Dr. Shahidul Shahid

  • Home
  • Dr. Shahidul Shahid

Dr. Shahidul Shahid Poultry & Pet Consultant

17/02/2024
Annual Sales meeting 2024
02/02/2024

Annual Sales meeting 2024

14/01/2024
A journey of possibilities and success
11/11/2023

A journey of possibilities and success

MS Junnurine Enterprise with Honorable DGM Dr. Rowshan Alam.
09/09/2023

MS Junnurine Enterprise with Honorable DGM Dr. Rowshan Alam.

মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া তিনি আমাকে অনেক অনেক সফলতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া জ্ঞাপন করতে পারাটাই এই সফল...
03/09/2023

মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া তিনি আমাকে অনেক অনেক সফলতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া জ্ঞাপন করতে পারাটাই এই সফলতার প্রধান কারন। আলহামদুলিল্লাহ। সাধারণত ফেসবুকে আমার জব ও তার কর্মকান্ড নিয়ে কখনই খুব একটা লেখালেখি করি না। সকলের সফলতার গল্পে লাইক কমেন্ট আর শুভ কামনা জানাতেই খুব ভাল লাগে। ভেটেরিনারি পাশ করে সরাসরি সেলসের চাকুরীতে যোগদান করি যা পরিবারের অনেকের কাছেই পছন্দের নয় বলেই মনে হয়েছিলো। ডা: সোহেল ভাই ছিলো প্রথম মেন্টর। যাকে দেখে এই প্রফেশনে আসা। যার হাজারো ব্যাস্ততার মাঝেও আজও কথা বলা শুরু করলে কিভাবে সময় পার হয় জানিনা। কথা শুনতেই ভাল লাগে ভাইর। সেলসের জবে আসার পরে অনেক চড়াই-উতরাই পার করে লক্ষ্যে পৌছানোই যেনো একটা আনন্দের বিষয়ে পরিনত হতে শুরু হলো। ছোট হোক কিন্তু মাইলফলক স্পর্শ করাই যেনো জীবনের একটা অংশে পরিনত হলো। সিনিয়রদের আদর ভালবাসা আবার কিছুটা স্বার্থবাদী আচরনের মাঝেও নিজেকে হাসিখুশি আর উজ্জীবিত খুজে পেতাম ও পাই সবসময়। চাকুরী জীবনের প্রথম স্যালারি ইনক্রিমেন্ট যা পেয়েছিলাম তৎকালীন কম্পানির অনেকেই কাছেই তা আজও অধরা। আমি তৎকালীন আমার প্রিয় মেন্টর জাকির স্যারের কাছে প্রচুর শিখেছি কিভাবে শুন্য থেকে শুরু করতে হয়, পেয়েছি অনেক অধরা জিনিস, ফলাফল নতুন নতুন মাইলফলক স্পর্শ করেছি একের পর এক। পরের জার্নিটা ছিলো অনেকটা ক্ষোভ নিয়ে স্থান ত্যাগ করা, মানুষরুপি কিছু স্বার্থবাদী আর বেয়াদবের কালো ছায়া থেকে নিজেকে স্থানন্তরিত করে সিলেটে চলে আসলাম। জীবনের অন্যতম সেরা সেলস জার্নি বলা চলে এটা। নতুন মেন্টর, শিক্ষক ফজলুর রহমান স্যার বোর্ডে কোন প্রশ্ন করেননি তাকিয়ে ছিলেন, শুধুমাত্র বাইরে এসে বলেছিলেন আপনি বসুন আমার চেম্বারে কথা বলে যাবেন। সেই শুরু নতুন এক যুদ্ধ। আশে পাশে ঘুরে বেড়ানো সুন্দর মিস্টি বিষাক্ত সাপের ভিরে নিজেকে স্থাপন করাই বড় চ্যালেঞ্জ ছিলো। অনেকেই হাসির পাত্রে পরিণত করার চেস্টা করেছিলো শুধুমাত্র মেন্টর বলেছি শুধু কমন সেন্স ব্যাবহার করে নিজেকে স্থাপন করো, হয়েছিলোও তাই অন্ধকার এলাকায় বিষাক্ত কীট লোকজন ছাপিয়ে একের পর এক সফলতা পেতে শুরু করলাম। আবারো ইতিহাস ব্রেক করে অকল্পনীয় এক উচ্চতায় সেলসকে পরিবর্তন করলাম ছোট কিন্তু উদ্দ্যোমি একটা টিম নিয়ে। পারিবারিক কিছুটা সমস্যায় এই জার্নিটা স্থানন্তরিত হলো আরেকবার পুরানো এলাকায় ফিরে এলাম সেখানে যা রেখে গিয়েছিলাম তা হারিয়ে গেছে এতদিনে। আরেকবার শুরু করলাম নতুন সংগ্রাম বন্ধুবর মামুন বলতো তুমি বেচো, ফিড ভাল করার দায়িত্ব আমার সেই সাহস আজও মনে পরে। আরেকবার নিজের পুরোনো রেকর্ড চুর্ণ করে টিম নিয়ে বীরদর্পে সফলতা পেয়ে গেলাম। বন্ধু মামুনের সাথে দীর্ঘদিনের সখ্যতা একত্রে কাজ করার অনুপ্রেরণা থেকে কোম্পানি পরিবর্তন, এবার যেনো ভিন্ন যুদ্ধ। গত ফেব্রুয়ারীতে যা ঘটেছিলো যা আমাকে দীর্ঘদিন মনে রাখতে বাধ্য করবে, জেদ করতে বাধ্য করলাম নিজেকে, ফলাফল আরেকবার ইতিহাস ব্রেক। ধন্যবাদ তামিম গ্রুপ। সেলসের চাকুরীতে যুদ্ধ একটা নিত্যনৈমিত্তিক বিষয় এ এমন এক জার্নি যেখানে চারিদিকে সাপ বিচ্ছুতে ভরা, সব উপেক্ষা করে হাসি মুখে জার্নি কমপ্লিট করতে পারার আনন্দই আলাদা। জানিনা আল্লাহ রিজিকের ফয়সালা কখন কোথায় রেখেছেন। আলহামদুলিল্লাহ ভাল আছি বলতে পারাটাও একটা নেয়ামত। স্বার্থবাদী সমাজের ভীড়েও জীবনে অনেক ভাল মানুষ পেয়েছি ডিলার, অফিসার, টিম মেট, বন্ধু, ক্যাম্পাসের কিছু বড় ভাই ছোট ভাই, কিছু ভেটেরিনারিয়ান বড় ভাই যারা আজও আমার চলার পথে সাহস যোগাচ্ছে নিয়মিত। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালবাসা।

02/09/2023

ভাল জেদ এমন একটা জিনিস যা আপনার লক্ষ্যকে আপনার হাতে তুলে দেয়। আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি কখনই কাউকে ফিরিয়ে দেন না।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়া আনি সাগিরা
14/07/2023

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়া আনি সাগিরা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahidul Shahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share