিড়ালের অক্ষিপটে দুরকমের কোষ আছে- কোন আর রড কোষ।তবে এর মধ্যে কোনের চেয়ে রড কোষের সংখ্যা বেশী থাকে, এর মধ্যে কোন কোষ বেশী আলোতে দেখতে সাহায্যে করে আর রড কোষ কম আলোতে দেখতে সাহায্যে করে। অক্ষিপট হলো রড ও কোন কোষ দিয়ে তৈরী,চোখের ভিতরকার একটা পর্দা।বাইরে থেকে তারারন্ধ দিয়ে আলো ঢুকে অক্ষিপটে বাইরের বস্তুর ছবি তুলে ধরে।

বিড়ালের চোখে অক্ষিপটের পিছনেই একটা স্তর থাকে।এই স্তরটিকে ট্যাপেটাম লুসিডাম বলে।এক ধরনের কেলাস দিয়ে এই স্তর তৈরী।কেলাসে আলো পড়লে তা নানা দিকে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ভাবেই বাইরের আলো এই কেলাসের স্তরে পড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং আলো নানা দিকে প্রতিফলিত হয়।

রাতকে আমরা যতই অন্ধকার বলি না কেন অন্ধকারেই অল্পবিস্তর আলো থাকে। তাই অন্ধকার যতই ঘন হোক না কেন তা একেবারে অন্ধ করে দেয় না।বিড়ালের চোখের অক্ষিপটে রড কোষের সংখ্যা বেশী থাকার জন্য বিড়াল অন্ধকারে ভালো দেখতে পায়। রাতের অন্ধকারে বিড়াল তার চোখের তারারন্ধকে পুরোটা খুলে রাখে,যাতে বাইরের সবটা আলোই চোখের ভিতরে ঢুকতে পারে।

এই আলো তারারন্ধ দিয়ে ট্যাপেটাম লুসিডাম থেকে প্রতিফলিত হয়ে চোখের ভেতরে চারিদিকে ছড়িয়ে পড়ে।আলোক রশ্নি চোখের ভেতরে ছড়িয়ে পড়ার জন্য চোখের ভিতরটা আলোকিত হয়ে ওঠে আর অক্ষিপটেও বাইরের বস্তুর স্পস্ট প্রতিচ্ছবি গঠিত হয়।
প্রতিফলিত আলোয় চোখের ভেতরটা উজ্বল হওয়ার জন্যই অন্ধকারে বিড়াল দেখতে পায় এবং বাইরে থেকে দেখলে বিড়ালের চোখের ভেতরটা জ্বলছে বলে মনে হয়।এমনি ভাবে কুকুর,শিয়ালের চোখও রাতের বেলায় জ্বলে।

বিড়াল যেখানে ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে সেখানে ঘন্টায় ৩০ কিমি গতিতে বাইক চালালে কি হত?😀
02/04/2023

বিড়াল যেখানে ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে সেখানে ঘন্টায় ৩০ কিমি গতিতে বাইক চালালে কি হত?😀

বিড়াল কখনোই মিষ্টি জিনিসের স্বাদ গ্রহণ করতে পারে না। কারণ তাদের টেস্ট রিসেপ্টারে মিউটেশন করার ফলে মিষ্টি খেলে তারা বুঝতে...
01/04/2023

বিড়াল কখনোই মিষ্টি জিনিসের স্বাদ গ্রহণ করতে পারে না। কারণ তাদের টেস্ট রিসেপ্টারে মিউটেশন করার ফলে মিষ্টি খেলে তারা বুঝতে পারে না।বিজ্ঞান বলে, বেশিরভাগ স্তন্যপায়ী মুখে মিষ্টি দিলে তা সরাসরি মতিষ্কে জানান দেয়। কিন্তু বিড়াল একদমই তাদের মত নয়। যখন মিষ্টি জাতীয় খাবার মুখে প্রবেশ করে, তখন দুটো জিন দ্বারা সমন্বিত প্রোটিন এই তথ্যকে মস্তিষ্কে প্রেরণ করে। মিষ্টি জাতীয় খাবারে শর্করা থাকে যা তৃণভোজী এবং মানুষের গুরুত্বপূর্ণ খাবারের উৎস। । এই ধরনের খাদ্য চাহিদার কারণে সকল বিড়াল প্রজাতি (যেমন-সিংহ,বাঘ) অ্যামাইনো এসিডের অভাবে সঠিক প্রোটিন কোড তৈরী করতে পারে না। যা বিড়াল প্রজাতিকে মিষ্টির স্বাদ গ্রহন করতে দেয় না। সুত্রঃ এনিমেল ফ্যাক্টস।

এখনি এপোয়েন্টমেন্ট নিতে QR কোডটি স্ক্যান করুন অথবা নিম্নোক্ত লিংকে ক্লিক করুনhttps://forms.gle/n9jwHPabbiqf3Qbf8
08/03/2023

এখনি এপোয়েন্টমেন্ট নিতে QR কোডটি স্ক্যান করুন অথবা নিম্নোক্ত লিংকে ক্লিক করুন
https://forms.gle/n9jwHPabbiqf3Qbf8

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vet Sajib Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Sajib Ahmed:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share