21/01/2024
বিড়ালের ফ্লি সমস্যার সমাধান এখন Mirpur Pets Erina ফেসবুক পেজে , বাজারে কত শত ফ্লি ট্রিটমেন্ট আইটেম আছে, কিন্তু ঠিকভাবে কাজ করে দুএকটাই। ফ্রন্টলাইন এর ফ্লি প্রতিরোধী ঔষধগুলো সবসময়ই সেরা। কিন্তু তবুও এর স্প্রে দিয়ে ফ্লি কন্ট্রোলে অনেকেই ঠান্ডা লাগা, গা চাটার মত ঝামেলা ফেস করেছেন। ই-কলার পড়াতে হয়, গোসল করাতে হয়, হাত দিয়ে ডলে সব জায়গায় মাখিয়ে দিতে হয়, স্প্রে চাপতে চাপতে হাত ব্যাথা হয়😅
তবে Frontline Spot On হচ্ছে এ সমস্যার সবচেয়ে আধুনিকতম, সহজ ও কার্যকয় সমাধান।
বিড়ালকে ধরুন, ঘাড়ের কাছে লোম সরান, ৩ ফোটা স্কিনে দিয়ে দিন। এবার নাকে তেল দিয়ে ঘুমান😅😅।
প্রয়োগের পর এই ঔষধ সমগ্র চামড়ায় ছড়িয়ে পড়ে sebaceous gland এ গিয়ে জমা হয়, ২৪ ঘণ্টা থেকে ৯৬ ঘণ্টার মধ্যেই ফ্লি এর নারভাস সিস্টেমে আঘাত করে হত্যা করে এবং ৪ সপ্তাহ ধরে আসা নতুন ফ্লিদেরও মারে। এই ঔষধ কার্যকর করতে এমনকি ফ্লিদের বিড়ালকে কামড়ানোরও প্রয়োজন পড়ে না।
আমি নিজে বায়োলিন স্প্রে দিয়ে ফ্লি মারতে ব্যর্থ হয়ে স্পট অন ব্যবহার করে ফ্লি দমন করেছি। এটা টিক, ফ্লি ও লাইস দমন করে। এটা এমনকি প্রেগন্যান্ট ও ল্যাকটেটিং মাদারের জন্যও সেফ।